শীলা বসাকের বাংলার কিংবদন্তি pdf Banglar Kingbodonti pdf ডাউনলোড করুন।
ইতিহাস ও কল্পনার মিশ্রণে লৌকিক কথাসাহিত্যের রূপধারণকারী লোককাহিনিকে বলা হয় কিংবদন্তি। কিংবদন্তির রচয়িতার সন্ধান মেলে না। লোকের মুখে মুখে বিভিন্ন কথা বা বিশ্বাসের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে। ইতিহাস যেখানে নীরব, কিংবদন্তি সেখানে কল্পনার ডানা মেলে মনোরম কাহিনি নিয়ে সরব। স্থাননাম ব্যক্তিনাম ও বস্তুনাম, জলাশয়, ডিহি-ডাঙা, দেব-দেবী ও পূজা-পার্বণ, মেলা ও উৎসব, বৃক্ষলতা ও বন-জঙ্গল প্রভৃতি নানা বিষয়ে নানা কিংবদন্তি আছে। ইতিহাসের গন্ধ মিশে থাকে ঠিকই, কিন্তু কিংবদন্তি কোনও প্রামাণ্য দলিল নয়। কিংবদন্তির অন্তরালবর্তী বিভিন্ন ঘটনা ও কাহিনি নিয়ে প্রকাশিত হল শীলা বসাকের অসাধারণ গ্রন্থ ‘বাংলার কিংবদন্তি’। বিশিষ্ট লোকসংস্কৃতিবিদের পরিশ্রমী প্রয়াস পাঠকের সামনে উপস্থিত করেছে বাংলা কিংবদন্তির একটা সামগ্রিক পরিচয়।
শীলা বসাকের জন্ম ১৯৪৭, কলকাতায়। প্রয়াত তরুণাদিত্য ও শ্রীমতী কমলা রক্ষিত-এর কনিষ্ঠা কন্যা। গত তিন দশক ধরে বাংলার লোকসংস্কৃতি নিয়ে গবেষণায় ব্রতী। এই সূত্রেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি লিট। লেখিকা লন্ডনের রয়্যাল এশিয়াটিক সোসাইটির ফেলো; কলকাতা, বাংলাদেশ ও জাপানের এশিয়াটিক সোসাইটির সদস্যা; ফিনল্যান্ডের ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ফোক ন্যারেটিভ রিসার্চ এবং যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অ্যানথ্রোপোলজিক্যাল অ্যান্ড এথনোলজিক্যাল সায়েন্সেসের সদস্যা। লোকসংস্কৃতি বিষয়ক নানা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র পাঠের জন্য বিভিন্ন দেশে বহুবার আমন্ত্রিত হয়েছেন।
সুশীল কর কলেজের বাংলা বিভাগের প্রাক্তন প্রধান এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অবসরপ্রাপ্ত সাম্মানিক অধ্যাপিকা। আনন্দ পুরস্কার ও লোকসংস্কৃতি গবেষণা পদকে ভূষিত হয়েছেন।
অক্ষরের রূপকথা শারদ সংখ্যা ১৪৩০ পিডিএফ Sharadiya Aksharer Rupkotha 1430 pdf
Banglar Kingbodonti pdf মুখবন্ধ
লোকসংস্কৃতি বিষয়ে এর আগে আমার কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেসব গ্রন্থের উপাদান সংগ্রহ করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং ভারতের অন্য প্রদেশেও গিয়েছি। তখন গ্রাম-গ্রামান্তরে বহু কিংবদন্তির সন্ধান পাই এবং তা আমাকে খুবই আকৃষ্ট করে। কিংবদন্তির অন্তরালবর্তী বিভিন্ন ধরনের ঘটনা ও কেচ্ছাকাহিনি বর্তমান গ্রন্থরচনায় আমাকে উদ্বুদ্ধ করে। তবে অন্যান্য রচনা নিয়ে ব্যস্ত থাকায় বইটি লিখতে আমার দশ-বারো বছর লেগে গেল। অবশেষে তা শেষ করতে পেরে গভীর তৃপ্তিবোধ করছি। আশাকরি, বাংলা কিংবদন্তির একটা সামগ্রিক পরিচয় এই বইতে তুলে ধরতে পেরেছি। Banglar Kingbodonti pdf
এছাড়াও ভারতের অন্যান্য রাজ্যে বিভিন্ন ধরনের লোকমুখে প্রচলিত কয়েকটি কিংবদন্তির উল্লেখ করেছি। যেমন গ্যাংটকের ‘বাবা হরভজন’, দক্ষিণ ভারতের কন্যাকুমারী ও তামিলনাড়ুর পক্ষ্মীতীর্থম্ প্রভৃতি। এই গ্রন্থরচনায় যেমন বহু গ্রন্থের সাহায্য নিয়েছি, তেমনি বহু ব্যক্তির অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা পেয়েছি। তাঁদের মধ্যে যেমন বিদ্বান ও গুণীজন আছেন, তেমনি আছেন সাধারণ মানুষেরাও যাঁদের অনেকের সঙ্গে যোগাযোগ হয় আমার ক্ষেত্রসমীক্ষার কালে। তাঁদের মধ্যে যাঁদের কাছে আমি বিশেষভাবে ঋণী, তাঁরা হলেন প্রয়াত অশোক মিত্র, আই. এ. এস, অধ্যাপক আনিসুজ্জামান, ড. আশরাফ সিদ্দিকী, অধ্যাপক জুবাইদা গুলশান আরা, চয়ন ও লিলি ইসলাম, আসমা ও ইশাতিয়াক হাসান, প্রয়াত মোহম্মদ সাইদুর, অধ্যাপক ওয়াকিল আহমদ।
ড. শামসুজ্জামান খান, মহঃ শফিকুর রহমান, শাহিদা খাতুন— এঁদের সাহায্যে বাংলা একাডেমী, ঢাকার সংগৃহীত কিছু কিংবদন্তি দেখার সুযোগ ও নানাভাবে সাহায্য পেয়ে উপকৃত হয়েছি। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমী, বঙ্গীয় সাহিত্য পরিষদ ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগের সহায়তা পেয়েছি। এঁদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সৌম্যা দাস কপি তৈরি করে দিয়ে সাহায্য করেছে। এর জন্য রইল আমার শুভেচ্ছা। কন্যা সুদেষ্ণা (মিলি), জামাতা সুমিত (জয়), দুই নাতি শুভেচ্ছা (প্রিন্স) ও রেবস্তু (রাজ)— এদের অনুপ্রেরণা আমাকে গ্রন্থটি লিখতে উদ্বুদ্ধ করেছে।
আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড এই গ্রন্থটি প্রকাশনার দায়িত্বভার নেওয়ায় আমি ভাবনামুক্ত হয়েছি অনেকটাই। প্রকাশনা কর্মের সঙ্গে যুক্ত সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সম্পূর্ণ বইটির প্রুফ দেখার গুরু দায়িত্বে ছিলেন শ্রীঅশোক উপাধ্যায়। তাঁকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এই বইটি পড়ে পাঠকসমাজ উপকৃত হলে আমার শ্রম সার্থক হয়েছে বলে মনে করব।
Banglar Kingbodonti pdf সূচি
ভূমিকা ১১ সংজ্ঞা, স্বরূপ ও বৈশিষ্ট্য ১৭ স্থাননাম ২১
ব্যক্তিনাম ৭২
দেবদেবী ও পূজাপার্বণ ৮৫ আধ্যাত্মিক ও লৌকিক প্রতিষ্ঠান ১২৯ পির-ফকির ১৪৮
মেলা ও উৎসব ১৫৯
জলাশয় ১৮২
অদৃশ্য বা অলৌকিক ২৫৬ ঢিবি, ডাঙা ও চর ২১০
বৃক্ষলতা ও বন-জঙ্গল ৩০২ বিবিধ ৩০৬
উত্তরকথা ৩২৪
গ্রন্থপঞ্জি ৩২৬ নির্দেশিকা ৩৩৭
Banglar Kingbodonti pdf ভূমিকা
সত্য, মিথ্যা, সম্ভাবনা— এই ত্রিবেণী সঙ্গমের মিলিত সমষ্টি কিংবদন্তি, ইংরাজিতে যাকে Legends, Local tradition, Popular Antiquites নামে অভিহিত করা হয়। পূর্বকালে বিশেষ কোনও ভোজ উৎসবে যখন কোন ও সন্ন্যাসী বা ধর্মগুরুর জীবনবৃত্তান্ত কথিত বা গীত হত তাকে Legends বলা হত। লোকবিজ্ঞানী ড. রিচার্ড এম. ডরসন বলেছেন, আসলে এ তো একপ্রকারের লোককাহিনি যা যুগযুগান্তর কালকালান্তর ধরে আকাশের তারার মতো লোকচিত্তে ফুটতে থাকে। বিশেষ অঞ্চলে সংঘটিত কোনও ঘটনা বা চরিত্রকেন্দ্রিক কাহিনি যা সে অঞ্চলের মানুষ প্রজন্ম পরম্পরায় মনে রাখে এবং বিশ্বাস করে পরবর্তী প্রজন্মের কাছে তার উত্তরাধিকার রেখে যায় সেইসব বিষয়কে কিংবদন্তি বলা হয়।
Banglar Kingbodonti pdf download link
Leave a Reply
You must be logged in to post a comment.