ডাকাতের ভাইপো pdf – শীর্ষেন্দু মুখোপাধ্যায় Dakater Bhaipo pdf – Shirshendu Mukhopadhyay

ডাকাতের ভাইপো pdf - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Dakater Bhaipo pdf - Shirshendu Mukhopadhyay
ডাকাতের ভাইপো pdf - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Dakater Bhaipo pdf - Shirshendu Mukhopadhyay

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ Dakater Bhaipo pdf ডাকাতের ভাইপো pdf ডাউনলোড করুন ও অদ্ভুতুড়ে সিরিজ Dakater Bhaipo pdf পড়ুন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শিশু-কিশোর বই Dakater Bhaipo pdf অদ্ভুতুড়ে সিরিজের ২১তম উপন্যাস। নানা হাস্যরসে ভরপুর ডাকাতের ভাইপো pdf সকল পাঠকের মন জয় করতে পারবে।

ডাকাতের ভাইপো pdf - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Dakater Bhaipo pdf - Shirshendu Mukhopadhyay
ডাকাতের ভাইপো pdf – শীর্ষেন্দু মুখোপাধ্যায় Dakater Bhaipo pdf – Shirshendu Mukhopadhyay

Dakater Bhaipo pdf কাহিনীঃ

রাখালহরি গড়াই এলাকার নামকরা ডাকাত। শুধু নিজের এলাকাই নয় আশেপাশের মানুষও তার সাম শুনলে ভয়ে গলা শুকিয়ে যাওয়ার অবস্থা হয়। তিনি যে শুধু মানুষের বাড়িতে যাকাতি করেন তা কিন্তু নয়। অন্যান্য ডাকাত দল থেকেও কাদের ডাকাতির মাল লুট করেন। তাই তার ডাকাতির মাত্রা নিয়ে সন্দেহ করার কোন অবকাশ নেই। এই ডাকাতের খুদিরাম নামে এক ভাতিজা ব্যতিত আর বিশেষ কেউ নেই। তবে তাদের দুজনের মধ্যে কোন যোগাযোগ নেই। তাই চাচা ভাতিজা একে অন্যের খুজ করতে ব্যাকুল। ডাকাত রাখালহরি গড়াইকে খুজতে খুজতে তার ভাতিজা খুদিরাম কাশীরামদের গ্রামে চলে আসে।

অদ্ভুতুড়ে সিরিজ pdf ডাউনলোড লিংক Advuture Series pdf Download Link

এদিকে ডাকাত রাখালহরি গড়াই তার ভবিষৎ নিয়ে চিন্তিত। তিনি তার প্রতিনিধি রেখে যেতে চান। তাই তিনি কিন্তাতু র সকল দায়িত্ব তার ভাইপো খুদিরামকে দিয়ে যেতে চান। সেই লক্ষ্যেই খুদিরামকে খুজে আনতে লোক পাঠানো হল। খবর আসলো খুদিরাম কাসীরামদের গ্রামে আছে। কিন্তু ডাকাত রাখালহরি গড়াই এর লোকজন ভুল করে খুদিরামের পরিবর্তে কাসীরামকে ধরে আনে। তারপরই ঘটতে থাকে নানা রকম মজার আর কৌতুকময় ঘটনা।

ডাকাতের ভাইপো pdf রিভিউঃ

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজটি যথারীতি শুরু থেকেই সব বয়নী পাঠকদের মন জয় করতে পেরেছে। তারই ধারাবাহিকতায় সিরিজের ২১তম উপন্যাসরে রিভিউ নিয়ে হাজির হলাম।  রাখালহরি গড়াই ডাকাতির পেশার ভার তার ভাইপো খুদিরামকে দিয়ে চান। ওদিকে খুদিরামও তার খুড়োকে খুজতে খুজতে কাসীরামদের গ্রামে চলে আসে। ডাকাত রাখালহরি গড়াই খোজ পান যে কাসীরামদের গ্রামে তার ভাইপো আছে। তাই তিনি তার লোকজনকে পাছান খুদিরামকে নিয়ে আসতে। খুদিরাম দেখতে কেমন তার বর্ণনা বলে দেন তিনি। কিন্তু তার লোকেরা ভুলক্রমে কাসীরামকে ধরে আনে।

সুনীল গঙ্গোপাধ্যায় এর পিডিএফ বই Sunil Gangopadhyay pdf book

কাসীরারে দাদা ছিলেন সেনাবাহিনীর অফিসার আর তার বাবা ছিলেন পুলিশের কর্তা। তারাা দুজনেই ছিলেন বেশ সাহসী। এদিকে কাসীর ঠিক তার উল্টো। সাহসের বিন্দুমাত্র নেই তার মনে। একেবারে ভীতুর ডিম সে। ভুলে ধরে আনা কাসীরামকে নিয়ে যেন আরেক বিপদে পড়েন রাখালহরি গড়াই ডাকাত। ঘটতে থাকে নানা হাস্যকর ঘটনা যা প্রতি মুহুর্তে আপনাকে পাঠক হিসেবে আনন্দলাভের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। হাবাগোবা কাশিরামও এক সময় হয়ে ওঠেন রাখালহরি গড়াই থেকে ভয়ংকর ডাকাত। এখন তিনি দিনে পাঁচটা ডাকাতি করতে পারেন। আর লোকজন তার নাম শুনেও বেশ সমীহ করে।

অজানা পার্সেল এর রহস্য pdf – স্বপনকুমার Ajana Parceler Rahasya pdf – Swapan Kumar

এরই মধ্যে খুদিরাম একদিন ঘুমন্ত কাসীরামের কাছে এস হাজির হয়। তাকে শুনিয়ে যায় এক তত্ত্ব কথা। খুদিরাম কলেন – খাচ্ছিল তাতি তাত বুনে, কাল হলো তার এড়ে গোরু কিনে। সেই কথার মাথামুন্ডু কিছুই বুঝল না কাসীরাম। তবে তত্ত্বকথা ফলতে শুরু করলো কিছুক্ষণ পরই। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজের অন্যান্য উপন্যাসের মতো যথারীতি মহা হাসি ঠাট্টার মধ্য দিয়ে গল্প এগুতে থাকে আর সাথে উদ্ভট কান্ডকারখানা তো আছেই। প্রতি পরতে পরতে পাঠকের জন্য রয়েছে নিখাত আনন্দ। Dakater Bhaipo pdf টি পড়ে হাসতে হাসতে পেটে খিল ধরার মতো অবস্থা হবে।

Dakater Bhaipo pdf নমুনাঃ

সকালে ঘুম থেকে উঠে হাই তুলে আড়মোড়া ভাঙতে গিয়ে ঝড়াক করে কথাটা মনে পড়ে গেল। খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হল তার এঁড়ে গোরু কিনে। কাশীবাবু ঠান্ডা মাথায় ভাবতে লাগলেন, আচ্ছা, শুধু এ-কথাটা বলার জন্য খাঁদু গড়াইয়ের প্রাণের ঝুঁকি নিয়ে অত কষ্ট করে মাঝরাতে এসে হানা দেওয়ার কোনও মানে হয় ? জলবত্তরলং একটা কথা, ঘোরপ্যাঁচ নেই! তবে কাশীবাবু ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে উঠে বাইরে এলেন। গাছগাছালির ফাঁক দিয়ে সূর্যোদয় দেখতে দেখতেই ভাবতে লাগলেন। হ্যাঁ, কথাটা হল, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হল তার এঁড়ে গোরু কিনে।

All শিশির বিশ্বাস pdf ডাউনলোড Sisir Biswas pdf book

তা কথাটার মধ্যে প্যাঁচটাই বা কোথায়, ধরতাই বা কোথায়! কাশীবাবু প্রাতকৃত্যাদি সারলেন এবং সারতে সারতেও ভাবতে লাগলেন। আচ্ছা জব্বর একটা কথা মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে তো খাঁদু! মাছির মতো ঘুরে ঘুরে এসে মাথায় বসছে। জ্বালাতন আর কাকে বলে! ভারী নির্জন বনভূমি। ভারী শান্তি। ভারী আরাম। ভাবতে ভাবতে কিছুক্ষণ পায়চারি করার পর হঠাৎ কাশীবাবুর চটকা ভাঙল। তাই তো! এরা সব গেল কোথায়? চারদিকে কোথাও কারও সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না তো! এত নিৰ্জন, এত শান্ত তো মনে হওয়ার কথা নয়!

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ Dakater Bhaipo pdf ডাকাতের ভাইপো pdf ডাউনলোড করুন এখান থেকে ও অদ্ভুতুড়ে সিরিজ Dakater Bhaipo pdf পড়ুন এখান থেকে ।

Be the first to comment

Leave a Reply