রুমানা বৈশাখীর অতিপ্রাকৃত ও ভৌতিক Chayariri pdf ছায়ারীরী pdf ডাউনলোড করুন ও Chayariri pdf ছায়ারীরী pdf পড়ুন।
Chayariri pdf ছায়ারীরী pdf কাহিনিঃ
কী হবে, যদি একটু একটু করে বদলে যায় আপনার বহু বছরের চিরচেনা মানুষটি? দিনের পর দিন ক্রমশ বদলে সে হয়ে উঠছে এমন কেউ যাকে আপনি চেনেন না একটুও! মানুষ নয়, প্রিয় মানুষটি বদলে যাচ্ছে এমন এক প্রাণিতে যা আদৌ নয় এই পৃথিবীর। আপনার প্রিয় মানুষটির স্থান ক্রমশ দখল করে নিচ্ছে অন্য ভুবনের এক পৈশাচিক অস্তিত্ব, যার জন্ম ভয় আর আতঙ্কের কুৎসিত এক গহ্বরে.. কিংবা কে জানে, হয়তো সে মানুষই ছিল না কখনো! কী হয়, যখন কোনো প্রেত সত্ত্বা রূপ বদলে প্রবেশ করে আপনার জীবনে, আপনার দৈনন্দিন প্রতিটি মুহূর্তে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যায়, গভীর রাতে আপনাকে আলিঙ্গন করে বুকে মাথা রাখে। ঠিক মানুষ নয়, মানুষের মতোই কিছু একটা। হিম শীতল মৃত্যুর মতো তাঁর অস্তিত্ব, বাস্তব আর পরাবাস্তবতার মাঝামাঝি তাঁর অস্তিত্ব!
অজানা দ্বীপে ড্রাগন pdf – স্বপন কুমার Ajana Dwipe Dragon pdf – Swapan Kumar
কী ঘটে, যখন মানবীয় কারো বাইরে আপনি ভালোবেসে ফেলেন পৈশাচিক কোনো অবয়বকে?
রোজকার সাদামাটা জীবনের ফাঁক-ফোঁকরে লুকিয়ে থাকা ভয়াল এক কাহিনি নিয়ে এই উপন্যাস “ছায়ারীরী”। যে কাহিনি দাঁড় করিয়ে দেবে আপনাকে এমন এক সত্যের সামনে, যা আমরা দেখেও দেখতে চাই না অনেকেই। কিন্তু তাতে মিলিয়ে যায় না, বরং আরও শক্তিশালী হয়ে ওঠে প্রকৃতির সেই অস্বাভাবিক শক্তি। প্রবল, প্রচণ্ড আর ভয়াল সেই শক্তি—যা তছনছ করে দেয় তুচ্ছ মানব জীবন।
সত্যিই কি আছে এমন পৈশাচিক শক্তির অস্তিত্ব? সত্যিই কি আছে তাঁরা, যাদেরকে সহজ ভাষায় বলা হয় “প্রেত”? সত্যিই কি প্রকৃতি রূপ বদলে জন্ম দেয় এমন সব অমীমাংসিত রহস্যের, যার সমাধান নেই তাঁর নিজের কাছেও? প্রকৃতির ঠিক তেমন এক অমীমাংসিত রহস্য নিয়ে আমাদের এবারের কাহিনি…..
Chayariri pdf ছায়ারীরী pdf লেখিকাঃ
অনেকে রসিকতা করে বলেন, বয়সকে অতিক্রম করেছেন তিনি- তাঁর লেখায়। তিনি রুমানা বৈশাখী। জন্ম ঢাকায়, ১২ মে ১৯৮৫। ঢাকায়ই বেড়ে ওঠা। পড়ালেখাও। স্নাতকোত্তর করেছেন রসায়ন বিজ্ঞানে, ইডেন কলেজ থেকে। লেখালেখির সাথে জড়িত দীর্ঘদিন। নেশার বশে শুরু করলেও এই পেশাতেই ক্যারিয়ার গড়েছেন আর সেভাবেই বাঁচতে চান সারাটা জীবন। কাজ করেছেন মাসিক সাহিত্য পত্রিকা আলো ও ছায়া’র সহকারী সম্পাদক হিসেবে। নারী বিষয়ক পত্রিকা পারিতেও তিনি সহকারী সম্পাদক ছিলেন।
বর্তমানে কর্মরত আছেন প্রিয়.কমের এডিটর ইন চার্জ পদে, কাজ করছেন লাইফস্টাইল জার্নালিজম নিয়ে। একই সাথে পরিচালনা করছেন প্রিয় আনসারের মতো একটি পরামর্শ বিষয়ক ওয়েবসাইট অন্যদিকে পরিচালনা করছেন নিজের রন্ধন শিক্ষা বিষয়ক কার্যক্রম “রন্ধন ইশকুল”। লিখেছেন রান্না বিষয়ক বইও। সাবলীলতা রুমানা বৈশাখীর লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। রহস্য, রোমাঞ্চ, রম্য, হরর, সায়েন্স ফিকশন- সাহিত্যের প্রায় সব শাখাতেই লিখছেন সমান তালে, স্বাচ্ছন্দ্যে। খুব অনু বয়সেই প্রকাশিত একক বইয়ের সংখ্যাটা বেশ ভারি।
সিনেমা ও নাটকের বৈচিত্র্যময় জগতেও পা রেখেছেন আগেই। বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে তাঁর লেখা একাধিক নাটক। লিখেছেন শর্ট ফিল্ম।
তাঁর জীবনে একটিই মাত্র লক্ষ্য- লিখতে থাকা ও ভালো লেখার চেষ্টা করে যাওয়া উল্লেখযোগ্য বই- এবং ও অতঃপর, ঋতানৃত, হিপোক্রেট দুঃস্বপ্নের রাত, পোস্টমর্টেম, বিভীষিকা, সোয়া দুই ফুট, মেঘ লীনা, অতিলৌকিক, অবলৌকিক, বিবর্তন, সন্ধ্যা হয়ে আসে, অর্তনিশ, অবমানব, অবয়ব, শায়াতিন, ছা চন্দ্ৰাহত, অ-পার্থিব ইত্যাদি।
Chayariri pdf ছায়ারীরী pdf নমুনাঃ
“স্যার, আমার ওয়াইফ একজন পিশাচ!
লোকটি অস্বস্তিতে নড়েচড়ে বসে। আর তাঁর অবস্থা দেখে নিজেও অস্বস্তি বোধ করেন ফোরকান সাহেব। বেশ কিছুক্ষণ হলো লোকটি এসেছে তাঁর অফিসে, এসে এই একভাবে চেয়ারে বসে আছে আর কিছুক্ষণ পর পর অস্বস্তি নিয়ে গলা খাঁকারি দিচ্ছে। যেন কিছু বলতে চায়, বলার মানসিক প্রস্তুতি নিচ্ছে বারবার কিন্তু বলতে পারছে না।
অবশেষে এত বিপুল প্রস্তুতির পর সে যা উচ্চারণ করলো, সেটা হচ্ছে এই যে তাঁর স্ত্রী একজন পিশাচ! পিশাচ তো ভালো কথা, এখানে কী? একজন ভূতের ওঝার কাছে গেলেই হতো।
মনে মনে ভীষণ বিরক্তি অনুভব করেন ফোরকান সাহেব। একটা দাওয়াত আছে, প্রায় বের হয়ে যাচ্ছিলেন এমন সময়ে এই লোক হাজির। এমন একজনের রেফারেন্স দিয়েছে যে তিনি না বলতে পারেন নি, সময় দিতে বাধ্য হয়েছেন । এবং সেই সময়টা তাঁকে দিতে হচ্ছে একেবারেই বিনা পয়সায়। বিরত্রি সবচাইতে বড় কারণ এটাই।
দাওয়াতে যাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। শ্বশুরবাড়ির দিকে দাওয়াত, শ্যালিকার পান-চিনি অনুষ্ঠান। দেরি হলে অকারণেই স্ত্রীর সাথে খিটমিটি শুরু হয়ে যাবে। এই বিরক্তিকর লোকের কারণে পারিবারিক অনুষ্ঠান মিস করার কোনো কারণই তিনি দেখতে পাচ্ছেন না। যে লোক তাঁর ফিস দেয়ার সামর্থ্য রাখে না, তাঁর পেছনে নষ্ট করার মতন সময় আজকাল কার আছে?
আমার প্রিয় ভৌতিক গল্প pdf – হুমায়ূন আহমেদ Amar Priyo Voutik Galpo pdf – Humayun Ahmed
তবুও মেজাজ শান্ত রাখেন ফোরকান সাহেব, নিদেন পক্ষে রাখবার চেষ্টা করেন। তিনি শহরের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ, হুট রেগে যাওয়া তাঁকে মানায় না। সমস্যা নিয়ে লোকে তাঁর কাছে আসবে এটাই তো স্বাভাবিক।
‘দেখুন, আমি তো মানসিক রোগের ডাক্তার, ভূতের ওঝা নই। আপনি বুঝতে পারছেন? আমি মানসিক রোগের চিকিৎসা করি শুধুমাত্র।’
Chayariri pdf ছায়ারীরী pdf download link
Download / Read Online
Leave a Reply
You must be logged in to post a comment.