দেখি বাংলার মুখ pdf – তমোঘ্ন নস্কর Dekhi Bangalr Mukh pdf – Tamoghna Naskar

দেখি বাংলার মুখ pdf - তমোঘ্ন নস্কর Dekhi Bangalr Mukh pdf - Tamoghna Naskar
দেখি বাংলার মুখ pdf - তমোঘ্ন নস্কর Dekhi Bangalr Mukh pdf - Tamoghna Naskar

তমোঘ্ন নস্কর এর কালজয়ী লেখা  Dekhi Bangalr Mukh pdf দেখি বাংলার মুখ pdf ডাউনলোড করুন ও Dekhi Bangalr Mukh pdf পড়ুন।

দেখি বাংলার মুখ pdf - তমোঘ্ন নস্কর Dekhi Bangalr Mukh pdf - Tamoghna Naskar
দেখি বাংলার মুখ pdf – তমোঘ্ন নস্কর Dekhi Bangalr Mukh pdf – Tamoghna Naskar

Dekhi Bangalr Mukh pdf দেখি বাংলার মুখ pdf  সূচিপত্রঃ

এই বাংলার মাটিতে মা গো….
চুবড়ি মেলা
আমাদের বৈশাখী ভেজা বিধা
দেশের বাড়ি
আলুর দম মেলা
পিসির বাড়ি
সাবান চৈত ক্রান্তি
পান্তা
দগ্ধ দিনের দেখা
নকশিকাঁথার বাইশা
কালবৈশাখী
শৈশব
ছিপ
দাদু রেডিও
দোমড়ানো শৈশব
আকাশদীপ
সিধ
ডাকাত পড়া
শিল কাটা
পুকুর ভাঙা
ব্যতিক্রমী মাছ ধরা
লোডশেডিং
আচার ও বড়ি
ট্রাঙ্ক/ তোরঙ্গ
সন্ধ্যা হাঁড়ি
জাঁতা
উলুটি
খসলা ও কুড়োন ছাতু বিস্মৃত
ধূসর ঈশ্বরেরা
মা বিষহরি ও অরন্ধন বামন দ্বাদশী
কাঁদুনে মা মাদানা মা
ব্রতের চাল- অশ্বিনীকুমার ও রান্নাপূজা পাঁচু ঠাকুরের পার্বণ
মকর সংক্রান্তি/ বাস্তু(মকর) পূজা
সংক্রান্তি ও বারা পূজা

চাঁচোড়
ভৈরব
ক্ষেত্রপাল
ভাদু উৎসব- এক আদ্যন্ত লৌকিক উৎসবের কথা
চৌদ্দশাক কথা
অশ্বত্থ পূজা
ঘেঁটু ঠাকুরের চৈত্র মাস্যা
ধান্যলক্ষ্মী
গোঁসাইকথা
ভাঙখোর
দান
হরিহর-এক অঙ্গে দুই
শূন্য-এক-দশ(০-১-১০)
শয়ন
একাদশী ও খনা
বিদ্যাদেবীর সন্তানও বিদ্যা
নমনীয় পাঠ
বাবা ঠাকুরের মাতৃকথন
মা বিপত্তারিনী কথা
দুর্গা মাতা
মহালয়া
নবরাত্রি
গণেশ চতুর্থী- অজানা কথা
কৌশিকী অমাবস্যা
ফলহারিণী
নাগ কথা
মাতা অন্নপূর্ণা

দেখি বাংলার মুখ pdf নমুনাঃ

এরপর আসত বারোয়ারি মাছের পালা। প্রথমে আসত গাছের বেগুন দিয়ে কাতলার ঝোল, তাতে আবার থ্যাবড়া মশলা বড়ি। ভেটকিটাকে মজানো হতো ফুলকপি আর চালকুমড়োর বড়ি দিয়ে। ওদিকে ক্ষেতে তখন টমেটো উঠতে লেগেছে। কাঁচা টমেটো আর চুনো মাছের সোহাগে হতো রসা। লালচে, টকটক, ঝাল ঝাল। চিতি কাঁকড়াগুলোও তেঁতুলে জারিয়ে টসটসে হয়ে থাকত পাতে পড়ার অপেক্ষায়।
আজও উঠান আছে। তবে শান বাঁধিয়ে চকচকে যে বুক পেতে আমাদের শৈশবের মুহূর্তদের ধরত, সেই বুক পেতে এখন গোটা দুই তিন চার-চাকা আর দুই-চাকা ধরে। সেই পুকুরটা আজও আছে, তবে ভাড়া করা লোকে মাছ ধরে। আর সেই বারান্দা… সবচাইতে অন্যায় হয়েছে তার সঙ্গে। যে যার মতো কেটেকুটে দরজা বের করে নিয়েছে।

দেও – তমোঘ্ন নস্কর Deo pdf by Tamaghna Naskar

সে প্রায় আড়াইশো বছর আগের কথা। তখনো শীতের সকাল এমন ধোঁয়াশায় আচ্ছন্ন হতো না বরং হিম মাখা যুবক রোদে ঝকঝক করত চতুর্দিক। গ্রামের প্রাচীন বটতলায় আজ প্রামাণিকরা (নাপিত) এসেছে। আজ মঙ্গলবার অর্থাৎ হাটবার।
প্রামাণিকরা নিজেদের বাক্স নিয়ে বসে। দল বেঁধে লোকজন ক্ষৌরকর্ম সারে। গাজীবাবাও সেই কাজ সারতে এসেছেন। অবশ্য বাবা বলা যায় না। বালক থেকে যুবকে উন্নীত হয়েছেন মাত্র। শিশুর সারল্য মাখা মানুষটা যেন সবার পরিচিত, আপনজন। তাই সবাই ভাই বলেই ডাকে। আর এই ডাকে তিনি দিব্যি সাড়া দেন।

সবে প্রামাণিক তার কাজ শুরু করেছে, এমন সময় দু-বার কেঁপে উঠলেন গাজীবাবা—ভাই পাঁ গাজী। আর তারপরেই প্রামাণিক দেখল তিনি থরথর করে কাঁপছেন আর দরদরিয়ে ঘামছেন। এদিকে তাঁর চক্ষু মুদিত। দেহ ঠান্ডা, যেন প্রাণ নেই। হৈ হৈ পড়ে গেল। লোকজন এসে জমা হয়ে গেল সেই প্রাঙ্গণে। কিন্তু কেউ তাঁকে নাড়া দেয়ার সাহস করতে পারল না। এইভাবেই কেটে গেল বেশ কয়েক মুহূর্ত।

অন্যদিকে এক সম্পূর্ণ অন্য দৃশ্যের অবতারণা হচ্ছিল কিছু দূরের নদীতটে । বর্ধমানের জমিদারের পুত্র ধান ও অন্যান্য ভোট নিয়ে নৌকাযোগে কোথাও গমন করেছিলেন। তাঁর বৃহৎ কোশাকুশিগুলো এই অঞ্চলে এসে নদীর চড়ায় আটকে গিয়েছিল। দীর্ঘক্ষণের চেষ্টার পর তাঁরা হাতোদ্যম হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন।

ধুন্ধুমার pdf – তমোঘ্ন নস্কর Dhundhumar pdf by Tamoghn Naskar

সেই সময় প্রামাণিকের হস্তে নিজেকে সমর্পণ করে ক্ষৌরকর্মে বসেছিলেন গাজীবাবা। এতটুকুণ্ড সময়ও তিনি ঈশ্বর সাধনার থেকে বিচ্যুত হতে চান না। আর ঠিক সেই সময়ে তাঁর কানে আসে মাঝিদের করুণ আকুতি। স্থূল দেহ প্রামাণিকের সামনে রেখে, সূক্ষ্ম দেহে তিনি চলে যান সেই নদীতটে। উদ্ধার করেন সেই নৌকা। দীর্ঘ পরিশ্রমে ঘর্মাক্ত হয়ে ওঠে তাঁর দেহ। একই সঙ্গে দু-দিকের মানুষ পরিলক্ষিত করে এই আশ্চর্য। জয় জয়কার পড়ে যায় ভাই খাঁ গাজীর।
তারপর বেশ কিছুদিন পেরিয়ে গেছে। বর্ধমানের জমিদারের কানে যায় সেই কাহিনি। তিনি নিজে গাজীবাবার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। দেড় শত বিঘা জমির পত্র এবং মিষ্টি তাঁর পায়ে অর্পণ করে তিনি আশ্রম তৈরি করতে বলেন।

সেই থেকে শুরু। বন্ধ্যা নারী থেকে কন্যাদায়গ্রস্ত পিতা, মুমূর্ষু রুগী থেকে বিকলাঙ্গ সন্তান— সবাই বাবার স্পর্শে সুস্থতায় ফিরল। ভাই খাঁ গাজী সবার। মুসলমান, হিন্দু সবাই তাঁর ভাই। আপন ভাই সফেজ খাঁ তাঁর বাম হস্ত তো হিন্দু ভাই গোপাল খাঁ তাঁর ডান হস্ত।

Dekhi Bangalr Mukh pdf দেখি বাংলার মুখ pdf link

Download / Read Online

Be the first to comment

Leave a Reply