গজাননের কৌটো pdf – শীর্ষেন্দু মুখোপাধ্যায় Gajananer Kouto pdf – Shirshendu Mukhopadhyay

গজাননের কৌটো pdf - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Gajananer Kouto pdf - Shirshendu Mukhopadhyay
গজাননের কৌটো pdf - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Gajananer Kouto pdf - Shirshendu Mukhopadhyay

শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর অদ্ভুতুড়ে সিরিজের ১৭ নম্বর বই Gajananer Kouto pdf এখন ডাউনলোড করুন banglabookspdf থেকে। গজাননের কৌটো pdf শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অনবদ্য এক কিশোর কাহিনী হলেও যে কোন থ্রিলার ও রোমাঞ্চ কাহিনী প্রিয় মানুষ Gajananer Kouto pdf টি পড়ে আনন্দ পাবেন। সাথে হাস্যরস ও কৌতুকপ্রিয়তা তো রয়েছেই।

গজাননের কৌটো pdf - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Gajananer Kouto pdf - Shirshendu Mukhopadhyay
গজাননের কৌটো pdf – শীর্ষেন্দু মুখোপাধ্যায় Gajananer Kouto pdf – Shirshendu Mukhopadhyay

Gajananer Kouto pdf কাহিনীঃ

নকুড়বাবুর পাশে একটা লোক নিজের কাটা মুণ্ডুটা দু’হাতে বুকে চেপে ধরে বসে আছে। মুণ্ডুটা পিটপিট করে চারদিকে চাইছিল। নকুড়বাবুকে বলল, “বুঝলেন মশাই, গজু কারিগরের হাতটি বড় ভাল। কিন্তু খদ্দেরের ভিড়ে লোকটা হিমসিম খাচ্ছে।” নকুড়বাবু বললেন, “তাই দেখছি। তা আপনার মুণ্ডু কাটা গেল কীভাবে?” “সে আর বলবেন না। রাতের খাওয়া শেষ করে সবে পায়েসের বাটিতে হাত দিয়েছি, এমন সময় বাড়িতে ডাকাত পড়ল । আমি ‘তবে রে’ বলে যেই লাফিয়ে উঠেছি অমনি ফ্যাচাং…

গজাননের কৌটো রিভিউঃ

শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর অদ্ভুতুড়ে সিরিজের বিশেষ গুন হলো এই সিরিজটি নয় বছরের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই পড়তে ভালোবাসে। গজাননের কৌটোও তার ব্যতিক্রম নয়। এখন থেকে প্রায় দুশো বছর আগের কথা। মহা পরাক্রমশালী রাজা মঙ্গলের রাজত্বের নাম ছিলো ধর্ম‌নগর। তিনি ছিলেন খুবই অত্যাচারী রাজা। তিনি মল্লযুদ্ধের নাম করে বহু প্রজাকে মেরে ফেলেন। হঠাৎ করে সেই রাজ্যে আগমন ঘটে এক জাদুকরের যিনি গজানন নামে পরিচিতি পান। তিনি রাজা মঙ্গলকে উচিত শিক্ষা দেন।

অদ্ভুতুড়ে সিরিজ pdf ডাউনলোড লিংক Advuture Series pdf Download Link

ঘটনার ২০০ বছর পর আবার ধর্মনগরে শুরু হয় নতুন অরাজকতা। রাজা মঙ্গলের মতো অত্যাচারী এক লোকের আর্বিভাব ঘটে। তিনি জাদুকর গজাননকে খুঁজে বেড়ান। কেউ কেউ বলে বেড়ান জাদুকর গজাননকে মাঝে মধ্যে দেখা যায়। কখনো তিনি বাতাসে ভেসে বেড়ান আবার পাতালেও হেটে বেড়ান। জাদুকর গজানন কথনো কখনো তার কারিশমা দেখান। জাদুকর গজাননের নাকি একটা কৌটো আছে যাতে রাখা আছে বিশেষ শক্তি। মহা শক্তিশালী পালোয়ান নাকি সেই গজাননের কৌটো খুঁজে বেড়ান। সেই কৌটো তার দরকারই।

অনিলিখা রহস্য সমগ্র pdf – অভিজ্ঞান রায়চৌধুরী Anilikha Ganda Rahasya samagra pdf – Abhijnan Raychowdhury pdf

সবার মনে প্রশ্ন জাগতে থাকে কে এউ জাদুকর গজানন? তিনি কি কোন মানুষ নাকি তিনি কোন ভূত প্রেত। গজাননের শারিরীক গঠন আর কার্য কলাপ নিয়ে ভাবলে তাকে ভূত ভিন্ন কিছু মনে হবে না। আবার Magic Realism থেকে ভাবলে দূর হবে আপনার দুঃচিন্তার কারণ। কেনই বা তাকে পালেঅয়ান লোকটি খুঁজে বেড়াচ্ছে? আর গজাননের কৌটোতে কি এমন আছে যার জন্য যে কোন কিছু করতে চায় লোকটি? শেষ পর্যন্ত কি গজাননের কৌটোর রহস্য উদঘাটিত হবে নাকি নতুন কোন রহস্যের জন্ম দেবে? এসব জানতে হলে পড়তে হবে Gajananer Kouto pdf উপন্যাসটি।

Gajananer Kouto pdf নমুনাঃ

“আমারও সন্দেহ ছিল, এই বাড়িই হবে। রায়বাড়ি তো এখানেএকটাই। কিন্তু সদাশিবের বাড়ি তো মাঠকোঠা ছিল তাই ধন্দ লাগছিল। একবার ঝড়বৃষ্টির রাতে সদাশিব আমাকে আশ্রয় দিয়েছিল। বড্ড ভাল লোক ছিল সে। আর সেজন্যই তোমরাও এত ভাল।” “কিন্তু তুমি সদাশিবের বাড়ি খুঁজছিলে কেন?”
“বড্ড দরকার। তার কাছে যে আমার ডিবেটা ছিল।” “কীসের ডিবে?”
“একটা ছোট্ট সোনার কৌটো, তার মধ্যে আমার নস্যি আছে।” “নস্যি। এ মা, তুমি নস্যি নাও?”

হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজ pdf ডাউনলোড লিংক All Mishir Ali pdf by Humayun Ahmed

“সে ঠিক নস্যি নয় গো বাবারা। সেটা একটা জড়িবুটি। ওইটে পাচ্ছি না বলে আমার কিছু মনে পড়ে না, খিদে পায় না, দিন দিন হালকা হয়ে যাচ্ছি। ওই জড়িবুটি না হলে এখন যদি কেউ আমাকে কেটে ফেলে তা হলে আর জোড়াও লাগব না যে অবু একটু বিস্মিত হয়ে বলে, “তোমার বয়স কত গজাননদাদা ?” “অনেক গো, অনেক, হিসেব নেই।”

অবু বলে, “এটা সদাশিবের বংশধরদের বাড়ি বটে, কিন্তু তোমার ডিবেটা এখনও আছে কি না তা আমরা জানি না, তুমি এই ঘরে যেমন আছ তেমনই লুকিয়ে থাকো, আমরা ভাইবোনেরা মিলে ঠিক তোমার কৌটো খুঁজে বের করব। ”
খুব হাসল গজানন, মাথা নেড়ে বলল, “বড্ড ভাল হয় তা হলে, তোমরা যে বড্ড ভাল।”
“তা হলে তুমি এখন ঘুমোও!”
“হ্যাঁ বাবারা আজ বুকটা ঠাণ্ডা হয়েছে। সদাশিবের বাড়ি খুঁজে পেয়েছি। আজ আমার ঘুম হবে।”
দুই ভাইবোন আবার চুপিসারে ওপরে উঠে এসে চুপচাপ গিয়ে শুয়ে পড়ল।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর অদ্ভুতুড়ে সিরিজের Gajananer Kouto pdf পড়ুন এখান থেকে ও গজাননের কৌটো pdf ডাউনলোড করুন এখান থেকে। গজাননের কৌটো pdf পড়ে আপনার মন্তব্য করতে ভূলবেন না।

Be the first to comment

Leave a Reply