অনিলিখা ও অনিলিখা pdf – অভিজ্ঞান রায়চৌধুরী Anilikha O Anilikha pdf – Abhijnan Roychowdhury

অনিলিখা ও অনিলিখা pdf - অভিজ্ঞান রায়চৌধুরী Anilikha O Anilikha pdf - Abhijnan Roychowdhury
অনিলিখা ও অনিলিখা pdf - অভিজ্ঞান রায়চৌধুরী Anilikha O Anilikha pdf - Abhijnan Roychowdhury

অভিজ্ঞান রায় চৌধুরীর অনিলিখা সিরিজের আরো একটি উপন্যাস Anilikha O Anilikha pdf অনিলিখা ও অনিলিখা pdf ডাউনলোড করুন ও Anilikha O Anilikha pdf পড়ুন।

অনিলিখা ও অনিলিখা pdf - অভিজ্ঞান রায়চৌধুরী Anilikha O Anilikha pdf - Abhijnan Roychowdhury
অনিলিখা ও অনিলিখা pdf – অভিজ্ঞান রায়চৌধুরী Anilikha O Anilikha pdf – Abhijnan Roychowdhury

Anilikha O Anilikha pdf অনিলিখা ও অনিলিখা pdf ভূমিকাঃ

ইয়েমেনে নিহত আলকায়েদা নেতা আনোয়ার আল আওলাকির ভিডিও লেকচারগুলো তাকে উদ্বুদ্ধ করেছে – এ সবকিছু আমাকে ব্যথিত এবং উদ্বিগ্ন করে তুলেছিল। নাফিসের মত বিশ্বাস- নির্ভর যুবকেরা যেন একেকটি টাইম বোমা। বিশ্বাসের একেকটি বিধ্বংসী জৈবাস্ত্র যেন। তারা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তৈরি করতে পারে নাশকতা। জলজ্যান্ত ভাইরাস যেন এরা। আমি এ নিয়ে বাংলা ব্লগে একটি লেখা লিখি ‘একজন নাফিস এবং বিশ্বাসের ভাইরাস’ শিরোনামে। কিন্তু তখনো আমার বই লেখার চিন্তাটা মাথায় আসেনি।

অভিশপ্ত রঙধনু – ডা. শামসুল আরেফীন Ovishopto Rongdhonu pdf – Dr Shamsul Arafin

সেই একই বছরের ফেব্রুয়ারি মাসে সূচিত হয়েছিল অবিস্মরণীয় শাহবাগ আন্দোলন। কাদের মোল্লার সঠিক বিচারের দাবীতে অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগারদের গড়ে তোলা এ আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল সারা বাংলাকে, এবং কিছুটা সময়ের জন্য হলেও বিশ্বকে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সংগঠিত শাহবাগ গণআন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন ব্লগার রাজীব হায়দার শোভন। রাজীবকে শাহবাগ আন্দোলনের একেবারে শীর্ষসময়ে তার বাড়ির অদূরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। রাজীবের হত্যার অভিযোগে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে যখন গ্রেপ্তার করা হল, তারা নিজ মুখেই স্বীকার করল, ‘ঈমানী দায়িত্ব পালনের জন্য তারা রাজীবকে হত্যা করেছে।

নর্থ সাউথের সামগ্রিক ঘটনা এবং রাজীবের উপর আক্রমণকে ‘বিশ্বাসের ভাইরাস’ হিসেবে চিহ্নিত করে আমি একটি প্রবন্ধ লিখি অনলাইন পত্রিকায় এবং মুক্তমনা ব্লগে – “বিশ্বাসের ভাইরাস: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কি জঙ্গিবাদের অভয়ারণ্য হয়ে উঠেছে?” শিরোনামে। রাজীবকে হত্যার বিবরণ পড়লে হতবাক হতে হয়, কীভাবে তাদের মস্তিষ্ক ‘ব্রেন ওয়াশড’ হয়েছে প্যারাসাইটিক জিহাদি ধারণা দিয়ে। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগে নর্থ সাউথের কামেল প্রাক্তন ছাত্র কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান কিংবা রাজীব হত্যায় জড়িত নর্থ সাউথের ছাত্রদের মুখগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারি ‘বিশ্বাসের ভাইরাস’ কত প্রকটভাবে মস্তিষ্ককে অধিকার করে ফেলতে পারে, যার ফলে একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে নির্মমভাবে খুন করতেও তাদের বাধেনি, বরং এটাকে তারা ‘ঈমানী দায়িত্ব’ বলে মনে করেছে।

সূর্যতামসী – কৌশিক মজুমদার Surhatamosi pdf – Kaushik Majumdar

বিশ্বাসের ভাইরাসের প্রভাবে রাজীব হত্যার মতো ভয়ঙ্কর আলামতগুলো যখন দিনের আলোর মত উদ্ভাসিত, আশা করা হচ্ছিল যে, সরকার এ ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। খুঁজে দেখবেন বিশ্বাসের ভাইরাসের উদ্ভব এবং সংক্রমণের মূল উৎসগুলো। কিন্তু তা না করে আওয়ামী সরকার চড়াও হল প্রগতিশীল এবং মুক্তমনা ব্লগারদের ওপর। ২০১৩ সালের পয়লা এপ্রিল বাংলা ব্লগের চারজন স্বনামখ্যাত মুক্তমনা ব্লগারকে গ্রেফতার করল ‘সেক্যুলার’ বলে কথিত আওয়ামী সরকার। বুঝলাম হেফাজতি মওলানা আর আমার দেশ এর মত প্রোপাগান্ডা মেশিনের চাপে বিশ্বাসের ভাইরাসের ব্যাপারটা আর ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে রাষ্ট্রীয় অবকাঠামোতেও। কিন্তু ভাইরাসের এহেন মহামারী দেখে তো আমরা চোখ বুজে থাকতে পারি না।

আমার অনলাইন বন্ধুদের সাথে মিলে ব্লগারদের মুক্ত করার আন্দোলনে সামিল হলাম। শুরু হল পত্র-পত্রিকা, ফেসবুক এবং ব্লগে লেখালিখি। শুরু করলাম * Worldwide Protests for Free Expression in Bangladesh’ ক্যাম্পেইন। সারা পৃথিবীর মুক্তচিন্তার সংগঠনগুলো এগিয়ে এলো আমাদের ডাকে। একটা সময় পর সরকার মুক্তি দিতে বাধ্য হল ব্লগারদের।

Anilikha O Anilikha pdf সূচিঃ
অনিলিখা ও হিরোসি
অনিলিখা ও সেই লোকটা

Anilikha O Anilikha pdf নমুনাঃ

আর বেশি দিন বাকি নেই, যেদিন আমাদের সব কাজ রোবটরাই করবে। আমাদের হাত গুটিয়ে বসে থাকতে হবে। একমাত্র কাজ হবে এভাবে একসঙ্গে বসে আড্ডা দেওয়া।— প্রতীক বলে উঠল।
— আর খাওয়া! রোবটরা কোনওদিনই খাওয়ার ব্যাপারে আমাদের টেক্কা দিতে পারবে না। ওটাতে আমরা চিরকাল প্রথম থাকব। — আড়চোখে বিশ্বজিৎদার দিকে তাকিয়ে সহেলী বলে উঠল। বিশ্বজিৎদা অষ্টম সিঙাড়াটা খেতে যাচ্ছিল। একটু কড়া চোখে সহেলীর দিকে তাকিয়ে হাত গুটিয়ে নিল।
আজকে আমাদের আলোচনার বিষয় রোবট। বেশ বুঝতে পারছি প্রতীক এ বিষয় নিয়ে বেশ কিছু পড়াশোনা করেছে। আমাদের দিকে তাকিয়ে ফের বলে উঠল – সিঙ্গুলারিটি কাকে বলে জানিস? সাগ্নিক খুব গম্ভীরভাবে উত্তর দিল, – রোবট যখন নিজেকে খুব একাকী মনে করে, সে মুহূর্তকে সিঙ্গুলারিটি বলে।

আমাদের বাকি সবার নীরবতা লক্ষ করে বেশ একটা তৃপ্তির হাসি হেসে প্লেটে রাখা চানাচুর একমুঠো নিয়ে প্রতীক ফের বলে উঠল, – এককথায় সিঙ্গুলারিটি হল সেই মুহূর্ত যখন রোবট আমাদের থেকে বেশি বুদ্ধিমান হয়ে উঠবে। অর্থাৎ ওদের হাতেই থাকবে সব কিছুর রাশ। বিজ্ঞানীরা বলছে সেদিন আর বেশি দূরে নেই। ২০২৯ সাল নাগাদ এরকম হবে।
– সেকি? সে তো আর কয়েকবছর মাত্র।

-সহেলী উদ্বিগ্ন হয়ে বলে উঠল। — তাহলে? —এখনই যে হয়ে যায়নি, সে খবর কি আর আমরা রেখেছি? – প্রশ্নটা এল অনিলিখাদির কাছ থেকে। অনিলিখাদি দরজার সামনে এসে দাঁড়িয়েছে। চটি খুলতে খুলতে বলে উঠল।
বেশ কয়েকমাস বাদে অনিলিখাদি আমাদের শনিবারের আসরে এল। গত কয়েকমাস বেশিরভাগ সময় ভারতের বাইরে ছিল। মাঝে মধ্যে ভারতে এলেও আমাদের শনিবারের আসরে আসতে পারেনি।
খানিকক্ষণের জন্য অনিলিখা- এফেক্টে অন্য কোনও আলোচনা আর সম্ভব হল না। অনিলিখাদিকে এতদিন বাদে দেখার পরে অন্য কোনও প্রসঙ্গে কথা বলা প্রায় অসম্ভব।
অনিলিখাদির আনা বেশ কিছু সুইস চকলেট মুহূর্তে উধাও হয়ে গেল।

মিনিট পনেরো বাদে আবার আমরা প্রসঙ্গে ফিরে এলাম। আমরা না জানলেও অনিলিখাদির যে আসার কথা ছিল আর সে খবরটা যে কিচেন অব্দি পৌঁছেছিল, সেটা দিব্যি বোঝা গেল। মাসিমার হাতে বানানো ডিমের ডেভিল এর মধ্যেই এসে গেছে।
এই ভাগাড় কাণ্ডের জেরে বাইরের দোকানের ডেভিল খাওয়া সম্ভব নয়। আমরা সবাই সামনে খাবার টেবিলে হামলে পড়লাম।

অভিজ্ঞান রায় চৌধুরীর অনিলিখা সিরিজের আরো একটি উপন্যাস Anilikha O Anilikha pdf অনিলিখা ও অনিলিখা pdf ডাউনলোড করুন এখান থেকে ও Anilikha O Anilikha pdf পড়ুন এখান থেকে

Be the first to comment

Leave a Reply