সৌমিক দে এর কালীগুণীন সিরিজ pdf এর Kaligunin o Choy Rohosso pdf ডাউনলোড করুন banglabookspdf থেকে। কালীগুণীন ও ছয় রহস্য pdf কালীগুণীন সিরিজের অন্যতম উপন্যাস ও কালীগুণীন সিরিজের প্রথম উপন্যাস। কালীগুণীন সিরিজের আরো বইগুলো হল কালীগুণীন কিস্তিমাত ২ pdf ও কালীগুণীন ত্রাহিমাম pdf যা পর্যায়ক্রমে আপনারা পড়তে পারবেন। Kaligunin o Choy Rohosso pdf রয়েছে ৬টি ভয়ংকর গল্প। এগুলো হল – কানাওলার ফাঁদ, নেত্রপাণির বিভীষিকা, চন্দ্রপিশাচ রহস্য, রক্তগন্ধা রহস্য, হোগলামারির নরঘাতক, আপাই।
Kaligunin o Choy Rohosso pdf গল্প সংক্ষেপঃ
কানাওলার ফাঁদ: নেকড়েমারি গ্রামের আকাশে বাতাসে কীসের আতঙ্ক? কখনও ধানক্ষেতে, কখনও ডোবার জলে অদৃশ্য কারুর চলে বেড়ানোর আওয়াজ! কে সে?
নেত্রপাণির বিভীষিকা: নেত্রপাণি তালুক থেকে উধাও হয়ে যাচ্ছে মেয়েমানুষ… পাঁচমারীর বনে আস্তানা গেড়েছে দু’জন কাপালিক… হচ্ছে “অগ্নিমন্থন সাধনা… কী তাদের উদ্দেশ্য ?
চন্দ্রপিশাচ রহস্য: হিজলপোঁতা গ্রামে আবির্ভূত হলেন সৌম্যদর্শন, শ্বেতবর্ণ কেশধারী এক বৃদ্ধ সাধু… সঙ্গে এক রহস্যময় তাম্রলিপি… কী রহস্য লুকিয়ে আছে তাতে?
রক্তগন্ধা রহস্য: একজন মানুষকে নির্দিষ্টভাবে চিহ্নিত করতে কী বেছে নেবেন? রূপ? বর্ণ? নাকি গন্ধ? পুরাণে বর্ণিত সব ঘটনা কি নিছকই কল্পকাহিনী? সত্যি কি প্রাণ প্রতিষ্ঠা করা যায় নির্জীব বস্তুতে?
হরর ও গোয়েন্দা উপন্যাস পার্ট ১ পিডিএফ ডাউনলোড Horror Goyenda Uponnas pdf download
হোগলামারির নরঘাতক : কাঁচা মাংস চিবিয়ে খায় মেয়েটি… তার প্রেমেই পড়ল হোগলামারির জমিদারবাড়ির ছেলে শিবা… শিবা কি জানতে পারবে সুলতার আসল পরিচয়?
আপাই: সাদা ধোঁয়াটের মতো আকৃতি…. লোমশ হাত-পা … সারা দেহের হাড়-মাংস সব ঝলসানো… চোখ দুটো কয়লার ভাঁটির মতো জ্বলছে… কে এই সাক্ষাৎ বিভীষিকা? কী চায় সে?
যখন অপশক্তির হাতে জীবনীশক্তি পরাস্ত হতে আরম্ভ করে… অশরীরী অপদেবতার হিংস্র থাবা গ্রাস করতে থাকে একের পর এক গ্রাম, তালুক, শহর… অপারগ মানুষ অসহায়ভাবে অপেক্ষা করতে থাকে মৃত্যুর… ঠিক তখনই… কোনও না কোনও উপায়ে সেখানে আবির্ভূত হন… পিশাচের যম… অপশক্তির সাক্ষাৎ শমন… এক ব্রাহ্মণ… নাম কালীপদ মুখুজ্জে…. নিবাস রায়দীঘড়া।
কালীগুণীন ও ছয় রহস্য pdf রিভিউঃ
ধানগাছের আগার দিকেই যেমন শষ্যদানাটুকুর অবস্থান, তেমনি কোনও মলাটবাঁধা বইয়ের মূল পরিচিতি কিন্তু তার ভূমিকাটুকু। আমরা দেশী বা ভিনদেশী ভৌতিক সাহিত্যগুলিতে ভয়ের বা গা ছমছমে গল্প হয়তো বহুবারই পড়েছি, কিন্তু ভূত কিম্বা ভয়ঙ্কর প্রেতযোনীর সঙ্গে কুটবুদ্ধির দাবা খেলে তাকে নিজের ফাঁদে ফেলার মতো গল্প খুবই বিরল। কালীগুণীন কিন্তু নিজের তীক্ষ্ণ মেধা এবং উপস্থিত বুদ্ধি দিয়ে প্রত্যেকবার সেইটাই করে আসছেন।
স্মরণজিৎ চক্রবর্তী pdf ডাউনলোড Smaranjit Chakraborty pdf best books
তারপর দ্বিতীয় কথাটি হলো তাঁর আবির্ভাব। যখন অপশক্তির হাতে জীবনীশক্তি পরাস্ত হতে আরম্ভ করে, যখন অশরীরী অপদেবতার হিংস্র থাবা গ্রাস করতে থাকে একের পর এক গ্রাম, তালুক, শহর, ঠিক তখনই কোনও না কোনও উপায়ে সেখানে আবির্ভূত হন পিশাচের যম, অপশক্তির সাক্ষাৎ শমন কালীপদ মুখুজ্জে ওরফে কালীগুণীন। তারপর নিজের অসামান্য তন্ত্রবিদ্যার শক্তি এবং উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে বের করে ফেলেন চতুর ও ধূর্ত প্রেতাত্মা বধের উপায়।
তৃতীয় ব্যাপারটি হলো এই গল্পগুলির ভাষা শৈলী। ছেলেবেলার হারিয়ে যাওয়া পুরাতন বাঙলা, যে ভাষায় আমরা বিভূতিভূষণের লেখা পড়ে বড়ো হয়েছি, যে ভাষায় ঠাকুরমার মুখে গল্প শুনে ঘুমিয়েছি, সেই ভাষাকে লেখক আরও একবার ফিরিয়ে এনে হাজির করেছে এই ইট-কাঠ-পাথর-কংক্রিটের জঙ্গলে। ঘুমপাড়ানি গানের সুরে যে ভাষা কানে কানে গল্প বলে।
শহুরে প্রেক্ষাপটে ভয়ের বা ভূতের গল্প আমরা যথেষ্ট পড়ি, কিন্তু গ্রামবাংলার বর্ষাকালের ব্যাঙ আর ঝিঝি ডাকা রাতে তেলের বাতির টিমটিমে আলোর পরিবেশে সেই ভয় কিন্তু একেবারেই আলাদা রূপ ধারণ করে।
সোনালী শিশির pdf – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ Shonali Shishir pdf – Rudra Mohammad Shahidullah
শহরের পিচে মোড়া রাস্তার চেয়ে পাড়া গাঁয়ের কাদা মাখা ঘুটঘুটে অন্ধকার পথ কিন্তু হাড়ে হাড়ে কাঁপুনি ধরায়। সেই সময়কার হারিয়ে যাওয়া সেই পল্লীগ্রামের আস্বাদ আবার ফিরে পেয়েছি কালীগুণীনের গল্পগুলির মাধ্যমে।
এই কালীপদ মুখুজ্জের অসামান্য ঘটনাগুলির মধ্যে মাত্র ছয়টিকে বেছে নিতে গিয়ে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। ছত্রে ছত্রে, পরতে পরতে পৌরাণিক রহস্য, ইতিহাসের হাতছানি এবং গোয়েন্দা গল্পকেও বুঝি টেক্কা দিতে পারে এমন টানটান রোমাঞ্চকর ঘটনাপ্রবাহ মিলে বইটি নিঃসন্দেহে শুধু আপনাদের বইয়ের তাকে নয় মনের মণিকোঠাতেও নিজের ঠাঁই করে নেবে।
বস্তুতঃ ‘কানাওলার ফাঁদ’ গল্পের মধ্য দিয়েই এই শক্তিধর তান্ত্রিকের প্রথম আত্মপ্রকাশ। এরপর একের পর এক তাঁর বিভিন্ন বয়সের বিভিন্ন ঘটনা এবং রহস্য উন্মুক্ত হয়েছে পাঠকদের কাছে। কেবলমাত্র তন্ত্রের মহাশক্তিই নয়, সেই সঙ্গে অপূর্ব ধূর্ততার মিশেলে এই বজ্রের ন্যায় কঠিন অথচ মাটির চেয়েও কোমল মানুষটি হয়ে উঠেছে আমাদের পাশের ঘরের মানুষটি।
সৌমিক দে এর কালীগুণীন ও ছয় রহস্য pdf পড়ুন এখান থেকে Kaligunin o Choy Rohosso pdf ডাউনলোড করুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.