আততায়ী ১ pdf – শেখ আবদুল হাকিম Atotayi 1 pdf – Sheikh Abdul Hakim

আততায়ী ১ pdf - শেখ আবদুল হাকিম Atotayi 1 pdf - Sheikh Abdul Hakim
আততায়ী ১ pdf - শেখ আবদুল হাকিম Atotayi 1 pdf - Sheikh Abdul Hakim

শেখ আব্দুল হাকিম সেবা হরর উপন্যাস Atotayi 1 pdf আততায়ী pdf ডাউনলোড করুন ও Atotayi 1 pdf আততায়ী pdf পড়ুন।

আততায়ী ১ pdf - শেখ আবদুল হাকিম Atotayi 1 pdf - Sheikh Abdul Hakim
আততায়ী ১ pdf – শেখ আবদুল হাকিম Atotayi 1 pdf – Sheikh Abdul Hakim

Atotayi 1 pdf আততায়ী ১ pdf নমুনাঃ

রোববারের অলস একটি বিকেল, ঠিক যেমনটি ভালোবাসেন লর্ড ওয়ালডেন। খোলা জানালার সামনে দাড়িয়ে পার্কের দিকে তাকিয়ে আছেন তিনি। চওড়া, সমতল লনে মোটা দাগ টেনেছে পরিণত কিছু গাছ—একটা স্কটস পাইন, একজোড়া বিশাল ওক, কয়েকটা বাদাম গাছ, আর ঝাকড়া মাথা নিয়ে একটা উইলো। দিগন্তরেখা থেকে সূর্য এখনো অনেক ওপরে, গাছের ছায়া তাই গাঢ় আর ঠাণ্ডা। পাখিরা সব চুপচাপ, কিন্তু জানালার পাশে ফুলে ফুলে ঢাকা লতা থেকে পরিতৃপ্ত মৌমাছিদের গুঞ্জন ভেসে আসছে। বাড়িতেও কোথাও কোনো শব্দ নেই। কাজের লোকজনেরা বেশির ভাগই আজ বিকেলে ছুটিতে আছে। হপ্তা শেষের অতিথি বলতে শুধু লর্ড ওয়ালডেনের ভাই জর্জ, তার স্ত্রী ক্ল্যারিস’, আর তাদের ছেলেমেয়ে।

ধনুর্ধর pdf – সিদ্দিক আহমেদ Dhonurdhor pdf – Siddique Ahmed

জর্জ হাটতে বেরিয়েছে, ক্ল্যারিসা শুয়ে আছে, ছেলে মেয়েরা সব চোখের আড়ালে। পোশাকী ফ্রক কোট পরে বেশ আরাম অনুভব করছেন লর্ড ওয়ালডেন, ভেতরে টুইড স্যুট আর নরম কলারের শার্ট। ঘণ্টা কয়েক পর ডিনারের জন্যে সাদা টাই আর টেইলস পরবেন তিনি। এখন যদি শুধু আজ রাতে লিডিয়া পিয়ানো বাজার, ওয়ালডেন ভাবলেন, তাহলেই সার্থক হয় দিনটা।
স্ত্রীর দিকে ফিরলেন তিনি। ‘বাজাবে নাকি, ডিনারের পর?’ লিডিয়া হাসলো। ‘তুমি যদি বলো।’

একটা আওয়াজ শুনে আবার জানালার দিকে ফিরলেন ওয়াল- ডেন। গাড়িপথের শেষ মাথায়, সিকি মাইল দুরে, একটা মোটর গাড়ি দেখা গেল। অস্বস্তিকর একটা উত্তেজনা অনুভব করলেন তিনি, ঝড়-বৃষ্টির ঠিক আগে তাঁর ডান পায়ের ব্যথাটা শুরু হলে যেমনটি অনুভব করেন। ভাবলেন, ব্যাপারটা কি, সামান্য মোটর গাড়ি কেন আমাকে বিরক্ত করবে? তিনি যে মোটর গাড়ির বিরুদ্ধে, তা নয়— তাঁর নিজের একটা ল্যানচেস্টার আছে, লণ্ডনে যেতে আসতে নিয়মিত চড়েন সেটায়। এ-কথা ঠিক যে গরমের দিনে এই যান্ত্রিক বাহনটি বিশেষ করে গ্রামে একটা উপদ্রব বৈ আর কিছুই নয়, কাচা রাস্তা দিয়ে ছুটে যাবার সময় একনাগাড়ে বিস্ফোরণ ঘটাতে থাকে আর ধুলোর পাহাড় তোলে। তাঁর ইচ্ছে ছিলো আলকাতরা আর পাথর কুচি দিয়ে শ’দুয়েক গজ রাস্তা পাকা করে নেবেন।

কিন্তু ইতস্তত করছেন এই জন্যে যে উনিশ শো ন’ সালে লয়েড জর্জ রোডস বোর্ডস গঠন করার পর থেকে রাস্তা-ঘাটের দায়িত্ব আর তাঁর ওপর নেই। তিনি উপলব্ধি করলেন, এটাই তাঁর অস্বস্তি বোধ করার কারণ। লিবারেল সরকারের চারিত্রিক বৈশিষ্ট্যের চমৎকার একটা নমুনা এই আইন : যেটা তিনি নিজেই করতে পারতেন, সেটা করে দেয়ার জন্যে তাঁর কাছ থেকে টাকা নিয়েছে ওরা; তারপর কাজটা করতে ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত হয়তো তাকেই পাকা করে নিতে হবে রাস্তাটা, ভাবলেন তিনি, দু’বার টাকা ঢালতে খারাপ লাগে এই আর কি।

বাঁক নিয়ে নুড়ি পাথর ছড়ানো সামনের উঠনে ঢুকলো গাড়িটা, বিকট শব্দের সাথে প্রচণ্ড ঝাকি খেয়ে দক্ষিণ-মুখো দরজার উল্টো- দিকে থামলো। ঝাঝালো ধোঁয়া ভেসে এলো জানালার দিকে, ওয়ালডেন দম বন্ধ করলেন। গাড়ি থেকে ড্রাইভার নামলো, মাথায় হেলমেট, চোখে গগলস, পরনে মটরিং কোট। আরোহীর দরজা খুলে একপাশে সরে দাড়ালো সে। কালো কোট আর কালো ফেণ্ট হ্যাট পরা একটু বেঁটে এক ভদ্রলোক নামলেন। তাকে দেখেই চিনতে পারলেন ওয়ালডেন, সেই সাথে তার মেজাজ তেতো হয়ে গেল : সুন্দর, প্রশাস্ত বিকেলের এখানেই ইতি।
‘চার্চিল,’ বললেন তিনি।
লিডিয়া বললে’, ‘কি জ্বালা!’

ভদ্রলোক যেন তুচ্ছ-তাচ্ছিল্য গায়ে না মাথার পণ করে বসেছেন। বৃহস্পতিবারে তিনি একটা চিরকুট পাঠিয়েছিলেন, ওয়ালডেন সেটাকে গ্রাহ্য করেননি। শুক্রবারে ওয়ালডেনের সাথে দেখা করার জন্যে তাঁর লণ্ডনের বাড়িতে হাজির হয়েছিলেন, তাকে বলা হয়েছিল লর্ড বাড়িতে নেই। এখন নাছোড়বান্দার মতো আবার তিনি এতো দুরের পথ নরফোকে এসে হাজির হয়েছেন, তা-ও এক রোববারে। আজও তাঁকে প্রত্যাখ্যান করা হবে। কি মনে করেন ভদ্রলোক, ভাবলেন ওয়ালডেন, তাঁর জেদের কাছে পরাজয় স্বীকার করবেন তিনি?

কারো সাথে রূঢ় ব্যবহার করা তাঁর স্বভাব নয়, কিন্তু চার্চিলের এটা প্রাপ্য। উইনস্টন চার্চিল একজন মিমিস্টার, এবং তাঁর লিবা- রেল সরকার ইংরেজ সমাজটাকে ভেঙে গুড়িয়ে দেয়ার জন্যে একে- বারে ভিত লক্ষ্য করে হামলা চালিয়েছে— ভূ-সম্পত্তির ওপর ট্যাক্স ধরেছে, হাউজ অব লর্ডসকে দুর্বল করার জন্যে গোপনে বিরোধিতা শুরু করেছে, চেষ্টা করছে আয়ারল্যাণ্ড যাতে ক্যাথলিকদের হাতে চলে যায়, রয়্যাল নেভীকে করছে পুরুষত্বহীন, ট্রেড ইউনিয়ন আর সমাজতন্ত্রীদের ব্ল্যাকমেইলিডের কাছে নতি স্বীকার করছে ওয়াল-ডেন আর তাঁর বন্ধুরা এ-ধরনের লোকদের সাথে হাত মেলাতে পারেন না।

Atotayi 1 pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply