স্বপন কুমারের সিআইডি সিরিজের ৯ নং বই Ajana Parceler Rahasya pdf অজানা পার্সেল এর রহস্য pdf ডাউনলোড করুন ও Ajana Parceler Rahasya pdf অজানা পার্সেল এর রহস্য pdf পড়ুন।
Ajana Parceler Rahasya pdf অজানা পার্সেল এর রহস্য pdf নমুনাঃ
হরেন সামস্তর কোম্পানীটি যদিও বিখ্যাত তবু তাদের মূলধন তত বিরাট নয়!
বিভিন্ন মেসিনারী পার্টস্ তারা তৈরি করে। নানা জায়গায় তারা তাদের মালপত্র সাপ্লাই করে।
তাছাড়া বিদেশ থেকেও কিছু কিছু মালপত্র তারা আমদানি করে থাকে। সেই সব মালপত্র তারা কিছু বেশী মূল্যে বিক্রি করে ভারতের নানা স্থানে।
তাদের কোম্পানীর মালপত্র খাঁটি ও বেশ কার্যকরী বলে তাদের খ্যাতি বৃদ্ধি পেয়েছে।
হরেন সামস্ত বেশ সাধু ও সং প্রকৃতির ব্যবসায়ী বলে সারা ভারতে বিখ্যাত। তাই তাদের মূলধন যদিও বিরাট অংকের নয়, তবুও খ্যাতি তার চেয়ে অনেক বেশী।
সেদিন বেলা এগারোটা।
হরেনবাবু তাঁর একজন কর্মচারীকে ডাকলেন। তার নাম রাজেন।
তিনি বললেন – রাজেনবাবু, ওয়েষ্টার্ন সুইপ, কোম্পানীর পার্সেলটা এসেছে?
কেয়াপাতার নৌকো pdf – প্রফুল্ল রায় Keya Patar Nouko pdf – Prafulla Roy
-হ্যা, তার।
—কখন এলো ?
– কাল সন্ধ্যায়।
– আপনি নিয়ে এসেছেন ত?
– ওতে গোটা কুড়ি বেশ প্রয়োজনীয় পার্টস আছে । সেগুলোর খুব চাহিদা এখানে।
জানি।
– আপনি ওটা নিয়ে আসুন ত দেখি কি ধরনের মাল দিয়েছে ওরা । —আচ্ছা স্যার!
রাজেন চলে গেল।
একটু পরেই রাজেন ফিরল হাতে পার্সেলটা নিয়ে। বললে – আপনি এটা দেখুন স্তার।
—হ্যাঁ, দেখছি। আপনি এবার ফেয়ারলি ব্রাদার্সের চিঠিটা ড্রাফট্ করে ফেলুন।
—আচ্ছা স্যার।
-আমি এখন ব্যস্ত থাকব। আধঘণ্টা পরে আপনি এসে চিঠিটা
আমাকে দেখাবেন।
-ঠিক আছে।
রাজেন বেরিয়ে গেল।
হরেনবাবু মন দিলেন পার্সেলটির দিকে। দেখলেন ঠিক জায়গা থেকেই এসেছে। মালগুলি ফরেন কোম্পানী থেকে এসেছে – এগুলির দাম প্রায় চার পাঁচ হাজার টাকা পড়েছে।
পার্সেলটা ধীরে ধীরে খুলে ফেললেন হরেনবাবু।
কিন্তু খুলেই দেখেন ভেতরে মালপত্র কিছু নেই, কয়েক বাতিল এত কাগজ কিসের?
কাগজ।
ভাল করে ডালাটা ফাক করে হরেনবাবু সেগুলো টেনে বের করে আনেন।
এনেই তিনি যা দেখেন, তাতে যেন স্তম্ভিত হয়ে যান একেবারে। দেখেন বাক্স বোঝাই শুধু কারেন্সী নোটের বাণ্ডিল রয়েছে।
আর সে নোট ভারতীয় নোট নয় – সব হল্যান্ডের ব্যাঙ্কের নোট অর্থাৎ বিদেশী নোট ৷
হরেনবাবু সেগুলো গুনে দেখলেন।
দেখেন সব মিলে তাতে প্রায় বিশ লক্ষ টাকার সমান মূল্যের পাউণ্ডের নোট আছে ।
হরেনবাবু বিস্ময়ে স্তব্ধ।
এত টাকার নোট তারা এভাবে তাঁর কাছে পাঠাল কেন ? আর তাঁর সব মালপত্রই বা কোথায় গেল? সেগুলো এলো না কেন? তার বদলে চার হাজার টাকার মালের বাক্সে এলো বিশ লক্ষ টাকার কারেন্সী নোট?
একি রহস্য না, প্রহেলিকা?
কি করে এমন ঘটনা ঘটতে পারে তা হরেনবাবুর মাথায় এলো না। কলিং বেল টিপলেন তিনি।
ক্রিং ক্রিং-
সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করল তাঁর কর্মচারী রাজেন।
-ডেকেছেন হার?
–কি ব্যাপার?
— জরুরী প্রয়োজন আছে।
–কেন তার ?
-এ পার্সেলটাতে আমাদের মাল আসেনি।
— আসেনি?
না।
-তবে এতে কি এসেছে?
শারদীয়া কথাসাহিত্য ১৪৩০ (২০২৩) পিডিএফ Sharadiya Kathasahitya 1430 pdf Magazine
—এই দেখুন।
থলিগুলি রাখলেন হরেনবাবু রাজেনের সামনে।
অবাক হয়ে দেখল রাজেন।
সব বাণ্ডিল বাণ্ডিল কারেন্সী নোট। একশো পাউণ্ড ও দশপাউণ্ডের নোট।
-এত পাউণ্ডের নোট?
—হ্যাঁ। মোট ছ হাজার পাউণ্ড আছে। মানে বিশ লক্ষ টাকা । হঠাৎ এখানে কি করে এলো জানি না। তাছাড়া এই কোম্পানীর কি মাথা খারাপ হয়ে গেছে? চার হাজার টাকার মালের বদলে বিশ লক্ষ টাকার কারেন্সী নোট!
—তাই ত!
–আপনি এক কাজ করুন এক্ষুণি।
–বলুন স্থার।
এদের চিঠি লিখে দিন যে আমাদের মাল আসেনি। তার বদলে বিশ লক্ষ টাকার মত মূল্যের বিদেশী নোট এসেছে। এদেশের এজেন্টদের মাধ্যমে ওরা যেন টাকাটা ফেরৎ নিয়ে মালটা পাঠায় বেশ।
-একটা কথা স্টার-
-বলুন।
—এতগুলো টাকা দিয়ে দেবেন?
-নিশ্চয়। আমাদের কোম্পানীর সুনাম বিশ লক্ষ টাকার চেয়ে অনেক
—তা বটে।
—ওদের লিখে দিন, আমাদের সঙ্গে এধরনের ব্যবহার করার অর্থ কি? -আচ্ছা তার।
রাজেন বেরিয়ে গেল চিঠি ড্রাফট করতে। আর হরেনবাবু বসে বসে আকাশ-পাতাল ভাবতে লাগলেন।
Ajana Parceler Rahasya pdf download link
Download / Read Online
Leave a Reply
You must be logged in to post a comment.