দৈবাদিষ্ট সৌরভ মুখোপাধ্যায় pdf উপন্যাসটি ডাউনলোড করতে পারবেন banglabookspdf থেকে। পুরান কাহিনী নির্ভর fiction উপন্যাস Daibadistha pdf উপন্যাসটি মহাভারতের বিভিন্ন গল্প ও গল্পের পটভূমি সম্পর্কে যারা জানতে আগ্রহী তাদের জন্য অনন্য সাধারণ এক উপন্যাস। মহাকাব্য মহাভারতের এক গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে সৌরভ মুখোপাধ্যায় লিখেছেন তার উপন্যাস দৈবাদিষ্ট। একশ্রেণীর পাঠক আছেন যারা মহাকাব্যের এসব গল্পের প্রতি তাদের বিশেষ আকর্ষণ আছে সেই সব পাঠকের জন্যই Daibadistha pdf উপন্যাসটি বিশেষভাবে লেখা হয়েছে। Daibadistha pdf পাঠককে তার কাঙ্খিত সাহিত্য রস আচ্ছাদনে বিশেষ ভূমিকা পালন করবে বলেই মনে করি। সমসাময়িক অনেক লেখক ও উপন্যাসটির প্রশংসা করেছেন।
Daibadistha pdf কাহিনী সংক্ষেপঃ
মহাসমুদ্রের মত রহস্যময় প্রাচীন এপিক মহাভারত। এই মহাভারত কে ঘিরেই রচিত হয়েছে নানা গল্প কাহিনী উপন্যাস লোকসাহিত্যসহ সাহিত্যের অসংখ্য শাখা প্রশাখা। ধর্ম, ভারতের রাজনীতি, দক্ষিণায় প্রসাদ দখল সহ নানান ঘটনার রাজসাক্ষী এক তরুণ নায়ক কে কেন্দ্র করে গড়ে উঠে কাহিনী। রুদ্ধশ্বাস কাহিনীর সাথে কূট চক্রান্ত মিলে একাকার হয়ে কাহিনী কে আরো মাধুর্য দান করেছেন। লেখকের শব্দচয়ন ও ভাষা শৈলী পাঠককে বিমোহিত করে রাখবে।
দৈবাদিষ্ট রিভিউঃ
বাংলা সাহিত্যের এক শক্তিশালী লেখক সৌরভ মুখোপাধ্যায়। তার ভাষা সৈনিক শব্দচরণ ও কাহিনী বিন্যাস পাঠক মনের জায়গা করে নিতে সক্ষম হয়েছে। লেখক কাহিনীর বিস্তার কে দীর্ঘায়িত না করে স্বল্প পরিসরে ভাষায় সুনিপন কৌশলে হস্তিনাপুরে ভারদ্বাজ দ্রোণ-এর আগমন থেকে বারণাবতে জতুগৃহ দহন পর্যন্ত সময় টুকুকে নিজের মত করে কল্পনার জগতের সাথে বাস্তবের মিশ্রণ ঘটিয়ে অসাধারণ এক আবেগঘন পরিবেশ তৈরি করেছেন। লেখকের প্রথম প্রবাহ উপন্যাস এক নারী কেন্দ্রিক হলেও এই উপন্যাসে লেখক এক তরুণ নায়ক কে কেন্দ্র করে ঘটনার অবতারণা করেছেন।
যেসব পাঠক মহাভারত কে থ্রিলার থ্রিলার হিসেবে দেখে এসেছেন তাদের মনে চিন্তাভাবনা পরিবর্তন করতে Daibadistha pdf উপন্যাসটি ব্যাপক প্রভাব বিস্তার করতে পারবে। উপন্যাসটির বিশেষত্ব হলো লেখক যেকোনো সমস্যার বাস্তবিক সমাধান দেখাতে চেষ্টা করেছেন। সময়োপযোগী, কূট কৌশলযুক্ত ও সরল সমাধানও কোথাও কোথাও টেনেছেন। যদি পুরাকথা ও ইতিহাস সম্পর্কে আপনার আগ্রহ থাকে তাহলে অবশ্যই উপন্যাসটি করে ফেলুন।
দৈবাদিষ্ট pdf নমুনাঃ
আজ নিজের আশ্রম-বেষ্টনীর বাইরে শিক্ষার্থীদের নিয়ে এসেছেন দ্রোণাচার্য। মাঝে মাঝে এমন মুক্ত পরিবেশে শিক্ষাদানও প্রয়োজন। বিশেষত আরণ্য অঞ্চলে মৃগয়াচ্ছলে কিছু সময় কাটালে, বালকদের ক্রীড়া-কৌতুক ও অস্ত্র-অনুশীলন দুই-ই হয়। উপভোগ্য হয় শিক্ষা
প্রাচীর-বেষ্টিত আশ্রম-উদ্যানের পিছনেই অরণ্য শুরু। প্রথমে ইতস্তত বিক্ষিপ্ত কয়েকটি বৃক্ষের সমাবেশ বলেই ভ্রম হয়, কিন্তু যত গভীরে যাওয়া যায় তত ঘন হয় অটবী। কেন্দ্রস্থলটিতে বনস্পতিরা এত নিবিড়সন্নিবিষ্ট যে, দিবালোক প্রায় পৌঁছতেই পারে না। বহু যোজন বিস্তৃত এই বন শ্বাপদসঙ্কুল। আরণ্য উপজাতিদের বাস, অধিকাংশই শিকারজীবী, কেউ কেউ কাষ্ঠ ও অন্যান্য বনজ সম্পদের বিক্রেতা।
দ্রোণ কঠোর আদেশ দিয়ে রেখেছেন, শিক্ষার্থীরা কেউ যেন বনের গভীরে না যায়। গুরুকুলে দীর্ঘ কাল প্রশিক্ষণ চলছে, বালক-কিশোররা বয়ঃপ্রাপ্ত হয়ে এল অনেকেই, কিন্তু শিক্ষা সম্পূর্ণ সমাপ্ত হতে এখনও কিছু দেরি আছে। এদের অনেকে, প্রদত্ত শিক্ষাটুকুতেই যথেষ্ট পারদর্শী নয় এখনও। শুধু রাজকুমারেরা নয়, রাজপুরী থেকে প্রেরিত অনুচর-ভৃত্য-পাচক-বাদকেরাও আছে, যেমন মৃগয়া-যাত্রার সময় থাকে। শিকারি কুক্কুর রয়েছে গুটিকতক, তারা পথ দেখায় বা হত শিকারগুলি অনুসন্ধান করে। এতগুলি আত্মরক্ষা-অপটু মানুষের সমাবেশবন্য বরাহ বা ভল্লুক বা শার্দূল যদি সহসা কাউকে আক্রমণ করে বসে, বা বিষধর সর্প— সমূহ ক্ষয়ক্ষতির সম্ভাবনা।
অস্ত্রবিদ্যা-শিক্ষার্থী রাজকুমারদের মধ্যে সর্বাধিক বলশালী এবং অকুতোভয় হল মধ্যম পাণ্ডব ভীমসেন। তার প্রিয় প্রহরণ গদা। জন্তু-আক্রমণের প্রসঙ্গ উঠতে সে নিজের গদাটিকে ঘূর্ণিত করে বলে উঠেছিল, “বাঘ সিংহ ভল্লুক বরাহ— যাই আসুক গুরুদেব, এই গদার একটি ঘা খেলেই ভবলীলা সাঙ্গ!”
তা, মহাকায় তরুণ ভীমসেনের এ দত্ত শোভা পায়। তার শারীরিক শক্তি প্রায় অমানুষিক। মল্লযুদ্ধে তার সঙ্গে কোনও শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেই চায় না, এমনকি পূর্ণবয়স্ক ও অভিজ্ঞ রাজ-মল্লগণ— যাদের হাতে দ্রোণ তার অনুশীলনের ভার ছেড়ে রেখেছেন— তাদেরও আজকাল সে হাসতে হাসতে পরাস্ত করে। গদাযুদ্ধেও তার প্রহার সহ্য করার ক্ষমতা একমাত্র দুর্যোধন ব্যতীত কারও নেই। হ্যাঁ, দুর্যোধন অপেক্ষাকৃত কম বলশালী হয়েও, শুধু অভ্যাসনৈপুণ্যে ভীমের সঙ্গে সমানে-সমানে গদাচালনা করতে পারে। অধিকাংশ দিনই আশ্রমে তাদের মুষল-দ্বন্দ্ব দীর্ঘ ক্ষণ চলার পরেও অমীমাংসিত থেকে যায়, কাউকেই বিজয়ী ঘোষণা করতে পারেন না আচার্য।
ভীমের দম্ভোক্তি শুনে দুর্যোধনও হুঙ্কার দিয়ে ওঠে, “হ্যাঁ গুরুদেব, আমার গদা সহ্য করবে এমন পশু এখনও জন্মায়নি এই অরণ্যে! ভয় কী?”
গুরু দ্রোণ হাসেন। এই দুই কুমার প্রতিস্পর্ধী এবং অতিরিক্ত দর্পী। ভালই। গদাযোদ্ধাদের কিঞ্চিৎ দম্ভোক্তি করার অভ্যাস থাকাই প্রয়োজন৷ শুধু গদা কেন— শস্ত্রধারী যে কোনও বীরকেই যুদ্ধের আগে ও যুদ্ধ-চলাকালীন আস্ফালনসংলাপ বলতে শেখানো দরকার।
শাস্ত্র হল সেই সব প্রহরণ যা হাতে ধরে রেখে সম্মুখযুদ্ধ করা হয়, যা নিক্ষেপযোগ্য নয়। নিক্ষেপযোগ্য আয়ুধ, যেমন বিভিন্ন গোত্রের বাণ, ভল্ল, শুল, শক্তি, তোমর, চক্র ইত্যাদিকে সমরবিদ্যা অনুযায়ী বলা হয় অস্ত্র। অস্ত্রধারী দূর থেকে আঘাত হানতে সক্ষম, সরাসরি দৈহিক নৈকট্যে আসার প্রয়োজন পড়ে না। তাই খুব বেশি বক্তৃতার অভ্যাসও অনাবশ্যক। কিন্তু তরবারি, খড়্গ, ছুরিকা, গদা, কুঠার এই সব শস্ত্র চালনা হয় প্রতিপক্ষের একেবারে প্রত্যক্ষ সংস্পর্শে এসে। তাই, এ ক্ষেত্রে শারীরিক শক্তি ও সহনক্ষমতাও যেমন অধিক থাকা চাই, তেমন প্রয়োজন অতিরিক্ত মানসিক তেজ।
সৌরভ মুখোপাধ্যায় এর মহাভারত থ্রিলার Daibadistha pdf অনলাইনে পড়ুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.