
সুমন্ত আসলাম এর ছোট গল্প Ekhane Ojon Mapa Hoy pdf এখানে ওজন মাপা হয় pdf পড়ুন ও ডাউনলোড করুন।

Ekhane Ojon Mapa Hoy pdf এখানে ওজন মাপা হয় pdf রিভিউঃ
শহরে রাস্তার ধারে বসে ওজন মাপতে দেখি আমরা প্রতিনিয়তই। সকালবেলা যোগব্যায়াম করতে আসা লোকজন কিংবা চলার পথের মানুষগুলো তাদের ওজন পরিমাপ করেন এখানে। কেউ কেউ এটাকে নেন পেশা হিসেবে আবার কেউ নেন অনেকটা বন্ধ হয়েই কেউ হয়তো বা শখের বসে কাজটি করে থাশকেন। শহরের ফুটপাতের উপর এই দৃশ্যটি খুবই পরিচিত একটি দৃশ্য।
চক্র pdf – শীর্ষেন্দু মুখোপাধ্যায় Chokro pdf – Shirshendu Mukhopadhyay
সুরেশ চন্ডাল সেই দৃশ্যের একটি চরিত্র। রাস্তার ধারে বসে ওজন মাপেন। এটি তার নিত্যনৈমিত্তিক কাজ। আর দশটা সাধারণ মানুষের মতোই তিনি তবে মানুষ হিসেবে কখনো তার মূল্যায়ন হয় না মানুষ কিংবা স্রষ্টার কাছেও এটাই তার ধারণা। এভাবেই চলতে থাকে তার জীবন। হঠাৎ করে একটি ঘটনা তার সবকিছু উলটপালট করে দেয়। পথের ধারে বসে ওজন মাপ ছিলেন তিনি এমন সময় হঠাৎ করেই কোথা থেকে এক বিশাল মিছিল চলে আসে সেই মিছিল কে ভেদ করে চলে আসে একটি উন্মুক্ত ট্রাক। সেইটা কি লন্ডভন্ড হয়ে যায় তার অসম মাপার যন্ত্র ও সে নিজেও।
সাপ্তাহিক বর্তমান ১১ নভেম্বর ২০২৩ পিডিএফ Saptahik Bartaman 11 November 2023 pdf
আর্তনাদ আর বিষাদে ভরপুর ছোট গল্পটি আপনাদের মনে রেখাপাত কাটতে বাধ্য হবেই। অন নম্বর এক কাহিনীর গভীরতা যে কতটুকু হতে পারে এই গল্পটি না পড়লে আপনার তো বুঝতেই পারবেন না। তাহলে আজই পড়া শুরু করে দিন সুমন্ত আসলামের ছোট গল্প এখানে ওজন মাপা হয়।
Ekhane Ojon Mapa Hoy pdf download link
Leave a Reply
You must be logged in to post a comment.