অভিরূপ সরকার pdf ডাউনলোড লিংক Abhirup Sarkar pdf download link

অভিরূপ সরকার pdf ডাউনলোড লিংক Abhirup Sarkar pdf download link
অভিরূপ সরকার pdf ডাউনলোড লিংক Abhirup Sarkar pdf download link

অর্থনীতিবিদ অভিরূপ সরকার পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চম অর্থ কমিশনের একজন অর্থনীতিবিদ। তিনি অর্থনীতি, থ্রিলার, হরর বই লিখে বেশ খ্যাতি অর্জন করেন। অভিরূপ সরকারের সকল pdf ডাউনলোড করুন আপনার পছন্দের বইটি। Abhirup Sarkar pdf download ডাউনলোড করুন।

অভিরূপ সরকার pdf ডাউনলোড লিংক Abhirup Sarkar pdf download link
অভিরূপ সরকার pdf ডাউনলোড লিংক Abhirup Sarkar pdf download link

Review ভূতুড়ে টেলিফোনের রহস্য pdf by অভিরূপ সরকার

বনেদি বাড়ির ছেলে হ’লেও বাবার মৃত্যুর পর অতল জলে পড়ে প্রেসিডেন্সি থেকে গণিতে স্নাতক আদিত্য মজুমদার। সব খুইয়ে একটা সস্তার মেসে উঠতে হয়। পেট চালাতে শুরু করতে হয় টিকটিকির কাজ, হ্যাঁ, ব্যোমকেশের মতো শখের গোয়েন্দা নয় এটা তার রুজি। ছোটবেলায় মাকে হারিয়েছে, এখন বাবাও নেই, প্রতিপত্তিও নেই, জগৎ সংসারে এখন আপন কেউই নেই। এখন বন্ধু দম্পত্তি অমিতাভ-রত্না আর তাদের ছেলে টুবলুই ওর কাছের। আর আছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার বন্ধু গৌতম।

এই গল্পে মন্টুবাবু নামের এক প্রেসের মালিক একটা অদ্ভুত কেস নিয়ে আসেন আদিত্যর অফিসে। আদিত্যরই উকিল বন্ধু সুনন্দর রেফারেন্সে এসেছেন উনি। তাঁর প্রথম স্ত্রী কল্পনার মৃত্যুর পর মেয়ে সুলতারও বিয়ে দিয়ে দেন ভিলাইতে। হঠাৎ একাকীত্ব বোধ করায় পরিবারেরই পরিচিত বয়সে অনেক ছোট একটি মেয়ে বকুলকে বিয়ে করেন। বিয়ের প্রথম কয়েক বছর নিরূপদ্রবেই কাটে, কিন্তু হঠাৎ তাঁর বাড়ির টেলিফোনে একটা কল আসা শুরু হয় কিন্তু ফোনটা তুললে ওদিক থেকে কেউ কোনো কথা বলে না, খোঁজ নিয়ে দেখা গেছে নম্বরটি একটি ব্যস্ত টেলিফোন বুথের, ঠিক কে ওঁদের ফোন করে সেটা বের করা মুশকিল। কেন করে সেটা তো আরও বড় রহস্য।

মন্টুবাবুর পক্ষের বড় শ্যালক রজনীবাবু ছিলেন তাঁর ঘনিষ্ঠ, ভদ্রলোক বর্তমানে ‘পান্থজনের সখা’ নামের একটি ট্রাভেল এজেন্সি চালান কিন্তু ছোটশ্যালক দেবী ভদ্রলোক নয় মোটেও, সে তার এক বিগড়ে যাওয়া বন্ধু সুশান্তের সঙ্গে কুকাজের জন্য জেলে গিয়েছিল। সদ্য ছাড়া পেয়ে একটি সাইবার ক্যাফে খুলে বসেছে মন্টুবাবুরই বাড়ির কাছে। এখন মন্টুবাবুর সন্দেহ এই সুশান্তই ওঁদের বিরক্ত করছেন কারণ তাঁর অনুমান তাঁর স্ত্রী বকুলের সঙ্গে বিয়ের আগে এই সুশান্তর একটা সম্পর্ক ছিল যার জেরে এখন হয়তো সে তাঁর স্ত্রীকে ব্ল্যাকমেল করতে চায়! কিন্তু প্রমাণ না থাকায় সরাসরি সুশান্তর কাছে কথাটা বলাও যায় না, এমনকি নিজের স্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসা করতেও তাঁর সংকোচে লাগছে!

এদিকে কৌতূহলও হচ্ছে তাঁর যে কী এমন গোপন ঘটনা আছে যে বকুল প্রকাশ করতে পারছে না? নাকি ভূতুড়ে টেলিফোন কলটা সম্পূর্ণ অন্য কেউ করছে, কিন্তু কে, কেন করছে এসব? কী চায় সে? এসব জানতে পড়তে হবে অভিরূপ সরকারের লেখা বই ‘ভূতুড়ে টেলিফোন রহস্য’। গল্প যত এগোতে থাকে শ্রীলেখা ভট্টাচার্য, সুলতার মাসি আলপনা সামন্ত, প্রতিবেশী রামানুজবাবু চরিত্রগুলো প্রাসঙ্গিকভাবে আসতে থাকে। পেশায় সফল অর্থনীতিবিদ এই লেখকের এটি সম্ভবত দ্বিতীয় গোয়েন্দা গল্প। গােয়েন্দা উপন্যাস লেখার সঙ্গে তাত্ত্বিক অর্থনীতি গবেষণার মিল আছে বলে মনে করেন লেখক। দু’টি ক্ষেত্রেই নিশ্চিদ্র যুক্তির কাঠামাে তৈরি করতে হয়, যুক্তির সঙ্গে কল্পনাকে মেশাতে হয়, কল্পনার সঙ্গে মেশাতে হয় বাস্তবকে…এটাই তাঁর মত। এটা তাঁর ‘চৌধুরী বাড়ির রহস্য’ বইয়ের দ্বিতীয় গল্প।

গল্পটির প্লট আউট অফ দ্যা বক্স কিছু না, তবে ভালোভাবে সাজানো। গল্পের ফাঁকে ফাঁকে গোয়েন্দার ব্যক্তিগত জীবন সম্পর্কে তথ্যগুলো যেভাবে পরিবেশন করেছেন তাতে আকর্ষণ বাড়ার সঙ্গে সঙ্গে অনেক বাস্তবোচিত হয়েছে ব্যাপারটা। মেসের চাকর বলরাম, শ্যামল, ইনফর্মার বিমল, রাঁধুনি ঠাকুর প্রভৃতি ছোট ছোট চরিত্রগুলোও জীবন্ত হয়ে ওঠে লেখকের সাবলীল অনায়াস বর্ণনায়। বোঝা যায় গোয়েন্দাও একজন সাধারণ রক্তমাংসের মানুষ। গোয়েন্দা আদিত্যর শাস্ত্রীয় সংগীতে টান, চালচুলোহীন টানাটানির উপার্জনের জন্যই বোধহয় অবিবাহিত থাকা, অমিতাভ-রত্নার সংসারের একটা অংশ হয়ে যাওয়া সব মিলে পুরো প্যাকেজিংটা বেশ উপভোগ্য।

এমনিতে আদিত্য বন্ধুবান্ধবের থেকে বেশ বিচ্ছিন্ন, শুধ‌ু কিছু ক্ষে‌ত্রে গো‌য়োন্দার যখনই কো‌নো বিষ‌য়ে তথ্য জানার দরকার তখ‌নি সেই বিষ‌য়ে তার বন্ধু বা চেনাজানা পাওয়া যা‌চ্ছে এটাই যা একটু দৃ‌ষ্টিকটু লা‌গে। লেখকের অন্যান্য গল্পে যেরকম একজন বামমনস্ক চরিত্র থাকেন এবং লেখকের একটা অতিসরলীকরণ থাকে যে বাম-অতিবাম আদতে একই মুদ্রার এপিঠ-ওপিঠ, শেষ পর্যন্ত তাঁদের বিকৃতমনা দেখানোর একটা স্বাভাবিক প্রবণতা থাকে এখানে সেটা নেই। এখন যেহেতু প্রাইভেট ইনভেস্টিগেটর জিনিসটা বাংলায় বিরল, তাই এখনকার বেশিরভাগ রহস্যকা‌হি‌নি গু‌লোই রহস্য সংক্রান্ত বিষয় দি‌য়ে শুরু হ‌লেও প‌রে সেগু‌লো থ্রিলার কা‌হি‌নি‌তে প‌রিনত হ‌য়, সে‌দিক দি‌য়ে দেখ‌তে গে‌লে এই বই‌টি তার ব্য‌তিক্রম।

এই গল্পটি সেই সনাতনী স্টাই‌লে লেখা যেখা‌নে রহস্য‌ভেদী সিঁ‌ড়ি ভে‌ঙে ভে‌ঙে সকল চ‌রিত্র‌কে জেরা ক‌’রে তা‌দের দেওয়া তথ্যগু‌লোকে বি‌শ্লেষণ ক‌’রে কা‌হি‌নির শে‌ষে সকল চ‌রিত্র‌কে এক জায়গায় ডে‌কে এনে যু‌ক্তি দি‌য়ে রহস্য সমাধান ক‌রে। যে স্টাইলটা ব্যোম‌কেশ, ফেলুদা, পি.কে বাসু বা ক‌র্ণেলের কা‌হি‌নিতে আমরা পাঠ‌কেরা দে‌খে এসে‌ছি ‌ঠিক সেই স্টাই‌লেই রহ‌স্যের সমাধান করা হ‌য়ে‌ছে এখানে।

Abhirup Sarkar pdf অভিরূপ সরকার pdf থেকে আপনার পছন্দের pdf টি ডাউনলোড করুনঃ

চন্দ্রলেখা অন্তর্ধান রহস্য pdf link – অভিরূপ সরকার Chandralekha Antardhan Rahashya pdf

উত্তরের বারান্দা pdf – অভিরূপ সরকার Uttarer Baranda pdf by Abhirup Bandyopadhyay book pdf

কুমুদিনী বিত্ত নিগম রহস্য pdf book – অভিরূপ সরকার Kumudini Bitto Nigam Rahasya by Abhirup Sarkar pdf ebook

চৌধুরী বাড়ির রহস্য pdf – অভিরূপ সরকার Chowdhury Barir Rohosso by Abhirup Sarkar pdf download link

সৈকত রহস্য pdf – অভিরূপ সরকার Soikot Rohossho pdf – Avirup Sarker pdf link

Abhirup Sarkar pdf upcomming book

বাজার অর্থনীতির ইতিকথা pdf by অভিরূপ সরকার Bazar Arthonitir Etikatha pdf by Abhirup Sarkar pdf ebook

ইস্টিশনের বকুল টগর pdf by অভিরূপ সরকার Stationer Bokul Togor pdf by Abhirup Sarkar pdf book

ভারতীয় অর্থনীতির সংকট pdf by অভিরূপ সরকার Bharatio Arthanitir Sangkat pdf by Abhirup Sarkar pdf

মৃত্তিকার মৃত্যু pdf by অভিরূপ সরকার Mrittikar Mrityu pdf by Avirup Sarker bangla books pdf

Get Any help about banglabookspdf from Facebook page

Be the first to comment

Leave a Reply