কলিতীর্থ কালীঘাট pdf – অবধূত Kolitirtho Kalighat pdf – Abadhut best pdf

কলিতীর্থ কালীঘাট pdf - অবধূত Kolitirtho Kalighat pdf - Abadhut
কলিতীর্থ কালীঘাট pdf - অবধূত Kolitirtho Kalighat pdf - Abadhut

বিশিষ্ট ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও তন্ত্রসাধক কালিকানন্দ অবদূত এর Kolitirtho Kalighat pdf কলিতীর্থ কালীঘাট pdf ডাউনলোড করুন এবং Kolitirtho Kalighat pdf কলিতীর্থ কালীঘাট pdf পড়ুন।

কলিতীর্থ কালীঘাট pdf - অবধূত Kolitirtho Kalighat pdf - Abadhut
কলিতীর্থ কালীঘাট pdf – অবধূত Kolitirtho Kalighat pdf – Abadhut

Kolitirtho Kalighat pdf কলিতীর্থ কালীঘাট pdf নমুনাঃ

দুনিয়ায় অসম্ভব বলে কোনও কথা নেই, অন্তত থাকা উচিত নয়— এইই হল কংসারি হালদার মশায়ের সুচিন্তিত অভিমত। অনেক দেখে অনেক শুনে শেষ পর্যন্ত এইই তাঁর ধারণা হয়েছে। নয়তো এটা কী করে সম্ভব হচ্ছে যে দিনের পর দিন তিনি ঘরে বন্ধ হয়ে রয়েছেন, রাতের পর রাত তিনি চুপ করে চিত হয়ে শুয়ে আছেন বিছানায় আর তাঁর লাঠিখানা ওই কোণে নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছে দেওয়াল ঠেস দিয়ে!

সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র পিডিএফ All Feluda Samagra pdf by Satyjit Ray

ঠিক সময় সূর্য উঠছে, মায়ের মন্দির খুলছে, মায়ের রান্নাঘরে ভোগ চাপছে, লোকে মাকে দর্শন করতে আসছে, ডালাধরারা ছোঁক ছোঁক করে ঘুরছে মায়ের বাড়ির ভেতরে বাইরে, টিনের কৌটো ধরারা আর ভাঙা সরা-ধরারা রাস্তায় ঘাটে কাতরাচ্ছে, কুমারীর গর্ভধারিণীরা কুমারী হবার জন্যে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, নাম না-জানা জন্তু-জানোয়ারের দুধ থেকে তৈরী সন্দেশ চটকানো মায়ের মুখের সামনে ধরা হচ্ছে! ওধারে গঙ্গাটায় শুকনো ধুলো উড়ছে, কেওড়াতলার ধোঁয়ার গন্ধ ঘরে শুয়েও হালদার মশায় নাকে টানছেন।

কিশোর ভারতী পত্রিকা PDF ডাউনলোড লিংক Kishor Bharati pdf Bangla Magazine

আর মায়ের মন্দির যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন সেই নিশা মহানিশায় মায়ের বাড়ির আশেপাশে রাস্তায় ঘাটে গণিতকুণ্ঠওয়ালা গোদা গড়িয়ে গড়িয়ে গিয়ে নাক কান খসে যাওয়া পক্ষাঘাতে পঙ্গু সুন্দরীর পাশে স্থান পাবার জন্যে কানা উড়েটার সঙ্গে নিঃশব্দে খামচা-খামচি করছে। নামছে, সবই নেমে যাচ্ছে, মিশিয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে। এতকাল পরে ছুটি পেয়ে নিজের ঘরে বিছানায় শুয়ে হালদার মশায় একটি বড় মিষ্টি সুর শুনতে পাচ্ছেন, গুনগুন করে যেন কে গান গাইছে তাঁর কানের কাছে ! নামার গান, সব এক হয়ে মিশে গিয়ে পথের ধুলোয় সমান হওয়ার গান।

ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার pdf – অনিল ভৌমিক Voyongkor Adventure pdf – Anil Bhowmick

মনে মনে দিবারাত্র অষ্টপ্রহর হালদার মশায় সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন আগাগোড়া জীবনটাকে। জীবনভোর কত কী খেয়েছেন পরেছেন বা কার কাছে কতটুকু পেয়েছেন, কাকে কী দিয়েছেন, এ সমস্ত হিসেব- নিকেশ তাঁর মনেও পড়ছে না । শুধু কত রকমের কত কী দেখেছেন, কেমন করে আগাগোড়া সব কিছু পালটাতে পালটাতে কী রূপ ধারণ করেছে এখন, এই সমস্ত মিলিয়ে মিলিয়ে দেখছেন হালদার মশায়। যতই মিলিয়ে দেখছেন ততই তাঁর ধারণা হচ্ছে, দুনিয়ায় অসম্ভব বলে কোনও কথা নেই, অন্তত থাকাটা উচিত নয়।

গৌরাঙ্গ পরিজন pdf – অচিন্ত্যকুমার সেনগুপ্ত Gourango Porijon pdf – Achintyakumar Sengupta

হালদার মশায় শুয়ে শুয়ে মনে মনে একবার ঘুরে এলেন আগা- গোড়া কালীঘাটটা। সেই উত্তরে পোলের কাছ থেকে দক্ষিণে কেওড়াতলা পর্যন্ত আর পুবের সেই ট্রাম-রাস্তা থেকে পশ্চিমে খাল পর্যন্ত। বাস্, বলা উচিত এইটুকুই কালীঘাট। কিন্তু তাও ঠিক নয়, কালীঘাট হল সেইটুকু স্থান, যেখানে তারা থাকে যারা কালীবাড়ি আছে বলেই টি কে আছে, যাদের বাঁচা-মরা নির্ভর করে মা-কালীর বাঁচা-মরার ওপর। আচম্বিতে একদিন যদি এমন হয় যে মা তাঁর মন্দিরসুদ্ধ রাতারাতি অন্তর্ধান করেন কালীঘাট থেকে ! এমন হওয়াও বিচিত্র কিছু নয়, তা হলে এতগুলো মানুষ করবে কী ! রাত পোয়ালে যখন সবাই দেখবে যে মন্দির নেই, কিছু নেই, একটা অতলস্পর্শ দ হাঁ করে রয়েছে ওই জায়গায়, তখন মানুষগুলোর অবস্থাটা কী দাড়াবে!

ধূমাবতীর মন্দির pdf – মনীষ মুখোপাধ্যায় Dhumabotir Mandir pdf – Manish Mukhopadhya

মন্দির আছে, মা কালী আছে, তাই ওরা আছে। একটি মাত্র পেশা সকলের, পেশাটির নাম মা-কালী পেশা । মানে মা কালীর নামে হাত পাতা পেশা। এই পেশারই কয়েকটা ধাপ বানানো হয়েছে। যারা ডালা ধরে, যারা ঘাটে বসে পিত্তি দেওয়ায়, যারা নাটমন্দিরে বসে হোম- যাগ করে মাণ্ডুলি দেয়, এরা সব উঁচু ধাপের লোক। এরা মনে করে যারা রাস্তায় ঘাটে চেঁচায় আর কাতরায় তাদের থেকে এদের পেশাটা বেশী সম্মানের পেশা। যেমন ওই ওধারে, খালধারে টিনের খুপরির দরজায় যে জীবগুলো সেজেগুজে হা-পিত্যেশ করে পথের দিকে চেয়ে দাড়িয়ে থাকে তারাও মনে করে, রাস্তায় যারা গড়াগড়ি খাচ্ছে তাদের চেয়ে ওদের পেশাটার অন্তত কিছু মর্যাদা আছে।

ঘর ভাড়া করে সাইনবোর্ড টাঙিয়ে যে জ্যোতিষী রাজ্য সম্রাট বনে গেছেন আজ, তিনি যেমন মনে করেন নাটমন্দিরে বসে মানুষের ভূত ভবিষ্যৎ নিয়ে যারা কারবার চালায়, তারা অতি নিচুদরের প্রাণী।

কলিতীর্থ কালীঘাট pdf রিভিউঃ

কংসারি হালদার বহুকাল ধরে শুয়ে আছেন একই বিছানায়। এটা কি করে সম্ভব হচ্ছে? সব কিছু স্বাভাবিক নিয়মে চললেও তার বেলায় যেন অসম্ভব কিছুই হচ্ছে স্বাভাবিক। একাকি বিছানায় শুয়ে দুনিয়ার নানা জায়গায় ঘুরে আসেন তিনি। কালীঘাটটাও যেন আগাগোড়া তার ঘুরা হয়ে যায়। এরকম নানা জল্পনা কল্পনা ঘিরেই বাঙালি ঔপন্যাসিক ও তন্ত্রসাধক কালিকানন্দ অবদূত এর উপন্যাস কলিতীর্থ কালীঘাট pdf পড়ে ফেলতে পারেন এক নিমিষেই।

বিশিষ্ট ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও তন্ত্রসাধক কালিকানন্দ অবদূত এর Kolitirtho Kalighat pdf কলিতীর্থ কালীঘাট pdf ডাউনলোড করুন এখান থেকে এবং Kolitirtho Kalighat pdf কলিতীর্থ কালীঘাট pdf এখান থেকে পড়ুন

Be the first to comment

Leave a Reply