কালীগুনীনের কিস্তিমাত ২ pdf – সৌমিক দে Kaliguniner Kistimat 2 pdf – Soumik Dey

কালীগুনীনের কিস্তিমাত ২ pdf - সৌমিক দে Kaliguniner Kistimat 2 pdf - Soumik Dey
কালীগুনীনের কিস্তিমাত ২ pdf - সৌমিক দে Kaliguniner Kistimat 2 pdf - Soumik Dey

সৌমিক দে এর কালীগুণীন সিরিজ pdf এর দ্বিতীয় বই Kaliguniner Kistimat 2 pdf ডাউনলোড করুন banglabookspdf থেকে। কালীগুনীনের কিস্তিমাত ২ pdf কালীগুণীন সিরিজের অন্যতম উপন্যাস ও কালীগুণীন সিরিজের দ্বিতীয় উপন্যাস। কালীগুণীন সিরিজের আরো বইগুলো হল কালীগুণীন ও ছয় রহস্য pdf ও কালীগুণীন ত্রাহিমাম pdf যা পর্যায়ক্রমে আপনারা পড়তে পারবেন। Kaligunin o Choy Rohosso pdf রয়েছে ৫টি ভয়ংকর গল্প। এগুলো হল – কালীগুণীন এবং দানবের মণি, কালীগুণীন আর করালদংষ্ট্রা রহস্য, কালীগুণীন এবং ভস্মাসুরের শাপ, কালীগুণীন এবং পিশাচের নখ, কালীগুণীন এবং পঞ্চবাণ রহস্য।

কালীগুনীনের কিস্তিমাত ২ pdf - সৌমিক দে Kaliguniner Kistimat 2 pdf - Soumik Dey
কালীগুনীনের কিস্তিমাত ২ pdf – সৌমিক দে Kaliguniner Kistimat 2 pdf – Soumik Dey

Kaliguniner Kistimat 2 pdf কাহিনীঃ

কালীগুণীন এবং দানবের মণিঃ এক পৌরাণিক দিব্যবস্তু, যাকে যুগ যুগ ধরে মানবসভ্যতা অলীক বলে ভেবে এসেছে। অথচ যার সন্ধানে আদিকাল থেকেই মুনি-ঋষি, দেব, দানব ও মানুষেরা ঘুরে বেরিয়েছে হাজার হাজার বছর ধরে। কালীগুণীন কি পারবে সেই পৌরাণিক রহস্য উদ্ধার করতে?

কালীগুণীন এবং করালদংষ্ট্রা রহস্যঃ পুরাণে যে মহা মারণাস্ত্রের নাম শোনা মাত্র দেবতা, দানব, যক্ষ, রক্ষ, পিশাচ, দৈত্য সকলে কাঁপতে কাঁপতে হাত জোড় করে বসে পড়ে, সেই মহামারী অস্ত্রের একটা অংশ হঠাৎ মানবসভ্যতায় উন্মুক্ত হয়ে পড়ল এক পুরাতাত্ত্বিক খননকার্যের ফলে । আরম্ভ হল নরমেধের পালা। তারপর?

কালীগুণীন এবং ভস্মাসুরের শাপঃ এক প্রলয়ংকরী মহাবিদ্যা ‘বজ্রসম্ভব’ -এর সন্ধান পেয়ে কাপালিক চন্ড হয়ে উঠল আপরাজেয়। তাঁর গুরুর আশীর্বাদ, অপরের হাতে কখনও মরবে না সে। কালীগুণীন কি পারবে সেই অদম্য শক্তির আধার চন্ডকে পরাস্ত করতে।

কালীগুণীন এবং পিশাচের নখঃ আচ্ছা ঘড়ি জিনিসটা কতটা আধুনিক আবিষ্কার বলে মনে হয়? এক অভিশপ্ত দ্বীপে মহৌষধি জড়িবুটির সন্ধানে নৌকো ভাসিয়েছিলেন এক নামজাদা কবিরাজ। সেই দ্বীপে নাকি অজস্র শয়তানের দল নিঃসাড়ে ঘুমিয়ে রয়েছে। তারপর?

কালীগুণীন এবং পঞ্চবান রহস্যঃ এক ধূর্ত তান্ত্রিকের অভিনব মারণ কৌশল এবং অনন্তর পরিবারকে রক্ষা করতে কালীগুণীনের অমোগ কূটবুদ্ধির লড়াই কি শেষ অবধি পারবে পঞ্চবাণের আশ্চর্য রহস্য ভেদ করতে?
যখন অপশক্তির হাতে জীবনীশক্তি পরাস্ত হতে আরম্ভ করে… অশরীরী অপদেবতার হিংস্র থাবা গ্রাস করতে থাকে গ্রাম তালুক শহর….. অপরাগ মানুষ অসহায়ভাবে অপেক্ষা করতে থাকে মৃত্যুর… ঠিক তখনই আবির্ভূত হন… পিশাচের যম… অপশক্তির সাক্ষাৎ শমন… এক ব্রাহ্মণ… নাম কালীপদ মুখুজ্জে… নিবাস রায়দীঘড়া।

আরো জানতে পড়তেই হবে Kaliguniner Kistimat 2 pdf বইটি।

কালীগুণীন সিরিজ লেখকঃ

সৌমিক দের জন্ম ১৯৮৪ সালের ১২ই জুলাই তারিখে কলকাতার সল্টলেকে। তাঁর বিভিন্ন ভৌতিক লেখা, অজস্র ছোটগল্প ও অন্যান্য রচনার মধ্যে কালীগুণীন সিরিজটি ভারত ও বাংলাদেশের সমান জনপ্রিয়তা এবং আশীর্বাদ লাভ করে। সৌমিক তাঁর লেখালেখি শুরু করেন ভৌতিক সাহিত্যের অন্যতম গ্রুপ ভূতভূতুমে। এখানেই প্রথম আত্মপ্রকাশ করে কালীগুণীন ও কানাওলার ফাঁদ গল্পটি, গল্পটি, এবং ভূতভুতুমের একনিষ্ঠ উদ্যোগে বিভা প্রকাশনী থেকে মুক্তি পায় এই সিরিজের প্রথম বই “কালীগুণীন ও ছয় রহস্য” । লেখক বর্তমানে রাজ্যের নগরোন্নয়ন দপ্তরে কর্মরত।

কালীগুনীনের কিস্তিমাত ২ pdf রিভিউঃ

” ব্রাহ্মণ। নাম কালীপদ মুখুজ্জে। নিবাস রায়দীঘড়া।”
যাঁরা ইতিমধ্যেই কালীগুণীনের আগের বইটি অর্থাৎ ‘কালীগুণীন ও ছয় রহস্য’ পড়েছেন, তাঁদের কাছে উপরের এই আত্মপরিচয় দানটুকু মনের মধ্যে একরাশ বল, ভরসা এবং আস্থা নিয়ে আবির্ভূত হয়। বিপদের যম, প্রেতযোনীর সাক্ষাৎ শমন, ধুরন্ধর কালীপদ মুখুজ্জে যখন এসে পড়েছেন তখন কীসের ভয়? কীসের বিপদ? গুণীনের চরিত্র বাংলার সাহিত্যজগতে নেহাত কম নেই কিন্তু একজন নামজাদা বনেদি জমিদার হয়েও প্রসিদ্ধ তান্ত্রিক হয়ে ওঠার রোমহর্ষক ঘটনা হয়তো এই প্রথম। কালীপদর তন্ত্রশিক্ষা হয় একজন অসামান্য অঘোরীর হাতে, ফলতঃ তাঁর বিশাল হৃদয়ে জাতপাত বা ধর্মীয় ভেদাভেদের মতো তুচ্ছ মনোভাব বিন্দুমাত্র স্থান পায়নি কখনো।

ফেসবুকের ভৌতিক সাহিত্যগ্রুপের অন্যতম সেরা ঠিকানা ‘ভূতভুতুম’-এ কালীগুণীন প্রথম আত্মপ্রকাশ করেন এবং তিনি পা রাখা মাত্র বাজিমাৎ করে পাঠকদের মনের একেবারে গভীরে জায়গা করে নেন। ভারতবর্ষ এবং বাংলাদেশে ‘কালীগুণীন ও ছয় রহস্য’-এর বিপুল সাফল্যের ফলস্বরূপ বইটি দুই দেশ মিলিয়ে একবছরেরও কম সময়ের মধ্যে চতুর্থ সংস্করণে পৌঁছে যায়। কালীগুণীনের গল্পগুলির প্রতি সহস্র সহস্র পাঠক-পাঠিকাদের ভালোবাসা, আগ্রহ এবং চাহিদার ফলেই প্রকাশ পাচ্ছে কালীগুণীনের এই দ্বিতীয় বই ‘কালীগুণীনের কিস্তিমাত-২’।

এই বইয়ের ছত্রে ছত্রে ওৎ পেতে রয়েছে মৃত্যুর কুটিল ফাঁদ, কালো অপশক্তির হিংস্র নখ আর জীবনীশক্তিকে তছনছ করে দেওয়া ভয়ঙ্কর মারণাস্ত্রের ছোবল, কিন্তু ভয় কি? কালীগুণীন আছেন তো। জীবন যখন কুটিল প্রেতাত্মার সুচতুর ফাঁদের কাছে আত্মসমর্পণ করে অসহায়ভাবে মরণের সময় গোণে, ঠিক তখনই নিজের ধুরন্ধর বুদ্ধি এবং অসামান্য সাহস নিয়ে, নিজের বলিষ্ঠ দুই হাতে আর্ত’কে আড়াল করে দাঁড়ান এক ডাকসাইটে গুণীন আর শোনা যায় সেই বহু প্রতীক্ষিত পরিচয়দান ‘ব্রাহ্মণ। নাম কালীপদ মুখুজ্জে। নিবাস রায়দীঘড়া।’ Kaliguniner Kistimat 2 pdf পড়ুন এখনই।

সৌমিক দে কালীগুণীন সিরিজের Kaliguniner Kistimat 2 pdf অনলাইনে পড়ুন এখান থেকে এবং Kaliguniner Kistimat 2 pdf ডাউনলোড করুন এখান থেকে।

Be the first to comment

Leave a Reply