জং বাহাদুর সিংহর নাতি pdf – শীর্ষেন্দু মুখোপাধ্যায় Jong Bahadur Singher Nati pdf by Sirshendu Mukhopadhyay

জং বাহাদুর সিংহর নাতি pdf - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Jong Bahadur Singher Nati pdf by Sirshendu Mukhopadhyay
জং বাহাদুর সিংহর নাতি pdf - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Jong Bahadur Singher Nati pdf by Sirshendu Mukhopadhyay

শীর্ষেন্দু মুখোপাধ্যায় অদ্ভুতুড়ে সিরিজের সাম্প্রতিক সময়ের উপন্যাসগুলোর মধ্যে অন্যতম Jong Bahadur Singher Nati pdf জং বাহাদুর সিংহর নাতি pdf পড়ুন ও ডাউনলোড করুন। জং বাহাদুর সিংহর নাতি pdf  পাঁচ তারকা পাওয়ার মতো এক উপন্যাস।

জং বাহাদুর সিংহর নাতি pdf - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Jong Bahadur Singher Nati pdf by Sirshendu Mukhopadhyay
জং বাহাদুর সিংহর নাতি pdf – শীর্ষেন্দু মুখোপাধ্যায় Jong Bahadur Singher Nati pdf by Sirshendu Mukhopadhyay

Jong Bahadur Singher Nati pdf কাহিনীঃ

গোটা বিদ্যেধরপুরের লোকই চায় বীর বাহাদুর সিংহ একজন বীরপুরুষ হয়ে উঠুক। অনেকেই তার কাছে এসে লাঠিখেলা বা তরোয়াল চালানো শিখতে চায়। কেউ বা সাত ফুট উঁচু দেওয়াল ডিঙোনোর কায়দা শেখার জন্য ঝুলোঝুলি করে। কিন্তু বীর বাহাদুর সকলকেই হতাশ করে। সে তো জানেই না কিছু। কিন্তু এভাবেই একদিন একজন বেঁটে সাদাসিধে লোক এসে তার কাছে আশ্রয় নিল । শত চেষ্টাতেও তাড়ানো গেল না। বীর বাহাদুর পড়ল ফাঁপরে। তাকে গুরু বলে মেনে নিয়েছে লোকটা। এদিকে বীর বাহাদুরকেই তো বারপাঁচেক ডাকাতের হাতে মার খেয়ে হাসপাতালে যেতে হয়েছে। কিন্তু বীরুর এমনটা হওয়া উচিত ছিল না। এ তল্লাটের ডাকসাইটে ডাকাত জং বাহাদুর সিংহের নাতি বলে কথা। সে কি এভাবেই ভিতুর মতো দিন কাটাবে?

জং বাহাদুর সিংহর নাতি রিভিউঃ

শীর্ষেন্দু মুখোপাধ্যায় অদ্ভুতুড়ে সিরিজের যারা ভক্ত তাদের জন্য আরো একটি নতুন বই Jong Bahadur Singher Nati pdf পড়ার সুযোগ পেয়ে বেশ ভালো লাগলো। এই সিরিজের প্রতিটি বই দুর্দান্ত লেভেলের লেখা। বীর বাহাদুর সিংহ একজন সাদামমাটা জীবন যাপনকারী হিসেবে জানলেও তার মধ্যে লুকিয়ে আছে আদি পুরুষদের মহা বিক্রম শক্তি – এমনটাই বিশ্বাস করে এলাকাবাসী থেকে শুরু করে আশেপাশের সকল মানুষ। কিন্তু তিনি সেটা মানতে নারাজ। তাই বিভিন্নএলাকা থেকে আসা মানুষদের তিনি ফিরিয়ে দেন যারা তার কাছে শিখতে আসেন লাঠি খেলা কিংবা কুস্তি ডন খেলা।

অদ্ভুতুড়ে সিরিজ pdf ডাউনলোড লিংক Advuture Series pdf Download Link

তবে কোন এক সময় নিজের অজান্তেই বেরিয়ে আসে সেই শক্তি। তিনি হয়ে ওঠেন সত্যিকার জং বাহাদুর সিংহর নাতি। নানা হাস্যরস আর রোমাঞ্চের মধ্য দিয়ে কাহিনী গড়াতে থাকে। পাঠক একদিকে যেমন হরর, থ্রিলার ও অ্যাডভেঞ্চারে স্বাদ পাবেন অন্যদিকে অদ্ভুত সব হাসির কান্ডও ঘটতে থাকবে। এমন আন্দ উপভোগ করতে পড়ুন Jong Bahadur Singher Nati pdf উপন্যাসটি। জং বাহাদুর সিংহর নাতি কিশোর উপন্যাস জগতে এক ভিন্ন মাত্রা।

Jong Bahadur Singher Nati pdf নমুনাঃ

সকাল থেকে তরলাকে দেখতে না পেয়ে মহিমবাবু ভারী উচাটন। রোজ প্রাতঃকালে ঘুম থেকে উঠেই পাপোশের পাশে সুন্দর গুটি পাকিয়ে শুয়ে থাকা তরলাকে দেখে ভারী একটা সুখ হয় তাঁর। আর তরলা মেয়েও বড় ভাল। কারও সাতে পাঁচে নেই। ঠান্ডা সুস্থির মেজাজ। আপনমনে থাকে আর নিজের মনে ঘুরে বেড়ায়। ঘরের মধ্যে এদিক-ওদিক, খাটের তলা, আলনার আড়াল সব খুঁজে দেখতে গিয়ে হঠাৎ মহিমবাবুর চোখে পড়ল ঘরের দরজাটাও আবজানো, খিলটা দেওয়া নেই। খুবই অবাক হলেন তিনি। তবে কি বুড়ো হয়ে যাচ্ছেন নাকি? খিল দিয়ে শুতে কি রাতে ভুলে গিয়েছিলেন?

সমরেশ মজুমদার পিডিএফ ডাউনলোড করুন Samaresh Majumder pdf online

তাড়াতাড়ি বেরিয়ে এসে দাওয়া থেকে হাঁক মারলেন, “ওরে গিরিধারী, কোথায় গেলি রে দেখ তো বাবা কী কান্ড।”
গিরিধারী তাঁর পুরনো কাজের লোক। তার বয়স হয়েছে। কানে কম শোনে, চোখেও কম দেখে। ডাকাডাকি শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, “হল কী কর্তা? বাড়িতে ডাকাত পড়েছে নাকি?”
“আমার তরলা কোথায় গেল বলতে পারিস? ঘুম থেকে উঠেই দেখছি, পাপোশের পাশটা ফাঁকা । আর ঘরের দরজাও খোলা।”

“আপনার কিন্তু কর্তা একটু ভীমরতি হয়েছে আজকাল। তা হওয়ারই কথা। এ বয়সে হয়। এই তো সেদিন হরিসভায় কীর্তন শুনতে গিয়ে অন্য কার যেন চটিজোড়া পায়ে দিয়ে ফিরে এলেন। গত বিত্বার পটলবাবুর সঙ্গে বউডুবির খালে মাছ ধরতে যাবেন বলে বন্দুক নিয়ে বেরিয়েছিলেন।”
“তোরও কি বয়স বসে আছে নাকি? বুড়ো বয়সের দোষ কি জানিস? বেশি কথা কওয়া। যে কথাটা না কইলেও হয়, সেটাই ফুলিয়ে ফাঁপিয়ে, পাড়া জানান দিয়ে বলতে লেগেছিস। বলি আসল কথাটা কি কানে গেছে? তরলা গেল কোথায়?”

Masud Rana pdf All part 2 (Masud Rana 101-200) মাসুদ রানা সিরিজের সকল বই পিডিএফ পার্ট ০২ (মাসুদরানা ১০১-২০০)

“ওই তো বললুম, আপনাকে ভীমরতিতে ধরেছে। ঘরের দরজাটায় খিল দিতে নিশ্চয়ই রাতে ভুলে গিয়েছিলেন। আমি ঘরের দরজা খোলা দেখে ঘরে গিয়েছিলুম উঁকি মারতে। তরলা কোথাও যায়নি, আপনার বিছানায় উঠে বালিশের পাশে দিব্যি বিড় পাকিয়ে শুয়ে ঘুমোচ্ছে। একটু আগেই দেখে এলুম।”

শীর্ষেন্দু মুখোপাধ্যায় অদ্ভুতুড়ে সিরিজের উপন্যাস Jong Bahadur Singher Nati pdf পড়ুন এখান থেকে ও জং বাহাদুর সিংহর নাতি pdf ডাউনলোড করুন এখান থেকে।

Be the first to comment

Leave a Reply