
নবনীতা দেবসেনের Ami Anupam pdf আমি, অনুপম pdf ডাউনলোড করুন ও Ami Anupam pdf পড়ুন।

Ami Anupam pdf আমি, অনুপম pdf নমুনাঃ
না, এবারে ফিরতেই হয়।
কমলকলির এলোচুলের পিছনে পাশবদ্ধ বাঁ হাতের মণিবন্ধটি একটু উঁচু করে দেখে নিলেন তিনি— সাড়ে নটা বাজে। দশটায় অন্বরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। লীগ্যাল এইড কমিটিটার মোটামুটি খসড়া একটা আজই সম্পূর্ণ করে ফেলা দরকার।
ডানহাত স্টিয়ারিঙে আবদ্ধ, বাঁহাত কমলকলিতে। আলতো করে ঠুকরে দিলেন কমলকলির কমলা ঠোঁট, তারপরে বসলেন : ‘এবার ফেরা যাক, কি বলো ?’
—’এখনই ?’
—’দশটায় একজনের আসার কথা।’
কমলকলি ঠোঁট ফোলাল, চোখে পাখি মারার ছররা ছুড়ল অভিমানে। কিন্তু তিনি যে পক্ষীজাতীয় জীব নন তা জানে বলেই সম্ভবত, শাড়িটা গুছিয়ে নিয়ে, সোজা হয়ে সরে বসল কার্যত।
—’পৃথিবীতে সকলের জন্যেই আপনার সময় আছে, কেবল আমার জন্যে ছাড়া।
পঞ্চকন্যা pdf – নবনীতা দেবসেন Panchakanna pdf – Nabanita Debsen
এবার হেসে ফেললেন তিনি। অল্প আদরও করে দিলেন কমল- কলিকে। হাসলে তাঁর ব্যক্তিত্বে একটা আকস্মিক অভাবিত বদল ঘটে যায়। তাঁর ধীর গম্ভীর স্বভাবের সঙ্গে এই ছেলেমানুষী হাসিটা ঠিক খাপ খায় না। ফলে আকর্ষণটা অবশ্য বেড়েই যায় । ডান কোণের শ্বদন্তটি সোনা বাঁধানো, ছেলেবেলায় পোকায় ধরেছিল। তাই সহজে বেশি হাসেন না তিনি। এই সোনা বাঁধানো দাটা তাঁর লজ্জা।
– বাঃ, এটা কিন্তু আনফেয়ার হল। সেই আটটা থেকে সাড়ে ন’টা। আর বলছ, তোমাকে সময় দিই না?’ তাঁর স্বরে একটা মাদকতা আছে। কমলকলির ঘোর যেন কাটতে চায় না। সে ঠোঁট ফুলিয়েই থাকে, ফোটা পুটুসফুলের মতো।
কেউ কোনোদিন আমাকে ভোর সাড়ে সাতটায় উঠে গড়ের মাঠে হাওয়া খেতে দেখেছে ? হেন অঘটনও ঘটল তোমার জন্যে, আর তুমিই বলছ কিনা—’
এবার কমলের ভুবনমোহিনী হাসি ভ্রূ থেকে চিবুক পর্যন্ত বিচ্ছু- রিত হয়। তিনিও পথের দিকে মন ফেরালেন। তাঁর বাঁহাতটা এখনো আলগাভাবে কমলকলির কাঁধে। এবারে সরিয়ে নিতে হবে, – গীয়ার বদল করা দরকার। মুঠো করে ধরলেন স্লিভলেসের ছ’ সুতো আচ্ছাদনের অজুহাতের নিচে প্রস্ফুটিত কমলের গোল মাংসল কাঁধ- মুঠোটা এবার আলগা করবেন, তারপর মুঠো ফিরে আসবে গীয়ারের ঠাণ্ডা কঠিন দণ্ডে। এ-সব প্রণয়ের পদ্ধতি যেমন তাঁর রপ্ত আছে, কমলকলিরও এ পাঠ বেশ ভালোই অধিগত। এই কারণেই তিনি কমলকলির মতো মেয়েদের পছন্দ করেন। এই কমলকলিরা যতক্ষণ – কাছে থাকে, শুধু ততক্ষণই কাছে থাকে। নেমে যাবার পরেও মনে মনে তাড়া করে আসে না শোবার ঘরে, স্নানের ঘরে, পড়ার ঘরে, জবরদখল নিতে চায় না মনের। সময়ের।
ক এবং কয়েকজন pdf – অভিজ্ঞান রায় চৌধুরী Ka Ebong Koyekjon pdf by Abhijnan Roychowdhury
সেই ধরনের মেয়েদের তিনি পছন্দ করেন না। তার লক্ষণ মাত্র দেখা গেলেই সচকিত হয়ে ওঠেন, এবং দ্রুত হাতে হু’ আঙুলের টোকায়, কোট থেকে শ্যামা- পোকার মতো, মন থেকে তাদের ঝেড়ে ফেলেন। কিছু কিছু অবশ্য ব্যতিক্রম হয়ে যায় না তা নয়। চকখড়ির গুঁড়োর মতো মাখামাখি হয়ে যাবার, সর্বত্র ছড়িয়ে যাবার একটা প্রবণতা কিছু মেয়ের থাকে। যেমন ছিল মারিয়া, যেমন সুধা। এদের ব্রাশ করে ফেলতে একটু সময় বেশি চলে যায়। তবে মাঝে মধ্যে নারী অবশ্য দদ নয়। একটু ছায়াঘন অবকাশ। একটু তাৎক্ষণিক স্নিগ্ধতা। মাত্র এই। বহু ধরনের কাজ, নানা দায়িত্ব। তাঁর সময় মহার্ঘ।
দেশসুদ্ধ লোকের মতো সে কথা কমলকলিও জানে। আর জানে বলেই, অধুনা এই বিশেষ ভাগ্যোদয়ের সম্পর্কে সে যথেষ্ট সচেতন। শেখানোটা একেবারেই অপব্যয় ও কোনোদিনই গাড়ি চালাবে না। কাজে লেগেছে কেবল দেড় ঘণ্টার মধ্যে শেষ পঁচিশ মিনিট। না, শরীরের প্রয়োজন তাঁর বিশেষ নেই- তুচ্ছ শরীরকে তিনি বিশিষ্ট মূল্য দিয়ে অযথা জরুরী করে তুলতে রাজি নন। তাই বলে তো সাধু-সন্নিসিও নন তিনি? মাঝে-মধ্যে একটু মনের ছুটিও তো লাগে। একটু মননহীন অবকাশ। অনুপমের কর্মশৃঙ্খলিত জীবনে নারীর অনিবার্যতা নেই। যেমন মদ, যেমন সিগারেট, তেমনি নারী। অবসর বিনোদনে আরামপ্রদ, মাঝে মধ্যে হলে ভালোই, আবার না হলেও দিব্যি চলে যায় দিন। কফি ছাড়া সত্যি কোনো নেশা নেই তাঁর।
তাঁকে মাতাল করতে পারে নি কোনোদিন মদ কি নারী, খ্যাতি কিংবা প্রতিপত্তি। তাঁর হাতে ধরা আছে সমস্ত কটি অশ্বের রজ্জু —সর্বত্র দাড়ি টেনে রেখেছেন। মাতালের কোনো বর্মচর্ম নেই, সে বড়ো নিরস্ত্র, বড়ো নগ্ন বড়ো শ্রীহীন। তার বুদ্ধিশ্রী তাকে পরিত্যাগ করে চলে যায়। যেখানে বুদ্ধির জোর খাটে না সেখানে অনুপম রায় নিজেকে ঠিক খুঁজে পান না। বুদ্ধিই বল, বুদ্ধিই মানুষ। দুর্বলে অনুপমের রুচি নেই। রূপসী কোনো বুদ্ধিহীনার চেয়ে বুদ্ধিমান পুরুষ সংসর্গ তাঁর কাছে ঢের বেশি কাম্য। তবে মেজাজটা মাঝে মাঝে নারী নারী করে উঠলে, মুখশুদ্ধির মতো খুঁজে নেন একজন কমলকলি কি নলিনী দেশপাণ্ডে, কি প্রমীলা রোহাদগীকে। তবে তাদের অন্তর্লোকে প্রবেশ দেন না। না বাবা, ওদিকে অনুপম শক্ত আছেন।
নিজের হৃদয় তার নিজের মুঠোয়। এই যেমন নেশা-টেশায়, তেমনি হৃদয়-ফিদয়ের অস্বচ্ছ এলাকাতেও। ওদিকে বড়ো ঝড়ঝাপটা, বড়ো অনিশ্চয়তা। আর ও অঞ্চলটায় বুদ্ধি বড়োই অক্ষম। অনুপম তাই সযত্নে পরিহার করে চলেন সর্ববিধ হৃদয়-জাতীয় পরিস্থিতি। ফলে তাঁর সৌজন্যে ত্রুটি হয় না, কর্তব্যে বিচ্যুতি হয় না।
Ami Anupam pdf download link
Download / Read Online
Leave a Reply
You must be logged in to post a comment.