মোঃ টিপু সুলতান ইংরেজি শেখার বর্তমানে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় বই Bonus pdf বোনাস pdf ডাউনলোড করুন এখনি। বোনাস pdf বইটি ইংরেজিকে আনন্দঘন করতে সহায়ক হবে।
Bonus pdf রিভিউঃ
ইংরেজি ভাষার কথা শুনলেই আমরা অনেকেই ভয় পেয়ে যাই। যখনই ইংরেজিতে কথা বলতে চাই বোনাস তখনই পৃথিবীর নানা চিন্তা ভয় মনের মধ্যে ঢুকে পড়ে। ইংরেজিতে কথা বলার সময় আমরা সব সময় ই আসার ব্যবহার গ্রামার ইত্যাদি নিয়ে খুব চিন্তিত থাকি। মূলত সহজে ইংরেজি ভাষায় কথা বলার জন্য যে বিষয়গুলো জানা দরকার সেগুলোর দিকে কখনোই গুরুত্ব আরোপ করতে চাই না। যেকোনো ভাষা শিখার জন্য বা ওই বাসা ব্যবহার করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন তো অবশ্যই জানা দরকার।
নির্দিষ্ট নিয়ম কানুনের বাইরে ও ভোকাবুলারি জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজিতে আপনার ভোকাবুলারি যত বেশি হবে ইংরেজিতে কথা বলা আপনার জন্য তত সহজ হবে। সাধারণত কোন ভাষায় কথা বলার জন্য আমরা কোন নিয়মের দিকে ফলো করি না। মূলত ওই ভাষার শব্দগুলো পরপর সাজেই আমরা কথা বলার চেষ্টা করি এবং এই বলার মধ্য দিয়েই ভাষায় একটি সুশৃংখল বিন্যাস মনের। অজান্তেই আমাদের মধ্যে তৈরি হয়ে যায়। এভাবেই একটি ভাষা ব্যবহারের দক্ষতা আমাদের মধ্যে তৈরি হয় যা আমরা অনেক সময়ই খেয়াল করি না।
Bonus pdf বইটিতে লেখক ইংরেজি ব্যবহারের সহজ দিকগুলো তুলে ধরেছেন। ইংরেজি ভাষায় যে সকল শব্দগুলো আমরা সচরাচর ব্যবহার করি লেখক বোনাস হিসাবে সেই শব্দগুলোর সাথে আমাদের পরিচিতি করেছেন। যদিও লেখক এর উদ্দেশ্য আমাদেরকে ইংরেজি বিষয়ে বিশাল তৈরি করার নয় বরং ইংরেজি শুরু করার পদক্ষেপ হিসেবে প্রথম পা রাখা। এই বইটির মাধ্যমে আপনি ইংরেজিকে সহজে ব্যবহার করার একটি ধারণা লাভ করতে পারবেন। বইটি আয়ত্ত করতে পারলে ইংরেজি হবে আপনার কাছে সহজ সরল ও প্রাঞ্জল।
Bonus pdf টি শিক্ষক শিক্ষার্থী চাকরিজীবী এমনকি যারা ইংরেজি ভাষা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে চান তাদের জন্য একটি খুবই প্রয়োজনীয় একটি বই। এটাকে এক ইংরেজি ভাষায় একটি সহজ সরল ডিকশনারিও বলতে পারেন। বইটি সংগ্রহে রাখলে আপনারা ঠকবেন না এই কথাটি বেশ জোর দিয়েই বলতে পারি।
Bonus pdf ভূমিকাঃ
এই বইটির উদ্দেশ্য ইংরেজি শেখানো নয়, বইটির উদ্দেশ্য ইংরেজিতে উৎসাহী করে তোলা। ইংরেজির যে word গুলো আমার কাছে চমকপ্রদ, রহস্যময়, জটিল ও মজার বলে মনে হয়েছে তার কিছু এখানে তুলে ধরা হয়েছে। ইংরেজি বিদেশি ভাষা, এই ভাষা আমাদের আয়ত্বে আনা একটা কঠিন সমস্যা। কখনও বানান ভুল হয়ে যায় আবার কখনও word এর অর্থও ভুলে যায়। এ সব সমস্যাগুলোর আংশিক এমনভাবে বেছে নেয়া হয়েছে যে ইংরেজির জ্ঞান খুব বেশি নাহলেও কোনো সমস্যা নেই, যেকেউ সহজে মনে রাখতে পারবে। সত্যি কথা বলতে কি, কিছু কিছু সমস্যা আসলে খাঁটি ইংরেজির সমস্যা নয়-যুক্তিতর্কের সমস্যা। আমি নিজে সেগুলোর পেছনে দীর্ঘ তিন বছর সময় ব্যয় করে পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।
এই বইয়ের প্রতিটি পর্বে যুক্তি, উপমা ও গল্পের মাধ্যমে প্রতিটি word কে এমনভাবে তুলে ধরা হয়েছে, সেগুলোতে একবার চোখ বুলিয়ে গেলে যে কেউ মজা পাবে, ইংরেজি- দক্ষতা বৃদ্ধি করার জন্য এর চেয়ে মজার কোনো যুক্তি ব্যবহার করা যায় বলে আমার জানা নেই। বলা প্রয়োজন, এখানে সবকিছুই আমার নিজের সংগ্রহ। একজন পাঠক যদি এই বইটি পড়ে ইংরেজিতে উৎসাহী হন, আমি মনে করব আমার পরিশ্রমটুকু কাজে লেগেছে-আমি সার্থক।
আমি মনে প্রাণে বিশ্বাস করি, Yes, No. Very good s Bonus শব্দগুলো যেমন আমরা বাংলা শব্দের মতো বলে থাকি, তদ্রূপ প্রচ্ছদের শব্দ গুলোসহ আমার বই থেকে অনেক শব্দও ভবিষ্যতে বাংলা শব্দের মতো ব্যবহার করা হবে। যা আমাদের ইংরেজি ভাষাকে সহজ হতে সহজতর করার জন্য সাহায্য করবে এবং এই ভাষা শেখায় সকলকে আরো উৎসাহী করবে।
মো. টিপু সুলতান
সরিষাডুলী, দৌলতপুর, কুষ্টিয়া
সূচিপত্র
১। পর্ব – ০১
২। পর্ব – ০২
৩। পর্ব – ০৩
ABBREVIATION (শব্দ সংক্ষেপ)
abbr. – Abbreviation
n. – Noun
pron. Pronoun
adj. – Adjective
V. – Verb
adv. – Adverb
prep. Preposition
conj. – Conjunction
int. – Interjection
sing. Singular
pl. Plural
pt. Past Tense
pp. – Past Participle
pref. – Prefix
suff. – Suffix
Bonus pdf download link
Leave a Reply
You must be logged in to post a comment.