দেবশ্রী চক্রবর্তীর কাশ্মীর নিয়ে লেখা ধারাবাহিক উপন্যাস বই আকারে প্রকাশিত হয়েছে Lal Chinar Pata pdf ডাউনলোড করুন ও পড়ুন।
Lal Chinar Pata pdf এর লেখিকা জীবনীঃ
দেবশ্রী চক্রবর্তীর জন্ম ১৯৮২ সালের ৬ ই এপ্রিল। উত্তর ২৪ পরগনার ইছাপুরে। আদি নিবাস বাংলাদেশের ব্রাহ্মনবাড়ীয়া। কৈশোর কেটেছে ইয়াপুরে। ইছাপুর নবাবগঞ্জ বালিকা বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর ব্যারাকপুর রাষ্ট্র সুরেন্দ্র নাথ কলেজ থেকে ইতিহাসে অনার্স নিয়ে স্নাতক হন। পরে আধুনিক ইতিহাসে নাম এ পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। দানা মশাই বিশিষ্ট। সমাজ সেবক ও শিক্ষক শ্রী বিনয় ভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত। বিবাহ পরবর্তী জীবনে স্বামীর চাকরির জন্য রাজ্যের বিভিন্ন জেলায় থাকতে হয়। এই সময় সমাজ সেবা মূলক কাজে জড়িয়ে পড়ার সুধাতন সমাজের বিভিন্ন মানুষের সংস্পর্শে আসা, সেই থেকে লেখা শুরু।
হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজ pdf ডাউনলোড লিংক All Mishir Ali pdf by Humayun Ahmed
লেখিকার লেখাতে সমাজের বাস্তব চিত্র। লেখিকা পথ শিশুদের নিয়ে “অঙ্কুর” নামক একটি সাংস্কৃতিক দল তৈরি করেন। আপাতত রাশভারী। কিন্তু ঘনিষ্ঠ মহলে অন্য চেহারা। দিলখোলা, মালিণী। শুধু পশ্চিম বঙ্গ না আসামের বাহাটির মত নিমত, দোতারা, নিমি থেকে প্রকাশিত এক্সপ্রেস নিউস এবং বাংলাদেশের মানবকণ্ঠ, স্বাধীন বাংলা২৪, জনকণ্ঠের মতন। পত্রিকাতে নিয়মিত তিনি লেখালেখি করেন।
Lal Chinar Pata pdf ভূমিকা
আমি আমার এই উপন্যাসে ইতিহাসের এক অন্ধকারতম অধ্যায়কে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। এর জন্য কিছু ব্যক্তিগত সাক্ষাৎকার, আত্মজীবনী, সংবাদপত্র সহ বেশ কিছু বইয়ের সহায়তা আমি নিয়েছি। কাশ্মীর সবসময় আমাকে গভীর ভাবে আকর্ষণ করে এসেছে। কাশ্মীরের সৌন্দর্য যেমন আমাকে আনন্দ দিয়েছে, তেমনি এর ভয়ঙ্কর পরিস্থিতি আমাকে কাঁদিয়েছে। কাশ্মীর সম্পর্কে বহু মানুষের মতামত জানার পর আমি কাশ্মীর সমস্যার মূল খোঁজার জন্য পড়াশুনা আরম্ভ করলাম। ১৯৯০এর ১৯শে জানুয়ারী কাশ্মীরি পন্ডিতদের কাশ্মীর উপত্যকা ছেড়ে এক রাতের মধ্যে পালিয়ে আসতে হয়েছিল। কেন তাঁরা এইভাবে চলে এসেছিলেন? কী হয়েছিল সেদিন? এসব প্রশ্নের উত্তর বাংলায় লেখা কোনো বইতে নেই সেভাবে।
নীবারসপ্তক – কৌশিক মজুমদার Nibarsaptak pdf – Kaushik Majumdar
তাই সমগ্র বাঙ্গালী জাতি এই প্রশ্নের উত্তর না পেয়ে সেই অন্ধকারেই থেকে গেছে। এই উপন্যাসটার মধ্যে দিয়ে সেই প্রশ্নের উত্তর দেওয়ার কিঞ্চিৎ চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ থেকে প্রকাশিত পত্রিকা ‘স্বাধীন বাংলা ২৪’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে কাশ্মীরি পন্ডিতদের নিয়ে লেখা আমার এই উপন্যাস ‘লাল চিনার পাতা’। আমি ধন্যবাদ জানাই পত্রিকার সম্পাদক, আমার ভাতৃতুল্য মো: আতাউর রহমানকে। এই উপন্যাসে যে ঘটনা এবং চরিত্রগুলো তুলে ধরেছি তা কাল্পনিক।
১৯৯০এর ১৯শে জানুয়ারী কাশ্মীর উপত্যকায় যা ঘটেছিল, যার জন্য সাড়ে তিন লক্ষ কাশ্মীরি পন্ডিতকে সেদিন উপত্যকা ত্যাগ করতে হয়েছিল যা অনেকেরই অজানা থেকে গেছে, সেই জ্বলন্ত চিত্র তুলে ধরেছি আমার এই উপন্যাসে। উপন্যাসের প্রথম পর্ব প্রকাশিত হবার পর আমি ও সম্পাদক আতাউর, দুজনেই খুব ভয়ে ছিলাম, এঁকে কাশ্মীরি পন্ডিতদের নিয়ে লেখা উপন্যাস তার উপর প্রকাশিত হচ্ছে বাংলাদেশ থেকে। কিন্তু প্রথম পর্ব প্রকাশিত হবার পর যখন লেখাটার ওয়েব লিঙ্ক ফেসবুকে প্রকাশ করলাম, দুই বাংলার পাঠকদের অসাধারণ প্রতিক্রিয়া পেলাম, যা পেয়ে আমরা মুগ্ধ। আমার কাছে অনুরোধ আসতে থাকে পরের পর্বগুলোর ব্যাপারে।
জসীম উদ্দীন বাংলা PDF ডাউনলোড লিংক Jasimuddin pdf books download
একজন লেখিকার কাছে পাঠকের এহেন প্রতিক্রিয়া কোনো অ্যাকাডেমি পুরস্কার পাবার চেয়ে কম কিছু না। উপন্যাসের নবম পর্ব প্রকাশিত হবার পর থেকে পাঠককূল অনুরোধ করতে লাগলেন উপন্যাসটিকে বই আকারে প্রকাশ করার জন্য, বললেন এই বই সংগ্রহ করে রাখার মতো একটি উপন্যাস। ধারাবাহিক উপন্যাস তাই বহু পাঠক পুরো লেখাটা পড়ার সুযোগ পাননি, তাঁদের কথা মাথায় রেখেই ‘লাল চিনার পাতা’কে গ্রন্থের আকারে প্রকাশ করা।
এই উপন্যাস আরম্ভ করার আগে আমি জুতসি পরিবার ও সালা পরিবারের অভিজ্ঞতার কথা শুনেছি, ওনারা ১৯৯০ এঁর ১৯এ জানুয়ারির পর কাশ্মীর ছেড়েছিলেন। তাঁদের অভিজ্ঞতার উপর ভর করেই শুরু করলাম পথ চলা । এছাড়া কাশ্মীরি পন্ডিতদের ক্যাম্পের উপর বহু ডকুমেন্ট্রি দেখেছি, রাজতরঙ্গিনি পড়েছি, আমার মনের উপর এর যে ভয়ঙ্কর প্রভাব পড়েছে, তার প্রতিফলন এই উপন্যাস। এতে সাধারণ মানুষের সুখ-দুঃখের অনুভূতিও তুলে ধরেছি। উপত্যকায় বসবাসকারী সকল মুসলিম পরিবার দেশদ্রোহী, হিন্দুবিদ্বেষী, এ আমাদের ভুল ধারণা, তা এই উপন্যাস পড়লে পাঠকেরা বুঝতে পারবেন। এখনও উপত্যকায় বহু পন্ডিত পরিবার থাকেন যারা কেন্দ্র ও রাজ্য সরকারের থেকে কোনো সাহায্যই পাননি, কিন্তু তারা কাশ্মীর উপত্যকায় এখনও বসবাস করছেন এবং তারা বসবাস করছেন তাদের প্রতিবেশীদের উপর নির্ভর করে।
আমি সবসময় অন্য রকমের কিছু লেখার চেষ্টা করে থাকি। আমার মনে হয় বিষয়ে নতুনত্ব থাকলে পাঠকের সেই লেখা পড়তে ভালো লাগে। আমার লেখাতে আমি সবসময় সমাজের অন্য রকম কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করি যা সাদা চোখে সবসময় ধরা পরে না। আমি লেখিকা হিসেবে আমার দায়িত্ব পালন করেছি, লেখার সাহিত্যগুণ বিচারের দায়িত্ব পাঠকদের হাতে ছেড়ে দিলাম। Lal Chinar Pata pdf ডাউনলোড করুন।
Lal Chinar Pata pdf নিয়ে কিছুকথা
দিদির সাথে আমার পরিচয় ফেসবুকের মাধ্যমে। সারা দুনিয়ার নানা রকম সমস্যা নিয়ে দিদির সাথে সবসময় কথা হয়। বিশেষ করে সন্ত্রাসবাদ নিয়েই কথা হয় বেশি। আমাদের দেশ বাংলাদেশকে যেভাবে সন্ত্রাসবাদীরা নিশানা করছে, তা সত্যিই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সব থেকে খারাপ লাগে যখন দেখি আমাদের পবিত্র ধর্মকে আশ্রয় করে ধর্মের নামে এই সব আক্রমণ চালানো হয়। আমি দিদিকে সবসময় বলতাম, ‘কোরান’ কখনই সন্ত্রাসকে সমর্থন করে না। আমার কথা শুনে উনি কোরান পড়েছেন এবং ওনার ভালো লাগা আমাদের পত্রিকায় প্রকাশ করেছেন। নামাজ পড়ার জন্য একমাত্র একজন পিতা তার সন্তানকে জোর করতে পারেন অন্য কারুকে না ।
কিন্তু এখন দেখি নামাজ না পড়লে সন্ত্রাসবাদীরা মানুষকে হত্যা করে, যা দেখে মনে হয় সন্ত্রাসের নামে আমাদের ধর্মকে খুব খারাপ ভাবে ব্যবহার করা হচ্ছে। আমি দিদিকে বলি আপনে সন্ত্রাস বিরোধী লেখা লেখেন, আমি আমার পত্রিকায় প্রকাশ করব। এই ‘লালা চিনার পাতা’ উপন্যাস প্রথম ধারাবাহিক ভাবে প্রকাশ শুরু হয় আমার পত্রিকা ‘স্বাধীন বাংলা ২৪’এ। পাঠকদের যেরকম প্রতিক্রিয়া পেয়েছি খুব ভালো লেগেছে। ইনশাল্লা দিদির বই সকলের ভালো লাগুক। দিদির নতুন বইয়ের জন্য দুয়া রইলো।
লাল চিনার পাতা pdf রিভিউ
লাল চিনার পাতা উপন্যাসটিতে লেখক কাশ্মীর ছেড়ে পালিয়েছে আসা বহু পন্ডিতের আর্তনাদকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এক রাতের মধ্যে কেন তাদেরকে কাশ্মীর ছেড়ে পালাতে হয়েছিল তা Lal Chinar Pata pdf এ খুজে বের করার চেষ্টা করেছেন। এক রাতে প্রায় সকল পন্ডিতকে কাশ্মীর ছেড়ে পালানোর সেই ইতিহাস বাংলা ভাষাভাষী কোন সাহিত্যের বইয়ে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখন দীর্ঘ গবেষণা করে ধারাবাহিকভাবে উপন্যাসটি তথ্যবহুল করার চেষ্টা করেছেন। লেখকের Lal Chinar Pata pdf উপন্যাস পড়লেই কাশ্মীর সম্পর্কে অনেক অজানা কিছু জানার সুযোগ হবে বলে ধারণা করি। তাই দেরি না করে Lal Chinar Pata pdf এই পড়া শুরু করুন এখনই।
লাল চিনার পাতা pdf ডাউনলোড করা কেন প্রয়োজনঃ
কাশ্মীরে ইতিহাস নিয়ে যারা এখনো অন্ধকারে আছেন তাদের জন্য বইটি ঐতিহাসিক উপন্যাস হিসেবে অজানা অনেক তথ্য প্রদান করতে পারবে। ঐতিহাসিক উপন্যাস গুলোর মধ্যে এই বইটি এবং অনেক তথ্য বহুল।
বৌদির পড়াতে পড়াতে রয়েছে ইতিহাস ও কাশ্মীরের নানা ঘটনার নীরব সাক্ষী হয়ে থাকা নিদর্শন। ১৯৯০ সালে ৩ লক্ষের অধিক পন্ডিতের সাথে আসলে সেদিন কি ঘটেছিল তার সচিত্র বর্ণনা করার চেষ্টা করেছেন লেখিকা।
ঐতিহাসিক উপন্যাসের প্রায় সব উপাদানই বিদ্যমান আছে এই উপন্যাস নিতে। উপন্যাসটি একবার পড়া শুরু করলে কোন পাঠকের পক্ষেই শেষ না করে ওটা প্রায় অসম্ভবই বলার জন্য।
কাশ্মীর নিয়ে লেখা উপন্যাস দেবশ্রী চক্রবর্তীর Lal Chinar Pata pdf ডাউনলোড করুন এখানে থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.