ঝাল লজেন pdf – স্মরণজিৎ চক্রবর্তী Jhal Lojen pdf – Smaranjit Chakraborty

ঝাল লজেন pdf - স্মরণজিৎ চক্রবর্তী Jhal Lojen pdf - Smaranjit Chakraborty
ঝাল লজেন pdf - স্মরণজিৎ চক্রবর্তী Jhal Lojen pdf - Smaranjit Chakraborty

জোনাকিদের বাড়ি pdf উপন্যাসের মধ্য দিয়ে স্মরণজিৎ চক্রবর্তী বাংলা সাহিত্যের অন্যতম সেরা উপন্যাসিকের মর্যাদায় অধিষ্ঠিত হন। ঝাল লজেন pdf লেখতের আরো একটি সেরা গল্প সংকলন। আশি ও নব্বই দশক সময়ের আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া কিছু স্মৃতি নিয়ে Jhal Lojen pdf গল্প সংকলনটি সংকলিত হয়েছে। স্মরণজিৎ চক্রবর্তীর pdf সব সময়ই পাঠক চাহিদার শীর্ষে থাকে। তাই লেখকের জনপ্রিয় বই Jhal Lojen pdf আপনাদের মাঝে শেয়ার করা হলো। ঝাল লজেন্স বই পড়তে যারা আগ্রহী তারা দেরি না করে পড়ে ফেলুন। বইটি ভালো লাগলে ঝাল লজেন্স হার্ডকপি অবশ্যই কিনে সংগ্রহ করবেন। তাহলে ঝাল লজেন pdf download করে ফেলুন।

ঝাল লজেন pdf - স্মরণজিৎ চক্রবর্তী Jhal Lojen pdf - Smaranjit Chakraborty
ঝাল লজেন pdf – স্মরণজিৎ চক্রবর্তী Jhal Lojen pdf – Smaranjit Chakraborty

ঝাল লজেন pdf রিভিউঃ

মূলত আশি ও নব্বইয়ের দশকের সময়ের কথা। বলা যেতেই পারে এই বইটি সেই সময়ের যেনো অসাধারণ এক প্রামাণ্য দলিল। পাঠে কেবলমাত্র থাকে আবেগ ও রেখে যায় মুগ্ধতা ও স্মৃতিমেদুরতা।  বইটি স্মরণজিত চক্রবর্তীর একটি মাস্টারপিস সংকলন বলা যায়। বইটি দুটি পর্বে বিভক্ত করে লেখা হয়েছে, প্রথম পর্বে আমরা দেখতে পাই বাড়ির ছাদ, পাড়ার দোকান, রবিবারের চিত্র, তখনকার নিয়মিত লোডশেডিং, টেলিভিশনকে ঘিরে মাদকতা, নিমন্ত্রণ বাড়ি ও বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠান, ময়দানের খেলাধুলো ও ক্রিকেট, দুর্গাপুজো ও আরো অনেক কিছুই। সেই সময়ের জীবন ও সময়কে বদলে দেওয়ার মিষ্টি এক হাওয়াকে অতি সুন্দর ভাবে লেখক তুলে ধরেছেন ‘ঝাল লজেনে’। শহরতলী ও শহরের মায়াবী সেই সময়ের এক অসাধারণ রূপায়ণ পরিস্ফুটিত হয়েছে প্রতিটি পরিচ্ছদে।

মন কাড়ে এর দ্বিতীয় পর্বে এসেও। এইখানে রয়েছে মূলত বয়ঃসন্ধির প্রেম ভালোবাসার অনবদ্য বিবরণ। কলেজ স্ট্রিটের ছবি, প্রেয়সী, লেক, রেস্টুরেন্ট, প্রেমপত্র, পরীক্ষা এবং শেষে ঝাল লজেন বাধ্য করে আমাদের মায়াবী সেই সময়ের টাইম মেশিনের যাত্রী হয়ে যেতে। ‘ঝাল লজেন’ কেবলমাত্র একটি বই নয়, এ যেনো মুঠো মুঠো স্বপ্নময় আবেগের এক অনিন্দ্য সুন্দর কোলাজ। কেবলমাত্র স্মরণজিৎ চক্রবর্তীর পাঠক হিসেবে নয়, সত্যিকার অর্থেই বইটি ৫ স্টার পাওয়ার মতো।

নুঙ্গি বজবজ এলাকায় বড়ো হওয়া এক শিশুর ধীরে ধীরে কৈশোর কাটিয়ে নানা অভিজ্ঞতার সমাহারে জীবনের জলছবি আঁকার কাহিনী এই সুখপাঠ্য উপভোগ্য মজাদার স্মৃতি মেদুর এই বইটি প্রত্যেক পাঠকের অবশ্যপাঠ্য। আশি ও নব্বই দশকে বড়ো হওয়া প্রত্যেকে এই বইটি পড়ে নস্টালজিক হবেন।ফ্রিজ, টিভি, এন্টেনা, লোকাল ট্রেন, ট্রাম, রেস্তোরা, স্কুল, ফুটবল সব কিছুই এই বইটির উপজিব্য।স্মরণজিৎ চক্রবর্তী র লেখা এই সুস্বাদু গদ্য পাঠক কে মুগ্ধ করবেই।

Jhal Lojen pdf কারা পড়বেন?

যারা পুরনো ভাঙা পেন ফেলতে পারে না। ক্লাস টু-তে নীল রঙের হারানো একপাটি মোজার শোকে আজও কাতর হয়। যারা ছোটবেলার ডনাল্ড ডাক আঁকা টিফিনবক্সের ঢাকনা জমিয়ে রাখে। সবার থেকে লুকিয়ে রাখে কাচের গুলির সেই গুপ্তধন। যারা স্কুলে প্রাইজ় পাওয়া নিকেল করা মেডেল রেখে দেয় যত্ন করে। রেখে দেয় ছিঁড়ে যাওয়া প্রথম পড়ার বই। রঙচটা ডায়রির ভাঁজে গোপন সুগন্ধী কাগজের চিঠি, খাম। জমিয়ে রাখে বাসের টিকিট, ট্রামের টিকিট। সেই ‘তার’ দেওয়া লজেন্স আর চকোলেটের র‍্যাপার। বন্ধ হয়ে যাওয়া প্রথম ঘড়ি। ভুল করে ফেলে যাওয়া চুলের ক্লিপ। মায়ের কাঠের বাক্সে খুঁজে পাওয়া ছোট্ট সোনালি সেফটিপিন। ক্ষয়ে যাওয়া গন্ধ রাবার। আর শত চেষ্টা করেও যারা আজও ভুলতে পারে না সেই ফোন নাম্বার! তাদের জন্য Jhal Lojen pdf বইটি।

ঝাল লজেন pdf সংক্ষেপঃ

ঝাল লজেন আনন্দময় ভাষায় লেখা, নানান মজা আর মনখারাপের আলো ছায়ায় বোনা এমন এক বই যা আমাদের মনকে দ্রব করে দেয়। ঝাল লজেন এমন এক স্মৃতিকথা যা আসলে একজনের হয়েও অন্য সবার স্মৃতির কথাই বলে। বলে, ঝাল লজেনের মতো জীবনের আনন্দকেও ভাগ করে নিলে তার স্বাদ বেড়ে যায় হাজার হাজার গুণ। ঝাল লজেন অতীতের সরণি দিয়ে হেঁটে যাওয়া নানান টুকরো স্মৃতির মালা! বেদনা ও ভালবাসার এক অনাবিল আলিঙ্গন।

ঝাল লজেন সূচিপত্রঃ
প্রথম পর্ব
আমাদের বাড়ি ৩ রবিবার ১০ পাড়ার দোকান ১৬ সকালবেলা ২১ লোডশেডিং ২৬ ছাদ ৩৪ আব্বুলিশ ৪০ টেলিভিশন ৪৬ রবীন্দ্র জয়ন্তী ৫৩ ফুটবল ৬০ নেমন্তন্ন ৬৯ ঠান্ডা মেশিন ৭৬ সেই কলকাতা ৮৩ অ্যাকশন ৯১ প্ৰেম ৯৭ কৃশানু ১০৩ দুর্গাপুজো ১১০ খেলা দেখা ১২০ ছোটবেলার স্কুল ১২৯ গরমের ছুটি ১৩৮ গঙ্গা ১৪৩ সিনেমা হল ১৪৯

দ্বিতীয় পর্ব
নতুন বাড়ি, পুরনো শহর ১৫৯ লোকাল ট্রেন ১৬৫ সেই মেয়েটা ১৭৪ রেস্তোরাঁ নয়, রেস্টুরেন্ট ১৮২ লেক ১৮৯ হাইস্কুল ১৯৭ প্রেম ও প্রেমপত্র ২০৪ হেমন্তের প্রেমপত্র ২১৫ পরীক্ষা ২২৫ দূরে কোথাও 238 লেখালিখি ও কলেজ স্ট্রিট ২৪৪ শেষটুকু: ঝাল লজেন ২৫০

Jhal Lojen pdf নমুনাঃ

কারেন্ট নুনের কথা মনে পড়ে খুব। কালো রঙের নুন। হাতের পাতায় নিয়ে জিভের ডগা দিয়ে ছুঁলেই চিড়িক করে একটা কেমন যেন লাগত! আমরা চোখমুখ কুঁচকে নিলেও হাসতাম। নোনতার সঙ্গে সামান্য টক একটা ভাব! কী যে ভাল লাগত। নঙ্গী স্টেশনের কাছে একটা দোকানে এমন নুনের ছোট্ট পাতলা প্যাকেট মালার মতো ঝোলানো থাকত। দশ পয়সা দাম ছিল। মিষ্টিদাদুর সঙ্গে গিয়ে কিনে আনতাম।

আর ছিল দামুদা। নিউল্যান্ড স্কুলের সামনে বসত। সে বিক্রি করত লটারি। পানের খিলির মতো প্যাকেটের মধ্যে কখনও থাকত একটা ছোট্ট প্লাস্টিকের আংটি, কখনও ছোট্ট ছুরির আকারের খেলনা বা একটা কাচের গুলি! এর সঙ্গে একটা দই খাওয়ার কাঠের চামচের গায়ে লাগানো আচার! বোনকে পয়সা দিয়ে দিলে ও স্কুল-শেষের পরে নিয়ে আসত কিনে। আমরা সবাই এক এক করে সেই কাগজের খিলিটা খুলে দেখতাম কে কী পেল! কেউ জানত না কার ভাগ্যে কী থাকবে। তাই এর নাম ছিল লটারি!

এক বৃদ্ধ আসত। সাইকেলের পেছনে ক্যারিয়ারে ছোট্ট একটা কাঠের বাক্স বাঁধা থাকত সাইকেলের ফাটা টিউব দিয়ে। তার মধ্যে থাকত ছোট ছোট আইসক্রিম! কিন্তু না, এমনি পয়সা দিয়ে কেনা যাবে না সেই আইসক্রিম! খেলতে হবে একটা খেলা। ব্যাগাটেলি!

সে একটা ব্যাগাটেলি নামাত। তাতে পঞ্চাশ, পঁচাত্তর একশো, দেড়শো সব ঘষে তুলে ফেলে লেখা থাকত শূন্য, এক, দুই, তিন আর পাঁচ! এবার একবার একটা লোহার গুলি মেরে দেখতে হবে সেটা কোন খোপে গিয়ে আটকায়। যারটা যে খোপে আটকাবে সে ততগুলো আইসক্রিম পাবে। প্রতিটা গুলি মারার দাম সেই দশ পয়সা!

এই আইসক্রিমের সঙ্গে যুক্ত ছিল মজা। কে ক’টা পেতে পারে সেটা নিয়ে একটা উত্তেজনা থাকত। একবারই আমি একজনকে পাঁচটা আইসক্রিম পেতে দেখেছিলাম। সে প্রাথমিকভাবে উত্তেজিত হলেও পরে পাঁচটা আইসক্রিম নিয়ে কী করবে বুঝতে পারেনি! এমন কেউ পেলে সেই বৃদ্ধ একটা প্রস্তাব দিত। সে একটা আইসক্রিম দেবে বিনামূল্যে, যদি চারটে তাকে কেউ ফিরিয়ে দেয়!

স্মরণজিৎ চক্রবর্তীর লেখা আরো বই পড়তে দেখুন এখানে।

আর ছিল বায়েস্কোপওয়ালা। মাথায় করে একটা বাক্স নিয়ে এসে স্ট্যান্ড করাত মাঠে। তারপর বাক্সের নানান দিকের গোলমতো ঢাকনা খুলে দিত। সেখানে চোখ লাগিয়ে দেখত সবাই। ভেতরে রঙিন সব ছবি! সঙ্গে গান চলত। এই বায়েস্কোপওয়ালার টিকিটের দাম ছিল এক টাকা। যা সামান্য বেশি লাগলেও ওই ছবি দেখার সঙ্গে পাওয়া যেত একটা প্যাকেট। তাতে সিনেমার নায়কদের ছবি দেওয়া। আর সেই প্যাকেটের মধ্যে থাকত ভাজা মৌরি আর মিছরির দানার মিশ্রণ।

আমরা সবাই ছিলাম বাবলগাম আর চুইংগামের ভক্ত! এনপি বাবলগাম পাওয়া যেত লাল-কালো দু’দিক মোড়ানো মোড়কে। সেখানে একজন টুপি পরা লোকের ছবি থাকত। কী যে শক্ত ছিল সেই বাবলগামটা! কিছুক্ষণ লজেন্সের মতো করে চুষে নরম করার পরে সেটাকে চিবোতে হত।
আর ছিল চিকলেট। মানে চুইংগাম। হলুদ আর কমলা স্যাসেতে পাওয়া যেত। একটা স্যাসের মধ্যে দুটো করে বালিশের মতো দেখতে চুইংগাম থাকত। আর পাওয়া যেত সবুজ মোড়কের অন্যরকম এক চুইংগাম। সেটার একটা প্যাকে থাকত চারটি চুইংগাম। আমরা ফুটবল খেলতে নামার আগে একসঙ্গে চারটে চুইংগাম মুখে পুরে দিতাম। কারণ বিদেশে প্লেয়াররা নাকি তাই করে! এই তথ্যটা যে আমাদের কে দিয়েছিল সেটা আর মনে নেই। কিন্তু আমরা তেমনই জেনেছিলাম!

এখন যেমন লম্বা পাতলা চুইংগাম পাওয়া যায়, তখন তেমন পাওয়া যেত না এখানে। বিদেশ থেকে কোনও আত্মীয় এলে তারা সেসব নিয়ে আসত। আর আমরাজ সেসব মহার্ঘ হিসেবে যত্ন করে রাখতাম। যে আমরা চারটে চুইংগাম একসঙ্গে পেরো নিতাম, সেই আমরাই পুরো একটা স্ট্রিপ একবারে মুখে না ঢুকিয়ে ভাগে ভাগে একটু একটু করে খেতাম। কারণ যত দেরিতে ফুরোয় আর কী!

Jhal Lojen pdf কেন পড়বেন?

১. পুরনো কলকাতার গ্রামীন জীবন সম্পর্কে জানার ও অনুভব করার  এক দারুন সুযোগ হলো ঝাল লজেন pdf বইটি। ঝাল লজেন এর প্রথম পর্বে গ্রামীন জীবন নিয়ে দারুন এক র্বণনা রয়েছে।

২. ঝাল লজেন pdf এর দ্বিতীয় পর্বে থাকছে সেকালের শহুরে জীবনের বাস্তবধর্মী বিবরণ। যা পাঠককে পুরনো দিনের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে।

৩. ঝাল লজেন pdf টি ঝকঝকে হওয়ায় পড়তে কোন ঝামেলা হবে না।

৪. ছোটবেলার স্মৃতিকে জাগিয়ে তুলে স্মৃতির রোমন্থন করতে বইটির তুলনা নেই।

৫. প্রতিটি গল্পের পরিসর খুব একটা বড় নয়। ফলে এক বসাতেই পড়ে ফেলতে পারবেন ঝাল লজেন এর গল্পগুলো।

৬. রবীন্দ্রনাথের ভাষায় – শেষ হইয়াও হইলো না শেষ। গল্পের এমন বেশিষ্ট্যই খুঁজে পাবেন প্রতিটি গল্পে। ফলে গল্প পিপাসুদের মনের অসাধারণ এক খোরাক হবে ঝাল লজেন বইটি।

৭. ছোট বেলার বাবার শাসন ও মায়ের আদরের স্মৃতি ফুটে উঠবে প্রতিটি গল্পে।

স্মরণজিৎ চক্রবর্তীর Jhal Lojen pdf পড়ুন।

যে কোন বাংলা বইয়ের পিডিএফ পড়তে বা ডাউনলোড করতে google এ সার্চ করুন banglabookspdf

Be the first to comment

Leave a Reply