কুড়িয়ে ছড়িয়ে pdf – প্রেমেন্দ্র মিত্র Kurie Chharie pdf – Premendra Mitra

কুড়িয়ে ছড়িয়ে pdf - প্রেমেন্দ্র মিত্র Kurie Chharie pdf - Premendra Mitra
কুড়িয়ে ছড়িয়ে pdf - প্রেমেন্দ্র মিত্র Kurie Chharie pdf - Premendra Mitra

প্রেমেন্দ্র মিত্র এর Kurie Chharie pdf কুড়িয়ে ছড়িয়ে pdf ডাউনলোড করুন ও Kurie Chharie pdf পড়ুন।

কুড়িয়ে ছড়িয়ে pdf - প্রেমেন্দ্র মিত্র Kurie Chharie pdf - Premendra Mitra
কুড়িয়ে ছড়িয়ে pdf – প্রেমেন্দ্র মিত্র Kurie Chharie pdf – Premendra Mitra

Kurie Chharie pdf কুড়িয়ে ছড়িয়ে pdf সূচিঃ

ষ্টোভ
জ্বর
চিরদিনের ইতিহাস
এক অমানুসিক আত্মহত্যা
চুরি
পিস্তল
তেলেনাপোতা আবিষ্কার
পটভূমিকা

Kurie Chharie pdf নমুনাঃ

সন্ধ্যে সাতটায় কম্প দিয়ে জ্বর এল।
লেপ কাঁথা যেখানে যা ছিল চাপা দিয়েও সে কাঁপুনি ধামান যায় না। একটা প্রচণ্ড উন্মত্ত আলোড়ন শুধু যেন শরীর নয়, সমগ্র সত্তার অন্তঃস্থল থেকে উদ্দাম হিমশীতল তরঙ্গের পর তরঙ্গ সমস্ত চেতনা ক্ষণে ক্ষণে আঘাতে আঘাতে জর্জরিত প্লাবিত করে দিয়ে যাচ্ছে।
এক মুহূর্তে সব কিছু গেল বদলে। কোন ধারাবাহিকতা মার নেই চেতনার।
জীবনের একটি নিটোল চমৎকার দিন যেন টুকরো টুকরো হয়ে, ভেঙে ছড়িয়ে, এলোমেলো হয়ে যাচ্ছে মিশে।

মামাবাবু সমগ্র pdf – প্রেমেন্দ্র মিত্র Mamababu Samagra pdf – Premendra Mitra

শেড দেওয়া আলোয় প্রায়ান্ধকার একটি ঘর ক্রমশঃ যেন সঙ্কীর্ণ হয়ে আসছে। নমিতার একটা ঠাণ্ডা হাত মাথার ওপর থেকে বহুদূর যাচ্ছে সরে। দেওয়ালে ‘অদ্ভুত সব ছায়ার নক্‌সা যেন জীব হয়ে চলাফেরা করছে। উডে যাওয়া মেঘের মত একটা মশারীর চাল হঠাৎ মুখের উপর এল নেমে। পাশের বাড়ির কর্কশ রেডিও- নিনাদ, ওধারে বারান্দায় কাদের আলাপ হয়ে উঠল।
তারি মধ্যে বয়ে যাচ্ছে আশ্চর্য ঠাণ্ডা এক নদী, ষ্টিমারের একটু মৃদু কম্পন, নেপথ্যে প্রপেলারের একটা একঘেয়ে আওয়াজ, রেলিংএর ওপর দিয়ে ঝুঁকে পড়া একটি মুখ, স্নিগ্ধ, পরিচ্ছন্ন তবু কেমন একটু কঠিন।
বারান্দায়ওরা আমারই কথা আলাপ করছে মনে হয়।
“আর ছদিন সবুর করলে কি এমন রাজ্যনাশ হত। এই শরীরে আজকালকার পথের এত ধকল সহ্য হয়।”

বেশ কিছুক্ষণের নিস্তব্ধতার পর উত্তর এল, “হ্যা, সত্যি-ই অন্যায়!” একটু বিস্মিত হয়েই তার মুখের দিকে তাকালাম। দু’জনের পরিচয়ের ইতিহাসে যেখানে ছেদ পড়েছিল, তার পরের কোন কথাই কেউ এ পর্যান্ত তুলিনি। শুধু এইটুকু জেনেছি যে, শর্ম্মিষ্ঠার স্বামী বেশ বড় পরের একজন সরকারী কৰ্ম্মচারী; সম্প্রতি বদলি হয়ে সেখানে গিয়েছেন, শৰ্ম্মিষ্ঠা পিত্রালয় থেকে শিশু-কন্যাকে নিয়ে সেখানেই রওনা এতক্ষণ যে ধরণের অবান্তর আলাপ চলেছে তার মাঝখানে শুধু এই মন্তব্যটুকু নয়, তা বলবার ভঙ্গিটি পর্যন্ত কমন যেন বিসদৃশ লাগল তাই।

উত্তরের বারান্দা pdf – অভিরূপ সরকার Uttarer Baranda pdf by Abhirup Bandyopadhyay

আমার বিস্মিত দৃষ্টি লক্ষ্য করেই বোধ হয় শর্ম্মিষ্ঠা খানিকটা মানা নীচু করে রইল একটু যেন অপ্রস্তুত ভাবে। তার পর মৃদুস্বরে বলে- “আমার কথা তুমি বুঝতে পারলে না ?”
সরল ভাবে বল্লাম “না।”

আলো বেশ খানিক্ষণ চুপ করে থেকে শষ্ঠি। ধীরে ধীরে হলে “জীবনটা ঠিক নিপুণ লেখকের সাজানো গল্প ত নয়—একটি মাত্র ছৎসই সমাপ্তি যার লক্ষ্য সুখ বা দুঃখের একটি বিশেষ রসসৃষ্টি করেই যার ধারা যায় ফুরিয়ে।”
একটু হেসে বল্লাম –“নিপুণ লেখকের মতই বড্ড বড় কথা বলার চেষ্টা করছ নাকি!”
“সত্যিই বড় কথা ভাগ্য যখন ভাবিয়েছে তখন বল্লে দোষ কি ?”

মনে পড়ল শৰ্ম্মিষ্ঠা চিরদিনই একটু বেশী বড় কথা ভাবত। নিজের মাপের চেয়েও বড় । ভাগ্য তাকে বড় কথা যদি ভাবিয়ে থাকে তার মাপের চেয়ে বড় জায়গায় টেনেও তুলেছে। এবার নিজের অনিচ্ছাতেই একট, খোচা না দিয়ে পারলাম না।

বল্লাম “প্রচুর অবসর আর স্বাচ্ছন্দ্য থাকলে এসব বিলাস সাজে।” শর্মিষ্ঠা কিন্তু অবিচলিত ভাবেই নিজের কথার জের টেনে বল্লে – -“য। হারাই তা মনে করে রাখার অনির্ব্বাণ বেদন: হ’ল বই-এর গল্পের জীবনে তার পরেও কিছু থাকে।”
“কি থাকে ?”
“যা পেয়েছিলাম তাই মনে রাখার প্রশান্তি।”
শর্মিষ্ঠার দিকে আর একবার সবিস্ময়ে তাকালাম। তার গোমাক থেকে প্রসাধনের পরিচ্ছন্ন বিশেষত্বে, তার সতঙ্গ আত্মন্ত ভঙ্গিতে বোধ হয় প্রশাস্তিরই পরিচয়।

…..বারান্দার আলাপের সুর এখন চড়া। নমিতার সঙ্কুচিত বর এই আচ্ছন্নতার ভেতর ভাল করে কানে পৌছোচ্ছে না, কিন্তু তার মট। তাম্পষ্ট নয়।
“বরফ! আর বরফ পাওয়া যাবে কোথায়! আড়াই টাক: সের বরফ দশ বিশ সের কিনতে কত টাকা লাগে হিসাব আছে ? 이 টাকা থাকলেই কি বরফ পাওয়া যায় ?”
কণ্ঠস্বরটা আমার শ্বশুর মশাই-এর, অকর্ম্মণ্য অক্ষম এক জামাই-এর হাতে কন্যাদান করার ভুলের জন্য নিজেকে তিনি এখনো ক্ষমা করতে পারেন নি। তার অনুশোচন। নানাভাবে নানাভঙ্গিতে তাই প্রকাশ পায়।
নমিতার মৃদু কণ্ঠের মিনতির ভাষাটা পাশের বাড়ির রেডিও-নিনাদে হারিয়ে গেল। শ্বশুর মশাই-এর কণ্ঠ আবার রেডিও ছাপিয়ে উঠল- “কাজ ত হল অষ্টরম্ভা লাভের মধ্যে খাস জংলী ম্যালেরিয়াটি বাগিয়ে নিয়ে এলেন । এমন কাজের খোঁজে সাত তাড়াতাড়ি যাবার দরকার কি ছিল। বরাতে ত সেই স্কুল মাষ্টারি।”

Kurie Chharie pdf link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply