
অতীন বন্দ্যোপাধ্যায়ের সমকালীন উপন্যাস Antargata Khela pdf অন্তর্গত খেলা pdf Antargata Khela pdf ডাউনলোড করুন ও অন্তর্গত খেলা pdf পড়ুন।

Antargata Khela pdf অন্তর্গত খেলা pdf নমুনাঃ
হেমন্তের এক সকালে নিখিল বের হয়ে পড়ল। গায়ে বেশ ঠাণ্ডা লাগাতেই নিখিলের মনে হয়েছিল হেমন্ত এসে গেছে। সামান্য শীতে হাটতে খারাপ লাগছিল না। সে সোজা মেস থেকে হেঁটেই চলে এসেছে। একটু অপেক্ষা করলে ট্রাম বাস পাওয়া যেত। সে ট্রাম বাসের জন্য অপেক্ষা করেনি। হাতে সময় নিয়ে বের হয়েছে। এসপ্লানেডে হেঁটে গেলেও সে বাস ছাড়ার আগেই পৌঁছাতে পারবে।
দেবী মা – ত্রিদিবেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায় Devi Maa by Tridibendra Narayan Chattapadhyay
সে পৌঁছে দেখল কার্জন পার্কের আশেপাশের গাছপালাতে এখনও হেমন্তের কুয়াশা লেগে রয়েছে। ধোয়ার মত অথবা হালকা সেলোফেনের এক অতিকায় কাগজ কেউ যেন উড়িয়ে দিয়ে গেছে। ট্রামের তারে সে দুটো একটা পাখিও দেখতে পেল। সকাল বলে লোকজন কম, মানুষের ব্যস্ততা কম- কেমন অন্য রকম চেহারা। কোন ভিড় নেই। হাতে এখন সময় আছে। বাস ছাড়বে সাতটায়। সে ঘড়িতে দেখল, এখনও পনের মিনিট বাকি। আগেই টিকিট কাটা। সুতরাং সে বাস-গুমটিতে ঢুকে যাবার মুখে ক্যান্টিনে ঢুকে এক কাপ চা, দুটো টোস্ট এবং একটা হাফ-বয়েল ডিম খেয়ে নিল। তারপর কিনল একটা দৈনিক কাগজ। কাগজটা সে বাসে যেতে যেতে পড়বে।
এবং এই কোথাও যাবার সময়, তার কিছু বই-টই সঙ্গে থাকে। এবারে কি ভেবে সঙ্গে কোন বই নেয় নি। অথবা এও হতে পারে- এবারের কাজগুলি খুব ঝামেলার, অনেক চিন্তা ভাবনা মাথায় আগে থেকেই ঘুর ঘুর করছিল— ঠিক যতটা হালকা থাকলে গল্পের বইয়ে মন- দেওয়া যায় এবারে তার কিছুটা যেন ব্যতিক্রম।
সে টিকিটটা বের করে নম্বর দেখল। উত্তরবঙ্গে পাড়ি দেবে বলেনীল রঙের বাসগুলি একে একে গুমটিতে ঢুকছে। সাড়ে সাতটায় যে গাড়ি ছেড়ে যাবার কথা, সেগুলি আসবে সাতটায়। সুতরাং গাড়ি ছাড়তে আরও আধ ঘণ্টা। এই আধ ঘণ্টা সময় সাধারণতঃ তার যে-ভাবে কাটাবার অভ্যাস, পায়চারি করে, কখনও সুন্দরী মেয়েদের দিকে তাকিয়ে…আর ঠিক খুঁজে খুঁজে এই বাসস্ট্যাণ্ডে সে একজন সুন্দরী মেয়েকেও আবিষ্কার করে ফেলল। আশ্চর্য লাবণ্যময়ী যুবতী, হাতে ছোট্ট সুটকেশ, ভারি মায়াবী দুটো চোখ নিয়ে কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। নিখিল ভাবল, সময় কাটাবার পক্ষে বেশ মেয়েটি। মেয়েটির দু-একটি চুল কপালে ফুর ফুর করে উড়ছে। এবং নাভির সামান্য নিচে শাড়ি পরেছে বলে আরও বেশি লম্ব। দেখাচ্ছে। তার মনে মনে হল, কলকাতায় এবার যথার্থই হেমন্ত এসে গেল। হেমন্তের মাঠে মেয়েটিকে কেমন দেখাবে না জানি।
রায়গঞ্জের বাসে তার সিট রিজার্ভড। সে আজকাল দেশ গাঁয়ে যেতে হলে বাসেই যায়। ট্রেন বড় দেরি করে।
নিয়ে যাচ্ছে। বলতে গেলে তার এটা রথ এবারে কিছু অফিসের কাজ দেখা কলা বেচার মত।
কলকাতা থেকে নিখিলের বাড়ি খুব দূরেও নয়, আবার কাছে নয়। এই দূর-কাছের জায়গায় বাসে যেতে বড় ভাল লাগে। চার পাঁচ ঘণ্টার মত পথ। বেশ আয়েস করে যাওয়া যায়। বাসেই বেশী সুবিধা এটা তার মনে হয়েছে।
হেমেন্দ্র কুমার রায় এর পিডিএফ All Hemendra Kumar Roy PDF Download
বেশ মাঝামাঝি জায়গায় সিট। ফলে সামনে টায়ারের উঁচু জায়গাটা—পা রেখে বসা যাবে। বসার পর মনে হল বেশ আরাম। জানালার কাছে বলে চারপাশের সবুজ শস্যক্ষেত্র সহজেই সে দেখতে পাবে। এবং কিছুটা বিলাসী মানুষের মত সে তার অ্যাটাচিটা রাখল ওপরের র্যাকে। তারপর পা ছড়িয়ে বসতেই দেখল, পাশের সিটে সেই মেয়েটি। তিনজনের সিট। সে জানালার ধারে, তারপর মেয়েটি, তারপর কেউ। এত কাছাকাছি মেয়েটিকে সঙ্গে পাবে সে ভাবতেই পারেনি।
এবং স্বপ্ন সত্য হলে যা হয়, নিখিলের মনে হল, বেশ জমবে। সারা রাস্তাটা মনে হবে দু’ দণ্ডের পথ। এবং পাশে বসতেই সে এবার খুব কাছ থেকে দেখল – সত্যি বড় বেশী লাবণ্যময়ী। নীলাভ শাড়ির রং, উঁচু খোপা বাঁধা। সারা শরীরে যেন বড়ই অহমিকা। তারপর পাশে সেই যুবা মত, বেশ কম বয়সেরই যুবা বলা চলে – কেউ ওর হবে হয়তো। এবং যুবাটির চুল নিদারুণ বড় করা। আর ঘাড়ে গলায় মানানসই বলে নিখিল ভাবল যুবতী না তরুণী বলবে পাশের লাবণ্যময়ীকে! লাবণ্যময়ীর সঙ্গে যুবার কোন বৈধ সম্পর্ক আছে বোধ হয়।
শুকতারার-১০১ গোয়েন্দা ও রহস্য গল্প পিডিএফ Shuktara-r 101 Goenda O Rahsya Galpo pdf
আর তখনই নিখিলের ভেতরটা কেমন চুপসে গেল। অথচ মানুষের মনে যে কি থাকে। সে ভেতরে ভেতরে বেশ চঞ্চল হয়ে উঠেছিল। একজন পুরুষ মানুষ পাশে বসলে যা হয়, একজন মেয়ে বসলে ঠিক তা হয় না, অন্য কিছু হয়, এই কিছু হওয়াটার মধ্যে নিখিল অক্লেশে ডুবে যেতে চাইল৷ সে মেয়েটার শরীরের ঘ্রাণ পর্যন্ত পাচ্ছিল। কোন হিমেল শীতের রাতে সবুজ গাছপালার মত গন্ধটা। বেশ মনোরম জানি। ভ্রমণে এমন নারী সুধাপারাবার – যদিও সে বেশী বেশী ভাবছে, তবু এটা মানুষের হয়। সে এমন সুযোগ যে এই প্রথম পেয়েছে তা নয়, আরও পেয়েছে—যতবারই পেয়েছে ততবারই শরীরের কোথাও বিদ্যুৎ প্রবাহ আছে সে টের পায়। সে আজও টের পেল, শরীরের বিদ্যুৎ প্রবাহ ঠিকই আছে।
অন্তর্গত খেলা pdf download link
Leave a Reply
You must be logged in to post a comment.