কৃষ্ণপক্ষ pdf – হুমায়ূন আহমেদ Krishnopokkho pdf – Humayun Ahmed

কৃষ্ণপক্ষ pdf - হুমায়ূন আহমেদ Krishnopokkho pdf - Humayun Ahmed
কৃষ্ণপক্ষ pdf - হুমায়ূন আহমেদ Krishnopokkho pdf - Humayun Ahmed

হুমায়ূন আহমেদের Krishnopokkho pdf কৃষ্ণপক্ষ pdf ডাউনলোড করুন ও Krishnopokkho pdf পড়ুন।

কৃষ্ণপক্ষ pdf - হুমায়ূন আহমেদ Krishnopokkho pdf - Humayun Ahmed
কৃষ্ণপক্ষ pdf – হুমায়ূন আহমেদ Krishnopokkho pdf – Humayun Ahmed

Krishnopokkho pdf কৃষ্ণপক্ষ pdf কাহিনি

অরু ও মুহিব বর্তমান প্রজন্মের দুই তরুণ তরুণী। হৃদয় জুড়ে আছে তাদের অকৃত্রিম ভালোলাগা ও ভালোবাসা। তাইতো একে অপরের কাছে এসেছে প্রকৃতির নিয়মে খুব সহজেই। টুকরো টুকরো আনন্দময় কিছু মুহুর্ত তাদের জীবনে ছিল। সময়ের স্রোতে এগিয়ে গেছে তারা স্থির সিদ্ধান্তের দিকে। কিন্তু নাহ্। তারা পারেনি। বিবাহিত জীবন শুরু করেও পারেনি সুখময় দাম্পত্য জীবন গড়ে নিতে। অনস্মাৎ এক দুর্ঘটনায় মুহিব বিদায় নেয় এই মায়াময় পৃথিবী থেকে । স্বভাবতই অরুর জীবনে নেমে আসে এক ভয়াবহ বিচ্ছিন্নতা। কিন্তু অরুকে তবুও বাঁচাতে হবে। বাস্তবের মুখোমুখি হয়ে পারিবারিক নির্দেশে সে আবার ঘর বাঁধে। সময়ও দ্রুত এগিয়ে চলে।

হিমু সমগ্র ২ pdf হুমায়ূন আহমেদ Himu somoggro 2 pdf – Humayun Ahmed

সে হয় জননী। দীর্ঘ পঁচিশ বছর পর তার প্রথম মেয়ের বিয়েতে দুই যুগ পূর্বের নির্দিষ্ট স্মৃতি তাকে হঠাৎ অসুস্থ করে তুললো। ছোট মেয়ে কান্তার একটা কথা। আপা দুলাভাইয়ের পাঞ্জাবী আগুন দিয়ে পুড়াচ্ছে। “বন ফায়ার হবে’। অরুর চোখে জল এসে যাচ্ছে তিনি সেই জল সামলাবার প্রাণপণ চেষ্টা করছেন।…… কৃষ্ণপক্ষ হুমায়ূন আহমেদের হৃদয়ছোঁয়া এক প্রেমের উপন্যাস। এই উপন্যাস সম্পর্কে লেখক নিজেই তাঁর ‘অত্যন্ত প্রিয়’ লেখা হিসেবে উল্লেখ করেছেন। কৃষ্ণপক্ষ উপন্যাসটি সম্প্রতি ২০১৬ সনে চলচ্চিত্রে রূপায়িত হয়েছে।

Krishnopokkho pdf রিভিউঃ

হুমায়ুন আহমেদ রচিত কৃষ্ণপক্ষ পড়লাম।কেমন একটা বিষন্নতার প্রলেপ মাখানো অনুভূতির বোধ যে হচ্ছে তা বলে বোঝানো যাবে না।এমনিতেই আমি হুমায়ুন স্যারের লেখার অনুরাগী বিশেষ করে মনস্তাত্ত্বিক বিষয়ের ওপর লেখা গল্প উপন্যাসগুলো আমার ভীষণরকম ভালোলাগার জায়গা কিন্তু এ উপন্যাস পড়ে অন্যরকমভাবে স্যারের লেখনীর এক অন্য আঙ্গিক জানতে পারলাম।

অরু আর মুহিব পরিবারের কাউকে কিছু না বলে বিয়েটা সেরে ফেলে। এক বন্ধুর বাড়িতে গিয়ে ওঠে। কিন্তু তাদের একসাথে থাকা ও সংসার পাতা হয় না, সেইদিনই মুহিবের দিদির বর জামাইবাবু তাকে এক চাকরীর খোঁজ দেন যার জন্য পরদিই চাকরীস্থলে পৌঁছাতে হবে।অরুকে কিচ্ছু না জানিয়ে রওনা দেয় মুহিব চাকরিটা সে যে কোনো মূল্যে পেতে চায়। খুব ছোট্টবেলায় বাবা মা মারা যাওয়ার কারণে মুহিব দিদি জেবার কাছেই মানুষ।এদিকে অরুও বাড়ি ফিরে আসে অরুর বাবা একজন সৎ পুলিশ অফিসার।

হিমু সমগ্র ২ pdf হুমায়ূন আহমেদ Himu somoggro 2 pdf – Humayun Ahmed

তিনি অত্যন্ত মেজাজী ও মা অধ্যাপিকা। অরু ভয়ে ভয়ে বাড়ি ফিরে সব স্বাভাবিক দেখে স্বস্তি পায়। অরু তার দিদি মীরুকে চিঠি লিখে তার বিয়ে করতে যাওয়ার কথা জানিয়ে গেলেও মীরু সে চিঠি না পড়ার কারণে অরুর বিয়ের কথা কিছু প্রকাশ পায়নি। ইতিমধ্যে সকালে অরুর ফিরে আসার কারণে তা গোপনই থাকে। অরুর কয়েকদিন পরই বিয়ে এক ডাক্তার পাত্রের সাথে যাকে অরুর বাবা তার জন্য নির্বাচন করেছেন।

সেদিনই চাকরিস্থল চিটাগাং এ যাওয়ার পথে মুহিবের অ্যাকসিডেন্ট হয় এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কি হলো মুহিবের? অরু কি খবর পেল তার মুহিবের? মুহিবের দিদি জেবার উনিশ বছরের বিবাহিত জীবনের চড়াই উতরাই এ নতুন কি ঘটলো? সে কি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না একে একে বাবা মা ছোটবোনের মৃত্যু দেখা চোখ আবার পরমপ্রিয় ভাই এর মৃত্যু দেখলো?আর অরু তার কি হলো সে কি তার একদিনের বিবাহিত জীবনের দায়ভার সারাজীবন বহন করলো? শেষের চমকটা ছিল অনবদ্য সব কথা জানতে হলে পড়তে হবে কৃষ্ণপক্ষ।

কৃষ্ণপক্ষ pdf লেখকঃ

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সনের ১৩ নভেম্বর ময়মনসিংহের নেত্রকোনার মোহনগঞ্জ গ্রামে জন্মগ্রহণ এবং ১৯ জুলাই ২০১২ সনে ৬৩ বছর বয়সে নিউয়র্কের বেলভূ হাসপাতালে মৃত্যুবরণ করেন । তাঁর নিজ হাতে সৃষ্ট ঢাকার অদূরে নুহাশ পল্লীতে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে এম.এস.সি. ও মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা বিশ্ববিদ্যালয় থেকে পলিমার কেমিস্ট্রিতে পিএইডি ডিগ্রী অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যাপনা করেন।

বাংলাদেশের সাহিত্যাঙ্গনে হুমায়ূন আহমেদ একটি বিশিষ্ট নাম। গল্প, উপন্যাস, নাটক, টিভি নাটক, কল্পবিজ্ঞান… হুমায়ূন আহমেদ যেখানেই হাত দিয়েছেন তা হয়ে উঠেছে পাঠক ও দর্শক নামক জনগোষ্ঠীকে আলোড়িত ও বিমোহিত করার সোনার কাঠি। তাইতো সব কিছুতে পেয়েছেন অসম্ভব জনপ্রিয়তা। এই জনপ্রিয়তা বিশাল পাঠক তৈরীতে তথা এদেশের প্রকাশনার বিকাশে তিনি অনেক অবদান রেখে গেছেন নিঃসন্দেহে। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, হাসিকান্না, আনন্দ-উচ্ছ্বাস, চাওয়া-পাওয়া বেশ নিপুণভাবে তার অসংখ্য লেখায় ধরা পড়েছে। ভার প্রতিটি বইয়ের কাহিনী বিন্যাসে পরিমিতি বোধ ও বর্ণনায় সাবলীলতা সহ যে প্রসাদগুণ সহজেই লক্ষণীয় তাতে পাঠক মাত্রকেই মুগ্ধ করে রাখে।

আমার প্রিয় ভৌতিক গল্প pdf – হুমায়ূন আহমেদ Amar Priyo Voutik Galpo pdf – Humayun Ahmed

শিশু-কিশোর সাহিত্য রচনায় তার রয়েছে যথেষ্ট পারঙ্গমতা। অন্যদিকে তার কল্পবিজ্ঞান (Science Fiction) লেখাগুলোতে রয়েছে তারই নিজস্বভঙ্গী ও মনোমুগ্ধকর রচনাশৈলী। তাই এদেশে তিনি অদ্বিতীয়। তিনি চলচ্চিত্র পরিচালনায় নিজেকে সম্পৃক্ত করেছিলেন, তাঁর নিজের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’র চলচ্চিত্রায়নের মাধ্যমে।

একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার, লেখক শিবির পুরস্কার শিশু একাডেমী পুরস্কার, মাইকেল মধুসূদন পদক, ওসমানী পদক অলক্ত সাহিত্য পদক, বাচসাস পুরস্কার, হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার, কুমিল্লা ফাউন্ডেশান পদক, দেওয়ান গোলাম মোর্তাজা স্মৃতি পদক, লায়লা সামাদ সাহিত্য পুরস্কার, শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদক ‘৯৪ ইত্যাদিতে সম্মানিত। তিনি আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয় থেকে ‘অনারারী ফেলো ইন রাইটিং’ সম্মানেও সম্মানিত।

Krishnopokkho pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply