দেশ বাংলা পত্রিকা বাংলা পত্রিকা জগতে জনপ্রিয় এক নাম। Desh 17 June 2024 pdf আপাদের সাথে শেয়ার করা হলো। দেশ ১৭ জুন ২০২৪ পিডিএফ এ পাবে রাজনীতি ও বাঙালীপনার শতভাগ। Desh 17 June 2024 pdf Online এ পড়ার পাশাপাশি ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন।
Desh 17 June 2024 pdf সূচীঃ
প্রচ্ছদ কাহিনি
সুতোর টানে
নরেন্দ্র মোদীর কংগ্রেসমুক্ত ভারত গড়ার স্বপ্নভঙ্গ হয়েছে, সেই সঙ্গে মোদীও এখন আর ‘আত্মনির্ভর’ নন। তাঁকে হতে হল জোটনির্ভর। মোদীর পক্ষে কতটা স্বস্তির এ পরিস্থিতি—পর্যালোচনা করলেন অগ্নি রায়, পুনর্জিৎ রায়চৌধুরী ও তাজুদ্দিন আহমেদ।
প্রবন্ধ
বাঙালি ঘরে সাহেবি ডাক্তারি
উনিশ শতকে বেশ কয়েকজন বাঙালি ডাক্তার পেয়েছিলেন পাশ্চাত্য চিকিৎসাবিদ্যা শেখার সুযোগ। এই আখ্যান সংঘাতের চেয়েও বেশি সম্প্রদান ও সহাবস্থানের। লিখেছেন অরুণাভ সেনগুপ্ত।
সকল দেশ ম্যাগাজিন pdf ডাউনলোড লিংক Desh Magazine pdf download link
শেষ কথা
হাতে নয় মুখে বলুন
গণতন্ত্রের অন্যতম শর্ত বাকস্বাধীনতা। সেই স্বাধীনতা যদি আক্রান্ত হয়, তা হলে সেটা সভ্যতার প্রাথমিক শর্তও ভঙ্গ করে। লিখছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
সম্পাদকীয় ৭
মন্তব্য
প্রচ্ছদ কাহিনি
জোটসঙ্গে অগ্নি রায় ১৬
সমবেত প্রতিপক্ষ, কংগ্রেসের প্রত্যাবর্তন পুনর্জিৎ রায়চৌধুরী ২০ সুবহে উম্মিদ নাকি অনন্ত প্রতীক্ষা তাজুদ্দিন আহমেদ ২৪
বাঙালি ঘরে সাহেবি ডাক্তারি অরুণাভ সেনগুপ্ত ২৮
গ্রন্থিত অন্বেষা রায় ৩৬
বহিরগাছি ও স্টোর সুদীপ জোয়ারদার ৪২ বর্গাচাষির লাঠি স্বপনকুমার মণ্ডল ৪৮
ধারাবাহিক রচনা তিমির অবগুণ্ঠনে রজতকান্ত রায় ৫০
ধারাবাহিক উপন্যাস শূন্য পথের মল্লিকা স্মরণজিৎ চক্রবর্তী ৬১
কবিতা
মঞ্জুভাষ মিত্র জয়ন্ত সরকার দেবাযুধ চট্টোপাধ্যায় অসীমকুমার বসু এস মনিরুদ্দিন ৭০
গ্রন্থলোক ৭৩. শিল্পসংস্কৃতি ৭৮. চিঠিপত্র ৮৪ সুদোকু ৮৮. নামমাত্র ৮৯ শেষকথা ১০
দেশ ১৭ জুন ২০২৪ রিভিউঃ
দেশের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ নিয়ে প্রতি সপ্তাহে প্রকাশিত বাংলা ম্যাগাজিন দেশ খুবই জনপ্রিয় একটি ম্যাগাজিন। দেশ পত্রিকায় লেখা পাঠানোর নিয়ম জানতে চান অনেকেই। তারাও দেশ ম্যাগাজিনটি পড়ে সে ব্যাপারে বিস্তারিত জানতে পারেন। দেশ পত্রিকার গল্প, দেশ পত্রিকা কবিতা পাঠকের কাছে প্রতি সপ্তাহের মনর খোরাক। Desh 17 June 2024 pdf টি ভারতীয় রাজনীতি নিয়ে বিশেষ সংখ্য প্রকাশ করেছে। তাই রাজনীতি নিয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্য এই সংখ্যাটি সংগ্রহ করা খুবই কার্যকরি একটি সংখ্যা। এছাড়াও প্রতি বছর দেশ পত্রিকা শারদীয়া প্রকাশিত হয়।
এবারের Desh 17 June 2024 pdf সংখ্যায় উনিশ শতকের বিখ্যাত ডাক্তারদের নিয়ে আলেখ্য লেখা বাঙালি ঘরে সাহেবি ডাক্তারি। তাদের এই আখ্যান সংঘাতের নাকি সহবস্থানের নিয়ে থাকবে বিশেষ প্রতিবেদন। কবিরাজি হেকিমি নাকি প্রাচাত্য চিকিৎসা ভারতীয় উপমহাদেশে প্রভার বিস্তার করেছে তা জানতে পারবেন এই প্রতিবেদনে। সে সময়ে নীলাম্বর সেনের মতো কবিরাজদের দেখতে লোকে ভিড় জমাত। লোকে বনমালী সরকারের বাড়ি, গোবিন্দরাম মিত্রর ছড়ি, উমিচাঁদের দাড়ি, হুজুরিমলের কড়ির সঙ্গে মিলিয়ে বলত নীলাম্বরের বড়ি।
দেশ ১৭ জুন ২০২৪ সংখ্যায় আরো পাবেন গণতন্ত্রের স্বাধীনতাকে বাকরুদ্ধ করারর কোন কৌশল গ্রহণ করা হয়েছে কিনা?
গণতন্ত্রে গরম-গরম কথা থেকে প্যাঁচ পয়জার সবই চলতে পারে, কিন্তু যা কখনওই পারে না তা হল গায়ে হাত তোলা। এটা সভ্যতারও প্রাথমিক শর্ত। আর এই ক্ষেত্রে কে কোন ভাবধারার, তাই নিয়ে বিতর্কের অবকাশ নেই। শারীরিক হিংসার মাধ্যমে নিজের বক্তব্য পেশ করার সুযোগ আধুনিক সমাজে নেই। আর, নেই মানে একেবারেই নেই; জনপ্রিয় সিনেমার সংলাপ ধার করে বলাই যায়, ‘নো মিল নো’।
সৌরভ মুখোপাধ্যায়ের বইয়ের পিডিএফ ডাউনলোড লিংক Sourav Mukhopadhyay Pdf Download link
মুশকিলের ব্যাপার হল, অধিকাংশ মানুষ এই কথাগুলোর সঙ্গে তাত্ত্বিক স্তরে সহমত কিন্তু বাস্তবে কিছু ঘটলেই, বিচারের মধ্যে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ মিশে যায় অনেকেরই। তখন এই আমরাই যারা যে-কোনও হিংসাই খারাপ বলে মোটের উপর মেনে নিই, কোনও কোনও হিংসাকে অবৈধ বললেও, কোনও কোনও হিংসাকে ছাড় দেওয়ার পক্ষে দাঁড়িয়ে যাই। আর ওই জায়গাতেই সমাজের বিভাজন স্পষ্ট হয়ে যায়। অধুনা, নিরন্তর আক্রমণ-প্রতি আক্রমণের জায়গা হয়ে ওঠা সমাজমাধ্যমে, এক পক্ষ অন্য পক্ষের দ্বিচারিতা তুলে ধরতে ব্যস্ত হয়ে ওঠে। অথচ মোদ্দা ব্যাপারটা নেহাতই সরল। একজন ব্যক্তি তিনি সাংসদ হোন, বিধায়ক হোন বা রিকশাচালক হোন, কুবাক্য বললে পরে, বাক্য দ্বারাই তিরস্কৃত করতে হবে তাঁকে।
এছাড়াও নিয়মি সকল তো দেশ ১৭ জুন ২০২৪ সংখ্যায় থাকছেই। থাকছে কবিতা, ধারাবাহিক, রাজনীতির শত্রুমিত্র জোট ইত্যাদি নিয়ে নানা আয়োজন তাই দেরি না করে পড়ে ফেলুন দেশ ১৭ জুন ২০২৪। প্রতি পরতে পরতে আবার ব্যবহার করা হয়েছে রঙিন ছবি।
Desh 17 June 2024 pdf পড়ুন অনলাইনে এখান থেকে এবং Desh 17 June 2024 pdf ডাউনলোড করুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.