
অভিজ্ঞান রায়চৌধুরীর অনিলিখা সিরিজের হরর থ্রিলার সংকলন Majhe Matro Chobbish Din pdf মাঝে মাত্র চব্বিশ দিন pdf ডাউনলোড করুন ও Majhe Matro Chobbish Din pdf পড়ুন।

Majhe Matro Chobbish Din pdf মাঝে মাত্র চব্বিশ দিন pdf কাহিনিঃ
ক ল্পবিজ্ঞান অ্যাডভেঞ্চার আর রহস্যের ককটেল!পৃথিবীর নানান আশ্চর্য অচেনা জায়গায় ছুটে যায় অনিলিখা। আর তার জন্য যেন অপেক্ষা করে থাকে ভয়ংকর সব ঘটনা! ঘটনার স্রোত কখনও ভারত ছেড়ে আমেরিকায়, কখনও বা সুমাত্রায়। আর সেই বিজ্ঞান-কল্পনা আর অ্যাডভেঞ্চারের সামনে পাঠক অসহায়। তাকে অভিজ্ঞান রায়চৌধুরীর দুরন্ত কলম ছুটিয়ে নিয়ে চলে কাহিনির শেষ পর্যন্ত। ‘রহস্য যখন রক্তে’ আর ‘মাঝে মাত্র চব্বিশ দিন’ এমনই দু-দুটো দুরন্ত কাহিনি।
অভিজ্ঞান রায়চৌধুরী সকল পিডিএফ লিংক Abhijnan Raychowdhury pdf download link
অনিলিখাকে নিয়ে প্রথম কল্পবিজ্ঞান উপন্যাস সংকেত রহস্য। বেরিয়েছিল ২০০৮ সালে, শারদীয়া কিশোর ভারতীতে। তারপর প্রতিবছর কল্পবিজ্ঞান নির্ভর উপন্যাস লিখে গেছি শারদীয়া কিশোর ভারতীতে। অবাক হয়েছি প্রত্যেকটা উপন্যাসকে ঘিরে পাঠকদের আগ্রহ- উন্মাদনা দেখে। অবাক এই কারণেই যে ভূত আর গোয়েন্দারা চিরকালই বিজ্ঞানের থেকে অনেক বেশি জনপ্রিয়। সেখানে কল্পবিজ্ঞানকে নিয়ে এই উৎসাহ। অনিলিখাকে ঘিরে এই অপেক্ষা। পাঠকদের এই ভালোবাসায় আমি সত্যি অভিভূত। এই বইতে আমার দুটি উপন্যাস স্থান পেয়েছে ‘রহস্য যখন রক্তে’ ও ‘মাঝে মাত্র চব্বিশ দিন’। শারদীয়ায় প্রকাশিত দুটি উপন্যাসই অনেকাংশে পরিবর্ধিত। কারণ শারদীয়ায় পাতার যে শাসন থাকে তার থেকে বই-তে তারা মুক্ত। তাই যারা পড়েছেন, তাদেরকেও বলব আবার পড়তে।
একইসঙ্গে বিজ্ঞান, অ্যাডভেঞ্চার ও কল্পনা মিলেমিশে গেছে দুই উপন্যাসে। ঘটনা কখনও ভারত ছেড়ে আমেরিকায় তো, কখনও বা সুমাত্রায়। এরই সঙ্গে খেয়াল রাখতে হয়েছে সেসব কিশোরদের কথা, যারা আজকাল বাংলা বই পড়ে না। একবার পড়তে শুরু করলে যাতে শেষ না করে ছাড়তে না পারে, সেই চ্যালেঞ্জটাকে লেখক হিসেবে নিতে হয়েছে। বিচার আপনাদের হাতেই ছেড়ে দিলাম। অনেক যত্ন করে এই বইটি আপনাদের হাতে পৌঁছে দিতে যে দুজন প্রধান ভূমিকা নিয়েছেন, সেই ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় ও চুমকি চট্টোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই।
কৃতজ্ঞতা জানাই পত্র ভারতীর সঙ্গে যুক্ত সকল কর্মীকে, যারা খুব সুন্দরভাবে বইটির প্রযোজনা করেছেন। সবশেষে আগ্রহী পাঠক হিসেবে আপনাকে ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ ছাড়া এ লেখা আমার পক্ষে সম্ভব ছিল না। Majhe Matro Chobbish Din pdf এর লেখক অভিজ্ঞান রায়চৌধুরী
Majhe Matro Chobbish Din pdf নমুনাঃ
পৃথিবীর নানান আশ্চর্য অচেনা জায়গায় ছুটে যায় অনিলিখা। আর তার জন্য যেন অপেক্ষা করে থাকে ভয়ংকর সব ঘটনা! ‘রহস্য যখন রক্তে’ আর ‘মাঝে মাত্র চব্বিশ দিন’ এমনই দু-দুটো দুরন্ত কাহিনি। এই—এই যে পাঁচ। আর এই দ্যাখো, শেষ সাপটা টপকালাম। এবার দুই পড়লেই উঠে যাব।
-দেখো, তবু আমিই জিতব। আমি আগে ওখানে পৌঁছে।
–আচ্ছা সোনা, ঠিক আছে, তুমি-ই জিতবে। তুমি সবসময় জিতবে। পিকুর মাথায় হাত বুলিয়ে দেয় জয়ন্ত।—এবার তোমার দান।
পিকু মিনিট খানেক ধরে বেশ নেড়েচেড়ে দান ফেলে। ছক্কাটা টালমাটাল করে দুই-এ এসে দাঁড়ায়।
–যাঃ, এক্কেবারে সাপের মুখে—সাপটা আবার খেয়ে নিল।
—না—আমি আর খেলব না। ছক্কাটা দূরে ছুড়ে ফেলে উঠে পড়ে পিকু। ছুটে শোওয়ার ঘরে গিয়ে ঢোকে। খাটের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারপর জোরে কেঁদে ওঠে। পিকু যখন কাঁদে তখন কান পাতা দায়। এত জোরে কাঁদে যে আগে আশপাশের বাড়ি থেকে সবাই খোঁজ নিত কী হল?
জয়ন্ত তাড়াতাড়ি খেলা ছেড়ে পিছু নেয়। ঘরে ঢুকে খাটের ওপর পিকুর পাশে শুয়ে পড়ে, ভোলানোর চেষ্টা করে।
—সোনা, এত তাড়াতাড়ি হাল ছাড়তে নেই। হয়তো ওই সাপটা পেরিয়ে তুই আমার আগেই উঠে যেতিস! আমার তো দুই পড়েই না!
পাঁচ বছরের ছেলেকে জড়িয়ে ধরে জয়ন্ত আদর করতে থাকে। কিন্তু অত সহজে পিকু ভোলার নয়। আশা করেছিল অন্তত এবার জিতবে। আর বাবাটাও দুষ্টু। কেমন করে অত বড় সাপগুলো লাফিয়ে লাফিয়ে পেরিয়ে গেল! পিকুর লাকটাই খারাপ। বারবার ওই পঞ্চাশের আর বিরাশির বিচ্ছিরি সাপগুলো গিলে খায়। এর পরেরবার ও তবেই সাপলুডো খেলবে যদি তাতে ওই বিচ্ছিরি সাপগুলো না থাকে।
–সোনা, সব খেলাতেই হারজিত হয়। তাতে এত কাঁদে না। পরেরবার হয়তো তুমি জিতবে। জয়ন্ত বলতে থাকে—তুমি আইনস্টাইনের কথা শুনেছ?
দূর থেকে বিতানের গলা আসে, – আচ্ছা ও আইনস্টাইনের কথা কী করে জানবে? কাকে যে কী বলো!
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় pdf বই ডাউনলোড Sarat Chandra Chattopadhyay pdf download
—বাহ্, আইনস্টাইনের কথা জানবে না?
—ঠিক আছে বাবা, তুমি আইনস্টাইনের কথা বলো। পিকু বাবার পক্ষ নেয়।
—উনি ছিলেন খুব বড় বিজ্ঞানী। এই যে তুমি রিমোট দিয়ে টিভি চালাচ্ছ, ফ্যান ঘুরছে, মা মাইক্রোওয়েভে রান্না করছে, তুমি ছোট ছোট খেলনার গাড়ি নিয়ে খেলছ, আমি কম্পিউটারে কাজ করছি—সবই কিন্তু বিজ্ঞানীদের আবিষ্কার। আর আইনস্টাইন ছিলেন একজন খুব বড় বিজ্ঞানী।
অভিজ্ঞান রায়চৌধুরীর অনিলিখা সিরিজের Majhe Matro Chobbish Din pdf মাঝে মাত্র চব্বিশ দিন pdf পড়ুন এখান থেকে ও মাঝে মাত্র চব্বিশ দিন pdf ডাউনলোড করুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.