ইতি তোমার মা pdf – সঞ্জীব চট্টোপাধ্যায় Eti Tomar Ma pdf – Sanjib Chattopadhyay

ইতি তোমার মা pdf - সঞ্জীব চট্টোপাধ্যায় Eti Tomar Ma pdf - Sanjib Chattopadhyay
ইতি তোমার মা pdf - সঞ্জীব চট্টোপাধ্যায় Eti Tomar Ma pdf - Sanjib Chattopadhyay

সঞ্জীব চট্টোপাধ্যায় এর Eti Tomar Ma pdf ইতি তোমার মা pdf ডাউনলোড করুন ও Eti Tomar Ma pdf ইতি তোমার মা pdf পড়ুন।

ইতি তোমার মা pdf - সঞ্জীব চট্টোপাধ্যায় Eti Tomar Ma pdf - Sanjib Chattopadhyay
ইতি তোমার মা pdf – সঞ্জীব চট্টোপাধ্যায় Eti Tomar Ma pdf – Sanjib Chattopadhyay

Eti Tomar Ma pdf ইতি তোমার মা pdf review

ছোটবেলা থেকে বই পড়াটা প্রাত্যহিক জীবনের অঙ্গ ছিল। সকালে উঠে ব্রাশ করা, টয়লেট করার মতন স্বাভাবিক একটা দৈনন্দিন কাজ। এখনো তাইই আছে। এমন একটা দিন মনে করতে পারিনা, যেদিন ছাপার অক্ষরে কোন না কোন বই সারাদিনে একবারও খুলিনি। ছোট থেকেই সবাই বইপাগলা বলতো। পুজোয় সবাই যে টাকা দিত তাই দিয়ে বই কিনতাম। জামাকাপড় কেনার প্রতি কোনদিন সেরকম আগ্রহ ছিলো না। মাকেও দেখতাম দিনরাত্তির পড়তে।

আমিও সেটাই আয়ত্ত করে নিয়েছিলাম। ক্লাস ওয়ানে যখন পড়তে শিখে গেছি তখন থেকেই কোথাও বেড়াতে গেলে মা একটা বই কিনে দিত সেটা ট্রেনে পড়তে পড়তে চলে যেতাম। আজকাল যেভাবে মানুষ গান শুনতে শুনতে যায় সেরকমই কতকটা। আজকালকার ছেলেমেয়েরা চিপস পপকর্ন খেতে খেতে সিনেমা দেখে। আমরা এইসব পছন্দের খাবার নিয়ে একটা বই বগলে করে বসতাম বৃষ্টির দিনে। আহা সেসব দিন ছিলো।

হিপোক্রেট pdf – রুমানা বৈশাখী Hipocret pdf Rumana Baishakhi

পড়ার বইয়ের বাইরে গল্পের বইয়ের দুনিয়াটা এভাবেই অল্প অল্প করে খুলে যাচ্ছিল আমার সামনে। ফেলুদা, ঘনাদা, টেনিদার সঙ্গে সঙ্গে রুশ দেশের উপকথা, পারস্যের উপকথারাও জায়গা পেতে থাকে আমার বইয়ের আলমারিতে। হাতে আসে আঙ্কল টমস কেবিন, গালিভার্স ট্রাভেলস, থ্রী মাস্কেটিয়ার্স, হাঞ্চব্যাক অফ নত্রদ্যাম, ডন কুইক্সোট। সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর সাথে পরিচয় হয়। এবং পরিচয় বাড়তে থাকে। বছরে যতগুলো অকেশন ততবার বই গিফট দিত মা। দাদু বা জেঠু এলে যাওয়ার সময় বলতো কি নিবি? আবদার করে বলতাম একটা বই কিনে দিয়ে যাও।

মা বলত বড়দের বই ছোটদের বই বলে কিছু হয়না। সব পড়তে হবে। কিচ্ছু বাদ দেওয়া যাবেনা। যেটা বুঝবি না সেটা রেখে দিবি, কদিন পরে আবার পড়বি। ব্যাস আমি চোখের বালি, বিষবৃক্ষ লাইন দিয়ে পড়ে ফেললাম। খুব ভালো বুঝিনি কিন্তু পড়ে ফেলেছি। এরপর প্রথম সঞ্জীব চট্টোপাধ্যায়ের সাথে আলাপ। কেউ একটা রসেবশে দিয়েছিল। পড়ে মুগ্ধ হলাম। মায়ের কাছে বায়না শুরু হলো বাকিগুলো কিনে দাও। আরো পড়ব।

এই অভ্যেসটাও মায়ের থেকে পাওয়া। একজন লেখকের একটা বই পড়ে ভাল লাগলে কেমন নেশা লেগে যেতো। পরপর তারই বই পড়তে থাকতাম। কেনার সামর্থ্য ছিল না। অন্যের থেকে বা লাইব্রেরী থেকে এনে পড়তাম। এই সময় মৃদুলা মাসী “ইতি তোমার মা” বইটা আমাকে গিফট করেন। স্কুলে ফার্স্ট হওয়ার উপহার। আমাদের সময়ে এগুলো প্রচলিত ছিল। পরীক্ষায় ভালো রেজাল্ট করলে বইই দেওয়া হতো। অন্য কিছু নয়।

এত সাবলীল লেখা। আর এ যেন আমারই বাবা মায়ের গল্প। এক নিঃশ্বাসে পড়ে শেষ করলাম। এর আগে অন্য কোনো বই যেন আমার ছোটবেলাটাকে এরকম আপাদমস্তক নাড়িয়ে দিতে পারেনি। আঙ্কল টমস কেবিন পড়েও খুব দুঃখ হয়েছিল। কিন্তু কোন গল্পে মা মরে যাচ্ছে, এটা আমি মেনে নিতে পারিনি কোনভাবেই। এক অসীম মনোকষ্টে ভুগেছি কটা দিন। তখন জানতাম না এই ফিলিংটাকে কী বলে। আজকে বুঝি। কিছু বই আছে যেগুলো মানুষকে ট্রমাতে নিয়ে যেতে পারে যে কোন সময়। এরকম বইগুলো আছে বলে পড়া থামাতে পারিনা। এরকমও লেখা যায়?

বইয়ের চেয়ে ভালো কোনো গিফট হতে পারে এ আমি আজও মানি না। সবাইকে বই দিয়ে উঠতে পারিনা। জানি পড়বেনা। সবার ভালোবাসাগুলো তো একরকম হয়না। বইয়ের পৃথিবীটা একদম আলাদা। সেখানে একা একা দিব্যি বেঁচেবর্তে থাকা যায়। বহুবার বহু মানুষকে বই সাজেস্ট করেছি। আমার খুব চেনা জানা কিছু কষ্টে থাকা মানুষকে মনখারাপ থেকে আলোর রাস্তা দেখিয়েছে কিছু মন ভালো করা বই। এই বইটা এখনও পছন্দের তালিকায় শুরুর দিকে থাকে। যারা এখনো পড়েন নি, পড়ে দেখতে পারেন।

Eti Tomar Ma pdf ইতি তোমার মা pdf রিভিউ

ছোট ছেলে পলাশ। ওর মা শোভনা। বাবা শম্ভুনাথ এক ব্যাক্তিত্বময় দৃঢ় প্রত্যয়ী শিক্ষক। গল্প শুরু হয় পলাশের ডান পা ভেঙে যাওয়া নিয়ে। বাবা চেষ্টা করছেন আগের মত করে ছেলে কে ফিরিয়ে আনতে।

বিমান দাদু বলে এক চরিত্র আছেন, শক্ত মনের মানুষ। নিজেতে নিজের মধ্যে থাকেন। কাছের মানুষ কে আগলে রাখেন। প্রয়োজন এ তিনি শক্ত কাজ ও করতে পারেন প্রিয়জন এর মনের জোর ফেরানোর জন্য।
অক্ষয় বাবুর সামনেই সোনার দোকান। বয়স হলেও এ বয়সে লড়ার জোর আছে।
এ মতাবস্থায় পলাশ এর বাবার এক কান্ড হয়ে যায়। দুর্ঘটনা। পুরো পরিবার পথে। সব শেষ হয়ে গিয়ে ও কি আবার মনের জোর এ ফিরে আসা যায়?

কিছু দিন আগে আমি ইনার লেখা বুলেট পড়েছিলাম। ভালো লেগেছিল, তাই এবার বেশি আশা নিয়ে ই পড়ছিলাম। আমি হতাশ হয়ে বলছি তেমন কিছুই আমি এ গল্পে পেলাম না। না পেলাম যোগ্য সমাপ্তি, না পেলাম মন ভালো করা মনের জোর(গল্পের মূল বিষয় অনুসারে), হঠাৎ হঠাৎ ই চরিত্র উধাও হচ্ছে, ফিরে আসার বৃথা প্রচেষ্টা। আর না আছে ঘটনার ঘনঘটা, না কাটতে পারল দাগ।

আশা রাখি ভবিষ্যতে কিছু পড়লে আমি আবার বুলেট এর মত আশা রেখে পড়তে পারব।

Eti Tomar Ma pdf ইতি তোমার মা pdf রিভিউ

জীবন অনেক কঠিন আবার সহজ ও আসলে মানুষের জীবনযাত্রা হলো নাগরদোলার মতো কখনো উপরে উঠছে তো কখনো একদম নিচে নেমে যাচ্ছে; এমনই এক সহজ সাধারণ জীবনযাত্রার কথা তুলে ধরেছে লেখক এই গল্পে গল্পের প্রধান চরিত্র বুড়ো আর তার মা-বাবা দাদু-দিদা থেকে শুরু করে তার পোষ্য পুশ-পিঙ্কা বাগানের গাছ থেকে শুরু করে খেলার মাঠ সব কিছু নিয়ে যে কি সাধারনভাবে এক অসাধারণ গল্প লেখা যায় তা এ গল্প টা না পড়লে জানতাম না…

সত্যিই তো একটা চারাগাছ যখন ছোটো থাকে তাকে যেভাবে আদর যত্ন করলে সে বড় হয় মানুষের ক্ষেত্রেও ঠিক তাই ছোটো থেকেই জীবনের মূল্যবোধ জীবনদর্শন এর জ্ঞান যদি একটু একটু করে শিশুমনে প্রতিস্থাপন করা যায় তাহলে তা পরিণত বয়সে গিয়ে এক বিশাল বড় শিক্ষা হয়ে থাকে, বুড়োর দাদু দিদা মা বাবা তাকে চিরকাল এমন শিক্ষার ব্রত ই দিয়ে এসেছে যে সৎ হও সত্যির সাথে থাকো মনকে শক্ত করো তাই তো যখন সেই ছোটো ছেলেটা বিনা দোষে আদলতে দাঁড়িয়ে ছিল তখন সে শক্ত স্থির বিশ্বাসী ছিল যে সে ফিরবেই তার মৃত্যুপথযাত্রী মায়ের কাছে তাকে ফিরতেই হবে… বুড়ো আদৌ ন্যায় বিচার পেয়েছিল কিনা তা জানতে গেলে গল্প টা পড়তে হবে..

পার্সোনাল রেটিং ৭/১০

Eti Tomar Ma pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply