তমোঘ্ন নস্কর এর দেও Deo pdf ডাউনলোড করুন ও পড়ুন অনলাইনে।
দেও pdf Deo pdf review
বইয়ের নাম – দেও
লেখক – তমোঘ্ন নস্কর
অরণ্যমন প্রকাশনী
সোনার গ্রামবাংলার পল্লিজীবনের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে অসংখ্য আদিম দেব – দেবী, অপদেবতা – অপদেবীর লৌকিক অলৌকিক উপাখ্যান। লেখক তমোঘ্ন নস্কর তার সুলেখনীর মাধ্যমে তাঁদের কয়েকজনের সাথে আমাদের পরিচয় ঘটাতে চেয়েছেন।
কয়েকমাস আগে পড়েছিলাম এই বিষয়ভিত্তিক লেখকের প্রথম বই “দেও”। ভালো লেগেছিল পড়ে। অপেক্ষায় ছিলাম পরবর্তী কাহিনী সংকলনের। খুব তাড়াতাড়িই হাতে পেলাম “বিষহরি”। বঙ্গদেশের জল, জঙ্গল মাটি বাতাসে মিশে থাকা লোকায়ত দেব দেবীর মহিমা, যা কাহিনী আকারে চিত্রিত করেছেন লেখক তার সাবলীল ভাষা ও গল্প বলার ছন্দের মাধ্যমে। যে ছন্দ পাঠককে পৌঁছে দেয় নদীমাতৃক প্রাচীন বাংলার জঙ্গলাকীর্ণ কোনো এক গ্রামে, যেখানে আকাশ বাতাস ফিস ফিস করে শ্রোতার কানে কানে গেয়ে যায় সেখানে অধিষ্ঠিত বা প্রতিষ্ঠিত কোনো দেব বা দেবী মায়ের মহিমা কীর্তন। আর তা শুনতে শুনতে আমরা পৌঁছে যাই আমাদের শিকড়ের একদম কাছাকাছি, ধুলো ঘাসের গন্ধ মাখা আমাদেরই ফেলে আসা কোনো এক অতীতে।
লেখক প্রায় সবকটি গল্প বলিয়েছেন তারই বড় দাদামশাই শ্রী শ্রীশচন্দ্র ন্যায়বানের মুখ দিয়ে। গল্পের শ্রোতা মূলত তার নাতি নাতনিরা এবং কখনো কখনো তাদের সাথে বড় রাও। প্রায় সমস্ত গল্পেরই সময়কাল উনবিংশ শতকের শেষার্ধ থেকে স্বাধীনতার আগে পর্যন্ত। কারণ দাদামশাই ছিলেন সেই সময়কার পাশ করা ডাক্তার এবং চাকরী সূত্রে বিভিন্ন জানা অজানা জায়গায় ভ্রমণহেতু তার অভিজ্ঞতার ঝুলিটি ছিল পরিপূর্ণ। সেই ঝুলি থেকে বেছে নেওয়া গল্পগুলি যদি সুহৃদ পাঠককুলকে ভয়ের চাদরে মুড়ে ফেলে অথবা ভক্তি রসে জারিত করে, এ অধমকে দোষ দেবেন না কিন্তু।
এক্ষণে বলে রাখি, গল্পগুলি পড়তে পড়তে যদি কোথাও মনে হয়, ঐ যে মঠ লেনের পাসিং শো প্রেমী জ্যোতিষীটির বলা গল্পগুলির সাথে বা সেই প্রবাদপ্রতীম লেখনীর সাথে, বা সেই লেখনীসৃষ্ট গল্পপাঠপরবর্তী অনুভূতির সাথে আপনার এখনকার অনুভূতির মিল পাচ্ছেন তবে এই নগন্য পাঠকের সাথে একাত্ম হয়ে উঠছেন আপনিও।
না, দয়া করে ভূল বুঝবেন না আমাকে। সে অমর লেখনীর সাথে কোনো লেখারই তুল্যমূল্য বিচার হয় না। আর সেই ধৃষ্টতাও আমার নেই। কিন্তু ঘন ক্ষির আর পাওয়ার সুযোগ নেই জেনেও ঘন দুধ পরিহার করবেন কিনা সে সিদ্ধান্ত একান্ত আপনারই।
“দেও” বইটিতে আছে ২৩ টি অলৌকিক আখ্যান। প্রতিটি গল্পই মনকে ফিরিয়ে নিয়ে যায় কোন সে অতীতে, সংস্কৃতি আর সমৃদ্ধি মাখা ইতিহাসের পল্লিজীবনে।
পরিশেষে শুধু একটাই কথা বলবো, লেখকের পরবর্তী বইটির অপেক্ষায় রইলাম যেমন অবচেতনে এখনও অপেক্ষায় থাকি মঠ লেনের জ্যোতিষীর মুখে নতুন কোনো গল্প শুনব বলে।
দেও Deo pdf review টি লিখেছেনঃ Jyotirmoy
দেও pdf Deo pdf সূচীঃ
অমৃত ১৫
সোনাকালী ২৬
বাংসক ৩৮
অসুখ ৪৫
এলোকেশী ৫০
খুদবুড়ো ৫৬
ঘণ্টাকর্ণ দেব ৬০
ঘাঘরসিনি ৬৮
জিয়াংসি ৭২
ধনকুঁদরা ৮০
নারায়ণী ৮৯
পাঁচুঠাকুর ৯৫
প্রাপ্তি ১০০
বড়ামচণ্ডী ১০৫
বাবা বসন্ত রায় ১১১
ভিটে ১১৬
ভৈরব ১২৭
মাকাল ঠাকুর ১৩৩
লিওক ১৩৬
শ্বেত মৃত্যু ১৪৩
সন্তান ১৫৪
সেই রাত ১৬১
দেও ১৭০
শারদীয়া পূজাবার্ষিকী শুকতারা ১৪৩০ পিডিএফ Sharadiya Shuktara 1430 pdf
দেও Deo pdf ভাবনা…
গতবছর মেলার মাঠে সাহিত্যিক শ্ৰী সৈকত মুখোপাধ্যায় কথা প্রসঙ্গে বলেছিলেন যে বাংলার নিজস্ব যে সংস্কৃতি আছে তাই নিয়ে লেখা কমে আসছে। কমে আসছে সেই সময়ের আখ্যান। বিষয়টা মনে গেঁথে নিয়েছিলাম। ভেবে নিয়েছিলাম যে বাংলার নিজস্ব সংস্কৃতিকে আনব। কারণ আমরা এমন এক সময়ে জন্মেছি যে সময়ে মোবাইল, টিভির দাপট ছিল না। আমাদের অবসর বিনোদন ছিল গল্প শোনা।
ছেলেবেলার আসরে শোনা আমাদের সেই দাদামশাই, জ্যাঠামণি, মামাবাবু প্রভৃতিদের অভিজ্ঞতাই হল গল্পগুলির প্রাণরস। ঊনবিংশ শতকের শেষ দশক থেকে স্বাধীনতা পূর্ববর্তী সময় অবধি গল্পের বিচরণকাল গল্পের কথক আমারই এক বড়দাদামশাই। ভদ্রলোক সেই আমলের পাশ করা ডাক্তার ছিলেন। চাকরির জন্য বহু দিকে তাকে ভ্রমণ করতে হয়েছে। সেই সাথে অদ্ভুত সব অভিজ্ঞতায় ভর্তি হয়েছে তার ডাক্তারীর হাতবাক্স । এরপর এল বিশেষত্ব বাছাইএর পালা। বাংলার লৌকিক দেবদেবী বরাবরই এক প্রচণ্ড আগ্রহের বিষয়। সেই নিয়ে কিছু নন ফিকশন কাজ হয়েছে।
ফিকশন ও এসেছে বহু কিংবদন্তি লেখকের কলমে কিন্তু সামগ্রিকভাবে বাংলার লৌকিক দেব দেবীদেরকে একসাথে নিয়ে ফিকশন সেভাবে চোখে পড়েনি। এই বিষয় নিয়ে বহু মানুষের খোঁজ নিজের চোখেই দেখেছি। তাই এই বিষয়টাকেই বেছে নিয়েছিলাম। প্রতিটি গল্পই আবর্তিত হয়েছে একজন দেব, দেবী বা অপদেবতাকে কেন্দ্র করে, ভক্তি বা ভয়ের আলোয়ান গায়ে জড়িয়ে। বাস্তব আর কল্পনার শাঁসে জলে “দেও”… Deo pdf
প্রাচীন বাংলার আঁকেবাঁকে ছড়িয়ে থাকা বিশ্বাস আর লোককথার ফিসফিস। শীতের ময়লা বিকাল, তুলসীমঞ্চের সন্ধ্যাবাতি, গোয়ালের সাঁজাল কিম্বা মধ্য পৌষের জিরেন কাঠির রস-এর মতোই একান্তই আমাদের, আপনার।
তমোঘ্ন নস্কর
Read Online
Leave a Reply
You must be logged in to post a comment.