
শীর্ষেন্দু মুখোপাধ্যায় অদ্ভুতুড়ে সিরিজের ১১তম উপন্যাস Jhiler Dhare Bari pdf ঝিলের ধারে বাড়ি pdf এর ঝকঝকে ও হাই কোয়ালিটির পিডিএফ পড়ুন ও ডাউনলোড করুন। ঝিলের ধারে বাড়ি pdf সহজ সরল ভাষায় লিখিত কিস্তু পাঠকপ্রিয় এক উপন্যাস। অনেক দিনের পুরনো হলেও অদ্ভুতুড়ে সিরিজের উপন্যাসটির গঠনশৈলী আপনাকে রহস্য রোমাঞ্চ আর হরর উপন্যাসের স্বাদ দিবে। ভয় উৎকন্ঠা আর কমেডিতে ভরপুর ঝিলের ধারে বাড়ি pdf টি দেরি না করে পড়ে ফেলুন।

Jhiler Dhare Bari pdf কাহিনীঃ
সদাশিববাবু থাকেন সুন্দরবনের পাশেই ছোটখাট এক গ্রামে যার নাম কেটেরহাটে। এক সময়ে দুর্দান্ত খেলোয়ার আর শিকারী ছিলেন। বিশাল পুরোনো এক বাড়িতে তিনি একাই থাকেন। একমাত্র ছেলে আর নাতিনাতনিরা থাকে কলকাতায়, তবে তারা প্রতি সপ্তায় শনি-রবিবার এসে দাদুর কাছে থেকে যায়। বড় ঝিলের ধারে সদাশিববাবুর একটা বাড়ি আছে, একেবারেই পুরোনো আর বসবাসের অনুপযুক্ত। বাড়ি আর ঝিলটাকে ঘিরে অনেক কিংবদন্তী চালু আছে, তবে সদাশিববাবু সেসবে বিশ্বাসী নন। শীতের এক সকালে তিনজন যুবক নিজেদের সায়েন্টিস্ট পরিচয় দিয়ে গবেষণার জন্য বাড়িটা ভাড়া নিতে চায়। বিভিন্ন কথাবার্তার পর সদাশিববাবু রাজি হন, কিন্তু তারা চলে গেলে তাঁর মনটা খচখচ করে ওঠে। কাজটা কি ঠিক হলো?
ঝিলের ধারে বাড়ি রিভিউঃ
আমাদের পৈতৃক বাড়ি একেবারে ঝিলের ধারে না হলেও আশেপাশে বিস্তর খালবিলে ভরপুর বন জঙ্গলের দরুন শৈশব কেটেছে দস্যিপনার সবটুকু স্বাদ নিয়েই। সাথে নদী তো ছিলই। তাই ছেটবেলার দস্যিপনা থেকে আটকানোর কোন উপায় হয়তো ছিল না। কত সময় পার হয়েছে বিলে ঝিলে কিংবা নদীর স্রোতের সঙ্গে লড়াই করে। তাই ঝিলের ধারে বাড়ি শীর্ষেন্দু মুখোপাধ্যায় অদ্ভুতুড়ে সিরিজের উপন্যাসটি মনে বেশ দাগ কেটেছে।
অদ্ভুতুড়ে সিরিজ pdf ডাউনলোড লিংক Advuture Series pdf Download Link
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখাকে পছন্দ করার অন্যতম কারণ হলো বেশ সাদামাটা ও সহজ শব্দে হারানো সোনালী অতীতকে ঝলমলে করে আমাদের সামনে এনেছেন অদ্ভতুড়ে গল্পগুলোর মাধ্যমে। আদ্ভুতুড়ে গল্পগুলো সাদামাটা অথচ গভীর জীবন সংশ্লিষ্ট। প্রতিটি বই মনে রেখাপাত করেছে। সদাশিববাবু যাকে কেন্দ্র করেই গল্পের ধারা এগতে থাকে। জীবনের কোন এক সময় সদাশিববাবু ছিলেন স্পোর্স্টম্যান আর ছিলেন দুঃসাহসী শিকারী। তার আতঈয় স্বজন থাকেন কলকাতায়। তারা প্রতি সপ্তাহে এসে তারা দেখা করে যান।
ঝিলের ধারে সদাশিববাবুর একটি নির্জন বাড়ি আছে। তিনি একাকি থাকেন সেই বাড়িতে। বাড়ি বললে ভুল হবে একেবাবে যেন বসবাসের অযোগ্য এক পুরনো স্থাপত্য। এধরনের বাড়িতে সহজেউ কেউই বসবাস করতে চাইবেন না। কিন্তু সদাশিববাবু অবলীলায় সেখানে বসবাস করে আসতেছেন। সেই বাড়ি নিয়ে আবার রয়েছে নানা অদ্ভুত সব গল্প গুজব। কিন্ত সদাশিববাবু এস গালগল্প বিশ্বাস কনে না। তিনি বলেন এসব দুষ্ট ণোকদের প্রচারণা।
শুকতারার-১০১ গোয়েন্দা ও রহস্য গল্প পিডিএফ Shuktara-r 101 Goenda O Rahsya Galpo pdf
এর মধ্যে ঘটে নাটকীয় নানা ঘটনা। তিন জন বিজ্ঞানী পরিচয় দেওয়া লোক তাদের গবেষণা কাজের জন্য ঝিলের ধারে বাড়িটি ভাড়া সনতে আসেন। তাদের সাথে নানা কথার ফাকে তিনি বিজ্ঞানীদের ভাড়া দিতে রাজি হয়ে যান। তারা চলে যায় আবার আসবে বলে। এর মধ্যেই সদাশির মনে নানা প্রশ্ন দেখা দেয়। তাদের ভাড়া দেওয়া আলেই কি ঠিক হলো? নাকি তাদের ফিরিয়ে দেওয়া দরকার ছিল। নানা দোলাচলে দুলতে থাকেন তিনি।
ঘটনাক্রমে ঝিলের ধারে বাড়িতে মিলল কয়েক লাখ টাকার সোনা দান হীরে মানিক মুক্তা। কি করে এল এস মণিমানিক্য? কারাই বা এস লোক চক্ষুর সামনে আনল? তাদের উদ্যেশই বা কি? শেষ পর্যন্ত লাখ টাকার সোনা দান হীরে মানিক মুক্তা কার হস্তগত হবে? এসব জানতে পড়তে হবে Jhiler Dhare Bari pdf উপন্যাসটি।
ঝিলের ধারে বাড়ি pdf টি পড়লে আপনারও মনে হবে আমার যেন এমন ঝিলের ধারে বাড়ি থাকে যেখানে আমি নিরিবিলি অথচ নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে জীবন পার করে দিতে চাই। অথবা ঝিলের ধারে এমন বাড়ি খুজে বের করে তার ইতিহাস জেনে নেই যে তাতে কোন নাটকীয়তা আছে কিনা? সহজ সরল ভাষা অথচ গভীর ভাবাদর্শের উপন্যাস ঝিলের ধারে বাড়ি আপনার উপন্যাস পড়ার ধারনাকেই পাল্টে দিতে পাবে। নতুন অদ্ভুতুড়ে সিরিজের চেয়ে বেশ পুরনো এই উপন্যাসটি যে কোন পাঠকের মনে রেখাপাত করবেই। তাই দেরি না করে এখনই পদে ফেলুর ঝিলের ধারে বাড়ি pdf উপন্যাসটি।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় অদ্ভুতুড়ে সিরিজের উপন্যাস Jhiler Dhare Bari pdf পড়ুন এখান থেকে ও ঝিলের ধারে বাড়ি pdf ডাউনলোড করুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.