প্রতীতি চৌধুরী ভয়ংকর কিছু গল্প সংকলন আতঙ্কের তিন অঙ্ক pdf থ্রিলার, রহস্য আর রোমাঞ্চ উপন্যাস। Atanker Tin Anka pdf পড়ুন banglabookspdf থেকে। Atanker Tin Anka pdf এ তিন টপ থ্রিলার গল্প সংকলিত হয়েছে। থ্রিলারপ্রেমীদের জন্য অসাধারণ একটি বই। Atanker Tin Anka pdf পড়া শুরু করুন এখনই।
Atanker Tin Anka pdf সূচিপত্র
দুঃস্বপ্নের ঈশানগড়
অক্ষির অগোচরে
নীলকুঠির অভিশপ্ত ভাড়াবাড়ি
Atanker Tin Anka pdf নেপথ্যে
নিজের গতানুগতিক ধারার বাইরে বেরিয়ে কাজ করাটা হয়তো সহজ নয়। কিন্তু আমাদের প্রত্যেকের মনেই চেনা ছক ভেঙ্গে বেরোবার ইচ্ছেটা কোনো এক কোণে সুপ্ত থাকে। আমারও ছিল। ভাবতাম সময় আর সুযোগ হলে ঠিক গন্ডিটা পেরোতে পারবো। ‘আতঙ্কের তিন অঙ্ক’ লিখতে গিয়েই বুঝলাম সময় আর সুযোগ এই দুটো শব্দই আমাদের মনের বাহানা মাত্র। ছক ভাঙ্গার জন্যে সাহস লাগে। আসলে এতোদিন কোনো তাড়া ছিল না। অন্তরের সেই তাগিদটা ছিল না যেটা আমার কলমকে নিজের চেনাজানা পরিসর থেকে বের করে নিয়ে যাবে।
হরর ও গোয়েন্দা উপন্যাস পার্ট ১ পিডিএফ ডাউনলোড Horror Goyenda Uponnas pdf download
আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু বিশেষ সময় আসে যখন মনে হয় এ বার না হলে আর কোনো বারই নয়। আমার জীবনের সেই বিশেষ সময়েই ‘আতষ্কের তিন অঙ্ক’ লেখার সূচনা হয়েছিল। অপ্রত্যাশিতভাবেই লিপিঘর প্রকাশনী থেকে প্রখ্যাত লেখিকা মৌমিতাদির ডাক পেয়েছিলাম। ঠিক যখন ভাবছিলাম এবার একটা বড় ছুটি দিতে হবে কলমকে। চমক হয়তো এভাবেই আসে, আসলে আমাদের জীবনটাই একটা অনিশ্চিত উপন্যাস। কোন মোড়ে যে কি রয়েছে না পৌঁছানো অবধি আমরা কেউই জানতে পারিনা।
অদ্রীশ বর্ধন pdf ডাউনলোড লিংক All Adrish Bardhan PDF Books Download
আসন্ন মাতৃত্বের ক্লান্ত শরীর নিয়ে গত কয়েকমাস ধরে যেভাবে ঝড়ের গতিতে আমার কলম ছুটেছে তাতে নিজেও আমি অবাক হয়ে গেছি। জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে বিশ্রামের আগে পরিশ্রমকে রাখা শুধু যে শরীরের চ্যালেঞ্জ ছিল তা নয়, মানসিকভাবেও কাজটাকে নেশা করে নিয়েছিলাম। নিজের ধারার বাইরে বেরোনোর জন্যে লেখার থেকেও চারগুন বেশি আমাকে ভাবতে হয়েছে। তথ্য সংগ্রহ করতে হয়েছে। আর এই পুরো যাত্রাই যেই মানুষটিকে আমি প্রায় চব্বিশঘন্টা পাশে পেয়েছি সে আমার জীবনসঙ্গী। ভয় আর রহস্যের বুননে আমি একদিকে কাহিনীর জাল বিস্তার করেছি। অন্যদিকে ‘তুমি পারবে’ বলে সে সবসময় সাহস জুগিয়েছে।
শরীফুল হাসান pdf ডাউনলোড Shariful Hasan pdf download
এবারের তাড়াটা অবশ্য শুধু প্রকাশনীর তরফে ছিল না, আমার নিজেরও ছিল। শরীরের মধ্যে ছোট্ট প্রাণটার নড়াচড়া একবারের জন্যেও ভুলতে দিত না সময় আসন্ন! একদিকে তার আসার শেষ মুহূর্তের প্রস্তুতি, অন্যদিকে আমার চতুর্থ বই প্রকাশের ক্ষণ নির্ধারণ, জীবনের কিছু সময় এভাবেই হয়তো চির অমূল্য হয়ে থাকে….. যা কখনো ভোলার নয়, আর যা কখনো দ্বিতীয়বার আসারও নয়… নিজের জীবন- উপন্যাসের সামনে কি আছে জানিনা, তবে এই অধ্যায়টি বিশেষ স্মৃতি হয়ে থাকবে আমার তিন অঙ্কের লেখনীতে।
‘আতঙ্কের তিন অঙ্ক এখন অবধি আমার করা সবচেয়ে ব্যাতিক্রমী কাজ। তিনটি ভয় ও রহস্যের উপন্যাসিকা নিয়ে বই। সামাজিক গল্পের পরিধি থেকে বেরোনোর অনুপ্রেরণা আগেও আমার পাঠকবন্ধুদের কাছে পেয়েছি। তবে সেই প্রেরণার পরিণতি এই প্রথমবার প্রকাশ পেতে চলেছে। যদিও লেখার পরে ব্যক্তিগত ভাবে আমার মনে হয়েছে উপন্যাসিকা দিনটিকে কোনো একটি জহরে বাঁধা মনে হয় ঠিক নয়। ভৌতিক, রহস্য, গোয়েন্দা, সামাজিক, মনস্তাত্ত্বিক, রোম্যান্টিক ও শিক্ষামূলক প্রতিটি ধারার ছোঁয়া এবার পাঠকরা বইটি পড়ে পাবে।
আতঙ্কের তিনটি অঙ্কই পুরোপুরি ভাবে আমার কল্পনাশ্রিত। কাহিনীর প্রয়োজনে বেশ কিছু জায়গার নাম এসেছে। যদিও সেই নাম ও চরিত্রের সাথে বাস্তবের কোনো মিল নেই তবুও তিনবারই আমি আচ্ছন্ন হয়েছি উপন্যাসের পটভূমিতে- কখনো ঈশানগড়ের জমিদার বাড়ি, কখনো গোপিনাথ পল্লীর শিরিষতলা কখনো আবার কাঞ্চনপুরের নীলকুঠির সেই অভিশপ্ত বাড়িতে। লিখতে গিয়ে মনে হয়েছে তিনটি অঙ্কের তিনটি প্রধান চরিত্র মানালি, সোনেলা এবং লিখনের সাথে কিভাবে যেন মিলেমিশে গেছি! ওদের মধ্যে বারবার নিজের সত্ত্বা হারিয়ে হয়ে উঠেছি ওদেরই একজন। নিজের ধাঁচ ভেঙ্গে প্রথমবার লেখার গঠনশৈলীতেও বেশ কিছু পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করেছি। যাতে পাঠকদের একঘেঁয়েমির কোনো অবকাশ না থাকে। আমার বিনিদ্র রাত্রির সেই বিরামহীন পরিশ্রম আজ আপনাদের হাতে তুলে দিলাম।
Mahashweta Devir Chhotogolpa Sonkolon pdf মহাশ্বেতা দেবীর ছোটগল্প সঙ্কলন pdf
প্রতিবারই বলি পাঠকদের শুভেচ্ছা ও ভালোবাসা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব নয়। আর এবার তো আপনাদের কাছে আরো বেশি শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদ চেয়ে নিচ্ছি। নতুন প্রকাশনীর সাথে নতুন ধারার এই কাজ আমার কাছেও পরীক্ষার চেয়ে কম কিছু নয়। আপনাদের মতামতই আমার পরিশ্রমের মূল্যায়ণপত্র। আশা করছি আমার তিনটি বইয়ের মতো এই বইটিকেও আপনারা ভালোবেসে আপন করে নেবেন।
প্রতীতি চৌধুরী ভয়ংকর কিছু গল্প সংকলন Atanker Tin Anka pdf অনলাইনে পড়ুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.