সুভাষ ধর এর হত্যার পশ্চাদপট pdf Hatyar Paschadpat pdf রহস্য কাহিনীর এক বিশাল সমাহার। Hatyar Paschadpat pdf হরর থ্রিলার বইটি পড়ুন।
Hatyar Paschadpat pdf হত্যার পশ্চাদপট pdf রিভিউঃ
আমি কিছুদিন আগেও খুঁজেছিলাম সত্যেন বা শয়তান ঘোষ আর সুশান্ত বোস এই দুই পুলিশ দের নিয়ে লেখা বই আছে কি না , এবং গ্রুপ থেকেই সেটা পাই আর পেয়েই শুরু করে দিই পড়া। দুই ঘোষ আর বোস হলেন দুই বন্ধু যাঁদের ভিতর একজন কাঠ বাঙাল আর আরেকজন ব্রহ্মচর্য জীবন কাটাতে ভালোবাসেন। একজন বিখ্যাত তাঁর পাঁজরের নিচের দিকে তর্জনী আর মধ্যম আঙ্গুল দিয়ে চৈনিক খোঁচায় অপরাধীকে কাবু করতে আর আরেকজন বিখ্যাত তাঁর হাটুরে কিল আর গদার মত টর্চ দিয়ে অপরাধীকে পেটাবার জন্য।
এই বইটিতে মোট ৮ খান গল্প আছে , যেগুলোর নাম আমি বললাম না কারণ আমি কৌতূহল জাগিয়ে রাখতে চাইছি। পুরো প্রেক্ষাপট তাই তৈরি স্বাধীনতার পরে ষাট সত্তর দশকের কলকাতার ওপর। সিনেমা হল দখল ঘিরে বতলবোমাবাজি থেকে শুরু করে চাকু চালানো অবধি ছিল রোজনামচা আর ছিল অ্যাংলো ইন্ডিয়ানদের একটার পর একটা করা অপরাধ। আমি ব্যক্তিগত ভাবে এই দুই বন্ধুর খুব বড় ফ্যান, তাই এই বইয়ের কোনো গল্পই আমি বলবো না । আমি চাই আপনারা পড়ে দেখুন , তার পর বলুন কেমন লাগলো আপনাদের.. আপনারাও কি আমার মত মুগ্ধ হলেন জানাতে ভুলবেন না।
Hatyar Paschadpat pdf হত্যার পশ্চাদপট pdf ভূমিকা
এইবারে একসঙ্গে একঝাঁক রহস্যকাহিনি দিতে পেরেছি। তিনটি পূর্ণাঙ্গ উপন্যাস, একটি মিনি উপন্যাস এবং বড়-ছোট মিলিয়ে আরো চারটি গল্প। সময়কাল সেই ষাটের দশক এবং সত্তর দশকের মাঝামাঝি পর্যন্ত। ওই সময়কার কলকাতা, অপরাধজগৎ, পুলিশি ব্যবস্থা এবং তৎপরতা একেবারেই ছিল অন্যরকম। অত পুরোনো দিনের ঘটনাপঞ্জির ঐতিহাসিক মূল্যও একটা আছে। বাস্তবনির্ভর কাহিনির চরিত্রগুলোও মোটামুটি বাস্তব। তবে গল্পের খাতিরে এখানে-সেখানে রঙ চড়েনি তেমনও নয়। পাঠকরা গল্প মনে করে রসগ্রহণ করতে পারলেই আমার পরিশ্রম সার্থক ধরে নেব।
সুভাষ ধর
Hatyar Paschadpat pdf হত্যার পশ্চাদপট pdf সূচী
এতে আছে—
হত্যার পশ্চাদপট
নারী, হীরকখণ্ড ও পুলিশ
ষণ্ড ও ভণ্ড
সাপের ছোবল
সদর স্ট্রিটে খুন
তদন্তের দায়
শাস্তি
ধরমতলার ধর্মনাশা
Hatyar Paschadpat pdf হত্যার পশ্চাদপট pdf নমুনাঃ
দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন। অবশ্যই ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। মৃতদেহ যার সে রীতিমতো স্বাস্থ্যবান যুবক। বয়স বড়জোর চব্বিশ-পঁচিশ। খর্বকায়, কিন্তু হাত-পা-ছাতি দেখে বলশালী ছিল। বোঝা যায়। নিশ্চয়ই অতর্কিত আক্রমণ এবং হয়তো একাধিক আততায়ীর কাজ।
নয়তো ঘায়েল করা সহজ ছিল না।
আশিস সেনের রাতের ডিউটি শেষ হবার মুখে দুঃসংবাদ। খুনের কেস ঘাড়ে চাপলে তদন্তকারী অফিসারের নাভিশ্বাস। তা ছাড়া আশিস পুলিশের চাকরিতে নাবালক পর্যায়ের। সাকুল্যে বছর তিনেক হল পুলিশে ঢুকেছে। সত্যেন ঘোষ সকালের ডিউটিতে এসে শুনেছে খুনের কেস। খুব বাঁচা বেঁচেছে। একটু দেরিতে খবরটা এলে তার ঘাড়ে কেস চাপত। এমনিতে লেখাপড়া ছাড়া অন্য সব কাজে একপায়ে দাঁড়িয়ে যায় সে। আশিসের কেসের ব্যাপারে টুকটাক সাহায্য লাগতে পারে ভেবে সঙ্গে এসেছে।
মৃতদেহের ঊর্ধ্বাঙ্গে একটা হাফহাতা শার্ট। নিম্নাঙ্গ অনাবৃত। পরনের ফুলপ্যান্ট একটু দূরেই পড়ে আছে। শার্টটা রক্তে মাখামাখি। পরনের দু’পাটি চপ্পল দু’দিকে ছিটকে গেছে।
তিলজলা বস্তি ছাড়িয়ে সামান্য দূরেই একটি পুরোনো একতলা বাড়ি। দু’কাঠা জমির উপর বাড়িটি দাঁড়িয়ে। বহু আগে কায়ক্লেশে পাঁচ ইঞ্চি দেওয়াল গেঁথে উপরে টালির ছাদ দিয়ে কেউ এটি বানিয়েছিল। দু’খানা ঘর, পাতকুয়ো, এমনকী কাঁটাতারের বেড়া দিয়ে সীমানা নির্দিষ্ট করা হয়েছিল। বাড়ি যাদের তারা বহুকাল বাড়িছাড়া। কোথায় আছে, আদৌ কোনও দিন ফিরবে কি না, কেউ বলতে পারবে না। অযত্নে প্রচুর আগাছা আর জঙ্গল। এমন অরক্ষিত বাড়ি থাকলে যা হয়। রাতের দিকে মদ, জুয়া চলে, এলাকার রংবাজরা আসর বসায়। খদ্দের না জুটলে বারবণিতারাও কখনও-সখনও উকি মারে।
ইহজন্ম pdf – নবনীতা দেব সেন Ehajonmo pdf – Nabaneeta Dev Sen
ভোরের দিকে কারও চোখে পড়েছিল একটা লাশ পড়ে আছে। কেউ থানায় ফোন করে খবরটা দিয়েই লাইন কেটে দিয়েছে। নামধাম এটা সেটা প্রশ্ন শুরু হতেই বিপদ বুঝে কথায় ছেদ। পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা কে না জানে!
তিলজলা এমনই একটি স্থান, খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়তে কয়েক মিনিটের মামলা। আশিস আর ঘোষ একটা টিংটিঙে সিপাই নিয়ে এসে তদন্ত করবে কী, ভিড় সামলাতে প্রাণান্ত ।
Hatyar Paschadpat pdf হত্যার পশ্চাদপট pdf download link
Download / Read Online
Leave a Reply
You must be logged in to post a comment.