হলদে গোলাপ pdf – স্বপ্নময় চক্রবর্তী Holde Golap pdf – Swapnamoy Chakraborty

হলদে গোলাপ pdf - স্বপ্নময় চক্রবর্তী Holde Golap pdf - Swapnamoy Chakraborty
হলদে গোলাপ pdf - স্বপ্নময় চক্রবর্তী Holde Golap pdf - Swapnamoy Chakraborty

স্বপ্নময় চক্রবর্তীর Holde Golap pdf হলদে গোলাপ pdf ডাউনলোড করুন ও Holde Golap pdf হলদে গোলাপ pdf পড়ুন।

হলদে গোলাপ pdf - স্বপ্নময় চক্রবর্তী Holde Golap pdf - Swapnamoy Chakraborty
হলদে গোলাপ pdf – স্বপ্নময় চক্রবর্তী Holde Golap pdf – Swapnamoy Chakraborty

Holde Golap pdf হলদে গোলাপ pdf কাহিনিঃ

সমাজের শরীর ও শরীরের সমাজতত্ত্ব নিয়ে এক দুঃসাহসিক উপন্যাস এই হলদে গোলাপ। ২০১২-১৩ সাল জুড়ে প্রয়াত ঋতুপর্ণ ঘোষ সম্পাদিত রোববার-এ ধারাবাহিকভাবে প্রকাশকালে পাঠকসমাজ আলোড়িত হয়—যা খুব কম উপন্যাসের ক্ষেত্রেই ঘটে । কাহিনি বয়নে মানুষের লিঙ্গ পরিচয়ের সমস্যা তুলে আনতে গিয়ে অক্লান্ত পরিশ্রমে খুঁড়েছেন ইতিহাস, নৃ-বিজ্ঞান, সমাজতত্ত্ব, শারীর বিজ্ঞান, মনস্তত্ত্ব, জিনেটিক্‌স, মিথ-পুরাণ…। এক বিশিষ্ট সমালোচক বলেছিলেন ‘স্বপ্নময়ের গল্প আমাদের শেকড় খোঁজার কোদাল। ওই উক্তিটির কথা মনে পড়বে উপন্যাসটি পড়তে পড়তে। এই উপন্যাসটি আসলে এক সংকট- সঙ্কুল মানুষের অনুভূতিগুলি চিত্রিত হয়েছে। আশ্চর্য মায়াময় দক্ষতায়। কাহিনির পরতে পরতে মিশে আছে বৈজ্ঞানিক তথ্যাবলি। শুধু বাংলা সাহিত্য কেন, সমগ্র ভারতীয় সাহিত্যে এর আগে এভাবে কোনও উপন্যাস লেখা হয়নি।

Holde Golap pdf review

বইটির বিষয়বস্তু মূলত LGBT দের নিয়ে। নব্বই দশকের মাঝামাঝির প্রেক্ষাপটে কলকাতার এক রেডিও স্টেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর অনিকেতকে দেখা যায় একটি অনুষ্ঠান চালাতে যার নাম ‘সন্ধিক্ষণ’। বয়ঃসন্ধির সমস্যা ও নানা প্রকার আলোচনা এবং শ্রোতাদের পাঠানো চিঠির ভিত্তিতে সেইসব সমস্যা বা বিষয়ের আলোচনা ও বিশেষজ্ঞদের মাধ্যমে সেইসবের উত্তর দেওয়া ছিলো এই অনুষ্ঠানটির বিষয়বস্তু। অনুষ্ঠানটি চালাতে গিয়ে অনেক তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে পরিচয় হয় অনিকেতের। বিভিন্ন ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে এগিয়ে চলতে থাকে উপন্যাসটি।

কুটু মিয়া pdf – হুমায়ূন আহমেদ Kutu Mia pdf – Humayun Ahmed

উপন্যাসটি এক অসাধারণ তথ্যভিত্তিক লেখা, কিছুক্ষন পড়ার পরই যেকোনো পাঠকের মধ্যেই এই ধারণা চলে আসতে বাধ্য যে এ এক অত্যন্ত সু-গবেষিত লেখা। তাছাড়াও এ বই আরো সমৃদ্ধ হয়েছে ডিটেইলিংয়ে যা অত্যন্ত তারিফযোগ্য.. এবং এ বইটি পাঠ করলে অনেক প্রশ্ন ও অজানা বিষয়ের সম্পর্কেও আলোকপাত হয়। লেখকের অনবদ্য রিসার্চওয়ার্ক এবং নিজস্ব অনুভূতির মিশেলে বইটিকে এক মাস্টারপিস বলা যেতেই পারে।

Holde Golap pdf প্রাসঙ্গিক কথা

ছোটবেলা থেকেই তথাকথিত ‘মেয়েলি ছেলেদের’ অপমানিত হতে দেখেছি। সমাজের নানা ক্ষেত্রে। ওদের কষ্ট পাওয়া উপলব্ধি করেছি। মানুষের লিঙ্গ পরিচয় এবং লৈঙ্গিক আচরণের আলোছায়া বুঝতে চেষ্টা করেছি। ১৯৯৪/৯৫ থেকে এ বিষয়ে অল্প বিস্তর তথ্য সংগ্রহ করতে থাকি, কিছু ক্ষেত্রে সমীক্ষাও। উপন্যাস লেখার কথা ভাবিনি। ২০১০ সাল নাগাদ কোনও এক অনুষ্ঠানে প্রয়াত ঋতুপর্ণ ঘোষের সঙ্গে এ বিষয়ে সামান্য কিছু বাক্যালাপ হয়। বছরখানেক পরে অভাবনীয়ভাবেই ওঁর সম্পাদিত পত্রিকায় ধারাবাহিকভাবে এই বিষয় নিয়ে একটি উপন্যাস লেখার প্রস্তাব পাই। এর আগে আমাকে কেউ কোথাও ধারাবাহিক উপন্যাস লিখতে বলেননি।

Rajokiya Premkatha pdf – Chitra Deb রাজকীয় প্রেমকথা pdf – চিত্রা দেব

এই পটভূমিটুকু বলা দরকার ছিল মনে হয়। ওঁকে আর কৃতজ্ঞতা জানানোর উপায় নেই, তবে অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ ‘টিম রোববার’কে কৃতজ্ঞতা জানাই, আমার বিচ্ছিরি হাতের লেখাকে ওঁরা ছাপার অক্ষরে পরিবর্তিত করেছেন।
আমি কৃতজ্ঞ ‘রূপান্তরিত’ অধ্যাপিকা মানবী বন্দ্যোপাধ্যায়ের কাছেও। তিনি আমাকে নানাভাবে সাহায্য করেছেন। তাঁর নিজের অভিজ্ঞতা অকপটে জানিয়েছেন আমাকে। তাঁর মাধ্যমেই পরিচিত হতে পেরেছিলাম আরও কয়েকজন রূপান্তরকামী মানুষের সঙ্গে।

আমার এই কাজটা অনেকটা সহজ করে দিয়েছেন অজয় মজুমদার এবং নিলয় বসু। ১৯৯৭ সালে এঁরা বাংলা ভাষায় ‘হিজড়া’ সম্পর্কিত একটি গবেষণা গ্রন্থ প্রকাশ করেছিলেন। প্লাস্টিক সার্জন ডাক্তার কলিন রায় আমাকে সময় দিয়েছেন, ইনডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটের বায়োলজিকাল অ্যানথ্রোপলজির অধ্যাপক ডাঃ পরশমণি দাশগুপ্ত কয়েকটি বইপত্রের প্রয়োজনীয় হদিশ দিয়েছেন, ই.এন.টি-র বিশেষজ্ঞ ডাক্তার ইন্দ্রনীল সেন ওঁর অভিজ্ঞতার কথা বলেছেন, এরকম আরও অনেকের সাহায্য নিয়েই এই লেখা।
সাহায্য নিয়েছি বিভিন্ন ওয়েবসাইট এবং উইকিপিডিয়ার। বহু কবির কবিতার অংশ ব্যবহার করেছি। কবিদের কাছে তো ঋণী হয়েই আছি জীবনভর।
স্বপ্নময় চক্রবর্তীৎ

Holde Golap pdf নমুনাঃ

একটা মিটিং বসেছে।
প্রথমে অনুষ্ঠানটার একটা নাম ঠিক করা হবে। তারপর ঠিক হবে, ধারাবাহিকটা কীভাবে এগোবে। কী কী বিষয় থাকবে। সপ্তাহে একদিন করে, এক বছর ধরে চলবে। মানে বাহান্নটা পর্ব।
অনিকেত কতগুলো নাম সামনে রাখল।
চৌকাঠ।
সন্ধিকাল।
বয়ঃসন্ধি ।
জীবন যেরকম।
সন্ধিক্ষণ।
মনোবিদ দেবলীনা সান্যাল আছেন, ডাক্তার বিষ্ণু মুখোপাধ্যায় আছেন, গায়নোকলজিস্ট ভারতী বসু মজুমদার আছেন, সমাজতাত্ত্বিক মালা ভদ্র আছেন। একজন সাহিত্যিককেও রাখা হয়েছিল।
সাহিত্যিক বললেন——গোপন কথাটি রবে না গোপনে’ নামটা কেমন হয় ?
মনোবিদ বললেন—আবার রবীন্দ্রনাথকে টেনে আনছেন কেন? তা ছাড়া এত কাব্যিক নাম দরকার কী? একদম স্ট্রেটকাট নাম রাখুন।

সাহিত্যিক বললেন—তাহলে ওই রবীন্দ্রসংগীতটা দিয়ে প্রতিদিন অনুষ্ঠানটা শুরু করা যেত আর কী!
সমাজতাত্ত্বিক বললেন, চৌকাঠ নামটা মন্দ নয়। একটা ফেজ থেকে একটা নতুন ফেজ-এ যাচ্ছে। স্টেশন ডিরেক্টর বললেন, আমার মনে হয় ‘সন্ধিক্ষণ’ নামটাই থাকুক।
সবাই ঘাড় নাড়ল। স্টেশন ডিরেক্টরের ওপর তো কথা চলে না।
এবার কী কী বিষয় রাখা যায় বলুন আপনারা। মনোবিদ দেবলীনা সান্যাল বললেন— অ্যাডোলেসেন্স সাইকোলজি খুব ইম্পর্ট্যান্ট। সাইকোলজি-র দিকটা তো রাখতেই হবে। এসময় ওরা নিজেদের শিশুও ভাবতে পারে না, আবার অ্যাডাল্টও ভাবতে পারে না।

Holde Golap pdf হলদে গোলাপ pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply