প্রতিভা বসুর Hariye Jawa Golpo pdf ডাউনলোড করুন ও পড়ুন। হারিয়ে যাওয়া গল্প ১ম খণ্ড pdf প্রতিভা বসুর এমন কতগুলো গল্প সংকলন যা আগে কখনোই প্রকাশিত হয়নি। সেই সব অগ্রন্থিত গল্প নিয়ে প্রকাশিত হলো হারিয়ে যাওয়া গল্প ১ম খণ্ড। Hariye Jawa Golpo pdf পড়া শুরু করুন এখনই।
Hariye Jawa Golpo pdf সূচীপত্রঃ
দুই মেরু চুরির তদন্ত
সুধাদি ও তার মেয়ে
যমুনাবতী
দুঃখের তিমিরে
সকাল দুপুর ও সন্ধ্যে
দুখীরাম
আইন
আত্মজ
লোকবালা ও কনকলতা
প্রথম সূর্য
ভালোমন্দ
যার কোনো উত্তর নেই
সুখের বাসা পাখির বাসা
দুটি পোস্টকার্ড
রিফিউজি মেয়ে
মহাকাব্য
নিয়তি
প্রেমের গল্প
শেষঅঙ্ক
হারিয়ে যাওয়া গল্প ১ম খণ্ড pdf প্রকাশকের নিবেদন
বিকল্প প্রকাশনীর সৌভাগ্য, আজ বহু বছর পরে প্রতিভা বসুর একটি কড়কড়ে নতুন গল্পের বই আমরা তাঁর অনুরাধী পাঠকদের উপহার দিতে পারলাম। এই সংকলনের প্রতিটি গল্পই অদ্যাবধি অগ্রন্থিত ছিল। বইটির নাম হারিয়ে যাওয়া গল্প রাখা হলো কেন তার একটি কৈফিয়ৎ নরকার।
আতঙ্কের তিন অঙ্ক pdf – প্রতীতি চৌধুরী Atanker Tin Anka pdf – Pratiti Choudhury
প্রতিভা বসুর গল্পসমগ্র প্রকাশিত হওয়া সত্ত্বেও পুরোনো বহু গল্পই যে তার মধ্যে সংগৃহীত হয়নি এটা আমরা লক্ষ করেছিলাম। কিন্তু তাঁর কত গল্প যে এখনো অগ্রস্থিত পড়ে আছে তার কোনো স্পষ্ট ধারণা ছিল না। যা কোনোদিনই কোনো গ্রন্থভুক্ত হয় নি। বিভিন্ন সময়ে লেখা নানা পত্রপত্রিকায় ছড়িয়ে থাকা সেই সব গল্পগুলি উদ্ধার করার কাজ প্রায় অসম্ভব বলে ধরে নেওয়া হয়েছিলো। এ তো আর ‘আউট অফ প্রিন্ট’ বই নয় যে কোথাও কোনো গ্রন্থাগারে পাওয়া যাবে। লেখিকার পক্ষেও মনে রাখা সম্ভব নয় কবে কোথায় তিনি গল্প লিখেছিলেন। তদুপরি, বারবার ঠাই নাড়ার ফলে কাগজপত্র বই সবই বিশৃঙ্খল হয়ে পড়েছিল আমাদের কবিতাভবনের বাড়িতে। বুদ্ধদেব বসু যতদিন ছিলেন নিজের লেখার সঙ্গে মা-র প্রতিটি রচনাই পত্রপত্রিকা থেকে কেটে ফাইলবন্দী করে রাখতেন।
সকল ইন্দ্রজাল কমিক্স পিডিএফ ডাউনলোড লিংক Bengali Indrajal comics pdf all pdf download
যথা সময়ে সুচারুভাবে বইগুলি প্রকাশ হতো। কিন্তু দিন বদলে গেল। প্রতিভা বসু শারীরিক অপারগতার শিকার হলেন ১৯৭২-এ, বুদ্ধদেব বসু চলে গেলেন ১৯৭৪-এ। সব কিছুরই খেই হারিয়ে গেল। তবুও পরবর্তী সময়ে মা যথাসাধ্য চেষ্টা করেছেন বু.ব.’র সেই কপি সংরক্ষণের প্রথাকে চালু রাখতে, কিন্তু শারীরিক অসুস্থতা হেতু, এবং সেই সঙ্গে লোকবলের ভীষণ অভাব থাকায় বহু সময়েই ইচ্ছে থাকলেও উপায় হয়নি। এমনই চলছিল বহু বছর।
রহস্য যখন রক্তে pdf – অভিজ্ঞান রায়চৌধুরী Rahasya Jakhan Rakte pdf – Abhijnan Roychowdhury ebook
সম্প্রতি বাড়ির বইপত্রের একটা ‘স্টক টেকিং’ করে কিছুটা শৃঙ্খলা আনবার সদিচ্ছ বইপত্র ঘাঁটতে ঘাঁটতে এক রাশ নানা পত্র-পত্রিকার পুজো সংখ্যা খুঁজে পাই। গোয়েন্দা গল্পের রহস্যমোচনের মতন সেই পূজা সংখ্যাগুলির সূচীপত্রের সূত্র ধরে ধরে প্রতিভা বসুর বহু হারিয়ে যাওয়া গল্পের সন্ধান পাওয়া যায়। শেষ পর্যন্ত বাড়ির ভেতর থেকেই অনেক গল্প উদ্ধার হয়-মা-ই কবে কখন পাতা ছিঁড়ে এদিক ওদিক ফাইল বন্ধ করে রেখেছিলেন, পরে নিজেই ভুলে গেছেন।
হুমায়ূন আহমেদের শুভ্র উপন্যাস পিডিএফ Humayun Ahmed Shuvro Samagra pdf download link
ধুলো ঘেঁটে ঘেঁটে এবং বিভিন্ন লাইব্রেরি ও পত্রিকার আপিশে হানা দিয়ে অগ্রস্থিত গল্পের সন্ধান ও সন তারিখ উদ্ধার যে তরুণ সাহিত্যসেবকের জন্য সম্ভব হলো তার নাম শৌনক চক্রবর্তী। আমার ডান হাত না বলে এখন তাকে বিষল্পের শক্ত খুঁটি বলাই
ভালো। এই কাজে তাকে উদার আগ্রহে সাহায্য করেছে হৈমন্তী চট্টোপাধ্যায়, নব যৌবনের উদ্যমে এবং সাহিত্যের প্রতি শর্তহীন ভালোবাসায় এরা দিয়েছে প্রেমের শ্রম- এদের ধন্যবাদ কি ভাষায় দেওয়া সম্ভব?
এই হারিয়ে যাওয়া অথবা হারিয়ে থাকা গল্পগুলির পুনরুদ্ধারের পর দেখা গেল তারা দলে বেশ ভারি। এর সঙ্গে আছে প্রতিভা বসুর প্রথম পর্যায়ে লেখা সেই সব অসামান্য লালিত্যপূর্ণ প্রেমের গল্প যা এখন কোনো সংকলনে বা গ্রন্থে পাওয়া যায় না। সব মিলিয়ে ৬০টি গল্প আপাতত সংগ্রহ হয়েছে, ২০টি করে তিনখণ্ডে তাদের বিন্যস্ত করা হলো। প্রথম খণ্ডটিতে শুধুই অগ্রন্থিত গল্পের সম্ভার।
এ বইটি পাঠকদের হাতে তুলে দিতে পেরে প্রকাশক হিশেবে এবং প্রতিভা বসুর মেয়ে হিশেবে আমার তৃপ্তি গভীর। আশা করি অন্য খণ্ড দু’টিও দ্রুত তৈরি করে তোলা সম্ভব হবে।
প্রতিভা বসুর Hariye Jawa Golpo pdf ডাউনলোড করুন ও পড়ুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.