বশীকরণ pdf – অবদূত Bashikaran pdf – Abadhut best pdf

বশীকরণ pdf - অবদূত Bashikaran pdf - Abadhut
বশীকরণ pdf - অবদূত Bashikaran pdf - Abadhut

বিশিষ্ট ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও তন্ত্রসাধক কালিকানন্দ অবদূত এর Bashikaran pdf বশীকরণ pdf ডাউনলোড করুন এবং Bashikaran pdf বশীকরণ pdf পড়ুন।

বশীকরণ pdf - অবদূত Bashikaran pdf - Abadhut
বশীকরণ pdf – অবদূত Bashikaran pdf – Abadhut

Bashikaran pdf বশীকরণ pdf নিয়ে লেখকঃ

অতি অল্প কথা বলার আছে। বর্ণীকরণ গল্প নয়, উপন্যাস ত নয়ই। শুধু কয়েকটি কাহিনী, নির্জলা মনগড়া কাহিনী। বিশেষ কোনও উদ্দেশু নিয়ে : কোনও ব্যাপারে মত জাহির করার বাসনায় কিছুই লেখা হয় নি। বইখানি পড়ার আগে ও পরে এইটুকু মনে রাখলে একান্ত, বাধিত হব। ইতি— লেখক।

Bashikaran pdf বশীকরণ pdf নমুনাঃ

রাতের আঁধারে বেড়া কেটে ঘরে ঢুকে রামদার এক কোপে কৰ্ম শেষ ক’রে আসবার যা মজুরি তাতে বীর বুকে নৌকোর উপর হামলা ক’রে জলে ডুবিয়ে রেখে আসা হয় না। যেমন কাজ তার উপযুক্ত দক্ষিণা। সম্পূর্ণ টাকাটা হাতে পেয়ে যজমানকে কথা দেওয়া হ’ত, এক মাস বা ছ মাসের মধ্যে ভার পুজো বলিদান সব হুসম্পন্ন হয়ে যাবে।

আতঙ্কের তিন অঙ্ক pdf – প্রতীতি চৌধুরী Atanker Tin Anka pdf – Pratiti Choudhury

বেশ চলছিল তোরাবের সংসার। মাসে দু-তিন রাত ঘর থেকে চুপি চুপি বেরিয়ে যাওয়া আবার শেষ রাতে ঘরে ফিরে শাস্তিতে বউ-ছেলে নিয়ে ঘুমনো। গুরু তখন ঘরে এসেছে। মাসে দু-একটা ছাড়া কাজে হাতই দিত না তোৱাৰ। প্রাণে কি চায় চাপানা ছেলে-মেয়ে ঘরে ফেলে আঁধার রাতে শিকারে বেরুতে ! কিন্তু পোড়া পেট যে মানে না। তার ওপর নিত্য নূতন বায়না সাকিনার মায়ের। সে বেচারা তো জানত না, তোরাবের রুজি-রোজগারের উপায়টি কি! সে জানত, তোরাব নৌকা যায়। গঞ্জে গিয়ে বেচাকেনা করে মাল।

হায় রে পোড়া নসিব, শুধু একগাছি রশি, হাতে পাকানো একগাছি সামান্ত শণের হুড়ি। তোরাবের এত বড় ভাগ্যবিপর্যয়ের হেতু হ’ল শেষ পর্যন্ত ওই একগাছি সামান্য দড়ি।
জগতের অনেক নাম করা কেতাবে রজ্জুতে সর্পভ্রমের কথা লেখা আছে। তোরাবের জীবন-নাটকের সবচেয়ে জমজমাট দৃতে একগাছি বহু কাল হয়ে তার শিরে দংশন করলে।

নলবুনিয়ার পাশের গ্রামের ছহু মিঞা। ছহু মিঞার পাঁচখান হাল, তিনটে মরাই, চার-চারজন বিবি, একপাল নোকর বাদী। যাকে বলে ধানবানী ঘর। এমন যে হুহু মিঞা তিনি একদিন স্বয়ং তোরাবের ঘরে এসে তার হাতে পাঁচ কুড়ি টাকা দিয়ে গেলেন। সামার কাজ। ব’লে গেলেন, কা খতম হ’লে আরও পাঁচ কুড়ি। ভোরে বলেছিল মিঞা সাহেবৰে যে, টাকা আর যে- নেবে না। তার পোলাপান ভূষ পায় না। মিঞা সাহেবের অনেক একবার। ৰধি তার কানে মালিক খুশি হন, তা হলে কেন একটা স্থান গাই আর বাচ্চুর দেন। তার পোলাপান দুধ খেয়ে বাঁচবে। রাজী হয়ে মিঞা সাহেব ফিরে গেলেন।

পাগলা গণেশ pdf – শীর্ষেন্দু মুখোপাধ্যায় Pagla Gonesh pdf – Shirshendu Mukhopadhyay

খোঁজখবর নিতে লাগল তোরাব। নিয়ে দেখলে, ব্যাপারটা একটা মেয়েছেলে নিয়ে রেষারেষি। দুই মিঞা ঠিক করেছেন, তাঁর মত সম্মানী লোকের অন্তত পাঁচটি বিবি থাকার একান্ত প্রয়োজন। পাচটা কেন, পঁচিশটারও অভাব হ’ত না তাঁর বিবির। কিন্তু কি যে মরজি হোল তাঁর, গোঁ করে বললেন যে ওকেই চাই – আমিহদি শেখের চোদ্দ বছরের বউটিকে চাই তাঁর। আমিছজিকে সরাতে হবে। তাই একশো টাকা দান দিয়ে গেলেন হুজু মিঞা তোরাবকে।

কিন্তু ভূতমত পাওয়াই মুশকিল ছোকরাকে। ভয়ানক হুঁশিয়ার। বউকে সরিয়ে ফেলেছে দূর গ্রামে এক আত্মীয়বাড়ি। তাতেই আরও ক্ষেপে উঠেছেন দুজ মিঞা। কিন্তু করতে পারছেন না কিছুই। আমিদির বিধবা মা একমাত্র ছেলেকে বুক দিয়ে আগলে আছে। সন্ধ্যার আগেই আমিহুদিকে ঘরে ফিরে মার পাশে পাশে থাকতে হয়। কার সাধ্য তখন এগোয় মায়ের বুক থেকে ছেলেকে টেনে আনতে!

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় pdf ডাউনলোড লিংক All Tarashankar Bandopadhyay pdf link

হঠাৎ একদিন আমিহদি এসে উপস্থিত তার মাকে নিয়ে তোরাবের কাছে। লজ্জা শরম ত্যাগ করে আকুল জননী তোরাবের হাত চেপে ধরলে। তার একমাত্র ছেলের প্রাণভিক্ষা চাষ।
কি ক’রে কোথা থেকে যে হদিস পেল ওরা! তোৱাৰ তো প্রথমে খুবই রেগে উঠল, এ সব কথা তাকে বলবার মানে কি ? ওই সমস্ত কাজ সে করে থাকি? কিন্তু কিছুতেই কিছু হ’ল না। মায়ের প্রাণ খোলার ছোয়ায় সব জানতে পেরেছে। তোরাবকে কথা দিতে হ’ল, ছহু মিঞার টাকা সে খাবে না।

বিশিষ্ট ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও তন্ত্রসাধক কালিকানন্দ অবদূত এর Bashikaran pdf বশীকরণ pdf ডাউনলোড করুন এখান থেকে এবং Bashikaran pdf বশীকরণ pdf এখান থেকে পড়ুন

Be the first to comment

Leave a Reply