বাউন্ডুলে ১১ pdf – সুমন্ত আসলাম Baundule 11 pdf by Sumanta Aslam

বাউন্ডুলে ১১ pdf - সুমন্ত আসলাম Baundule 11 pdf by Sumanta Aslam
বাউন্ডুলে ১১ pdf - সুমন্ত আসলাম Baundule 11 pdf by Sumanta Aslam

সুমন্ত আসলাম এর কিশোর জীবন ঘনিষ্ঠ উপন্যাস Baundule 11 pdf বাউন্ডুলে ১১ pdf ডাউনলোড করে পড়া শুরু করে দিন।

বাউন্ডুলে ১১ pdf - সুমন্ত আসলাম Baundule 11 pdf by Sumanta Aslam
বাউন্ডুলে ১১ pdf – সুমন্ত আসলাম Baundule 11 pdf by Sumanta Aslam

Baundule 11 pdf নমুনাঃ

বিয়ের পরে জুবায়ের তার বৌকে কী খাওয়াবে— সেটাই ছিল মনিকার মা মিসেস খায়রুনের প্রথম প্রশ্ন । কোনো জবাব দেয়নি জুবায়ের। শুধু এক টুকরো হাসি ঝুলিয়ে রেখেছিল দু ঠোঁটের মাঝখানে। Baundule 11 pdf

চার বছর সফল প্রেমের পর মনিকা তার প্রেমিক জুবায়েরকে বিয়ে করেছিল। মনিকার মা মিসেস খায়রুন প্রথমে ব্যাপারটাতে রাজি ছিলেন না। হ্যাবলা মার্কা ছেলে। এখনও লেখাপড়াই শেষ করেনি, চাকরি- বাকরি তো অনেক পরের কথা। তবুও মেয়ের মুখের দিকে তাকিয়ে তার পছন্দের ছেলেকে মেনে নিলেন। ধুমধাম করে বিয়ে দিলেন তাদের। মেয়েকে বিদায় দেওয়ার সময় মিসেস খায়রুন মেয়েকে ভালো করে আদর করলেন, তারপর তার হাতে একটা ব্যাংকের জমা বই দিয়ে বললেন, ‘মা, তোমার জন্য আমি ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলেছি। এটা সেই অ্যাকাউন্টের জমা বই।

রবীন্দ্রনাথের হাস্য-পরিহাস pdf – গোপালচন্দ্র রায় Rabindranather Hashya-Parihas pdf

এটাকে তোমাদের বিয়ের স্মৃতি হিসেবে সব সময় যত্ন করে রাখবে। যখনই তোমাদের জীবনে কোনো আনন্দের ঘটনা ঘটবে, তখন সেই ঘটনার স্মৃতি হিসেবে এই অ্যাকাউন্টে কিছু টাকা জমা করবে। জমা রসিদের পেছনের দিকে কী কারণে টাকা জমা করেছ সেটা লিখে ফেলবে। যত আনন্দের ঘটনা ঘটবে তত টাকা জমা হবে। তাহলে ভবিষ্যতে একদিন এই জমা রসিদ দেখে পুরনো স্মৃতিতে ফিরে যেতে পারবে। আবার জমানো টাকাটাও কোনো একদিন নিশ্চয়ই কাজে লাগবে। আজ তোমাদের বিয়ে হলো। সেই আনন্দের ঘটনার স্মরণে আমি এই অ্যাকাউন্টে এক হাজার টাকা জমা করে দিয়েছি। ভালো থেকো।’

মায়ের আইডিয়াটা খুবই পছন্দ হলো মনিকার । বাসর রাতে সে তার স্বামী জুবায়েরের সঙ্গে সেটা নিয়ে আলাপ করল। জুবায়েরও ভালো বলল আইডিয়াকে । সেই থেকে শুরু। মনিকা জুবায়ের দম্পতি মায়ের দেওয়া অ্যাকাউন্টে নানা ঘটনার স্মরণে টাকা জমা করতে লাগল। Baundule 11 pdf

১৯ জানুয়ারি : হানিমুনে খুব মজার সময় কাটানো উপলক্ষে পাঁচশ’ টাকা জমা করা হলো।
০৭ ফেব্রুয়ারি : বিয়ের পর জুবায়েরের প্রথম জন্মদিন উপলক্ষে জমা করা হলো এক হাজার টাকা।
০১ মার্চ : জুবায়েরের অফিসে প্রমোশন উপলক্ষে তিন হাজার টাকা জমা করা হলো।
২০ মার্চ : জুবায়েরের মা-বাবা বেড়াতে এসে নতুন বেবিকে দেখে দুই হাজার টাকা দিয়েছিলেন, সেটা জমা করা হলো।
০৬ ডিসেম্বর : তাদের ঘরে ফুটফুটে কন্যাসন্তানটার প্রথম হাঁটা উপলক্ষে এক হাজার টাকা জমা করা হলো।

শুকতারার-১০১ গোয়েন্দা ও রহস্য গল্প পিডিএফ Shuktara-r 101 Goenda O Rahsya Galpo pdf

মনিকা-জুবায়েরের জীবনে প্রতিনিয়ত আনন্দের ঘটনা ঘটতে লাগল আর টাকা জমা হতে লাগল সেই অ্যাকাউন্টে। তবে জমা দেওয়ার সময় মায়ের কথামতো জমা স্লিপের উল্টোপাশে কোন আনন্দের ঘটনার কারণে টাকা জমা করা হচ্ছে সেটা লিখতে ভুলল না। Baundule 11 pdf

পাঁচ বছর কেটে গেল। চিরাচরিত নিয়মে তাদের মধ্যকার ভালোবাসা কমে গেল কিছুটা। একসময় ঝগড়া শুরু করল তারা। এরপর সেটা হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেল। অতঃপর তারা সিদ্ধান্ত নিল—আর একসঙ্গে সংসার করা যায় না, এবার আলাদা হতেই হবে। অগত্যা মনিকা তার মায়ের সঙ্গে ডিভোর্সের ব্যাপারটা নিয়ে আলাপ করল, ‘মা, আমার পক্ষে জুবায়েরের সঙ্গে সংসার করা আর সম্ভব নয় । ওর মতো বাজে ছেলে আমি আর কোথাও দেখিনি। এখন ভেবে অবাক হই, ওর মতো একটা ছেলেকে আমি কীভাবে বিয়ে করলাম! আমরা ডিভোর্সের ব্যাপারে একমত হয়েছি । তোমাকে জানানো দরকার তাই জানালাম।’

সর্বভূতেষু বিশেষ সংখ্যা পিডিএফ Sarbabhutesu pdf Special Issue

মনিকার মা মিসেস খায়রুন মেয়ের সিদ্ধান্তে কিছুটা অবাক হলেন। তবে নিজেকে সামলে নিয়ে বললেন, ‘এটা কোনো ব্যাপার না। অনেকের জীবনে এমনটা ঘটে থাকে। তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। তবে এর আগে একটা কথা, তোমার কি সেই জমা বইটার কথা মনে আছে, যেটায় তুমি টাকা জমা করতে? ডিভোর্স যখন দিয়েই দিচ্ছ তখন সেই টাকাগুলো রেখে লাভ কী। এমন বাজে একটা ছেলের স্মৃতি মনে রাখার কোনো মানে হয় না।’
মায়ের কথাটা পছন্দ হলো মনিকার। সে তার ব্যাংকে গিয়ে চেকের জন্য আবেদন করল। যখন সে চেকের জন্য অপেক্ষা করছিল, তখন তার জমা বইয়ের রসিদগুলো নাড়াচাড়া করছিল সে আনমনে।

Baundule 11 pdf পিডিএফ ডাউনলোড লিংক

Download / read online

Be the first to comment

Leave a Reply