
সুমন্ত আসলাম এর আশ্চর্য ও ভিন্নমাত্রার উপন্যাস Dontyon Ruhman pdf দন্ত্যন রুহমান pdf ডাউনলোড করুন।

Dontyon Ruhman pdf দন্ত্যন রুহমান pdf রিভিউঃ
নজির রহমান বাবা-মায়ের অতি আদরের সন্তান। নামের সাথে তার ছোটবেলার চরিত্রেরও বেশ মিল রয়েছে। তার মত এমন ছেলের নজির কোথাও দেখা মেলে না। যেমন শান্ত ভদ্র সাবলীল ও মানুষের মন জয় করার মতো সকল বৈশিষ্ট্যই তার মধ্যে আছে তেমনি আছি চেহারাতেও অমলিন হাসির ফোয়ার। বাবা-মায়ের আদরের সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে পরিচিত হতে থাকে পৃথিবীর মানুষগুলোর সাথে।
মন মুকুর শারদীয়া সংখ্যা ১৪২৭ পিডিএফ Mon Mukur Sharadiya 1427 (2020) pdf
বড় হতে হতে নজির রহমান খেয়াল করেন ছোটবেলার চরিত্রের সাথে তার এখনকার চরিত্রের কোন মিল পাওয়া যায় না। রাগ ক্রোধ হিংসা-বিদ্বে ষ এমন কোন বদ গুণ নেই যা তার মাঝে এখন বিরাজ করছে না। এসব কারণেই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার বাবা-মায়ের দেয়া নামটি পরিবর্তন করে নতুন একটি নাম রাখবেন। নাম রাখতে গিয়ে তিনি তার নামের প্রথম অক্ষর রাখলেন আর শেষে রহমানকে কিছুটা বিকৃত করে রুহমান রাখলেন অর্থাৎ তার নাম হয়ে গেল দন্ত্যন রুহমান। Dontyon Ruhman pdf পড়ুন।
হঠাৎ করেই তিনি একটি ব্যাগ খুঁজে পেলেন। তিনি মনস্থির কল্যাণ ব্যাগটি তিনি ব্যাগের মালিককে ফেরত দিবেন। ব্যক্তি তার মালিক কে ফেরত দেওয়ার মিশনে তিনি নেমে পড়লেন। খুঁজতে শুরু করলেন ব্যাগের মালিককে। ব্যাগ এর মালিক কে খুঁজতে খুঁজতে সেই পরিচিত হতে থাকে নানা আন্দোলনের মানুষের সাথে। তার সাথে পরিচয় করতে থাকে অর্পার সঙ্গে, কবিতার সঙ্গে, চৈতীর সঙ্গে, নিপুনের সঙ্গে।
তার সাথে দেখা হয় বাসার আলী নামক এক লোকের সঙ্গে। ওই লোকের বিশেষ বৈশিষ্ট্য হলো তিনি মজার মজার গল্প বলতে পারেন। তিনি দন্তন্য রুহমানকে মজার মজার সব গল্প বলতে থাকেন। গল্প শুনে অবাক হয়ে যান তিনি। Dontyon Ruhman pdf পড়ুন।
অবশেষে দন্তন্য রহমান খুঁজে পান ব্যাগের মালিক কে। এরপর বাসার আলীকে অদ্ভুত এক গল্প বলেন দন্তন্য রুহমান। গল্প শুনে বাসার আলী অবাক হয়ে যান। এমন গল্প তিনি যেমন কোনদিন শোনেননি তেমনি হয়তো আর কোনদিন শুনবেনও না। কিসে অবাক করা গল্প যা শুনে বাসার আলী এমন হতভম্ব হয়ে গেলেন? যে বাসার আলীর কাছে গল্পের ঝুরি কখনোই শেষ হয় না সেই ভাষার আলী গল্প শুনে এমন অবাক হয়ে গেলেন! জানতে হলে পড়ুন সুমন্ত আসলামের কিংবদন্তি কিশোর উপন্যাস দন্তন্য রুহমান।
Dontyon Ruhman pdf কাহিনিঃ
ছেলেটাকে দেখলেই খুব কাছের মনে হবে আপনার, মনে হবে খুবই পরিচিত, একান্ত আপনজন। আপনার আরো মনে হবে-আরে, এ ছেলেটাকে তো চিনি, কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি…।
সম্ভবত এ ছেলেটার সঙ্গে আগে কোথাও একবার পরিচয় হয়েছিল আপনার। ছেলেটার নাম-নজির রহমান। মায়ের বাবার নাম ছিল এটা। বাবার মতো ভালো মানুষের নজির নাকি অত্র এলাকায় একটিও ছিল না। মা তাই ছেলের নামও রাখেন নজির রহমান, যাতে নানার মতো একজন ভালো মানুষ হয় সে। কিন্তু কিছুটা বড় হয়ে ছেলেটা বুঝতে পারে তার মধ্যে আসলে ভালো মানুষের কোনো নজির নেই-তার মধ্যে হিংসা আছে, ক্রোধ আছে, লোভ আছে, খারাপ অনেক কিছুই আছে।
তাই একদিন নিজের নামটা পাল্টে ফেলে সে। নজির নামটা যেহেতু মা নিজে রেখেছে, তাই মায়ের সম্মানার্থে নজিরের ‘ন’ (দন্ত্যন); আর দেশে অনেক রহমান টাইটেলধারী মানুষ আছেন, তাদের মধ্যে কেউ হয়েছেন রাহমান, কেউ হয়েছেন রেহমান, তাই রহমান পাল্টে অন্যরকমভাবে সে রাখে রুহমান। দুটো মিলিয়ে তার নতুন নাম দাঁড়ায় দন্ত্যন রুমান।
মাঝে মাঝে বাড়ি থেকে পালানো এ ছেলেটা একটা ব্যাগ কুড়িয়ে পায় একদিন, ব্যাগের মধ্যে অন্যরকম কিছু আছে। ব্যাগটা ব্যাগের মালিককে ফেরত দেওয়ার জন্য সে হন্য হয়ে ঘোরে। এভাবে ঘুরতে ঘুরতে একটা লোকের সঙ্গে পরিচয় হয় তার, বাশার আলী নাম, অদ্ভুত অদ্ভুত গল্প বলে সে।
ব্যাগটা ফেরত দিতে গিয়েই তার কথা হয় অর্পার সঙ্গে, কবিতার সঙ্গে, চৈতীর সঙ্গে, নিপুনের সঙ্গে। অবশেষে ব্যাগটা সে ফেরত দিতে পারে ব্যাগের মালিককে।
তারপর, তারপর সে একটা গল্প বলে বাশার আলীকে। বাশার আলীর সব অদ্ভুত গল্প ম্লান হয়ে যায় এই গল্পের কাছে। তার মনে হয় এত অদ্ভুত গল্প সে আর কোনোদিন শোনেনি, শুনবেও না!
Dontyon Ruhman pdf download link
Leave a Reply
You must be logged in to post a comment.