পিয়া সরকার এর জনপ্রিয় উপন্যাস pdf বৃশ্চিকচক্র Brischik Chakra pdf পড়ুন।
Brischik Chakra pdf কাহিনী
পশ্চিমবঙ্গের একটি গঞ্জ শহর নবগ্রামে খুন হয়ে যায় মৌপিয়া হালদার। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা মণিরঞ্জন হালদারের কনিষ্ঠ কন্যা মৌপিয়ার খুন একটি বিশেষ কারণে ভ্রু কুঁচকে দেয় প্রশাসনের। মৌপিয়াকে খুনের পরে তার গুপ্তাঙ্গে তীক্ষ্ণ কোনো দণ্ড ঢুকিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ যেন ভয়ঙ্কর কোনো সাইকোপ্যাথ! তদন্তে নামেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের সাব-ইনস্পেক্টর দর্শনা বোস। তদন্তে ওঠে আসে অতীতের কিছু রুঢ় সত্য, যার উন্মোচনের সঙ্গে জড়িয়ে যায় গোয়েন্দার ব্যক্তিগত জীবনও। কার্যক্ষেত্রের বিভিন্ন লাল ফিতার ফাঁস অতিক্রম করে, নানা রাজনৈতিক প্রভাব থেকে নিজের তদন্ত পদ্ধতিকে মুক্ত রেখে দর্শনা কি পারবে আসল খুনি অবধি পৌঁছাতে? বৃশ্চিক উপন্যাসে রয়েছে তারই উত্তর।
Brischik Chakra pdf নমুনা
অযোধ্যা পাহাড়ের নামকরণের সঙ্গে হিন্দু পুরাণের যোগ আছে। কথিত আছে, শ্রীরাম বনবাস কালে অযোধ্যা পাহাড়ে আসেন এবং তৃষ্ণার্ত সীতার তৃষ্ণা মেটানোর জন্য পাতালভেদী বাণ দিয়ে জল খুঁড়ে বার করে আনেন। সেই ছিদ্রমুখ থেকে সারা বছর বিড়বিড় করে জল কাটে। পর্যটনের ভাষায় সীতাকুণ্ড, আর বিধুর মত স্থানীয় মানুষের ভাষায় ভুড়ভুড়ি ডাঁড়ি।
অযোধ্যা হিল যাওয়ার পথেই কুদলং সেতু আর শোভা সেতু পেরিয়ে গেলেই রাস্তার বাঁ ধারে মাঠার গভীর জঙ্গল। জিপে পৌঁছাতে সময় লাগল পনের মিনিটেরও কম। বাঘমুণ্ডি পঞ্চায়েত অফিস পড়ল তারও অনেক আগে। একনজরে দেখলাম ড্রেন পাকা করার কাজ চলছে। আমাদের সঙ্গে ফরেস্ট অফিস থেকে এক বিট কনস্টেবল এসেছে। ছেলেটার নাম আশুতোষ। বাচ্চা ছেলে। একমুখ হাসি, সাহসী চোখমুখ। দেখে মনে হয় তরতাজা গাছের চারা বৃষ্টিতে মাথা তুলে দাঁড়িয়ে আছে।
অসীমের সঙ্গে টুকটাক কথা হল। ও মাপা কথা বলে। চাকরিতে নতুন। তিনবছর আগে সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি থেকে ইংলিশে এম.এ করে পুলিশে পরীক্ষা দেয়। অ্যাকাডেমিক দিকে যাওয়ার ইচ্ছে থাকলেও চাকরির তাগিদে পেরে ওঠেনি। পথে ডক্টর উমানাথনের বিরাট প্রশংসা করল অসীম। উনি না থাকলে অসীমের নাকি চাকরি পাওয়া হত না ।
“ভদ্রলোক কি বাঘমুণ্ডিতে থাকেন?” আমি কৌতূহল প্রকাশ করাতে অসীম জানাল যে ভদ্রলোক পুরুলিয়ায় কাজের সূত্রে থাকেন। বাঘমুণ্ডিতে মাঝে মাঝেই আসেন। স্থানীয় গ্রামে মেডিক্যাল ক্যাম্প করেন।পুরুলিয়ার বিভিন্ন জায়গায় আদিবাসী কিছু শিক্ষাকেন্দ্র করেছেন নিজের উদ্যোগে। Brischik Chakra pdf
“আজ সকালে ওর ডেডবডি পাওয়া যাওয়ার পরও নয়!”
অসীমকে সামান্য বিরক্ত দেখাল। আমার দিকে তাকিয়ে ও বলল, “সারাদিন তো থানায় ঘেরাওই রয়ে গেলাম, আপনি তো নিজে এসেই দেখেছেন। তদন্ত টদন্ত করার আর সময় পেলাম কোথায়?” আমি স্বচ্ছন্দে তুমিতে নেমে এলেও অসীম এখনও আপনি আজ্ঞে কন্টিনিউ করে যাচ্ছে।
“আসলে সাইকেলটা পাওয়া যাওয়াটা খুব দরকার। আচ্ছা, ওর মোবাইল টাওয়ার লোকেশন কী বলছে?” আমি ওর বিরক্তি উপেক্ষা করে বললাম।
“বার করতে দিয়েছি। খুব একটা লাভ হবে বলে মনে হয় না। ভবেশ এই এলাকাতেই থাকলে মোবাইল টাওয়ার লোকেশন থেকে আলাদা করে কিছু বোঝা যাবে না।”
“আর ওর কল রেকর্ডটা?” Brischik Chakra pdf
“ম্যাজিস্ট্রেটের পারমিশন নেওয়া হয়ে গেছে। কাল বেলার দিকে পেয়ে যাব আশা করছি।”
আশুতোষ দূরে জঙ্গলের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল। ছেলেটা বুদ্ধিমান। অসীম আর আমার কথাবার্তার সময় নিজে থেকেই দূরে সরে যায়। ওর দিকে এগোতে এগোতে বললাম, “যে ডাক্তার সুরতহালের সময় ছিলেন, তিনি অ্যাক্স টাইম অফ ডেথ কী বলেছেন?”
“অ্যারাউন্ড ভোর সাড়ে তিনটে-চারটে।”
“দেখ, পরপর ঘটনাক্রম যদি সাজাই তবে ব্যাপারটা এমন, কাল দুপুর দেড়টায় ওকে লাস্ট জীবিত দেখা যায়, তারপর গ্রামের লোক ওর ডেডবডি দেখে আজ সকাল সাড়ে সাতটায়। এই আঠেরো ঘণ্টা সময় ও কোথায় ছিল সেটা জানার দরকার। আরেকটা ব্যাপার হল, যদি ধরে নিই মৃত্যু হয়েছে ভোর সাড়ে তিনটে নাগাদ, তবে এই চারঘণ্টা সময় কি ডেডবডি জঙ্গলেই পড়ে ছিল?” Brischik Chakra pdf
“হ্যাঁ।” অসীম জোর গলায় বলল, “লিভিডিটি আমি স্পষ্ট দেখেছি। ওরকম কালশিটে দাগ, ডেডবডি একমাত্র অনেকক্ষণ পড়ে থাকলেই হয়।”
“হুম। আচ্ছা বিট কনস্টেবলের কী বক্তব্য? ওর সঙ্গে কথা বলা যাবে? মানে সেসময় কোনও অ্যাক্টিভিটি ও দেখেছে নাকি?”
“নাহ! ওর সঙ্গে আমি কথা বলে দেখেছি। এই রাস্তার পুরো স্ট্রেচটা টহল দিয়ে আবার ফিরে আসতে ওর ঘণ্টা খানেক সময় লাগে। লাস্ট যখন ও টহল দিয়ে যায় তখনও ও কাউকে দেখেনি।”
“টহল দিয়ে ও কোনদিকে যায়?”
Leave a Reply
You must be logged in to post a comment.