আদায়ের ইতিহাস pdf – মানিক বন্দ্যোপাধ্যায় Aadaayer Itihaas pdf – Manik Bandopadhyay

আদায়ের ইতিহাস pdf - মানিক বন্দ্যোপাধ্যায় Aadaayer Itihaas pdf - Manik Bandopadhyay
আদায়ের ইতিহাস pdf - মানিক বন্দ্যোপাধ্যায় Aadaayer Itihaas pdf - Manik Bandopadhyay

মানিক বন্দ্যোপাধ্যায় এর ত্রিষ্টুপ নামের এক যুবকের কাহিনি নিয়ে লেখা Aadaayer Itihaas pdf আদায়ের ইতিহাস pdf ডাউনলোড করুন ও Aadaayer Itihaas pdf আদায়ের ইতিহাস pdf পড়ুন।

আদায়ের ইতিহাস pdf - মানিক বন্দ্যোপাধ্যায় Aadaayer Itihaas pdf - Manik Bandopadhyay
আদায়ের ইতিহাস pdf – মানিক বন্দ্যোপাধ্যায় Aadaayer Itihaas pdf – Manik Bandopadhyay

Aadaayer Itihaas pdf আদায়ের ইতিহাস pdf লেখকঃ

কৈশোরকাল থেকেই লেখক হওয়ার স্বপ্ন তাঁর মধ্যে ছিল, কিন্তু বাস্তবে দেখা যায়, একটি আকস্মিক ঘটনাসূত্রে তিনি লেখক হয়ে ওঠেন। মানিক বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিলেন। যে, ভালো গল্প লিখলে নতুন লেখকও বিখ্যাত পত্রিকায় ঠাঁই পেতে পারে। আর ‘অতসীমামী’ নামে একটি গল্প লিখে তা ১৯২৮ সালের ডিসেম্বর মাসে বিখ্যাত পত্রিকা ‘বিচিত্রা’য় ছাপিয়ে তিনি বাজি জিতে গেলেন। তখন তিনি বিএসসি প্রথম বর্ষের ছাত্র, বয়স মাত্র বিশ বছর। পত্রিকার সম্পাদক নিজে লেখকসম্মানীসহ পত্রিকার কপি। মানিকের বাড়িতে পৌঁছে দিয়ে আরো লেখা দাবি করে গেলেন। এভাবেই বাংলা কথাসাহিত্যে মানিকের দীর্ঘ আবির্ভাব। তারপর সম্পাদকদের তাগিদে লেখকজীবনে চলে এল এমন ব্যস্ততা যে, তাঁর পক্ষে শিক্ষাজীবন অব্যাহত রাখা আর সম্ভব হল না।

পদ্মা নদীর মাঝি pdf – মানিক বন্দ্যোপাধ্যায় Padma Nadir Majhi pdf – Manik Bandopadhyay

শুধু তাই না, এর কিছুদিন পরই তাঁর মধ্যে জন্ম নিল রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র- পরবর্তী সাহিত্য ক্ষেত্রে আত্মপ্রতিষ্ঠার এমন আগ্রহ যে, তিনি ব্যাপৃত হলেন এক ‘প্রাণান্তকর’ সাহিত্যসাধনায় ফলে লেখকতা শুরুর সাত বছরের মধ্যে তিনি লিখে ফেলেন বেশ কিছু শ্রেষ্ঠ উপন্যাস ও গল্প : জননী, দিবারাত্রির কাব্য, পদ্মানদীর মাঝি, পুতুলনাচের ইতিকথা, ‘আত্মহত্যার অধিকার’, ‘প্রাগৈতিহাসিক’, ‘সরীসৃপ’, “কুষ্ঠরোগীর বৌ’, ‘সাহিত্যিকের বৌ’ প্রভৃতি। এরই প্রতিক্রিয়ায় তিনি শিকার হন এপিলেপ্সি নামক এমন এক দুরারোগ্য ব্যাধির, আমৃত্যু যার যন্ত্রণা থেকে তাঁর রেহাই মেলে না। এ থেকে রক্ষার জন্য এমন ওষুধের ব্যবস্থা তিনি করেন, যা তাঁকে অ্যালকোহলে আসক্ত করে তোলে। জীবিকা নির্বাহের জন্য শুধু লেখার ওপর নির্ভর করায় নিত্যসঙ্গী দারিদ্র্য তো ছিলই। ব্যাধি, আসক্তি ও দারিদ্র্য-এই তিনের সম্মিলিত আঘাতে অনিবার্য হয়ে ওঠে তাঁর অকালমৃত্যু।

এক পয়সার বাঁশী pdf – জসীম উদদীন Ek Poysar Bashi pdf – Josim Uddin

বাংলা সাহিত্যে মনোবিশ্লেষণধর্মী ও সমাজরূপান্তরকামী রচনার জন্য অনন্য এই লেখক বেঁচেছিলেন মাত্র আটচল্লিশ বছর। তার মধ্যে আটাশ বছরই তাঁর কেটেছে নিরবচ্ছিন্ন সৃষ্টিশীলতায়। এ সময়ে তিনি লিখেছেন সাঁইত্রিশটি উপন্যাস, দুইশো আশিটির বেশি গল্প, সম্পূর্ণ-অসম্পূর্ণ মিলে চারটি কিশোর-উপন্যাস, আটাশটি কিশোর-গল্প, চারটি কৈশোর স্মৃতিমূলক রচনা, ষোলোটি প্রবন্ধ-নিবন্ধ, একটি নাটক ও বেশ কিছু কবিতা ।

Unish Kuri 19 March 2016 pdf উনিশ কুড়ি ম্যাগাজিন ১৯ মার্চ 2016 pdf

মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসসমগ্রকে ছটি খণ্ডে প্রকাশের পরিকল্পনা আমাদের। এর তৃতীয় খণ্ডে সংকলিত হল তাঁর মধ্য পর্যায়ের আটটি উপন্যাস : শহরবাসের ইতিকথা, চিন্তামণি, খুনী, চিহ্ন, আদায়ের ইতিহাস, জীয়ন্ত, পেশা ও ছন্দপতন। ১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে প্রকাশিত এসব উপন্যাস ধারণ করে আছে ক্রান্তিকালের কিছু দিকচিহ্নসহ মূলত তাঁর মার্কসীয় সমাজবীক্ষার সাক্ষ্য।

Aadaayer Itihaas pdf আদায়ের ইতিহাস pdf নমুনাঃ

প্রথম কিছুদিন আপিসের কাজ করিতে ত্রিপুষ্ট পের ভালই লাগিল। জীবনে এ তার একটা নূতন অভিজ্ঞতা—অনেকের সঙ্গে কলম পিষিয়৷ পয়সা উপার্জন করা। নূতন সাথী, নূতন আবেষ্টনী । প্রথম কয়েক দিন সে ঘাড় গুঁজিয়া গভীর মনোযোগের সঙ্গে একটানা কাজ করিয়া যাইত, মনোযোগের ছোট ছোট বিরামগুলিতে এই ভাবিয়া গভীর তৃপ্তি অনুভব করিত, সে কাজ করিতেছে, কাজ! তার ছোট ঘরখানাতে বিছানায় চিৎ হইয়া দেশবিদেশের চিন্তাবিদদের ছাপানো মতামতের চিন্তায় মগজ বোঝাই করার ছলে অমন বেকার জীবন যাপন করার বদলে, নিজের চিন্তা ও কল্পনার জাল বোনার বদলে কিছু একটা কাজ করিতেছে। গৃহের অসুস্থ মনে তার যেন আপিসে চেঞ্জ আসিয়াছে। এ যেন প্রায় মুক্তির সমান।

Rajokiya Premkatha pdf – Chitra Deb রাজকীয় প্রেমকথা pdf – চিত্রা দেব

প্রকাণ্ড একটা টেবিল ঘিরিয়া দশ জন কর্মী বসে; তাদের মধ্যে সে স্থান পাইয়াছে। ঘরের চারিদিকে আরও অনেকগুলি ছোট- ছোট টেবিলে আরও অনেক সহকর্মী আছে। মাঝে-মাঝে চোখ তুলিয়া ত্রিষ্টুপ চারিদিকে তাকায়। ঘরের সোঁদাগন্ধী গরম বাতাসের ঘনত্ব যেন অনুভব করা যায়, ছুটি ফ্যান পাক খাইতে খাইতে অবিরাম এলোমেলো আলোড়ন বজায় না রাখিলে বাতাস যেন আরও গাঢ় হইয়া জমিয়া যাইত। দেওয়ালের গা ঘেঁ সিয়া বসানো প্রায় ছাতের সমান উঁচু কাঠের তাকগুলিতে গাদা করা কাগজপত্র — কত মানুষের কত দিনকার কত পরিশ্রমের ফল কে জানে!
আপিসের কয়েক জনের সঙ্গে ত্রিষ্টুপের একটু একটু ঘনিষ্ঠ পরিচয় হইয়াছে।

Aadaayer Itihaas pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply