শ্রীজাত এর পশ্চিমবঙ্গের ছড়া ও কবিতার বই Coffir Namti Airish pdf কফির নামটি আইরিশ pdf ডাউনলোড করুন ও Coffir Namti Airish pdf কফির নামটি আইরিশ pdf পড়ুন।
Coffir Namti Airish pdf কফির নামটি আইরিশ pdf সূচিপত্র
শিরোনাম পৃষ্ঠা
কপিরাইট পৃষ্ঠা
উৎসর্গ পৃষ্ঠা
ঋণস্বীকার
ইচ্ছেমতো পদ্য পাখিরালয়
মেঘ করে এল
ভিনদেশির সঙ্গে কয়েক মিনিট
মেসপালকের কবিতা
মোমবাতিদের মন
ম্যায়নে মানা কে কুছ নহি গালিব দূরিয়াঁ
পান্না
ভাসান
চিলেকোঠার ঘুম ছুটির বিকেল
আগুনরূপা-কে
বোঝো!
বন্ধুদের মধ্যে যা হয়
আশিক লিখিত
দরিয়া দিল
যাকে নিয়ে পালাতে চেয়েছিলাম
হাতের কাছে যা পাবে তাই
রাতে যেসব স্বপ্ন আসে
ইচ্ছেমতো পদ্য
দিনশেষের লেখা ছল
ভাগাভাগি
গা ছমছমে
রোদের মুকুট
বসে আছি
দু’ পশলা
দূর থেকে তোমাকে দেখে বলি:
সাইকেলকাব্য
ছোট্ট যে বইটা উপহার পেয়েছিলাম
মুগ্ধবোধ
পরকীয়া
সমাস
যোদ্ধার ডাইরি থেকে
জাদুকর কখনও বলে না
পদ্যসমগ্র
তারপর মুন্নাভাই সার্কিটকে বললেন:
জুটি
কফির নাম আইরিশ
কফিশপের ভেতর
খামোকা
ইচ্ছে ছিল
মনকেমনের কাসকেড
ক্যাফে-কর্নার
তোমাকে শেষ চিঠি
ডিপ্রেশন
বারিস্তাবিরহী
কাচ
বাংলা বারোমাস
বৈশাখ জ্যৈষ্ঠ
আষাঢ়
শ্রাবণ
ভাদ্র
আশ্বিন
কার্তিক
অগ্রহায়ণ
পৌষ
মাঘ
ফাগুন
চৈত্র
Coffir Namti Airish pdf রিভিউঃ
শ্রীজাত পড়ে প্রতিনিয়ত অবাক হচ্ছি। প্রতিটা কাব্যগ্রন্থেই বিষয় ও প্রকরণ নিয়ে নিরীক্ষা করেছেন তিনি।কখনো নিরীক্ষা সফল, কখনো ব্যর্থ। কিন্তু আসল কথা হচ্ছে থেমে না যাওয়া, নিজেকে চ্যালেঞ্জের মুখে ছুড়ে দেওয়া, লেখনী উত্তরোত্তর শানিত করে তোলা।
Coffir Namti Airish pdf কবিতাঃ
আগুনরূপা-কে
তুমি টিনেজ নদী, কিছু পাগলপারা
আমি প্রাচীন দেয়াল, ঝুরো পলেস্তারা
তুমি কাচের বিষাদ, মিহি বাতাসঝালর
আমি বেমক্কা হাত, ভাঙি ব্যথার আলো
তুমি অসম্ভবা। চির সুপার লোটো।
আমি বাদল দিনে একা দেবব্রত
তুমি সকল পথের ধারে পরাগধানী
আমি সামান্য লোক, দুটো ম্যাজিক জানি
তাতে আধেক জোটে, থাকে আধেক দেনা
এত পাঁকাল হাতে লেখা দাঁড়াচ্ছে না।
তবু লেখাই দাঁড়ায়, ছোটে কী জোর হাওয়া—
জিয়া ধড়ক ধড়ক… যেন ট্রেনের আওয়াজ
আমি নতুন মাতাল। জমে দু’ পেগ হেবি।
যদি প্রসাদ না পাই তুমি কীসের দেবী?
তুমি কীসের মহৎ? তুমি কীসের উদার?
যদি সাপের কামড় খেয়ে মেটাই ক্ষুধা—
যদি বিষের পায়েস খেয়ে হজম করি
তবে প্রসাদ পাব? তবে কভার স্টোরি?
এসো খেলাও আমায়। আমি সুরের আদল
দেখি সাহস কত, দুটো কথায় বাঁধো—
দ্যাখো বাঁধন ছিঁড়ে ওড়ে লেখার খাতা
মাথা আকাশছোঁয়া, নীচে, হ্যাঁ, কলকাতা
পুতুল নাচের ইতিকথা pdf – মানিক বন্ধ্যোপাধ্যায় Putulnacher Itikatha pdf – Manik Bandopadhyay
যাকে নিয়ে পালাতে চেয়েছিলাম
ভাত কাপড় জোটাতে হবে। তাই তো
ফেরার পথে বিক্রি করি আত্মা
যারা সেদিন বন্ধু হতে চাইত,
তাদেরও আজ স্বভাবদোষ। হাতটান।
নতুন মেঘে স্বীকার করি বৃষ্টি।
জলের গায়ে ভাসিয়ে দিই দূরবিন
সময় বলে— ‘এটাই শেষ কিস্তি।
বাকি জীবন পাগল হয়ে ঘুরবি।’
ঘুরেছি। আর গোপন সব চিহ্নে
খুঁজেছি মরা জাদুকরের পসরা
বুঝেছি তাকে পাবার কোনও সিন নেই।
ওষুধ খেয়ে ঘুম হয়নি দশ রাত।
ঘুমের নীচে নানারকম টুথপিক
তাতে আমার দু’চোখ যায় ঠিকরে
সময় বলে— ‘বাকিজীবন ছুটবি।
বুকের কাছে পাথর হবে সিক্রেট।’
হয়েছে। তাই বিক্রি হওয়া সার্থক।
ভাঙা মুঠোয় আঁকড়ে ধরি নীল দাঁত
আমায় শুধু বাঁচিয়ে দিতে পারত
মেয়েটি, যার নাম ছিল মাতিলদা…
মাঘ
ময়দান-ময়দান খেলা। ধুলোর সাগর।
কত ইচ্ছাজাগরণ, যত ইচ্ছা ঘোর—
তোমার পুস্তকমেলা, আশমান কিতাবি
বইয়ের দেরাজ খোলা, হারিয়েছি চাবি
‘অমুকে হারিয়েছেন…’ গমগম ঘোষণা
আমিও হারিয়ে গেছি। খুঁজে দ্যাখো সোনা,
এ-দরজায়, সে-হাউসে, এ-স্টলে, ও-বাঁকে
কতবার বই ভেবে দেখেছি তোমাকে
অথচ মলাট পালট পেপারব্যাকে সেজে
পুনরায় উচ্ছেদের নোটিস এসেছে।
উঠে যাব। উঠে যাব। উঠে-উঠে যাব।
যেখানে দেখিব ছাই, দু’চোখ ভেজাব।
এ মাটি ছাড়লাম তবে, আমাতে-তোমাতে
অন্য বইয়ে দেখা হবে, অন্য কোনও মাঠে…
চাঁপা ডাঙার বউ pdf – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় Chapa Dangar Bou pdf – Tarashankar Bandopadhyay
ফাগুন
এসেছে বসন্তরাজা এই কলকাতায়
আগে পিছে সে কত না লোকজন পাঠায়
বাঁকে-বাঁকে ফুটে ওঠে কৃষ্ণচূড়ামণি
বসন্ত কী চিজ, তুমি জানো না মামনি
তাহারে ছাড়ায় প্রেম, সাধ্য আছে কার
শাখে শাখে মাথা কুটছে ডবল ডেকার
বসেছ জানলার সিটে, কোলে পড়ল পাতা
তখন উদাস তুমি। খুলেছ খোঁপাটা …
পাতাটা খোলোনি। সে তো চিঠি। টেলিগ্রাম।
বসন্তে না থাকতে পেরে তোমাকে লিখলাম।
একখানা পাগল আজও হাওয়াগন্ধ মাখে
কয়েকদিন দূর থেকে দেখেছে তোমাকে
এবার সিদ্ধান্ত করো— ভাব অথবা আড়ি
বিশ্বাসে মিলায় ছবি। সান্যালে পাহাড়ি।
Coffir Namti Airish pdf download link
Download / Read Online
Leave a Reply
You must be logged in to post a comment.