আবীর রায় পিডিএফ বই ঘিদরা pdf download link থেকে Ghirda pdf ডাউনলোড করে নিন। পৃথিবী আর মহা জাগতিক তিন জগত, তিন বিস্তার, তিন অপদেবতার মিলন নিয়ে রচিত Ghirda pdf ডাউনলোড করুন এখনই।
Ghirda pdf কাহিনী
তিন জগত, তিন বিস্তার, তিন অপদেবতার মিলন এক মহাজাগতিক মাহেন্দ্রক্ষণ-এ সৃষ্টি করবে এমন এক মহাপিশাচ যার উল্লেখ রয়েছে বিভিন্ন ধর্মের বহু প্রাচীন লোকগাথাতে। পৃথিবীর বুকে যার উপস্থিতিই হয় ধ্বংসের কারণ! যার অস্তিত্ব জন্ম দেয় বিনাশ আর হাহাকারের। সত্যিই কি তবে বর্তমানের বুকে ফিরে আসতে চলেছে শতাব্দী প্রাচীন লোকগাথা?
হরর ও গোয়েন্দা উপন্যাস পার্ট ১ পিডিএফ ডাউনলোড Horror Goyenda Uponnas pdf download
ঈশ্বরের তিন পুণ্যভূমি পুরী, উজ্জৈন আর তারাপীঠ। এই তিন ধর্মক্ষেত্র থেকে মাথা তুলবে তিন মূর্তিমান শয়তান। অষ্টগ্রহ সমন্বয়; এমন এক অশুভ সময় যখন সৌরমণ্ডলের আটটি গ্রহ এক সরলরেখায় এসে যায়, তন্ত্র মতে এই সময়ে স্বর্গ, মর্ত্য, পাতাল, এই তিন জগতের আভ্যন্তরীণ পথ হয় সবচেয়ে সুগম। ঠিক এই সময়ে মিলন হবে তিন অপশক্তির। শুরু হবে ধ্বংসলীলা। যেতে থাকবে মানুষের প্রাণ। কে দাঁড়াবে এই বিপুল শক্তিধর অপশক্তির সামনে? কার ক্ষমতা হবে তার সমতুল্য হয়ে তার বিনাশ করার? পড়ে ফেলুন Ghirda pdf বইটি।
ঘিদরা pdf সূচিপত্র
প্রার্থনা
বলিদান
ঘিদরা
Ghirda pdf রিভিউঃ
বিভা অলৌকিক সিরিজের অন্যতম বই ঘিদরা। এতে তিনটি গল্প রয়েছে। প্রথমেই বলি এই বইটির প্রথম গল্প “প্রার্থনা” আমার পছন্দ হয়নি আর যখন কোনো গল্পমালার প্রথমটাই ভালো লাগেনা তখন দ্বিতীয়টা পড়তে কেমন আলিস্যি আসে।তবে “বলিদান” পড়তে গিয়ে আমার যে ভালো লেগেছে সেটা বলবো না কিন্তু যেটা লেগেছে সেটার জন্যই তো পড়া…ভয়। হ্যা, আর শেষ “ঘিদরা” পড়ার সময় সেই ভয়ই এক ধাপ বেড়ে ঘাড়ের ওপর চেপে বসেছিল।বিশেষ করে শেষের চমকটা খুব সুন্দর…এক শরীরেই দুইয়ের অবস্থান।অনেকটা শিব-শক্তি, অর্ধনারীশ্বর কিংবা স্প্লিট পার্সোনালিটি’র মতো।তবে আরেকটা স্পয়লার দোবো.. গল্পগুলো বড্ড ছোট ছোট,যেন লেখককে কেউ সময় আর পৃষ্ঠাসংখ্যা বেঁধে দিয়েছে।
Ghirda pdf নমুনাঃ
“তিন কাল। তিন বিস্তার। তিন জগৎ। ঠিক যেমন দুই-এর মিলন সৃষ্টির আধার, তেমনি তিন-এর মিলন আনে ধ্বংস! দুই নদীর সঙ্গমে বাড়ে মাটির উর্বরতা, তিন নদীর সঙ্গম জন্ম দেয় প্লাবনের। দুই মনের মিলনে গড়ে পরিবার, তিনের মিলনে ছারখার হয় সংসার। সূর্য চন্দ্রের স্বাভাবিক গতির মধ্যে যখন পৃথিবী এসে পড়ে তখন এই তিনের মিলনে লেগে যায় গ্রহণ! স্বর্গ থেকে বিতাড়িত লুসিফার নরকে নিজের অধিষ্ঠান বানানোর পর চয়ন করে তিন দূতকে। ‘সেথ’ দ্বায়িত্ব পায় নরকের। ‘কিয়া’কে দায়িত্ব দেওয়া হয় মনুষ্যলোকের।
আর স্বর্গের দ্বায়িত্ব পায় এদের মধ্যে সবচেয়ে কুটিল দেবদূত-এর বেশধারি শয়তানের সেবক ‘রোয়ান’। লুসিফার তাদের প্রশংসা করে বলে, তাদের ঐক্যতাই তাদের সবচেয়ে বড় বল। কিন্তু তিনটি আলাদা জগতে বিভক্ত থাকার জন্য তারা মিলিত হতে পারবে না। এই তিন জগৎ থেকে মুক্তি পাওয়া সহজ নয়। কিন্তু কখনও যদি তাদের নিজেদের বিস্তার ও জগৎ থেকে তারা একই সময়ে একই কারণে মুক্তি পায়, তাহলে তারা মিলিত হবে এমন এক অপশক্তি রূপে যা গোটা সৃষ্টিকে পাপের অন্ধকারে ডুবিয়ে দিতে পারে।”
দেশ ১৭ জুন ২০২৪ পিডিএফ Desh 17 June 2024 pdf Online
‘উজি শুই মোনোগাতারী (Uji Shui Monogatari)’ নামক জাপানী উপকথার ইংরিজি সংস্করণটা সশব্দে কোলের ওপর বন্ধ করল দোয়েল। স্কুলের চাকরিটা পেয়েছে আজ প্রায় চার বছর। সরকারী স্কুল, তাই রোজগার বিরাট না হলেও ছুটির অন্ত নেই। যখনি দিন দুয়েকের ছুটি পায়, হালিশহর ছেড়ে টুকটাক এদিক-ওদিক ঘুরে আসে জনা তিনেক বন্ধু মিলে। এবারের লক্ষ্য ছিল ধন্যকুরিয়া। বসিরহাটের কাছে এই ছোট্ট নগরটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েক শতাব্দি প্রাচীন ব্রিটিশ ও মোঘল স্থাপত্য। এছাড়াও ধন্যকুরিয়া বিখ্যাত এসব স্থাপত্য ঘিরে নানান ভৌতিক কিংবদন্তীর জন্য।
হাউ টু টক টু এনিওয়ান PDF – লেইল লোনডেস How to talk to Anyone pdf Bangla – Leil Lowndes
ছোটবেলা থেকেই ভূতের গল্পের টান দোয়েলের প্রবল। বাবা, জ্যেঠু সকলের থেকে রাশি রাশি ভূতের গল্পের বই উপহার পেত সে আর নিমেষের মধ্যে পড়ে শেষ করে ফেলত। এবারেও অনামিকা আর সঙ্গীতাকে দোয়েলই রাজী করিয়েছিল ধন্যকুরিয়া যাওয়ার জন্য। অনামিকা মনোস্তত্ত্বে ডক্টরেট করে তিন জায়গায় প্র্যাকটিস শুরু করেছে আর সঙ্গীতা বেশ কয়েকবছর বিমা সংস্থার এজেন্ট হিসেবে বেশ পসার জমিয়ে ফেলেছে। অর্থনৈতিকভাবে তিনজনেই স্বচ্ছল আর বেড়ানো-পাগল। মেয়ে হিসেবে ডানপিটেও বটে। ধন্যকুরিয়াতে রাতের অন্ধকারে তিনজন চুপি চুপি গাইন প্যালেস-এর বাইরে ঘুরে বেড়িয়েছিল নুপুরের আওয়াজ বা ফুঁপিয়ে কান্নার শব্দ শোনার আশায়। সে আশা তাদের পূর্ণ হয়নি ঠিকই কিন্তু তাদের গেস্ট হাউজের রাঁধুনি বরকৎ মিয়াঁর রান্নার হাত ছিল চমৎকার। তিন বান্ধবী সব ডায়েট চার্ট ভুলে পেটপুরে খেয়ে গেছে এই দুদিন।
আবীর রায় পিডিএফ বই ঘিদরা pdf download করুন এখান থেকে অথবা Ghirda pdf অনলাইনে পড়ুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.