২৫ শে মার্চ pdf – রবিন জামান খান 25 Se March pdf – Robin Zaman Khan

২৫ শে মার্চ pdf - রবিন জামান খান 25 Se March pdf - Robin Zaman Khan
২৫ শে মার্চ pdf - রবিন জামান খান 25 Se March pdf - Robin Zaman Khan

রবিন জামান খানের 25 Se March pdf ২৫ শে মার্চ pdf ডাউনলোড করুন ও 25 Se March pdf ২৫ শে মার্চ pdf পড়ুন।

২৫ শে মার্চ pdf - রবিন জামান খান 25 Se March pdf - Robin Zaman Khan
২৫ শে মার্চ pdf – রবিন জামান খান 25 Se March pdf – Robin Zaman Khan

25 Se March pdf ২৫ শে মার্চ pdf লেখকের কথা

প্রথমেই আমি সকল পাঠক এবং শুভানুধ্যায়ীকে ধন্যবাদ জানাতে চাই আমার এই প্রচেষ্টায় শামিল হবার জন্যে। পাঠকদের কাছে শুরুতেই কয়েকটি বিষয় পরিষ্কার করে নেয়া প্রয়োজন। এই বইটি ইতিহাসের পটভূমিতে লেখা সম্পূর্ণ কাল্পনিক একটি থূলার উপন্যাস। এর কাহিনী আবর্তিত হয়েছে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে, তাই কাহিনীর প্রয়োজনে বাস্তব কিছু চরিত্র এবং ঘটনা বর্ণিত হয়েছে বইটিতে। এছাড়া সব চরিত্র এবং কাহিনীটি পুরোপুরি কাল্পনিক।

বইতে উল্লেখিত মিথ, সম্ভাব্য স্থান এবং কিছু কিছু ঘটনা সম্পূর্ণ সত্যি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ দমনের সময়ে ইংরেজবাহিনী যখন লালবাগ দুর্গে আক্রমণ করে তখন স্থানীয় একমহিলা দেশীয় কিছু সৈন্যদের নিয়ে লালবাগ দূর্গের অভ্যন্তরে অবস্থিত পরিবিবির সমাধির ভেতরে শক্ত অবস্থান নিয়ে ইংরেজবাহিনীর ব্যাপক ক্ষতি সাধন করেছিলেন। পরবর্তীতে ওই মহিলাকে আহত অবস্থায় বর্তমান বাহাদুরশাহ পার্কে অন্যান্য বিদ্রোহীদের সাথে ফাঁসি দেয় হয়। ঢাকার ইতিহাস নিয়ে লেখা একাধিক বইতে এই ঘটনার উল্লেখ রয়েছে।

রাজদ্রোহী pdf – রবিন জামান খান Rajdrohi pdf – Robin Zaman Khan

২৫শে মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাকিস্তানি মিলিটারির গণহত্যা এবং ধ্বংসযজ্ঞে যে বর্ণনা দেয়া হয়েছে সেগুলো সম্পূর্ণ সত্যি এবং ইতিহাসনির্ভর।

এবার আসি বইতে বর্ণিত বিভিন্ন মিথের ব্যাপারে। এই বইতে ব্যবহৃত অন্যতম একটি মিথ হলো ‘পা-ভাঙা ঘোড়া’র মিথ। এক সময় প্রাচীন ঢাকায় সত্যি সত্যিই এ-ধরণের একটি অভ্যাস প্রচলিত ছিলো। সাধারণত মানত করার কাজে মানুষজন বিশেষ এই নিময়টি মেনে চলতো। এছাড়াও বইতে বর্ণিত বিভিন্ন কাল্ট এবং গোপন সংঘের যে বর্ণনা দেয়া হয়েছে তার অধিকাংশ‍ই সত্যি। ভারতবর্ষ জুড়ে একসময় বিভিন্ন গুপ্তসংগঠন এবং কাল্টের রাজত্ব ছিলো। এমনকি ইংরেজ শাসনের বিরুদ্ধেও গড়ে উঠেছিলো অসংখ্য বিদ্রোহী সংগঠন এবং গোপনসংঘ। কথিত আছে প্রাচীন ভারতের এসব কাল্টের ভেতরে কিছু কিছু কাল্টের অস্তিত্ব এই একবিংশ শতাব্দিতেও টিকে আছে, যারা তাদের পুরনো অভ্যাস, রীতি-রেওয়াজ এবং রহস্য আজো সঙ্গোপনে ধরে রেখেছে। তবে এই বইতে বর্ণিত মূল কাল্টটি সম্পূর্ণ কাল্পনিক।

‘২৫শে মার্চ’ বইটি লিখতে গিয়ে আমাকে সাহায্য নিতে হয়েছে অসংখ্য বইয়ের। যার ভেতরে ইতিহাসনির্ভর রেফারেন্স বই থেকে শুরু করে ডকুমেন্টারি, স্বাধীনতার দলিল এবং অনেক পুরনো পত্রিকা রয়েছে। কিছু বিশেষ ব্যক্তি, যারা ১৯৭১ সালে ২৫শে মার্চ রাতের ধ্বংসযজ্ঞ নিজ চোখে দেখেছেন, তাদের কয়েকজন। নিজের অভিজ্ঞতা শেয়ার করে আমাকে বিশেষ সহায়তা করেছেন। তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ।
সবশেষে আমি ধন্যবাদ জানাতে চাই শ্রদ্ধেয় বড় ভাই এবং লেখক-প্রকাশক মোহাম্মদ নাজিম উদ্দিন ভাইকে। নাজিমভাইয়ের উৎসাহ, দিক নির্দেশনা আর আন্তরিক সহযোগিতা না পেলে বইটির কাজ সম্পন্ন করা আমার পক্ষে সম্ভব হতো না।

সবাইকে আবারো ধন্যবাদ, পাঠকের কাছে বইটি ভালো লাগলে আমার প্রচেষ্টা সফল হয়েছে বলে মনে করব।
রবিন জামান খান

 

25 Se March pdf ২৫ শে মার্চ pdf পূর্বকথা

নিজের বারোটা বাজানোর বহু পন্থা আছে। কিন্তু সেই বারোটা যে এভাবে বাজবে কখনোই ভাবতে পারেনি সে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, সবকিছু গুছিয়ে আনার পর যদি পুরো ব্যাপারটা এভাবে কেচে যায় তবে এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না।
আন্টাঘর ময়দানের সামনে দাঁড়িয়ে সুবাদারের বাড়ির সদর দরজার দিকে তাকিয়ে আছে সে। রাগে নিজের চুল ছিড়তে ইচ্ছে করছে। বাস্তবিক পক্ষে সেটাও সম্ভব না। কারণ শুধুমাত্র চোখদুটো বাদে তার মাথা মুখসহ সবই পাগড়ির কাপড় দিয়ে ঢাকা। আলগোছে হাতটা চলে গেলো কোমড়ে বাঁধা চামার থলিটার দিকে। হাত বুলিয়ে সে নিশ্চিত হলো, না ওটা ঠিকই আছে।

এমনটা হবার কথা ছিলো না। অত্যন্ত কঠিন হলেও সে এবং সুবাদার সাহেব মিলে সবকিছু গুছিয়ে এনেছিলো। তারা দুজনেই প্রায় নিশ্চিত ছিলো কম্পানির হাতে পড়ার আগেই তারা পালাতে পারবে। কিন্তু এখন সুবাদারের বাড়ির সামনে কোম্পানির প্রহরারত সৈনিক প্রমাণ করে সে ধরা পড়ে গেছে এবং হয়তো এতোক্ষণে মারাও গেছে। ভাগ্যিস সে নিজে বাড়িতে ঢোকার আগে একবার চারপাশটা জরিপ করে নিতে চেয়েছিলো। তা না হলে সেও বেঘোড়ে ধরা পড়তো। প্রশ্ন হলো, সুবাদার সাহেব কি মৃত্যুর আগে তার মুখ খুলেছেন? আর তার স্ত্রী?

ভাবতে ভাবতে সে হাটতে লাগলো, মাথা ঠিকমতো কাজ করছে না। হঠাৎ কুয়াশাচ্ছন্ন গলির ভেতর থেকে একটা ছায়া উড়ে এসে পড়লো তার গায়ের ওপর। কিছু বুঝে ওঠার আগেই মানুষ্টা তার মুখ চেপে ধরলো। ধস্তাধস্তি করতে যাবে, মানুষটার কণ্ঠস্বর শুনে থমকে গেলো সে। “থামো, আমি।”
“হায় খোদা, আপনি?” বলে মানুষটিকে টেনে গলির ভেতরে অন্ধকার কোনে নিয়ে গেলো। “ব্যাপার কি? কী হয়েছে? সুবাদার সাহেব কোথায়?”

কবি pdf – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় Kobi pdf – Tarashankar Bandyopadhyay

“তুমি বাড়ির সামনে কোম্পানির সৈন্যদের দেখতে পাওনি? সুবাদার সাহেব ধরা পড়ে গেছেন,” সুবাদারের স্ত্রী, বেগম সাহেবা মুখ থেকে কাপড় সরাতে সরাতে বললেন। আপরিসীম সাহসী নারী হিসেবে এই অঞ্চলে তার খ্যাতি আছে। এমনকি ইংরেজ কমান্ডাররাও এই অঞ্চলে তার এবং তার স্ত্রীর প্রভাব প্রতিপত্তির কারণে সুবাদারকে সমঝে চলতো।
“আমি জানি তুমি কী ভাবছো।”
“সুবাদার সাহেব কি মুখ খুলেছেন?” সে অন্যদিকে তাকিয়ে বললো। প্রশ্নটা তার করতে খুব কষ্ট হচ্ছে কিন্তু এর উত্তর জানতে হবে তাকে।

“সুবাদার সাহেব মারা গেছেন, ” বেগম সাহেবার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। “ঘণ্টাখানেক আগে তুমি বেরিয়ে যাবার একটু পরেই ইংরেজ সৈন্যরা আমাদের বাড়ি আক্রমণ করে। উনি আমাকে চিলেকোঠায় তুলে দিয়ে একাই সৈন্যদের মুখোমুখি হন। কয়েকজনকে ঘায়েল করার পর ওরা যখন তাকে ঘিড়ে ফেলে নিজেই উনি নিজের বুকে ছুড়ি ঢুকিয়ে দেন,” বেগম সাহেবার গলা কাঁপছে। কথা বলতে কষ্ট হচ্ছে।

25 Se March pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply