প্রতিভা বসুর Bichitra Hriday pdf বিচিত্র হৃদয় pdf ডাউনলোড করুন ও Bichitra Hriday pdf বিচিত্র হৃদয় pdf পড়ুন।
Bichitra Hriday pdf বিচিত্র হৃদয় pdf ভূমিকাঃ
একটি ভূমিকা করা দরকার মনে হ’লো। এ-বইটিতে যে-চারটি গল্প সন্নিবিষ্ট করা হয়েছে এরা আসলে একই গল্পের নানা ভঙ্গি । সমস্ত গল্পগুলো ভাঙালে তা থেকে মাত্র একটিই উপাদান বেরোবে । যাঁরা পড়বেন তাঁদের প্রতি এই আমার একটি আশা রাখলাম যে একই উপাদান সত্ত্বেও এরা যে বিভিন্ন ধরনের বিভিন্ন রস সৃষ্টি করেছে এ যেন তাঁরা উপভোগ করতে পারেন । অবশ্যি এই সৃষ্টি সফল কিনা সেটা আমার বিচার্য নয়—এটুকুই শুধু বলতে পারি যে চেষ্টা করেছি। সঙ্গে-সঙ্গে এ-কথাও বলা দরকার যে এ-চেষ্টা আমার সচেতন মনের নয়। এর প্রথম গল্পটি (‘গুণীজনোচিত’) ১৩৫১ সালের বৈশাখীতে বেরিয়েছিলো। লিখেছিলাম তার আগের বছর।
স্বপ্নময় চক্রবর্তীর শ্রেষ্ঠ গল্প পিডিএফ Sheshthra Golpa pdf – Swapnamoy Chakraborty
আমি যত গল্প লিখেছি—এ-ধরনের গল্প এর আগে লিখিনি — লিখিনি মানে এ নয় যে চেষ্টা ক’রে পারিনি, এ-ও নয় যে ‘লিখলে হয়’ ধরনের কোনো কথা আমার মনে হয়েছে, কারো না কারো ফরমায়েস নিয়েই আমি সাধারণত গল্প লিখতে বসি, কাজেই কলম যখন কাগজে ছুঁইয়ে মাথা নিচু করি তখন এ-কথা ভাববার আর অবকাশ হয় না যে ‘এ করলে কেমন হয়,’ ‘এ-রকম লিখে একবার দেখি না’–কোনখান থেকে কথা বেরিয়ে আসে আমি জানি না—শুধু এটুকু বুঝতে পারি যে যেখান থেকেই হোক, গুটিপোকা থেকে রেশমের মতো অবিশ্রান্ত কলমের মুখ দিয়ে কথা বেরিয়ে আসছে, কাগজের পরে কাগজ কালো-কালো অক্ষরে ভ’রে ওঠে— মনের মধ্যে কেবল একটা সুরের ছলছলানি অনুভব করি।
লেখা শেষ হবার পরে দেখলাম এই চারটি গল্পের মধ্যে একটি লুরই আমি গুনা ভঙ্গিতে গেয়েছি—ধরা যাক এ আমার বেহাগ স্থরের সাধ এই রাগিণীর এই চারটি গান আজ আমি যাদের শোনাতে বাসনা করেছি তাঁরা যদি চারটিকে চারটি গান হিশাবেই উপভোগ করেন, এর অন্তর্নিহিত রাগিণীকে সে-সময়ের মতো অন্তত ভুলে যান তাহ’লেই আমার এ-গান গাওয়া সার্থক।
এর দু’টি গল্প ‘বৈশাখী’তে এবং ছ’টি গল্প ‘অলকা’য় বেরিয়েছিলো। নানা মতের নানা গুঞ্জন কানে এসেছিলো সে-সময়ে। ভালো লেগেছিলো কি মন্দ লেগেছিলো সে-কথা নয়—যাঁরাই পড়েছিলেন তাঁরাই যে (অবশ্যি চেনাশুনোর মধ্যে) এ নিয়ে কথা বলেছিলেন তা থেকেই আমার মনে হয়েছিলো যে এরা একেবারেই অপাংক্তেয় আর সেই ভরসাতেই এই চারটি গল্প আমি একত্রিত ক’রে একটি বইয়ের আকৃতিতে সকলের কাছে উপস্থাপিত করলাম।
Bichitra Hriday pdf বিচিত্র হৃদয় pdf নমুনাঃ
আমি একজন অতিশয় সাধারণ যুবক। আমার জীবনে কোনো কল্পনার প্রসার নেই। আমার আকাঙ্ক্ষা অত্যন্ত সংকীর্ণ গণ্ডিতেই আবদ্ধ। মার্চেন্ট আপিশে চাকরি করছিলাম। মামার মৃত্যুতে সামান্ত কিছু টাকার অধিকারী হ’য়ে বসলাম। মামা অবিবাহিত ছিলেন— আমি তাঁর একমাত্র ভাগ্নে এবং অত্যন্ত প্রিয়। প্রিয় আমাকে হতেই হবে, কেননা আমার মতো ছেলেরা স্বভাবতই স্তিমিত হয়, গুরুজনদের ভক্তি করে, এবং পাঁচজনের মনরক্ষার জন্য নিজের সর্বনাশ করতেও পশ্চাৎপদ হয় না। মামার সামনে সিগারেট খেতুম না, মাথা আঁচড়াতাম না, দাড়ি কামাতাম না—মামা আজকালকার দিনের সঙ্গে আমার তুলনা করে খুশিতে অস্থির হ’য়ে যেতেন।
সে জন্যেই বোধহয় তাঁর লাইফ-ইনশিওরেন্সের পলিসি আমার নামেই এসাইন ক’রে রেখেছিলেন। একটু অসময়ে মরলেন তিনি, এবং তাঁর পাঁচ হাজার টাকার ইনশিওরেন্সের অধিকারী আমাকেই হ’তে হ’লো। আমি কি খুব খুশি হয়েছিলাম? বরং টাকাগুলো নিয়ে কী করবে। তাই ভেবেই আবো উদ্বিগ্ন হ’য়ে উঠলাম । অনেকে অনেক রকম পরামর্শ দিলো – অবশেষে একটি বাড়ি কিনে ফেললুম আমি। পাচ হাজার টাকায় কলকাতার মতো জায়গায় যে একটি বাড়ি পাওয়া যাবে এমন কল্পনাও আমি করিনি, কিন্তু পাওয়া গেলো। মামার টাকাটাও যেমন দৈবের দয়া ব’লেই আমি মেনে নিলুম। বোধহয় কোনো কৌশলেই বাড়িটি আপন প্রতি কী যেন কেন তাঁর একটা প্রকট বৈরাগ্য দেখতে পেলুম – ও যেন হাতছাড়া করতে পারলেই তিনি রক্ষা পান, এ-রকমই তাঁর মনের ভাব। পাচ হাজার, পাঁচ হাজারই সই। আমার সুবিধে হ’য়ে গেলো।
আমার পক্ষে দৈব, বাড়িটিও তেমনি আসলে বাড়িটির যিনি মালিক, তিনি করায়ত্ত করেছিলেন, আর বাড়িটির বাড়িটি ছোটো, কিন্তু বড়ো সুন্দর। চারপাশে একটু-একটু জমি—আগাছার জঙ্গলে ভর্তি—তার মধ্যে ছড়ানো-ছিটোনো নানা রংয়ের বুনো ফুল। দেয়াল ঘেঁষে একটি লম্বা লিচু গাছ। আমার মন প্রফুল্ল হ’য়ে উঠলো। মাত্রই তিন থানা ঘর, তবুও ঘুরে-ঘুরে দেখতে আমার অনেক সময় লাগলো। আমিই যে এই বাড়ির মালিক এ-কথা আমি এক মিনিটের জন্যও ভুলতে পারলুম না।
প্রতিভা বসুর Bichitra Hriday pdf বিচিত্র হৃদয় pdf ডাউনলোড করুন এখান থেকে Bichitra Hriday pdf বিচিত্র হৃদয় pdf পড়ুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.