সন্ন্যাসী লেখক হিসেবে পরিচিত অবধূত এর উপন্যাস বহুব্রীহি pdf একটি ভিন্ন ধারার বই। অবধূত এর Bahubrihi pdf পড়ুন banglabookspdf থেকে। তবে হুমায়ুন আহমেদ এর বহুব্রীহি pdf ও জনপ্রিয় আরেক উপ্যাস।
Bahubrihi pdf রিভিউঃ
স্ত্রী ঘর সংসার রেখে সন্ন্যাসী জীবন যাপন করা বাঙালি লেখক সাধক অবধূত সাহিত্যের বেশ কিছু জনপ্রিয় ভ্রমণ কাহিনী তার অভিজ্ঞতার আলোকে লিখেছেন। আমার জীবনের নানা অভিজ্ঞতার কথা তার উপন্যাস ও ভ্রমণকাহিনী গুলোতে তুলে ধরেছেন। বহুব্রীহি তার তেমনি একটি উপন্যাস।
বহুব্রীহি pdf নমুনাঃ
রাত্রে ভাল ঘুম হ’ল না ।
পরদিন সকাল আটটার সময় হাঁস-ফাঁস করতে করতে যিনি উপস্থিত হলেন তিনি হচ্ছেন বহুব্রীহির সাড়ে তিন মন ওজনের পরিবার।
খাতির করে বসাতে গেলাম, তিনি রক্তবর্ণ চোখ পাকিয়ে বাজখাই গলা জিজ্ঞাসা করলেন, “বহুব্রীহি কোথায় ?”
আকাশ থেকে পড়লাম, “কোথায় তা’ আমি জানবো কেমন করে ”
তাঁর গলা আরও চড়ল, “মা তুমি নিশ্চয়ই তার খবর জান। বলি – কোথায় সে। নয়ত এখনই আমি থানায় যাব।
বাবু মিনিট খানেক একদৃষ্টে চেয়ে রইলাম তাঁর মুখের দিকে। তারপর চাদরখানা টেনে নিলাম দড়ির ওপর থেকে। বললাম, “সেই ভালো, চলুন আমিও যাচ্ছি থানায়। আমারও দরকার আছে সেখানে।”
তিনি একটু মুসড়ে পড়লেন। একটু খাটো গলায় জিজ্ঞাসা করলেন, “কি দরকার?”
“তা” শুনে আপনার লাভ কি? চলুন থানায়, সেইখানেই বলব সব—যা জানি আমি।”
তিনি দরজা জুড়ে ধপ করে বসে পড়লেন মেঝের উপর। তারপর হাউ- মাউ করে কান্না । “আপনার দু’টি পায়ে পড়ি—বলুন আমায় যা’ জানেন তার সম্বন্ধে। তার নিশ্চয়ই কোন বিপদ হয়েছে। অতগুলো টাকা নিয়ে নিরুদ্দেশ হয়েছে। নিশ্চয়ই একটা কাণ্ড বাধিয়েছে এতক্ষণে। কেন আমি মরতে ছোড়াকে নিয়ে এই অলুক্ষণে কাশীতে এলাম গো—কেন নরতে এলাম এখানে ডানপিটে গোঁয়ারটাকে নিয়ে।”
তিনি কপাল চাপড়াতে লাগলেন।
হঠাৎ আমার চোখের ওপর থেকে একখানা পর্দা উঠে গেল । খপ করে জিজ্ঞাসা করে ফেললাম, “বহুব্রীহি কে হয় আপনার?”
“ছাই হয়, মাখা হয়, আমার পিণ্ডি চটকাবার যত্ন হয়। কুক্ষণে দেখা হয়েছিল পোড়ারমুখোর সঙ্গে। আজ দু’-বছর আমার হাড়-মাস পুড়িয়ে খাক্ করছে। ওর মামা ছিল আমার বাবু। ওই ছোড়া আমার মাথা গুলিয়ে দিলে। সেই রাজার মত বাবুকে তাড়িয়ে ওর পেছনে আমি মুঠো মুঠো টাকা উড়িয়ে আজ সর্বস্ব খুইয়েছি। এখন ভালয় ভালয় ওকে কলকাতায় ফিরিয়ে এখানে একটা বিপদ যদি ঘটায় তাহলে ওর মামা নিয়ে যেতে পারলে বাঁচি।
অবধূত এর ভিন্ন ধারার উপন্যাস Bahubrihi pdf অনলাইনে পড়ুন অথবা ডাউনলোড করে নিন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.