অবরুদ্ধতার গল্প pdf – শরীফুল হাসান Abarudhatar Golpa pdf – Shariful Hasan

অবরুদ্ধতার গল্প pdf - শরীফুল হাসান Abarudhatar Golpa pdf - Shariful Hasan
অবরুদ্ধতার গল্প pdf - শরীফুল হাসান Abarudhatar Golpa pdf - Shariful Hasan

শরীফুল হাসানের অস্থির সময়ের স্বস্তিদায়ক এক গল্পসংকলন Abarudhatar Golpa pdf অবরুদ্ধতার গল্প pdf ডাউনলোড করুন ও Abarudhatar Golpa pdf অবরুদ্ধতার গল্প pdf পড়ুন।

অবরুদ্ধতার গল্প pdf - শরীফুল হাসান Abarudhatar Golpa pdf - Shariful Hasan
অবরুদ্ধতার গল্প pdf – শরীফুল হাসান Abarudhatar Golpa pdf – Shariful Hasan

Abarudhatar Golpa pdf অবরুদ্ধতার গল্প pdf সূচিঃ

প্রতিবিম্ব- তানজীম রহমান
জম্বা- বাপ্পী খান
কারাগার ৪৬০০-তানজিরুল ইসলাম
নেচার কোড- কৌশিক জামান
ডিমেনশিয়া-মোহাইমিনুল ইসলাম বাপ্পী
ধোঁয়াটে বাতাসে, নালিশ রেখে যায়-ইমতিয়াজ সজীব
ত্রাণ-কর্তা-রবিন জামান খান
কালিজিরা কাব্য ও একটি সরল সমীকরণ- আলী ওয়াহাব
সৌহার্দ্য নিঃসঙ্গতার দিনে সাঈদ শিহাব
সলিতারিও-তানিয়া সুলতানা
এই গলিটা ভালো নয়-নজরুল ইসলাম
দাঁড়কাক-ইশরাক অর্ণব
সহানুভূতি ক্যাফে-শাহেদ জামান
নারী অথবা নারী-ওয়াজেদুর রহমান ওয়াজেদ
বিপদ যখন আসে সুস্ময় সুমন
অভিনব স্বাভাবিকত্ব-কিশোর পাশা ইমন
বাতিঘর- জাহিদ হোসেন প্রহরি-কায়সার কবির
রাত তিনটেয়- প্রিন্স আশরাফ
রুম নাম্বার তিন-নিয়াজ মেহেদী
যাদুর শহর-নেওয়াজ নাবিদ
অদ্ভুত আধার এক- জুবায়ের রুমেল
ক্লেশ- সুমিত শুভ্র
এদিক দিয়ে কাউকে ঘোড়ায় চড়ে যেতে দেখেছেন- নাবিল মুহতাসিম
অবশেষে- রাইসুল আরেফিন

ছোট সামছু’র লকডাউন বৃত্তান্ত-শরীফুল হাসান
শাহেদ আলীর ফ্যান্টম হাত!- মোহাম্মদ নাজিম উদ্দিন
ছায়ার সওদা- সিদ্দিক আহমেদ
সময়ের মাত্রায় একজন সুন্দরম – যারিন তাসনিম প্রমি
মোক্ষম চাল আমের আহমেদ
অপরিচয়-সালমান হক
আকিফো- সিহান নাইম
একটা সিনেমা দেখবেন?- ওয়াসিফ নূর
এনিওয়ার্ম- অনন্যা নাজনীন
দোযখ-কাজী ঐশী
হারানো বিজ্ঞপ্তি- তানযীলা তারাইয়্যান
মহামারী- মৌলি আখন্দ
মৃত্যু- তানজিল সা’দ
উধাও গল্প- সালমান সাকিব জিসান
ফিয়ার অব ডেথ-নওশের ডন
অস্তিত্বের বিষাক্ত লোবান সালেহ আহমেদ মুবিন
জীবে প্রেম-গোলাম কিবরিয়া

Abarudhatar Golpa pdf অবরুদ্ধতার গল্প pdf ভূমিকা

আমি সম্পাদক নই, লেখক মাত্র। অবরুদ্ধতার দিনগুলোতে পাঠক, লেখক, বন্ধু- আত্মীয় সবার সাথেই যোগাযোগ ক্ষীণ হয়ে আসছিল। এরমধ্যে একদিন বাতিঘর প্রকাশনীর আয়োজনে এক লাইভ আড্ডায় নিছকই একটা প্রস্তাব করে ফেললাম। প্রস্তাবটা সঙ্গে সঙ্গে গৃহীত হলো এবং এর দায়িত্বও আমার উপর বর্তালো। কাজটা হচ্ছে একটা গল্প সংকলন সম্পাদনা করতে হবে। সেখানে বিভিন্ন ধরণের লেখা থাকবে এবং পুরো সংকলনটি হবে পাঠকদের জন্য উন্মুক্ত। এই কাজে সঙ্গী হিসেবে পাওয়া গেল বাপ্পী খান’কে। সঙ্গে তার থ্রিলার পাঠকদের আসর গ্রুপ। এই সংকলনের নামকরণ এবং অলংকরনের যাবতীয় কর্ম বাপ্পী খান-এর। তাকে বিশেষ ধন্যবাদ। এছাড়া সবসময় পরামর্শ দিয়ে সাথে ছিলেন বাতিঘর প্রকাশনীর কর্ণধার মোহাম্মদ নাজিম উদ্দিন। তাঁকেও বিশেষ ধন্যবাদ।

রক্ষাচক্র pdf – দেবমাল্য কর্মকার Rakkha Chakra pdf by Debmalya Karmakar

ভিন্ন স্বাদের, বৈশিষ্ট্যের অনেকগুলো গল্প এক করা হলো। আশা করি এই অবসরে এই নতুন গল্পগুলো পাঠকদের ভিন্ন ভিন্ন আমেজ দেবে। আবারও বলছি, আমি সাধারন লেখক মাত্র। সম্পাদনা অনেক বড় কাজ। এখানে অনেকগুলো গল্প এক করার কাজটাই হয়তো ভালো করে করা হয়েছে। বাকি অজস্র ভুলভ্রান্তি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই অবরুদ্ধতার কাল আমরা জয় করবো নিশ্চয়ই। সবাই ভালো থাকবেন।

Abarudhatar Golpa pdf অবরুদ্ধতার গল্প pdf নমুনাঃ

পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত কারাগারের জেলার মিহনান রাশাদ যখন খবরটা শুনলো, ঠিক বিশ্বাস করতে পারলো না। একটা মুহূর্ত থম মেরে রইলো সে। চোখের পাতা বন্ধ করে ভাবতে লাগলো ব্যাপারটা আসলেই সত্যি কিনা। কিন্তু এইমাত্র সে যার কাছ থেকে খবরটা পেলো, সে তাকে ভুল তথ্য দেবার কথা নয়। কাশিতো দিতাক, ডেপুটি জেলার-সেই তাকে খবরটা দিলো।
রাশাদ চোখ বন্ধ অবস্থাতেই দিতাককে জিজ্ঞেস করলো, “মি. দিতাক, আপনি যা বলছেন, তা কি পুরোপুরি সঠিক?”
“জি স্যার।” ডেপুটি জেলার কাশিতো দিতাক উত্তর ফেরালো। “এর মধ্যে কোনো ভুল নেই। আমি একটু আগে কারাগারে এসে ব্যাপারটা দেখতে পাই। সাথে সাথেই আপনাকে কল করেছি।”
খবরের সত্যতা যাচাই করে রাশাদের মুখটা কুঁচকে গেলো। তারপরও সে শান্ত কণ্ঠে উত্তর দিলো, “ঠিক আছে। আমি আসছি।”

কলটা কেটে সে তার এক অধস্তনকে ডেকে পাঠালো। বললো ফ্লাইং কারটা বের করতে। আদেশ পেয়ে সেই অধস্তন অফিসার স্যালুট ঠুকে চলে গেলো।
লোকটা ঘর থেকে বের হওয়ার সাথে সাথে রাশাদ টুকটাক কিছু কাজকর্ম সেরে নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে লাগলো। পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট আগে থেকেই ছিলো। হ্যাঙার থেকে কালো কোটটা নামিয়ে নিয়ে গায়ে চাপালো সে। পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে পুড়লো। লম্বা একটা টান দিয়ে ধোঁয়াটা ছেড়ে দিলো বাতাসের মধ্যে। পাশের টেবিলটায় সুদৃশ্য চকচকে পুলিশ ব্যাজ আর আধুনিক মডেলের একটা স্মার্টপিস্তল রাখা আছে। একে একে ওগুলো তুলে নিয়ে বুকের ওপর ব্যাজটা লাগালো সে, আর স্মার্টপিস্তলটা গুঁজলো বগলের সোন্ডার হোলস্টারে। তারপর সিগারেটে আরেকটা টান দিয়ে পা বাড়ালো।

সে যখন গ্যারেজে পৌঁছালো, ফ্লাইং কারটা ততক্ষণে রওনা দেবার জন্য প্রস্তুত। টেসলা ব্রান্ডের ‘ফিনিক্স এক্স থার্টিন’ মডেল। ওটার পাশে সাদা পোশাকে চারজন অফিসার দাঁড়িয়ে। তবে ওদের মধ্যে সবাই মানুষ নয়। একজন আছে, যে মানুষ থেকে ভিন্ন। সাম্প্রতিক মডেলের একটা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন হিউম্যানয়েড রোবট। রোবটটার শারিরীক শক্তি, কমব্যাট স্কিল, প্রিসেশন, অ্যাকুরেসি, কর্মক্ষমতা-সবই মানুষের থেকে উর্ধ্বে।

রাশাদকে দেখা মাত্রই এক অফিসার ফ্লাইং কারের পেছনের দরজা খুলে ধরলো। মিহনান রাশাদ হাঁটার গতি না কমিয়ে সরাসরি উঠে গেলো খোলা দরজা গলে। সে ওঠার পর একে একে উঠে বসলো অন্যরাও। রাশাদের পেছনের সিটে বসলো দুজন, দুজন বসলো সামনের সিটে। রোবট অফিসার বসলো চালকের আসনে। চারি ও পাসওয়ার্ড দিয়ে গাড়িটা স্টার্ট দিলো। অল্পক্ষণের মধ্যেই গাড়িটা উড়াল দিলো আকাশে। কারাগার ৪৬০০ এর দিকে যেতে শুরু করলো।

যাবার সময় সবুজে ছাওয়া ছোট-বড় পাহাড় দেখা গেল নিচে। কোথাও পাহাড়ের ভাঁজে ভাঁজে আঁকাবাঁকা ঝিড়ি বা নদী ছুটে যাচ্ছে অজানায়। কোথাও বা পাহাড় বেয়ে প্রবল উচ্ছাসে গড়িয়ে পড়ছে ঝরণার উত্তাল জলরাশি। দূরে ওগুলোকে ছুঁয়ে দিগন্তে মিশেছে নীল আকাশ। আকাশের গায়ে সাদা সাদা তুলোর মতো মেঘ। রৌদ্রবর্ষণে সবকিছু চকচক করছে। উৎফুল্ল মনে অবলোকন করলে নির্ঘাত ঘোর লেগে যেত। কিন্তু রাশাদের বর্তমান মানসিক অবস্থায় দৃশ্যগুলো ওকে খুব একটা স্পর্শ করতে পারলো না। ওর মনের আদ্যপান্ত ঘুরছে শুধু ডেপুটি জেলার কাশিতো দিতাকের কাছ থেকে শোনা কথাগুলো। অন্যসবকিছুই এখন ওর ভাবনার বাইরে।

Abarudhatar Golpa pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply