কিশোর ভারতী pdf বইমেলা গল্প স্পেশাল সংখ্যাটি প্রকাশিত হয়েছে ৫ জানুয়ারি ২০২৪ তারিখে। Kishore Bharati 5 January 2024 pdf Magazine টি পড়তে পারবেন banglabookspdf থেকে। কিশোর ভারতী ৫ জানুয়ারি ২০২৪ pdf সংখ্যাটিতে বিখ্যাত সব লেখকদের সেরা কিছু কিশোর গল্প স্থান পেয়েছে। সঞ্জীব চট্টোপাধ্যায়, প্রচেত গুপ্ত, জয়দীপ চক্রবর্তী, শান্তনু বসু, বিনতা রায়চৌধুরী, রোহন রায়, সোমজা দাস, পিয়া সরকার, অনির্বাণ জানা, সুব্রত নাগ, সুনেত্রা সাধুর গল্প পাবেন Kishore Bharati 5 January 2024 pdf Magazine সংখ্যাটি। এছাড়াও এবারের সংখ্যায় আছে ধারাবাহিক উপন্যাস, কবিতাসহ অন্যান্য নিয়মিত আয়োজন। কিশোর ভারতী ৫ জানুয়ারি ২০২৪ সংখ্যাটি বইমেলা গল্প সংকলন নিয়ে।
Kishore Bharati 5 January 2024 pdf সূচীপত্রঃ
খানসামার মৃত্যু – সঞ্জীব চট্টোপাধ্যায়
রাজু সালুর নতুন অভিযান – প্রচেত গুপ্ত
হেরো – রোহন রায়
সাহেব দাদুর বাংলো – অনির্বাণ জানা
ঘোড়া হইতে সাবধান – শান্তনু বসু
বিনু পাগলের জমি – পিয়া সরকার
অন্য অ্যাডভেঞ্চারের গল্প – জয়দীপ চক্রবর্তী
দয়ালপুরের দয়ালু ডাকাত – বিনতা রায়চৌধুরী
সোমা দাস 89 মানস অ্যাডভেঞ্চার – সুব্রত নাগ
সবুজ পাহাড়ের স্বপ্নে – সুনেত্রা সাধু
জানা থেকে অজানা
রাখিগড়ি সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র – অভিষেক মান্না
গ্রাফিক নভেল ও কমিকস
চিকু আর মুনু – শপথ ওঙ্কারনাথ ভট্টাচার্য
বড় পায়ের খোঁজে
কাহিনি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়
চিত্রনাট্য ও ছবি প্রদীপ্ত মুখার্জি
বুড়োক্রেসি – ডাঃ সায়ন পাল
বৈকুণ্ঠ
কাহিনি সঞ্জীব চট্টোপাধ্যায়
চিত্রনাট্য ও ছবি নচিকেতা মাহাত
ধারাবাহিক উপন্যাস
ক্রায়োনিকস রহস্য – রাজশ্রী বসু অধিকারী
ছড়া-কবিতা
দেবাশীষ চক্রবর্তী
প্রদীপকুমার পাল
মেধসঋষি বন্দ্যোপাধ্যায়
ডাঃ রুদ্রজিৎ পাল
নিয়মিত আসর
আমাদের কথা
তোমরা বলছ
হরে কর কম
Kishore Bharati 5 January 2024 pdf সম্পাদকীয়ঃ
ছুটে চলেছে সময়ের ঘড়ি, দেখতে দেখতে পাল্টে গেল ক্যালেন্ডার, এসে গেল নতুন বছর। ২০২৪। আন্তর্জাতিক নববর্ষের সূচনায় তোমাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। মনেপ্রাণে প্রার্থনা করি, এই বছর সকলের জন্য শুভ হোক,কেমন কাটল আমাদের সদ্য পেরিয়ে আসা ২০২৩ খ্রিস্টাব্দ ? একথা অনস্বীকার্য, অশান্ত পৃথিবীর প্রেক্ষাপটে, যখন রাশিয়া ইউক্রেনের পাশাপাশি আরম্ভ হয়েছে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধ, যুদ্ধবাজ ইসরায়েলের হানায় গাজা স্লিপে নির্বিচারে মরছে হাজার হাজার নিরপরাধ মানুষ, তার তুলনায় আমরা ভারতবর্ষের মানুষ শান্তিতে আছি। দেশে মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে, বেকারত্ব বেড়েছে কয়েকগুণ, দেশে গরিব মানুষের সংখ্যা বেড়েই চলেছে, তবুও।
অশাস্তি কি নেই? আছে। জনজাতি উপজাতি অধ্যুষিত মণিপুরে আগুন জ্বলছে, কুকি মেইতেই উপজাতিদের মধ্যে ভ্রাতৃঘাতী দাঙ্গা শুরু হয়েছে। সেনা নামিয়েও এখনও তার সুরাহা হয়নি। বাইরে থেকে দাঙ্গা দেখা না গেলেও ভিতরে চাপা আগুন রয়ে গেছে।
কিশোর ভারতী পত্রিকা PDF ডাউনলোড লিংক Kishor Bharati pdf Bangla Magazine
আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হল জন-বিস্ফোরণ। আয়তনে ভারতের প্রায় তিনগুণ চীন ছিল সবচেয়ে বেশি জনবহুল দেশ। গত এপ্রিল মাসে আমরা চীনকে পিছনে ফেলে দিয়েছি। ভারত এখন প্রায় ১৪৩ কোটির দেশ। দুর্ভাগ্য হল, দেশের অধিকাংশ তরুণ প্রজন্মের মধ্যে যদি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যেত, তাহলে এই জনসংখ্যা হয়ে উঠতে পারত আমাদের বিরাট শক্তি। কিন্তু স্বাধীনতার ৭৫ বছর পরেও গোটা দেশের ২৫ শতাংশ মানুষ পড়ে আছেন অজ্ঞানতার অন্ধকারে, দারিদ্র্য সীমার নীচে আছে অন্তত ১৫ শতাংশ। প্রশ্ন হল, দেশের দণ্ডমুণ্ডের কর্তারা কি সত্যিই সব মানুষের ভালো চেয়েছেন কখনও? নাকি ভেবেছেন, যত এই মানুষরা পিছিয়ে থাকেন, ততই তাঁদের পক্ষে কুর্সি দখল করে রাখা সুবিধে!
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় pdf বই ডাউনলোড Sarat Chandra Chattopadhyay pdf download
অত্যন্ত বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে ২০২৩ সালের শেষে। বছর কয়েক আগে কেন্দ্রের সরকার বিজ্ঞপ্তি জারি করে জম্মু-কাশ্মীর রাজ্যে সংবিধানের ৩৭০ ধারা তুলে দেয়। তাঁদের বক্তব্য ছিল, জম্মু-কাশ্মীরকে স্পেশাল স্টেটাস দেওয়া হয়েছিল সাময়িক, স্বাধীনতার পরের পরিস্থিতির কারণে। এত বছর পরে শুধু একটি রাজ্যকে এই স্টেটাস দেওয়া হবে কেন? পাশাপাশি জম্মু-কাশ্মীর ও লাদাখে রাষ্ট্রপতির শাসন জারি হয়। দেশের সর্বোচ্চ আদালতে এই অবলুপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা রুজু হয়। সুপ্রিম কোর্ট সরকারের অধ্যাদেশ সমর্থন করে ৩৭০ ধারা পুরোপুরি তুলে নেওয়ার নির্দেশ দেন।
গ্লোবাল ওয়ার্মিং সারা পৃথিবীর অভিশাপ। তার জন্য যে মানুষই দায়ী, বলা বাহুল্য। তার ফল হাড়েহাড়ে টের পাচ্ছি। ঋতুরা ওলট-পালট হয়ে যাচ্ছে, এই শীতকালেও বন্যা হচ্ছে দক্ষিণ ভারতে, গরমকালে উত্তর ও পূর্ব ভারতে তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গেছে। মাঝেমাঝে পাহাড়ি রাজ্যে অবিশ্রান্ত বৃষ্টি আরম্ভ হচ্ছে, তার ফলে নদী লেক উপচে, বাঁধ ভেঙে বিপুল জলস্রোত ধ্বংস করে দিচ্ছে জনপদের পর জনপদ। গত বছর তেমনই ঘটেছে হিমাচল প্রদেশ ও সিকিম রাজ্যে।
পাগলা সাহেবের কবর pdf – শীর্ষেন্দু মুখোপাধ্যায় Pagla Shaheber Kabor pdf – Shirshendu Mukhopadhyay
তবে ২০২৩-এর কয়েকটি প্রাপ্তি আমাদের কাছে বিশেষ গৌরবের। আমাদের ইসরোর তৈরি মহাকাশযান এই প্রথম চাঁদের মাটিতে সফলভাবে নেমেছে, প্রজ্ঞান প্রচুর তথ্য আহরণ করেছে চাঁদের মাটি থেকে। ইউনেস্কো থেকে ‘হেরিটেজ’ শিরোপা পেয়েছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। আরেকটি সাম্প্রতিক ঘটনাও দেশবাসীকে নাড়িয়ে দিয়ে গেছে। উত্তরাখণ্ডে টানেল বানাতে গিয়ে নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। প্রায় ৪০০ ঘণ্টা ভয়ংকর অবস্থায় কাটার পরে তাঁদের সকলকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনা প্রমাণ করল, মানুষ মানুষের জন্য, ছিল আছে থাকবে।
তবে ২০২৩-এ তামাম ক্রিকেটপ্রেমী আমরা গভীর ব্যথায় মুহ্যমান। এখনও মেনে নিতে পারছি না ‘ওয়ানডে বিশ্বকাপ’ এ আমাদের অবিশ্বাস্য ব্যর্থতা। এ যেন তীরে এসে তরী ডুবল। যে ভারত পরপর দশটা ম্যাচে প্রতিপক্ষ দলদের ছারখার করে দিয়েছে, ব্যাটে বলে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, সেই অজেয় দল ফাইনালে গিয়ে গ্রুপ লিগে হারানো অস্ট্রেলিয়ার কাছে ভেঙে পড়ল! অথচ এত ব্যালেন্সড ইন্ডিয়ান টিম আগে দেখা যায়নি। মতি নন্দী লিখেছিলেন, ক্রিকেট এক বলের খেলা। প্রতি বলে জীবন, প্রতি বলে মৃত্যু। ১৯শে নভেম্বর দিনটা ভারতের ছিল না, এটা মেনে নেওয়া ছাড়া আর কী করার আছে! আজ এই পর্যন্ত। আমরা থাকছি কলকাতা বইমেলার ২20 নম্বর স্টলে। চার নম্বর গেট দিয়ে সোজা পথ। প্রতিদিনই স্টলে থাকছেন নবীন প্রবীণ লেখকরা। থাকছে অজস্র বই আর বই। তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল।
কিশোর ভারতী ৫ জানুয়ারি ২০২৪ pdf রিভিউঃ
কিশোর ভারতী ৫ জানুয়ারি ২০২৪ pdf সংখ্যাটি বইমেলা গল্প স্পেশাল যাতে গল্পপ্রেমীদের জন্য আছে জমজমাট ১০ টি গল্প যা নামকরা লেখকদের লেখা। প্রতিটি গল্প কিশোর মনকে ছূঁয়ে যাবে। রয়েছে ধারাবাহিক উপন্যাস। এছাড়াও নিয়মিত আয়োজনগুলোও থাকবে Kishore Bharati 5 January 2024 pdf সংখ্যায়। সাধারণত কিশোর ভারতী বিভিন্ন বিশেষ সময়ে আলাদা কিছু সংখ্যা বের করে Kishore Bharati 5 January 2024 pdf সংখ্যাটিও বইমেলাকে কেন্দ্র করে বিশেষ সংখ্যা।
কিশোর ভারতীর Kishore Bharati 5 January 2024 pdf অনলাইনে পড়ুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.