
বিনোদ ঘোষাল এর হরর থ্রিলার ও অ্যাডভেঞ্চার উপন্যাস Krittibas Rahasya pdf ডাউনলোড করুন ও কৃত্তিবাস রহস্য pdf পড়ুন।

Krittibas Rahasya pdf কৃত্তিবাস রহস্য pdf কাহিনীঃ
গৌহাটির রাতের অন্ধকারে উধাও হয়ে যাচ্ছে ফুটপাতবাসীরা। একটা লেডিস ব্যাগ তাকে ঘিরে ভয়ংকর রহস্য পবিতরার ঘন জঙ্গলে কেন সূর্যদেবের মন্দির। সূর্যমন্দিরের সঙ্গে কৃত্তিবাসের কী যোগাযোগ অরণ্য আর বান্ধবী দিয়া গৌহাটি বেড়াতে গিয়ে জড়িয়ে পড়ল এক ভয়ংকর আন্তর্জাতিক চক্রে। সেখানে সামান্য ভুলের শাস্তি মৃত্যু। আড়ালে কে রয়েছে এই বীভৎস খেলার? অরণ্য আর দিয়া কি পারবে এই রহস্য সমাধান করতে নাকি তারাও উধাও হয়ে যাবে সেই ফুটপাতবাসীদের মতো? টানটান উত্তেজনা! অরণ্য আর দিয়ার নতুন রুদ্ধশ্বাস থ্রিলার অ্যাডভেঞ্চার কৃত্তিবাস রহস্য।
Krittibas Rahasya pdf রিভিউঃ
গৌহাটিতে রাতের অন্ধকারে একেরপর এক উধাও হয়ে যাচ্ছে নিরীহ ফুটপাতবাসীরা, এদিকে একটি সাধারণ চামড়ার লেডিস ব্যাগ কে কেন্দ্র করে হয়ে গেলো একটি খুন। এবার যাই চলুন লেখক বিনোদ ঘোষাল এর রহস্য উপন্যাস “কৃত্তিবাস রহস্য ” এর সন্ধানে।
গুয়াহাটির চন্দ্রপুরের পবিতরার ঘন জঙ্গলের মধ্যে আছে রামচরণ সেবাকেন্দ্র। সেখানে অনেকগুলি ছোট ছোট মন্দির রয়েছে, তার মধ্যে একটি হোলো “কৃত্তিবাস মন্দির”। রাতের অন্ধকারে কি হয় সেখানে? সাংবাদিক দিয়া এবং তাঁর প্রেমিক ( by profession cameraman) অরণ্য এই রহস্যর জালে জড়িয়ে পড়েন।
আদতে দিয়া এবং অরণ্য গুয়াহাটি গিয়েছিলেন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার ক্রেট ওরফে ক্রিস্টফার এর ইন্টারভিউ নিতে সেখানে তাঁরা জানতে পারেন, যে অর্ডিনারি লেডিস ব্যাগটি নিয়ে পুলিশের এতো হয়রানি, সেটি আসলে তৈরি হয়েছে ‘ মানুষের চামড়া দিয়ে!’
পুলিশ ইন্সপেক্টর এর সাথে সাংবাদিক দিয়ার আগে থেকে পরিচয় ছিল। দিয়া সাংবাদিক হওয়ার সুযোগটুকু কাজে লাগিয়ে নেমে পড়েন রহস্য উদ্ঘাটণে। অরণ্য – দিয়া পৌঁছে যান পবিতরার জঙ্গলে রামচরণ সেবাকেন্দ্রে।সেবাকেন্দ্র টির প্রধান হলেন সাধু রামচরণ বাবাজি মহাশয়, যিনি ভক্তকুলকে দীক্ষা দিয়ে বেড়ান এবং নিয়ে আসেন এই সূর্যমন্দিরে। আসলে তিনি যে একজন ভন্ড তপস্বি, এতক্ষনে তা বুঝতে পারা যায়। এভাবেই বেরিয়ে আসে গল্পের নানা রহস্য ও অ্যাডভেঞ্চার যা পাঠককে থ্রিলার গল্পের নিখুঁত গাঁথুনির মূলে নিয়ে যাবে। গল্পের একদম শেষে রয়েছে আরো একটি বড় চমক। সেটা জানতে হলে উপন্যাস টি পড়তেই হবে। তাহলে দেরি না করে এখনই পড়া শুরু করুন বিনোদ ঘোষালের জনপ্রিয় উপন্যাস Krittibas Rahasya pdf কৃত্তিবাস রহস্য pdf।
Krittibas Rahasya pdf লেখকঃ
জন্ম ১৯৭৬ সালের ২৮শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগরে। মফস্সলেই বড়ো হয়ে ওঠা। এখনো সেখানেই থাকেন। বাণিজ্যে স্নাতক হওয়ার পর উদ্দেশ্যহীন জীবন শুরু হয়েছিল। বহুরকমের পেশাকে জীবিকা হিসেবে নিয়েছেন বিভিন্নসময়ে। কখনো প্রাইভেট টিউটর, কখনো বিস্কুট কারখানার সুপারভাইজর, চায়ের গোডাউনে কাজ, বড়োবাজারে গদিতে বসে খাতা লেখার চাকরি আবার কখনো শিল্পপতির বাড়িতে বাজার সরকার কিংবা নামি কোম্পানির হিসাবরক্ষক। কোনো কাজেই মন টেকেনি। বারবার পেশা বদলেছেন। একটি সংবাদপত্রের সম্পাদকীয় বিভাগে বছর কয়েক চাকরি করে শেষ পর্যন্ত চাকরিজীবনে ইতি। পছন্দের লেখালেখিকেই একমাত্র জীবিকা বাছলেন। সাহিত্যচর্চা চলছিল অনেকদিন আগে থেকেই।
জীবনের প্রথম লেখা গল্প প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকায় ২০০৩ সালে। প্রথম গল্পই পাঠকমহলে সাড়া ফেলে দিয়েছিল। প্রথম গল্পটি আকস্মিকভাবে লিখে ফেললেও তারপর থেকে নিয়মিত লেখালেখি শুরু। প্রথম গল্পগ্রন্থ ডানাওয়ালা মানুষ ২০১১ সালে লাভ করল বাংলা ভাষায় প্রথম সাহিত্য আকাদেমি যুব পুরস্কার। তারপর ২০১৪ সালে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার, ২০১৭ সালে মিত্র ও ঘোষ স্মৃতি পুরস্কার, ২০১৮ সালে শৈলজানন্দ স্মৃতি পুরস্কার-সহ আরও অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। দেশের বহু সাহিত্য উৎসবে বাংলা সাহিত্যের প্রতিনিধিত্ব করেছেন। অনেক ছোটোগল্প মঞ্চে ও স্বল্পদৈর্ঘ্যের ছায়াছবিতে রূপ পেয়েছে।
কল্পবিশ্ব শারদীয়া ১৪২৬ (২০১৯) পিডিএফ Kalpa Biswew Sharodia 1426 (2019) pdf
উপন্যাস থেকে পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রও হয়েছে বেশ কয়েকটি। ২০১৬ সালে রাষ্ট্রপতিভবন থেকে আমন্ত্রণ পেয়েছেন রাইটার্স ইন রেসিডেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। ১৫ দিন মাননীয় রাষ্ট্রপতির আতিথ্য গ্রহণ করেন বাংলা সাহিত্যের প্রতিনিধি হয়ে। গত তিনবছর ধরে কাজী নজরুল ইসলামের জীবনালেখ্য রচনায় মগ্ন এই লেখক ভারতের সংস্কৃতিমন্ত্রকের ফেলোশিপ লাভ করেছেন। অবসর সময় কাটে পরিবারের সঙ্গে, থিয়েটার দেখে এবং বেড়াতে বেড়িয়ে ।
Leave a Reply
You must be logged in to post a comment.