সুমন্ত আসলাম এর পিডিএফ এই তো তুমি এই তো pdf পড়ুন। Aei To Tumi Aei To pdf by Sumonto Aslam download now.
বারান্দায় এসেই খালিদ সুবহান সাহেব দেখলেন, একটা কলার খোসা পড়ে আছে মেঝেতে। কপালের দু’পাশটা সঙ্গে সঙ্গে দপদপ করে উঠল তার । দু হাতের দুটো আঙুল দিয়ে জায়গা দুটোতে চাপ দিয়ে কুঁচকে ফেললেন কপালটা। সেভাবেই দাঁড়িয়ে থেকে খোসাটার দিকে তাকিয়ে রইলেন তিনি কিছুক্ষণ। তারপর একটু উপুড় হয়ে, খোসাটা হাতে নিয়ে, চোখ বরাবর এনে, হাসার চেষ্টা করলেন তিনি। কিন্তু হাসিটা ঠিক হাসি হয়ে উঠল না। কেমন যেন সেদ্ধ না হওয়া মাংস চিবানোর মতো মনে হলো চেহারাটা।
চিবিয়ে চিবিয়েই হাসতে থাকেন খালিদ সুবহান সাহেব, বেশ কিছুক্ষণ। তারপর খোসাটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে এগুতে থাকেন পাশের রুমের দিকে। নাতাশা মুমতাজ তার পুরনো কাঠের আলমারিটা গোছাচ্ছিলেন। স্বামীকে রুমে ঢুকতে দেখে একপলক তাকালেন, কিন্তু কিছু বললেন না। খালিদ সাহেব আরো একটু এগিয়ে গিয়ে চেহারাটা মাপার চেষ্টা করলেন তার। গম্ভীর হয়ে আছেন স্ত্রী – সেটা রাগ, না কাজের ব্যস্ততা, বুঝতে পারলেন না। হাতের দু আঙুল দিয়ে চেপে ধরা কলার খোসাটা আবার তিনি চোখ বরাবর আনলেন, হাসার চেষ্টা করেেলন। কিন্তু সেটা আগের মতোই হলো — ঠিক হাসি হলো না, সেদ্ধ না হওয়া মাংস চাবানোর মতো হলো!
কলার খোসাসহ হাতটা শরীরের পেছনে আনলেন তিনি। তারপর আবার স্ত্রীর চেহারার দিকে তাকালেন। না, বোঝা যাচ্ছে না তাকে এখনও । চেহারা আগের মতোই। তবু তিনি আরো এক পা এগিয়ে গেলেন স্ত্রীর দিকে । অবস্থা বুঝে কিছুটা শংকিত গলায় বললেন, ‘নাতাশা মুমতাজ, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি?’
চেহারাটা এতক্ষণ যাওবা কিছুটা স্বাভাবিক ছিল, স্বামীর কথা শুনে চোখ দুটো কুঁচকে ফেললেন নাতাশা মুমতাজ। বেশ রাগী রাগী হয়ে গেল তার চেহারাটা, কিন্তু কিছু বললেন না তিনি। আগের মতোই কাজ করতে লাগলেন, বরং আগের চেয়ে একটু বেশিই মনোযোগীই মনে হলো কাপড় গোছানোর ব্যাপারে ।
দু ঠোঁট আরো একটু প্রশস্ত করলেন খালিদ সুবহান সাহেব। গলার স্বরটা আরো একটু মোলায়েম করে বললেন, ‘তোমার কানের সমস্যাটা সম্ভবত এখনো যায়নি!’ Aei To Tumi Aei To pdf
ঝট করে স্বামীর দিকে ফিরলেন নাতাশা মুমতাজ। আগের চেয়ে রাগী চোখে তাকালেন তার দিকে। সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো আরো একটু প্রশস্ত করার চেষ্টা করেন খালিদ সুবহান সাহেব, ‘আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আমি কি ঋণখেলাপি, না তোমার শত্রু?’ হাসির মাত্রাটা আরো একটু বাড়ানোর চেষ্টা করে তিনি বললেন, ‘বুঝতে পেরেছি তোমার কানের সমস্যাটা চলে গেছে ।
প্রথম কথা বলার পর যখন কিছু বলছিলে না, তখন ভীষন রাগ হচ্ছিল। না না তোমার ওপর না, ওই ডাক্তারের ওপর। আজকাল অধিকাংশ ডাক্তারই তো নিজে ইচ্ছায় ওষুধ লেখে না প্রেশক্রিপশনে। কোন ওষুধ কোম্পানি কত বড় ফ্রিজ দিল, কত বেশি টনের এসি দিল, সেটার ওপর নির্ভর করে ওষুধ লেখা।’ খালিদ সুবহান সাহেব স্ত্রীর দিকে আরো একপলকতাকালেন। স্ত্রীর মেজাজের তীব্রতা এখনো বুঝতে পারছেন না তিনি। তবুও কিছুটা মোসাহেবী গলায় বললেন, ‘একটা কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে তোমাকে!’
নাতাশা মুমতাজ এবারও কোনো কথা বললেন না। আলমারি গোছাতে লাগলেন আগের মতো। খালিদ সুবহান সাহেব স্ত্রীর কাছ ঘেঁষে দাঁড়িয়ে কিছুটা রাগী গলায় বললেন, ‘আহ্ !’ সঙ্গে সঙ্গে নিজের মাঝে সংশোধনী এনে, রাগের জায়গায় প্রফুল্লতা জাগিয়ে, মুখটা হাসি হাসি করে বললেন, ‘কথা বলছ না কেন তুমি, নাতাশা ? Aei To Tumi Aei To pdf
প্রচণ্ড বিরক্ত হয়ে নাতাশা মুমতাজ বললেন, ‘কানের কাছে এতো ভ্যাজর ভ্যাজর করছেন কেন আপনি?’
কলার খোসাটা পেছন থেকে সামনে আনলেন খালিদ সুবহান সাহেব, ‘এটা কি নাতাশা বেগম ?’ Aei To Tumi Aei To pdf
ভালো করে এবার স্বামীর দিকে তাকালেন তিনি। চোখ কিছুটা বড় করে বললেন, ‘কেন, আপনি চেনেন না?”
‘আপাতত চিনছি না।’
‘ওটা একটা কলার খোসা, ছাগলে খায়। নাতাশা মুমতাজ সন্দেহজনক গলায় বললেন, ‘তা আপনার হাতে কেন ওটা! খাবেন নাকি?’ Aei To Tumi Aei To pdf
*খেতে পারলে তো ভালোই হতো!’ খালিদ সুবহান সাহেব আড়চোখে স্ত্রীর দিকে তাকালেন, মাঝে মাঝে বাসায় যে ধরনের রান্না খাই, তার চেয়ে এই কলার খোসা অতি উত্তম, সুস্বাদুও বটে।’ Aei To Tumi Aei To pdf
‘আমি তো বলেছি আমার হাতের রান্না ভালো না লাগলে আপনি আরেকজনকে নিয়ে আসতে পারেন। নাতাশা মুমতাজ আবার আলমারি গোছাতে শুরু করলেন, যান, আমি আপনাকে অনুমতি দিলাম।’ Aei To Tumi Aei To pdf
‘সেই তো অনুমতি দিলে তুমি, কিন্তু বয়স তো এখন আর অনুমতি দেবে না। যাক গে।’ খালিদ সাহেব কলার খোসাটা স্ত্রীর দিকে এগিয়ে দিয়ে বললেন, ‘এই যে জলজ্যান্ত কলার খোসাটা দেখছ, এটা পড়ে থাকার কথা কোনো ময়লা ফেলার বাক্সে কিংবা ডাস্টবিনে, কিন্তু এটা পড়ে ছিল বারান্দায়, বারান্দার মেঝেতে!’ খালিদ সাহেব স্ত্রীর দিকে ঝুঁকে দাঁড়ালেন, ‘এবার আমার জিজ্ঞাসা হচ্ছে – এটা বারান্দায় ফেলল কে?’
“এটা বারান্দায় কে ফেলল, সেটার আমি কি জানি!’
‘তুমি জানো না?’
Leave a Reply
You must be logged in to post a comment.