
বাংলায় ভাষায় প্রকাশিত প্রথম সারির যুক্তিবাদী ম্যাগাজিন চেতনার অন্বেষণে পিডিএফ ২৬ সেপ্টেম্বর ২০২৩ Chetoner Aneshane 26 September 2023 pdf পড়ুন।
চেতনার অন্বেষণে পিডিএফ সম্পাদকীয়
আজ ২৬ সেপ্টেম্বর এক মহান ব্যক্তিত্বের জন্মদিন, তিনি বাঙালির অন্যতম মেরুদন্ড বিদ্যাসাগর মশাই। তাঁর জন্মদিনে সশ্রদ্ধচিত্তে শ্রদ্ধা জানাই এবং এই দিনটিকে আমরা যুক্তিবাদীরা শিক্ষক দিবস হিসেবে পালন করছি।
আপনারা যারা নিয়মিত পত্রিকাটি পড়েন, জানেন যে পত্রিকাটি মূলত যুক্তিবাদী, মুক্তচিন্তক, বিজ্ঞানমনস্কদের লেখায় উৎসাহ প্রদান করার প্রয়াস থেকেই শুরু হয়েছে। ধর্মের ধ্বজাধারী ও জড়পন্থীদের বিরুদ্ধে এই লড়াই ভীষণই অসম। এই লড়াইতে আপনিও সাথী হোন। যেমন পারেন, যতটুকু পারেন কলম ধরুন, লিখুন। আপনার লেখা ও ভাবনা ছড়িয়ে পড়ুক। চেতনার অন্বেষণে পিডিএফ ২৬ সেপ্টেম্বর ২০২৩
বড়ই আনন্দের বিষয় এই যে ‘চেতনার অন্বেষণে’ পাঠকদের মাঝে সমাদৃত হয়েছে এবং বড়ই গর্বেরও কারণ যুক্তিবাদের ওপর অনলাইনে বাংলা ভাষায় প্রকাশিত প্রথমসারির একটি ম্যাগাজিন হতে পেরেছে।
নতুন করে অডিও পডকাস্টের দিকে আমরা ঝুঁকছি, সেটাপ গঠন করা হয়েছে, দ্রুতই সেদিকেও ফোকাস করবো। চেতনার অন্বেষণে পিডিএফ ২৬ সেপ্টেম্বর ২০২৩
দুঃখের বিষয় মানুষবই পড়া থেকে দূরে সরছে, মোবাইলে ফেসবুক, রিলসের যথেচ্ছাচারে অহেতুক সময় কাটাচ্ছি। পাঁচশ জনের অধিক মানুষ আমাদের সমীক্ষায় জানিয়েছেন ফেসবুক বই পড়ার আগ্রহ কমিয়ে দিয়েছে। এরচেয়ে বড় শকিং নিউজ আর কী হয়ে পারে! এতে অ্যাটেনশন কমছে। চেষ্টা করুন ব্যাগে একটা বই রাখার, বাসে ট্রেনে যখন যাচ্ছেন মোবাইল না খুলে বইয়ের পাতা উল্টান। মোবাইল ব্যবহার করতে হলেই ‘চেতনার অন্বেষণে’র মতো ম্যাগাজিন পড়ুন। আমরা টেলিগ্রামে ম্যাগাজিন, বই, ভালো মুভি, পডকাস্ট যতোটা পারছি আপডেট করার চেষ্টা করছি। বুক ক্লাব মিটিং কয়েকমাস পরেই আর এগোতে পারিনি। আপনারা উদ্যোগ নিলে সেটি আবার শুরু করতে পারি। যেখানে মাসে একটি করে বই পড়তে দিই, বইটি পড়ার শেষে আলোচনায় বসি।
ম্যাগাজিন নানা কারনে কিছুদিন বিরতি নিতে হয়েছিল। আপনাদের পাশে থাকার জন্যই সর্বোপরি ম্যাগাজিনটি এতোটা পথ পাড়ি দিতে পেরেছে, আরও বহুপথ যাওয়া বাকি। প্রচলিত পত্রিকা থেকে বেরিয়ে সময়ের সাথে আপডেট করেছি। মোবাইলে পড়ার উপযুক্ত করে নির্মাণ হয়েছে। এবারের সংখ্যাটিও আপনাদের মন জয় করবে এটুকু আশা করছি। চেতনার অন্বেষণে পিডিএফ
ম্যাগের শেষ পাতায় মতামত দেওয়ার একটি বাটন যুক্ত আছে। ওখানে কোনও লেখা বা সামগ্রিকভাবে কেমন লাগল, আলোচনা-সমালোচনা, মতামত জানাতে পারেন, এতে আমরা সমৃদ্ধ যেমন হবো তেমনি পাঠকের সাথে লেখক ও টিমের একটি সুহৃদ সম্পর্ক গড়ে উঠবে। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। চেতনার অন্বেষণে পিডিএফ
২৬ সেপ্টেম্বর, ২০২৩
চেতনার অন্বেষণে পিডিএফ সূচীপত্র
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর: সমাজসংস্কারে নারীমুক্তি লিখেছেন – পার্থ সারথি চন্দ্র ১৭ পাতায়
ইউনিফর্ম সিভিল কোড ও সরকারি সদিচ্ছা লিখেছেন – বিশ্বনাথ মুরমু ৩৪ পাতায়
ইসরোর চেয়ারম্যানের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন – অশোক মুখোপাধ্যায় ৩৪ পাতায়
অমোঘ লীলা, রামকৃষ্ণ, বিবেকানন্দ, শ্রীজাত প্রসঙ্গে যুক্তিবাদী
নিরীক্ষণ
লিখেছেন – অভিষেক ঘোষ ৪৭ পাতায়
এক ঝলকে বিশ্বদর্শন
লিখেছেন – উল্লাসকর বন্দ্যোপাধ্যায় ৫১ পাতায়
‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না লিখেছেন – জাহিদ রুদ্র ৫৪ পাতায়
পরিবেশ সচেতনতা
লিখেছেন – তুষার গরাই ৬০ পাতায়
ব্যাড ব্যাঙ্ক: আরও একটি জুমলা লিখেছেন – মণীশ রায়চৌধুরী ৬৬ পাতায়
স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করলে লাভের হার কি বৃদ্ধি হয় না কমে?
লিখেছেন – বাসুদেব মজুমদার ৭০ পাতায়
ইসকন কতটা ক্ষতি করছে? লিখেছেন – মুজিব রহমান ৭৬ পাতায়
বিদ্যাসাগরের ধর্ম ও দর্শন লিখেছেন – শম্ভুনাথ চার্বাক 200
125 YEARS OF VIDYASAGAR COLLEGE ৮০ পাতায়
কুসংস্কার, অন্ধবিশ্বাস বনাম যুক্তিবাদ লিখেছেন – সুদীপ্ত বিশ্বাস ৮৭ পাতায়
জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। লিখেছেন – পঞ্চানন মণ্ডল ৯৬ পাতায়
ইন্সটলমেন্টে গ্রহ পাওয়া যায় লিখেছেন – জাভেদ ইকবাল ১০৫ পাতায়
ধর্মের কারবারিদের থেকে সতর্ক থাকুন লিখেছেন – দিলীপ দাস মণ্ডল ১১২ পাতায়
মহাজীবনের ধূসর শৈশব লিখেছেন – বিশ্বদীপ ভট্টাচার্য ১১৪ পাতায়
শংকর জীবের কবলে হুজুগে বাঙালি ও বাঙালি সংস্কৃতি লিখেছেন – শাহাদাত হোসেন ১১৮ পাতায়
শিশুদের কীভাবে সু-অভ্যাস গড়ে তুলবেন লিখেছেন – রাজু দত্ত ১২১ পাতায়
সতীদাহ প্রথা: উপমহাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়
লিখেছেন -মিস্টার অ ১২৭ পাতায়
সবই বিভ্রাট
লিখেছেন – চম্পা রায় ১৩১ পাতায়
এক জাদুকর
লিখেছেন -মোশাররফ হোসেন মুসা ১৩৭ পাতায়
ফোকাস
লিখেছেন – সুমন কর্মকার ১৪১ পাতায়
জাইলা কন্যা লিখেছেন – সুদামকৃষ্ণ মন্ডল ১৪৫ পাতায়
ডাকাত দলের কুঁড়ি লিখেছেন – অশোক দাস চার্বাক ১৫২ পাতায়
কবিতা সংকলন ১৭৮ পাতায়
একটি দুর্ঘটনা এবং লিখেছেন – রাজু দত্ত
বৃষ্টি
লিখেছেন – তাপস কুমার সরকার
বিভেদের বিষ লিখেছেন – প্রিন্সি বেরা
আগমনী
লিখেছেন – তপন মাইতি
নারী তুমি কার ? লিখেছেন – রামকৃষ্ণ সাহা
শ্রম
লিখেছেন – রাজু দত্ত
একে অন্যের তরে লিখেছেন – মনোরঞ্জন ঘোষাল
নাগরিক
লিখেছেন – সুদামকৃষ্ণ মন্ডল
হাওয়াই চটির উত্থান ও পতন
লিখেছেন – অশোক কুমার দাস
ধর্মের ধারণ লিখেছেন – বিপ্লব সেন
চুল নড়াতে না পারলেও সে ঈশ্বর হয়ে যায়। লিখেছেন – বিপ্লব সেন
ওদের কথা ভাবো
লিখেছেন – তাপসকুমার সরকার
প্রত্যাখ্যান
লিখেছেন – সজল কান্তি টিকাদার
আবার
লিখেছেন – সুনীল গঙ্গোপাধ্যায় ১৭৮ পাতায়
বিশেষ সংযোজন বিদ্যাসাগর: চরিত্রের বিশিষ্টতা লিখেছেন – শ্রীশরৎ কুমার রায় ২০৩ পাতায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন – রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ২১২ পাতায়
বিদ্যাসাগর চরিত লিখেছেন – রবীন্দ্রনাথ ঠাকুর ২২১ পাতায়
Leave a Reply
You must be logged in to post a comment.