দেশ পত্রিকা PDF যারা পড়তে চান তাদের জন্যই Desh 2 August 2024 pdf টি নিয়ে আসলাম। দেশ পত্রিকা 2024 pdf এর এবারের সংখ্যায় থাকছে বাহুবল বা ক্ষমতার হাতিয়ার হিসেবে যা বিবেচনা করা হয়। দেশ পত্রিকার গল্প তো থাকছেই। Desh 2 August 2024 pdf link pdf download from banglabookspdf. এছাড়া প্রতি বছর প্রকাশিত হয় দেশ পত্রিকা শারদীয়া। Desh 2 August 2024 pdf টি এখনই পড়ে ফেলুন।
Desh 2 August 2024 pdf সূচীপত্রঃ
প্রচ্ছদ কাহিনি
বাহুবল
ক্ষমতাধারীদের প্রয়োজন ও প্রশ্রয় জন্ম দিয়েছে এক শ্রেণির পেশিশক্তিকে পুঁজি করে ক্রমে তারাই হয়ে উঠেছে সমান্তরাল এক প্রশাসনের নিয়ন্ত্রক। আলোচনায় অনিতা অগ্নিহোত্রী, সুপ্রিয় চৌধুরী, বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং সায়নদেব চৌধুরী।
প্রবন্ধ
কে এই অম্লান দত্ত?
অর্থনীতির অধ্যাপক, সমাজবিজ্ঞানের নানা শাখাতেও তাঁর অগাধ পাণ্ডিত্য। অম্লান দত্তর জন্মশতবর্ষে তাঁর
চিন্তাজগতের সঙ্গে পরিচয় করালেন সুকান্ত সরকার।
গ্রন্থ লোক
আবার প্রত্যাশা জাগাল
প্রশান্তকুমার পালের অসমাপ্ত রবীন্দ্রজীবনী প্রকাশিত হল তাঁর মৃত্যুর প্রায় সতেরো বছর পর। বইয়ে ধরা হয়েছে রবীন্দ্রজীবনের তিনটি বছর। রবিজীবনী: দশম খণ্ড আলোচনায় অমল পাল।
শেষ কথা
এই অনুদান পুজোর জন্য নয়
দুর্গাপুজোয় সরকারি অনুদানের সঙ্গে পুজোর সম্পর্ক কী? পুজোকে কেন্দ্র করে যে-ধর্মীয় ও সাংস্কৃতিক বিকৃতি ঘটে চলেছে, তার দায় কার? লিখছেন মোহিত রায়।
সম্পাদকীয় ১
মন্তব্য ১০
প্রচ্ছদ কাহিনি
গণতন্ত্র: পশ্চাদপসরণের ছবি অনিতা অগ্নিহোত্রী ১৮ বদলে যাওয়া অন্ধকার সুপ্রিয় চৌধুরী
অন্ধকারের কিস্সা কিংবা আলোর হিস্সা বিনায়ক বন্দ্যোপাধ্যায় ২৬ মূর্খ বড়ো, সামাজিক নয় সায়নদেব চৌধুরী ৩
প্রবন্ধ
কে এই অম্লান দত্ত? সুকান্ত সরকার
ড্রাগন কিশলয় জানা ৪০ আনন্দ হে সুন্দর মহুয়া চৌধুরী, অভিলাষ উৎপল মান
ধা রা বা হি ক রচনা তিমির অবগুণ্ঠনে রজতকান্ত রায়
ধারা বাহিক উপন্যাস কুমারী রানির ডাক্তার মৈত্রী রায় মৌলিক
কবিতা
অভিরূপ বন্দ্যোপাধ্যায়, দেবব্রত চট্টোপাধ্যায়, পার্থপ্রতিম বিশ্বাস, আবির্ভাব ভট্টাচার্য, তন্ময় চক্রবর্তী,
গ্রন্থলোক
শিল্পসংস্কৃতি, চিঠিপত্র, সুদোকু, নামমাত্র, শেষকথা
দেশ ম্যাগাজিন ২ আগস্ট ২০২৪ পিডিএফ কথাঃ
এ কোন দাপট প্রতাপের কবলে বাংলা
আগুনের গোলার ওপরে আস্ত একটি রাজ্য! নাম পশ্চিমবঙ্গ। সময়, সাম্প্রতিক কাল। পুড়ে যাচ্ছে সব কিছু। প্রতিনিয়ত যেমন পোড়ে নশ্বর জীবন। প্রাণিকুলে জন্ম যেমন স্বাভাবিক, মৃত্যুও তাই। আজ যা উঠছে, কাল তা নামবে। জগতের নিয়ম। সৃষ্টির পরে স্থিতি সাময়িক, তার পরে সেই প্রলয়, ধ্বংস। এর ব্যত্যয় ঘটাবে কার সাধ্য! কিন্তু তাও জীবনকে ঘিরে এত অনিশ্চয়তার মাঝে লোভ ক্রোধ ক্ষোভ লালসা রিরংসা জিঘাংসার অন্ত নেই। কবির কথায়, যার ভূরি ভূরি আছে সেই তো আরও চায়। কিন্তু চাইলেই তো সব মেলে না। আর মিললেও তাকে লব্ধ করার উপায় কখনও সৎ এবং নির্মল হতে পারে না। লোভ মানুষকে পিছনে টানে, অন্ধকারে নিয়ে যায়।
ক্ষমতা তাকে অন্ধ করে। সে নিজেকে ভাবে অমিতবিক্রম। বিভ্রমের বশবর্তী হয়ে ক্ষমতার দস্তে সে হয়ে ওঠে দুর্দমনীয়। সমাজ পরিপার্শ্বের কাছে সে হয়ে ওঠে ব্রাস, আতঙ্কের প্রতিমূর্তি। মুকুটহীন সম্রাটের মর্জি হুকুম ছাড়া সেখানে গাছের একটি পাতারও নড়ার উপক্রম থাকে না। তাকে ঘিরে কত না প্রবাদ মিথের জন্ম হয়। আপাতনিরীহ মাছভাত দুধভাতে থাকা বাঙালি জাতির ললাটলিখনে যে এরকম বাহুবলীদের প্রতাপ এবং দাপট লক্ষিত হবে, তা কি কেউ কখনও জানত! অনেকে বলবেন, নতুন বিষয় নয়। সব সময়েই সমাজের মুষ্টিমেয় ক্ষমতাধারীরা নিজেদের প্রয়োজনে এরকম একটি শ্রেণি তৈরি করতেন। Desh 2 August 2024 pdf নিন।
পাইক বরকন্দাজ হুঁকোবরদার পাঙ্খাগুলার অতীত আভিজাত্যের সঙ্গে এই নামগুলো যেমন পরিচিত, তেমনই আবার সমান্তরাল আইনি প্রশাসনিক ব্যবস্থা হিসেবে অতীতে মুগুর ভাঁজা পালোয়ান লেঠেল গুন্ডাও বেতনভিত্তিক ভাবে নিয়োগ করা হত জমি জায়গির সম্পত্তি রক্ষা খাজনা আদায়ের নামে নির্যাতনের কাজে। রাজনৈতিক কর্মকাণ্ডেও বাহুবলকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হত। বিরোধী পক্ষকে শায়েস্তা করতে এই বাহুবলীদের ঠেলে দিতেন একে-অপরের বিরুদ্ধে। বর্তমান সময়ে এই সব বাহুবলীর পরাক্রম দেখা যাচ্ছে— নয়া অবতারে তারা অবতীর্ণ। শাসকের প্রচ্ছায়া তাদের ওপর এতটাই প্রলম্বিত যে, আইনরক্ষকের হিম্মত হয় না এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। উপরন্তু এদের তাণ্ডব লক্ষিত হয় কোতোয়ালি পুলিশ ফাঁড়িতে।
এক সময়ে সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় ছবি প্রকাশিত হয়েছিল, এই রকম কিছু শাসক- আশ্রিত বীরপুঙ্গবের ভয়ে পুলিশ নিজেকে বাঁচাতে টেবিলের তলায় আশ্রয় নিয়েছে। এখন তো পরিস্থিতি আরও ভয়াবহ। শাসকের প্রশ্রয়ে বেড়ে উঠেছে পাড়ায়-মহল্লায় এই রকম দাপুটে নেতা। এবং তাদের সাঙ্গোপাঙ্গদের অত্যাচারে রাজ্যবাসীর প্রাণ অতিষ্ঠ। কোথাও নারীলাঞ্ছনা কোথাও দাদাগিরি কোথাও স্রেফ গুন্ডাগিরি অপহরণ লুঠতরাজ অবৈধ ব্যবসা অনৈতিক উপায়ে টাকা আদায়ে জোরজুলুম মায় হত্যা পর্যন্ত— এ সবের যেন এক মুক্তাঞ্চল হয়ে উঠেছে রাজ্যের বহু এলাকা। মেরুদণ্ড দিয়ে ঠান্ডা হিমেল স্রোত বেয়ে নামে এদের অত্যাচারের বীভৎসতার কাহিনি শুনে, একই সঙ্গে যুগপৎ বিস্ময় জাগে— এদের জীবনযাপনে প্রাচুর্য এবং বিলাসিতার কথা শুনে।
প্রাসাদোপম গৃহ অবৈধ নির্মাণ গৃহাভ্যন্তরে আস্ত একটি চিড়িয়াখানা, যেখানে বিপন্ন বন্যপ্রাণীদের পর্যন্ত কয়েদ করে রাখা হয়েছে। একই সঙ্গে পরম বিস্ময়ের যা তা হল, এ সবের কোনও কিছুই নাকি স্থানীয় শাসকদলের নেতৃবর্গ তথা আইনরক্ষকরা জানতেন না! এটা কি সত্যি বলে মনে হয়! জনতা জনগণ অতীব মূর্খ অর্বাচীন এক জাতি, এদের যা খাওয়ানো হবে তাই-ই খাবে। উত্তম অধমের ফারাক বোঝার মতো মস্তিষ্ক জনতার কখনও ছিল নাকি! এ ভাবেই তবে রাজ্য এগিয়ে চলবে? আগুনের গোলার কথা গোড়ায় বলা হয়েছিল, এখন মনে হচ্ছে এ গোলা আছড়ে পড়েছে আর তাতে জ্বলে-পুড়ে ভস্মীভূত হচ্ছে ভৌগোলিক ভাবে শুধু একটা ভূখণ্ড নয়, গোটা একটা জাতি। এ বৃহৎ লজ্জারাশি কোথায় লুকিয়ে রাখব আমরা?
দেশ ম্যাগাজিন ২ আগস্ট ২০২৪ পিডিএফ অনলাইনে পড়ুন এখান থেকে অথবা Desh 2 August 2024 pdf ডাউনলোড করুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.