
শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও উজ্জ্বলকুমার দাস সম্পাদিত রহস্য, গোয়েন্দা, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার বই ভূতেরা বড় মিথ্যুক pdf পড়ুন ও ডাউনলোড করুন banglabookspdf.com থেকে। Free download Bhutera Boro Mithuk pdf from here free and without registration. Bhutera Boro Mithuk pdf is completely free for enjoying.
Bhutera Boro Mithuk pdf ভূমিকাঃ
ছোট্ট বন্ধুরা! তোমরা গল্প পড়তে নিশ্চই খুব ভালবাস। আর ভূতের গল্প হলে তো কথাই নেই! তাই তোমাদের কথা চিন্তা করেই এই ‘ভূতেরা বড় মিথ্যুক’ বইটি প্রকাশিত হল। এতে নামী দামী লেখক-লেখিকার লেখা তোমরা পড়তে পারবে। আশাকরি বইটি তোমাদের ভাল লাগবে।
Bhutera Boro Mithuk pdf সূচীপত্রঃ
ছায়ামূর্তি কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়
ভূত-পেত্মী কথা হেমেন্দ্রকুমার রায়
বোতলের ভূত সুখলতা রাও
মহেশের মহাযাত্রা রাজশেখর বসু
কর্তাবাবুর পেত্মী দেখা খগেন্দ্রনাথ মিত্র
নিশীথ রাতের হাসি স্বপনবুড়ো
ভুতুড়ে নারায়ণ গঙ্গোপাধ্যায়
ফার্স্টক্লাস ভ‚ত প্রমথ চৌধুরী
বকাইমামা লীলা মজুমদার
ভূতের সঙ্গে হাসিরাশি দেবী
জ্যান্ত ভূতের গল্প জ্যান্ত ভূতের গল্প
লাল চুল মনোজ বসু
ব্রহ্মদৈত্যের গুপ্তধন ধীরেন্দ্রলাল ধর
উত্তর সিকিমের ভূত বাংলো সমরেশ বসু
মতিলাল বিমল কর
পুরনো রাজবাড়িতে প্রফুল্ল রায়
শনি সন্ধ্যার পঞ্চভূত সৈয়দ মুস্তাফা সিরাজ
রাত যখন বারোটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়
Bhutera Boro Mithuk pdf নমুনাঃ
গ্রামে পৌঁছতে মাইল দুয়েক দেরি তখনও, এমন সময় তুমুল বৃষ্টি নামল। প্রথমে ভেবেছিলুম ভিজতে ভিজতেই যাবো, কারণ বৃষ্টিতে ভিজতে আমার ভালই লাগে। কিন্তু এই অপরিচিত জনমানবহীন পথে জলে আর কাদায় মাখামাখি অবস্থায় পথ হারিয়ে মাঠে মাঠে ঘুরতে হলে বৃষ্টিতে ভেজার আনন্দ যে সম্প‚র্ণ উবে যাবে তা মনে আসতেই মতটা বদলে গেল, মাথা গোঁজবার মতো একটা আশ্রয়ের জন্যে উৎসুক হয়ে উঠলুম। এ দিকে প্রায়ই নীলকুঠির অনেক বড় বড় বাড়ির জীর্ণ কঙ্কালগুলো দেখা যায়; সন্ধ্যার মৃদু আলোয় বৃষ্টির মধ্যে দিয়ে দ‚রের ঝাপসা বাড়িটা দেখে সে রকমেই কোন একটা বাড়ি বলে মনে হল।
সুনীল গঙ্গোপাধ্যায় এর সকল পিডিএফ বই ডাউনলোড করুন Sunil Gangopadhyay pdf book link
সত্যিই তাই। অতীত দিনের সমস্ত ঐশ্বর্য্য বাড়িটার গা থেকে খসে পড়েছে; বড় জমিদার বংশের সুশ্রী ছেলেকে ময়লা কাপড় আর ছেঁড়া জামা পরলে যে রকম করুণ দেখায় ঐ বাড়ির বাইরেটাও সে রকম। কিন্তু আমার অবস্থা তখন বাড়িটার চেয়েও করুণ, আকাশের কাছ থেকেও শীঘ্রই যে করুণা মিলবে এ রকম কোন ভরসাও পেলুম না। উপস্থিত এই বাড়িটাতে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনও উপায় দেখলুম না।
সন্ধ্যা হয়ে আসছে। লোকালয়ের বাইরে মাঠের ভেতর অন্ধকারময় ঐ রকম বৃষ্টির দিনে নিঃসঙ্গতা ও নির্জনতা যে কি রকম অদ্ভ‚ত এর আগে তার কোনও স্পষ্ট ধারণা আমার ছিল না। সমস্ত মন অকারণেই ছম্ছম্ করে; আর ছাই, জীবনে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের গল্প শুনেছি, যতই ভাবিনা কেন সেগুলো মনে করব না, ততই একটার পর একটা করে মনে পড়ে যায়।
প্রথম কদম ফুল pdf – অচিন্ত্যকুমার সেনগুপ্ত Pratham Kadam Phool pdf – Achintyakumar Sengupta
ক্রমশ অন্ধকার গাঢ় হয়ে আসতে লাগল, বারান্দার একধারে অসহায় দাঁড়িয়ে রইলুম। বাতাসে চামচিকের একটা স্যাঁৎসেঁতে গন্ধ। পেছনেই বড় বড় অন্ধকার ঘরগুলো পড়ে রয়েছে; সেগুলো খোলা কি বন্ধ, পুরনো কাঠের দরজা ঠেলে দেখবার উৎসাহ, সত্যি বলতে কি, একেবারেই আমার ছিল না। কিন্তু হঠাৎ একটা খসখসে শব্দে চমকে পেছনে চাইলুম; পুরনো কাঠের বিবর্ণ দরজাটা ধীরে ধীরে খুলে গেছে আর ভূষো-মাখা একটা – লণ্ঠন ওপরে তুলে একটি বুড়ো নিঃশব্দে আমাকে দেখছে। প্রথমে চমকে উঠলেও ঐ ভ‚ষো-মাখা আলো ও কঙ্কালসার বুড়োর দেখা পেয়েই মনে মনে খুশি হয়ে উঠলুম। কোনও একটা কথা বলার জন্যে তাড়াতাড়ি বললুম, “যা বৃষ্টি” –
দরজাটা সম্প‚র্ণ খুলে নির্বাভাবে সেই বুড়ো আমার কাছে আরও খানিকটা এগিয়ে এসে লণ্ঠনটা তুলে বোধকরি ভাল করে আমায় পরীক্ষা করলো, তারপর নিতান্ত আচমকা হাসতে লাগলো, “আশ্রয় …হাঃ- হাঃ”…তারপর তেমনি আচমকা গম্ভীর হয়ে মুখটা ভারি করে বললে, ভেতরে এসো। কিন্তু জায়গাটা হয়তো তোমার সহ্য হবে না।” বুড়ো দরজাটার দিকে এগিয়ে গেল, তার দেহের প্রতিটি নড়াচড়া ঠিক যেন কলের মানুষের মতো!
অনেকক্ষন পরে আলো ও মানুষের দেখা পেয়ে সত্যিই আমি বেশ খানিকটা উৎসাহ পাচ্ছিলুম। তাই সে সব দিকে নজর না দিয়ে বুড়োর পেছন পেছন চললুম। বিরাট বড় বড় সব ঘর, অনেক ভাঙা জিনিসের আবর্জনায় ভরা; সেই ভ‚ষো-মাখা লণ্ঠনের মৃদু লাল আলোয় পলেস্তারা-খসা দেওয়ালের গায়ে যেন অদ্ভুত ধরণের ছায়ারা সব ঘোরাঘুরি করছে! আবছা আলোয় গোটা তিনেক বেশ বড় বড় ঘর পেরিয়ে অবশেষে বাড়ির পেছনের অংশে এসে পৌঁছুলুম। বুড়ো সামনের ঘরের দরজাটা খুলে যন্ত্রের মানুষের মতো সেই রকম আড়ষ্টভাবে আগে ভেতরে গেল। বহু পুরনো বিবর্ণ একটা টেবিলের ওপর বুড়ো লণ্ঠনটা রাখল। ঘরে একটিমাত্র নড়বড়ে তক্তা, ময়লা বিছানা, তার ওপর আর আসবাবপত্রের মধ্যে সেই টেবিলটা ছাড়া হাতল ভাঙা মাত্র আর একটি চেয়ার।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও উজ্জ্বলকুমার দাস সম্পাদিত ভূতেরা বড় মিথ্যুক pdf পড়ুন এখান থেকে বা ভূতেরা বড় মিথ্যুক pdf ডাউনলোড করুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.