কুঞ্জপুকুরের কান্ড pdf – শীর্ষেন্দু মুখোপাধ্যায় Kunjopukurer Kando pdf – Shirshendu Mukhopadhyay

কুঞ্জপুকুরের কান্ড pdf - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Kunjopukurer Kando pdf - Shirshendu Mukhopadhyay
কুঞ্জপুকুরের কান্ড pdf - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Kunjopukurer Kando pdf - Shirshendu Mukhopadhyay

অদ্ভুতুড়ে সিরিজ PDF এর আরো একটি মজার উপন্যাস কুঞ্জপুকুরের কান্ড pdf পড়তে পারবেন banglabookspdf থেকে। Kunjopukurer Kando pdf উপন্যাসটি ডাউনলোড করে পড়তে থাকুন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের অদ্ভুতু রেখে এসে যারা নিয়মিত পড়েন তাদের অবশ্যই জানা আছে যে এই সিরিজের কোন গল্পের সাথে অন্য গল্পের এমন একটা যোগসূত্র বা মিল পাওয়া যায় না। কুঞ্জপুকুরের কান্ড উপন্যাসটিও ঠিক তেমনি একটি স্বতন্ত্র উপন্যাস যার সাথে অদ্ভুতুড়ে সিরিজের অন্যান্য গল্পের মিল না থাকলেও কাহিনী কাহিনী আবহে অদ্ভুত সব চরিত্র আর কথোপকথনে সিরিজের আসল স্বাদ দিতে সক্ষম হবে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় কিশোর উপন্যাস সমগ্র সকলেরই প্রিয় বইয়ের তালিকায় থাকে। সেই শীর্ষেন্দু মুখোপাধ্যায় কিশোর উপন্যাস সমগ্র তালিকায় অদ্ভুতুড়ে সিরিজের বইগুলো স্থান পেয়েছে। সিরিজের কুঞ্জপুকুরের কান্ড pdf পাঠকের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

কুঞ্জপুকুরের কান্ড pdf - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Kunjopukurer Kando pdf - Shirshendu Mukhopadhyay
কুঞ্জপুকুরের কান্ড pdf – শীর্ষেন্দু মুখোপাধ্যায় Kunjopukurer Kando pdf – Shirshendu Mukhopadhyay

Kunjopukurer Kando pdf কাহিনীঃ

১০০ বছরেরও বেশি বয়সের শশি দাদু কুঞ্জপুরের একজন শান্তিপূর্ণ বাসিন্দা। তার দুটি হাত ছাড়াও রয়েছে তৃতীয় একটি হাত যাতে কোন শরীর নেই আছে শুধুমাত্র হাত টি। এই হাড্ডি কাজ করে অন্যায়ের বিরুদ্ধে। কুঞ্জপুকুরে যত চুরি ডাকাতি ও খারাপ কাজ আছে সেসব নিয়ন্ত্রণে তৃতীয় এ হাতটি বিশেষ ভূমিকা পালন করে। খারাপ লোকদেরকে ধরে ধরে হাতটি শাস্তি দেয়। ফলে কুঞ্জপুকুর হয়ে ওঠে শান্তির গ্রাম। কিন্তু শান্তি দাদু আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন। আর তাই খারাপ লোকেরা তার তৃতীয় হাতটি হস্তগত করার অপচেষ্টায় লিপ্ত হয়। তারা হাটটিকে তাদের খারাপ কাজে ব্যবহার করার জন্য চেষ্টা চালাতে থাকেন। এরকম অদ্ভুত ঘটনা নিয়েই নানান রকম রহস্যময় ও হাস্যকর ঘটনা ঘটতে থাকে Kunjopukurer Kando pdf উপন্যাসটিতে।

কুঞ্জপুকুরের কান্ড pdf রিভিউঃ

গ্রামবাংলায় একটি প্রত্যন্ত অঞ্চল কুঞ্জপুকুর। এই গ্রামেরই একজন বাসিন্দা শান্তি দাদু। এই শান্তি দাদুর কাছে রয়েছে অদ্ভুত একটি হাত। শরীরবিহীন এই হাত শান্তি দাদুর ইশারায় করতে পারে স্বাভাবিক মানুষের মতো যেকোনো কাজ। কুঞ্জ পুকুর বাসিদের শান্তির হাতিয়ার যেন হয়ে ওঠে শান্তি দাদুর এই তৃতীয় হাতটি। ছোট চোর থেকে শুরু করে ডাকাত পর্যন্ত ভয়ে সিটিয়ে থাকে শশী দাদুর এই তৃতীয় হাত দেখে। অদ্ভুত এই হাত যে শুধু তোর ডাকাতকে শায়েস্তা করে তাই নয় অসহায় মানুষকে সাহায্য করা হোক তার যেন কাজ।

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন শশী বাবু। শেষ পর্যন্ত তিনি মারা যান। তার অধীনে থাকা তৃতীয় হাতটি নেওয়ার জন্য চলতে থাকে নানান ষড়যন্ত্র। শেষে অদ্ভুত এই হাতটি গিয়ে পড়ে এক বদ লোকের কাছে। এই হাত দিয়ে সে নানান রকম অপকর্ম করতে থাকে। তৃতীয় হাত পেয়ে দিনু যেন প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। কিসের প্রতিশোধ নিতে চায় সে? শশী দাদুর শান্তিপূর্ণ কুঞ্জ পুকুরে যেন অশান্তির ছায়া নেমে আসে। এমন অশান্তি থেকে কিভাবে রক্ষা পাবে কুঞ্জ পুকুর বাসিরা? নাকি এই অশান্তির মধ্য দিয়েই কাটবে কোন কুঞ্জপুকুর বাসির জীবন? কে রক্ষা করবে তাদেরকে? এসব প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে পড়তে হবে Kunjopukurer Kando pdf উপন্যাসটি। উপন্যাসটির পড়তে পড়তে লুকিয়ে আছে ক্লাইম্যাক্স রহস্য ও শিক্ষার বিশাল ক্ষেত্র।

কুঞ্জ পুকুরের কান্ড থেকে আমাদের বাস্তব জীবনে করণীয় অনেক কিছু শেখার আছে। সমাজে যে সকল মানুষের বসবাস তারাও শশী দাদুর তৃতীয় হাতের মত হতে পারি। যেকোনো মানুষের বিপদে আপদে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। সুদ ঘুষ দুর্নীতি চুরি ডাকাতি ইত্যাদির বিরুদ্ধে আমরাও রুখে দাঁড়াতে পারি তৃতীয় ওই হাতটির মতোই। আমরাও পারি সমাজটাকে সুখী সুন্দর ভাবে সাজিয়ে তুলতে। এর জন্য আমাদের শুধুমাত্র একান্ত ইচ্ছাটুকুই যথেষ্ট। অদ্ভুতুড়ে সিরিজের এই বইটি শুধু অদ্ভুত সব আচরণই নয় বরং আমাদের সমাজ ব্যবস্থার জন্য একটা চরম শিক্ষারও উপকরণ হতে পারে। আমাদের প্রত্যেকেরই উচিত শশীবাবুর তৃতীয় হাত হওয়া আর এটা করতে পারলে আমাদের সমাজ হবে শান্ত নিবিড় ও প্রতিশ্রুতিময়।

সমাজ বিনির্মাণে এরকম একটি কাল্পনিক হাত এর মত আমাদের চরিত্রও ব্যাপক ভূমিকা পালন করতে পারে। আমাদের থেকেই আচরণ এমন হওয়া উচিত যাতে আমাদের দ্বারা সমাজের কারো ক্ষতি না হয় বরং সকলের উপকার যেন হয়। হিন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজের বইগুলো তাই পাঠক বেশ আগ্রহ নিয়ে ঘুরতে বসে। তাদের এই আগ্রহের কারণ অবশ্য অদ্ভুতুড়ে সিরিজের কাহিনী বিন্যাস চরিত্র ডায়ালগ ও লেখকের নিপুন হাতের লেখা কাহিনীর বৈচিত্র।  তাহলে দেরি না করে এখনই পড়া শুরু করে দিন ছোট অথচ গভীর ভাবের আধার Kunjopukurer Kando pdf উপন্যাসটি।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের Kunjopukurer Kando pdf ডাউনলোড করুন এখান থেকে অথবা অনলাইনে পড়ুন Kunjopukurer Kando pdf এখান থেকে।

Be the first to comment

Leave a Reply