অনিলিখা রহস্য সমগ্র pdf – অভিজ্ঞান রায়চৌধুরী Anilikha Ganda Rahasya samagra pdf – Abhijnan Raychowdhury pdf

অনিলিখা রহস্য সমগ্র pdf - অভিজ্ঞান রায়চৌধুরী Anilikha Ganda Rahasya samagra pdf - Abhijnan Raychowdhury pdf
অনিলিখা রহস্য সমগ্র pdf - অভিজ্ঞান রায়চৌধুরী Anilikha Ganda Rahasya samagra pdf - Abhijnan Raychowdhury pdf

অভিজ্ঞান রায়চৌধুরীর অনিলিখা রহস্য সমগ্র সিরিজ পাঠক মনে ব্যাপক সাড়া দিতে সক্ষম হয়েছেন। অনিলিখা রহস্য সমগ্র pdf পড়ুন এখান থেকে। Anilikha Ganda Rahasya samagra pdf free download from banglabookspdf.com. Anilikha Ganda Rahasya samagra pdf download free in easy way. Anilikha ganda rahasya samagra pdf download free in just a click. অনিলিখা রহস্য সমগ্র pdf প্রফেসর শঙ্কু ধরনের যথাযথ মানসভ্রমন এবং জমজমাট অ্যাডভেঞ্চার।

অনিলিখা রহস্য সমগ্র pdf - অভিজ্ঞান রায়চৌধুরী Anilikha Ganda Rahasya samagra pdf - Abhijnan Raychowdhury pdf
অনিলিখা রহস্য সমগ্র pdf – অভিজ্ঞান রায়চৌধুরী Anilikha Ganda Rahasya samagra pdf – Abhijnan Raychowdhury pdf

Anilikha Ganda Rahasya samagra pdf অনিলিখা রহস্য সমগ্র রিভিউঃ

অনিলিখাকে বাঙালি পাঠকের কাছে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। অনিলিখার যাত্রা শুরু হয়েছিল ১৯৯৬ সালের এপ্রিল মাসে কিশোরভারতীর পাতায়। গল্পের নাম ছিল ‘মিকুমুর গবেষণা’। এখনও এত বছর বাদে সে গল্প অনিলিখার অন্য সব গল্পের মতো বিভিন্ন আলোচনায় ঘুরে-ফিরে আসে। সে গল্প ছিল বিজ্ঞাননির্ভর রহস্যগল্প – এক বিশেষ জেনেটিক রোগ ও এক বিজ্ঞানীকে কেন্দ্র করে। তার প্রায় এক বছর বাদে একই গল্প আনন্দমেলায় বের হয়। সে গল্পের নাম ‘মিকুমু ক্যান্সার রিসার্চ সেন্টার। অনিলিখা সেখানে ‘অনুলেখা’ হয়ে গেছে। এর পিছনেও একটা রহস্য আছে।

অভিজ্ঞান রায়চৌধুরী সকল পিডিএফ লিংক Abhijnan Raychowdhury pdf download link

তখনকার সময়ে যোগাযোগের অভাবেই হয়তো এটা হয়েছিল। ওই গল্প আমি প্রথমে ১৯৯৫ সাল নাগাদ আনন্দমেলায় পাঠাই। সে লেখা নির্বাচিত হয়েছিল। কিন্তু ওঁদের সম্পাদকীয় দপ্তর থেকে ‘অনিলিখা’ নামের কোনও অর্থ না থাকায় নাম পরিবর্তন করে ‘অনুলেখা’ করতে চেয়েছিল। আমি রাজি হইনি। আনন্দমেলাকে জানাই, যেন ওই গল্প কোনওভাবে না বেরোয়। লেখাটা ফেরত চাই। ওই লেখাটাই কিশোরভারতীতে পাঠাই। কিন্তু কীভাবে জানি সে গল্প তখন না বেরোলেও তার প্রায় দু-বছর বাদে আনন্দমেলায় বেরিয়ে যায়। যাই হোক, এই খবর পেয়ে আমি তৎকালীন সম্পাদকের কাছে আমার অসন্তোষ জানাই ও বলি, ‘অনিলিখা’ নামে না বেরোলে ভবিষ্যতে অন্য কোনও ‘অনিলিখা’র গল্প আনন্দমেলায় পাঠাব না। সেজন্য বেশ কয়েক বছর আনন্দমেলায় আর লিখিনি। পরের অনিলিখার গল্প আনন্দমেলায় ২০০০ সালে ‘আধঘণ্টার অভিনয়’ প্রকাশিত হয়, যেখানে গল্পের কেন্দ্রীয় চরিত্র ছিল অনিলিখা।

সৌরভ চক্রবর্তী pdf লিংক Sourav Chakraborty pdf book download

এটা এজন্যই বললাম যে ‘অনিলিখা’-র গল্পের মান, প্লটের মৌলিকতা সম্বন্ধে শুরু থেকেই আমার আত্মবিশ্বাস ছিল। তাই আমার অবস্থানও ছিল খুব পরিষ্কার, অনিলিখা ঠিক নিজের মতো করেই পাঠকদের কাছে পৌঁছে যাবে, তার জন্য কোনও নামী পত্রিকার শর্ত মানার বা দাক্ষিণ্যের প্রয়োজন হবে না। এর প্রায় এক যুগ পরের কথা। ২০০৭ সালে আমি তখন আমেরিকা থেকে কিছুদিনের জন্য দেশে এসেছি। দুই প্রখ্যাত সাহিত্যিক শ্রদ্ধেয় শ্রীত্রিদিবকুমার চট্টোপাধ্যায় ও শ্রদ্ধেয় শ্রীঅনীশ দেব আমাকে ডাকলেন দপ্তরে। উপন্যাস লিখতে হবে আমাদের সবার প্রিয় শারদীয়া কিশোর ভারতীতে। অনিলিখাকে নিয়ে উপন্যাস, তাও আবার সরাসরি অন্যতম জনপ্রিয় কিশোর পত্রিকার শারদীয়ায়।

সেই প্রথম অনিলিখা এল উপন্যাসে। সংকেত রহস্য। তিন মহাদেশ জুড়ে বহুমাত্রিক কল্পবিজ্ঞান-রহস্য- অ্যাডভেঞ্চার উপন্যাস, যার কেন্দ্রে পেরুর মনু রিসার্ভ ফরেস্ট। মনে আছে সে উপন্যাস প্রকাশের প্রায় ছয় মাস পরেও প্রতি সংখ্যায় ওই উপন্যাস নিয়ে বেশ কিছু চিঠি আসত। সেই সময়টা অন্যরকম ছিল। চিঠিতে পাঠকদের নির্ভেজাল ভালোবাসা মিশে থাকত। তার পরে আরও এক যুগ কেটে গেছে। অনিলিখাকে নিয়ে অনেক গল্প, অনেক উপন্যাস লেখা হয়ে গিয়েছে গত চব্বিশ বছরে। অনিলিখা পৌঁছে গেছে প্রায় সব বাঙালি পাঠকের ড্রয়িংরুমে। সেভাবে অনিলিখাকে নিয়ে কখনও মার্কেটিং-এরও প্রয়োজন হয়নি।

নীলাঞ্জন মুখার্জী pdf ডাউনলোড লিংক Nilanjan Mukherjee pdf Download

এই গল্প-উপন্যাসগুলো নিয়ে উৎসাহ-উদ্দীপনা আমাকে আরও লিখতে উদ্বুদ্ধ করেছে। এখন অনেক পাঠকই আছে, যারা সারাবছর অনিলিখাকে কেন্দ্র করে উপন্যাসের অপেক্ষায় থাকে। অনিলিখাকে ঘিরে এই উৎসাহ-উদ্দীপনা আমাকে অবাক করে, উৎসাহিত করে। সেই আকাশছোঁয়া প্রত্যাশাপূরণের জন্য প্রত্যেকবার এমন কিছু লেখার চেষ্টা করি যা বিশ্বসাহিত্যে এখনও লেখা হয়নি। এত শক্ত সে কাজ, এত রিসার্চ থাকে প্রত্যেকটা লেখার পিছনে যে সেজন্যই আমি খুব কম অনিলিখার গল্প বা উপন্যাস লিখি। কখনোই চাইনি অনিলিখার গল্পের মান নিয়ে প্রশ্ন আসুক। দিতে চেয়েছি এমন কিছু লেখা, যা ভবিষ্যতের পাঠক তৈরি করবে। সে অর্থে তাই অনিলিখা গবেষক নয়, গোয়েন্দাও নয়, প্রফেসারও নয়।

আমি নিজে গেছি প্রায় যাটটা দেশে। অনিলিখার গল্পও তাই শুধু বাংলার মাটিতে আটকে থাকেনি। কিন্তু জোর করেও কোনও গল্পে বিদেশের উপস্থাপনা করা হয়নি। গল্প বা উপন্যাসের প্রয়োজনে গল্পের জায়গা নির্বাচন করতে হয়েছে। যেমন উপন্যাস ‘সংকেত রহস্য’-তে মূলত চারটে কারণে পেরুর মনু রিসার্ভ ফরেস্ট নির্বাচন করতে বাধ্য হয়েছিলাম। একইভাবে ‘মাঝে মাত্র চব্বিশ দিন’ উপন্যাসেও সুমাত্রা ছাড়া অন্য কোনও জায়গা হওয়া সম্ভব ছিল না। অনিলিখার গল্পের পরতে পরতে রহস্য রোমাঞ্চের সঙ্গে মিশে থাকে কল্পবিজ্ঞান, স্পষ্ট যুক্তি অথবা কোনও বিজ্ঞানভিত্তিক ঘটনা। তবে সবার উপরে আমি গল্পের কথাই মাথায় রাখি, যাতে পাঠক বিজ্ঞান সবটা না বুঝলেও গল্পের টানটান আকর্ষণ ও রহস্য উপভোগ করেন। একই সঙ্গে অনিলিখার গল্পের ব্যাপ্তি বিশ্বজুড়ে বলে হয়তো অনেক গল্পে পাঠকের মানসভ্রমণও হয়ে যায়।

মায়ংয়ের মন্ত্র pdf – শিশির বিশ্বাস Mayonger Mantra pdf – Sisir Biswas

হ্যাঁ, একটা সংযোজনও ঘটেছে। ২০১০-এর পরে লেখা অনিলিখার কিছু উপন্যাসে ও গল্পে উপস্থিত আছেন আমার কল্পবিজ্ঞানের আরেক চরিত্র। বিজ্ঞানী মিস্টার পাই। অনিলিখার গল্প ঠিক কাদের জন্য? যারা টানটান রহস্য, অ্যাডভেঞ্চার, কল্পবিজ্ঞাননির্ভর একদম নতুন কিছু পড়তে চান, তাদের জন্য অবশ্যই অনিলিখা। অনিলিখার গল্প বা উপন্যাসে একটার সঙ্গে আরেকটার কোনও মিল নেই। এমনকী ‘সংকেত রহস্য’-র সিকুয়েল ‘রহস্য যখন সংকেতে’-র থিমও সম্পূর্ণ আলাদা। আজকাল বাঙালি কল্পবিজ্ঞানের পাঠকরা অনেক বেশি খোঁজখবর রাখেন। তাঁরা এখনকার বিদেশের কল্পবিজ্ঞানের লেখাও পড়ছেন, আমার লেখাও পড়ছেন, তুলনামূলক বিচার করছেন। অনিলিখার গল্প মানে রসকষহীন বিজ্ঞানের কঠিন সম্ভাষণ নয়, তার মধ্যে ছড়িয়ে আছে আজকের সমাজ, বিশ্ব রাজনীতি, মানবিক অনুভূতি, এবং বিজ্ঞান ও প্রযুক্তির সম্ভাবনা।

বামুনের মেয়ে pdf – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় Bamuner Meye pdf – Sarat Chandra Chattopadhyay

সময়ের সঙ্গে সঙ্গে অনিলিখার চরিত্রে কিছু পরিবর্তন এসেছে, হয়তো গল্পের চরিত্রেও। অনিলিখার গল্প শুধু কল্পবিজ্ঞান রহস্যে সীমাবদ্ধ থাকেনি, ভৌতিক অলৌকিক ঘটনাও এসেছে অনিলিখার গল্পে। অজস্র পাঠক বহু বছর ধরেই অনিলিখার বিভিন্ন গল্প ও উপন্যাসকে একসাথে পেতে চেয়েছে। সেই আগ্রহ থেকেই অনিলিখা রহস্য সমগ্র’। এই বইটি পাঠকদের কাছে পৌঁছে দিতে যিনি মূল ভূমিকা গ্রহণ করেছেন আমার সেই প্রিয় সাহিত্যিক পত্র ভারতীর কর্ণধার ত্রিদিবদাকে অজস্র ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই বৌদি চুমকি চট্টোপাধ্যায় ও শ্রদ্ধেয় সাহিত্যিক অনীশ দেবকে যাঁরা আমার উপরে ভরসা না রাখলে আমি এই উপন্যাসগুলো কোনওদিন লিখতেই পারতাম না। সবশেষে ধন্যবাদ জানাই বন্ধুদের। যাদের আগ্রহ, উদ্দীপনা আমাকে প্রতি মুহূর্তে স্বপ্ন দেখায়, বাংলা থেকে এত দূরে থাকলেও বাংলাসাহিত্যে নতুন সৃষ্টির তাগাদা নিরন্তর জোগায়।

Anilikha Ganda Rahasya samagra pdf সূচিঃ

সংকেত রহস্য
মাঝে মাত্র চব্বিশ দিন
রহস্য যখন সংখ্যায়
রহস্য যখন মাইক্রোস্কোপিক
‘ক’ এবং কয়েকজন
রহস্য যখন ডারউইন
রহস্যের দশ আঙুল
রহস্য যখন সংকেতে

Anilikha Ganda Rahasya samagra pdf পড়ুন 
 

অভিজ্ঞান রায়চৌধুরীর Anilikha Ganda Rahasya samagra pdf অনিলিখা রহস্য সমগ্র pdf পড়ুন এখান থেকে।

Be the first to comment

Leave a Reply